অপারগতা

তোমাকে নিজের করে চাইবার আর কোনও সুযোগ এখন নেই।
প্রতিটি সন্ধেতে প্রার্থনায় বসে তোমাকে নিজের
সবচাইতে মূল্যবান আশীর্বাদটি ভেবে, এখন আর ঈশ্বরের প্রতি
কোনও কৃতজ্ঞতাস্বীকারের কোনও রকমের কোনও কারণই অবশিষ্ট নেই।
একটি বার কথা বলব বলে তোমার কাছে
কোনও বাহানা বানিয়ে ছলনা করবার কোনও অজুহাত এখন নেই।
তোমাকে আমার করে পাবার জন্য এখন কিছু শূন্যতা কিংবা
অসম্ভবের দম্ভপ্রকাশ ছাড়া কোনও ইতিবাচকতায় বাঁচার আশা নেই।
এতটাই অপারগতা আমার! এতটাই ব্যর্থ আমি!


তোমায় আমার সতীত্বের দোহাইয়ে সততা নিয়ে ভালো বোধহয়
ঠিক বাসতে পারিনি।
পারতাম যদি, তবে তুমি এমন ভুল প্রমাণিত হতে পারতেই না!
কিংবা আমার এত অপারগতায় তুমি আমার জীবনে প্রশ্রয় পেতেই না!
কোনও একটা ফাঁক রয়ে গিয়েছিল প্রার্থনাতে।
পুজোর ফুলে একটিও আশালতা নয়, বরং কণ্টকলতা এসেছিল,
যাতে ক্ষতবিক্ষত আর রক্তস্নাত হয়েছে আমার একেকটি পূজার্হ!


মাঝে মাঝে মনে হয়,
প্রচণ্ড একটা কালবোশেখি ঝড়ে লন্ডভন্ড হয়ে যাক পুরো পৃথিবী!
তোমার আমার সকল মনোমালিন্য আর অসম্ভবের পারাপার এবার শেষ হোক…
মুছে যাক আমাদের সব বিস্মৃতি।
আমরা নতুন করে রচনা করি আমাদের প্রেমের ফোয়ারায় নতুন বসন্তের মহাকাব্য।
আমরা এক হয়ে বাস করি চিরবসন্তে আদি অনাদিকাল ধরে।


প্রায়ই মনে হয়,
এইসব চরম অসহায়ত্বে আর যন্ত্রণাময় যৌবনে কোনও এক ঐশীবাণী হোক ঘোষিত!
অন্তত একটা হলেও সুখপ্রদ খবর আসুক…
তুমি আমি মিলে হোক সৃষ্টি হোক আমাদের নতুন এক প্রেমবসন্ত!