এসো, আমরা কিছু সময়ের জন্য আমাদের অভিমানের দীর্ঘশ্বাসে অর্ধমৃত প্রেমটাকে আবার জাগিয়ে তুলি। এসো, অভিযোগের বিষাক্ততায় নীলাভ বর্ণে পরিণত অনুভূতিগুলিকে এবেলা পরিশুদ্ধ করি। এসো, আমরা কিছু সময়ের জন্য হলেও আমাদের দূরত্বটাকে ভুল মেরে বসে থাকি, ভালোবেসে ফেলি আমাদের ভালোবাসাকে। এসো, পোড়া-হৃদয়ের অগ্নিকাণ্ডকে সীমাবদ্ধ করি, তাকে গঙ্গাস্নানে শান্ত আর পবিত্র করে তুলি। এসো, আমরা মাত্র কিছু সময়ের জন্য আমাদের সকল বাধা উপেক্ষা করি, সম্পূর্ণ করি হৃদয়-সম্প্রদান। এসো, চিরপরিচিত সেই সকল অসম্ভাব্য বাস্তবতাকে মিথ্যে প্রমাণিত করি, মিলিত হই আবেগী খেয়ালের সত্য প্রেমের অমর রাসলীলায়। এসো, আমরা অন্তত কিছু সময়ের জন্য আমাদের এই মৃত নগরীতে এক অলিখিত সুখের কাঁটায় প্রাণপ্রতিষ্ঠা করি।