কথার পিঠে

- বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি!
- মিষ্টি, মিষ্টি, মিষ্টি!


- আমায় ছুঁয়ে দেখো!
- না না, আজ নাকো!


- শনি মঙ্গল মানো?
- ভালোবাসি, জানো?


- হঠাৎ এসব বলছ যে এসে?
- অসুবিধে হয়েছেটা কীসে?


- লাগেই না তো ভালো!
- কী করতে হবে, বলো!


- জানি না তার কিছুই।
- চোখ দিয়েই তবে ছুঁই?


- তুমি সত্যিই খুব খারাপ!
- তবু তোর সাথেই আলাপ।


- আমায় বুঝেছিলে কবে?
- দোষ দিয়েই দিলি তবে!


- চলে যাও তো, ছাই!
- তবে এলাম কাছে, আয়!


- আমি মেরেই দেবো একদম!
- আমি সয়েই যাব হরদম!


- বটে? চাকু নিয়ে এলাম!
- তবে বুক পেতেই দিলাম!


- এসব করো কেন?
- আহা, অবুঝ যেন!


- কেন, ভাবো সেকেন্ড দুই!
- তুমি আমার একটা তুই!


- বেরিয়ে যাও তো এখন!
- তো আদর দেবে কখন?


- এত আবেগ কমিয়ে নাও!
- তো ভালোবাসা মেখে দাও!