ক্যারিয়ার আড্ডা @ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (১ম অংশ)

(গত ১৬/১০/২০১৫ তারিখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার আড্ডায় প্রায় ৭-৮ ঘণ্টা ধরে যা যা বলেছি, তার ৩০% এর মতো এখানে শেয়ার করলাম।)

Disclaimer :

মানুষের যে কয়েকটি অ্যাটিচিউড দেখে আমি এ জীবনে সবচাইতে বেশি বিরক্ত হয়ে এসেছি, তাদের মধ্যে একটি হল : ক্যারিয়ারিস্টিক অ্যাটিচিউড

তাই ‘ক্যারিয়ার আড্ডা’ নামটা দেখে এটাকে কোনোভাবেই ক্যারিয়ারিস্ট হওয়ার আড্ডা হিসেবে নেবেন না। এতে আমি যা বলতে চাই এবং যা বলতে চাই না, তা বুঝতে সহজ হবে।

Job for life! NOT, Life for job!!

ক্যারিয়ার আড্ডা

সুশান্ত পাল

সহকারী কমিশনার

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা

আসুন, স্বপ্ন দেখি!

স্বপ্নের মানুষটিকে নিয়ে একটুখানি ঘুরে আসি…………….. (একটা ভিডিও ক্লিপ দেখালাম)

আড্ডার সময়ে……..

মোবাইল যেন কোনোভাবেই বেজে না ওঠে

মোবাইলে কথা বলতে হলে হলের বাইরে গিয়ে কথা বলতে হবে

পাশের জনের সাথে কথা বলতে হলে আমি যখন আপনার দিকে তাকাবো না, তখন আমাকে ফাঁকি দিয়ে বলবেন

ঘুম এলে এমনভাবে ঘুমাতে হবে যাতে পাশের জনের ঘুমের ব্যাঘাত না ঘটে। ঘুমাতে ঘুমাতে পাশের জনের কাঁধে হেলে পড়বেন না

প্রশ্ন করবেন আমি প্রশ্ন করতে বললে, এরপর

কোন নোট নেয়ার দরকার নেই, শুধু শুনবেন। আমি সবকিছু ফেসবুকে শেয়ার করে দেবো। আমার ফেসবুক আইডিঃ Sushanta Paul

এই কথাগুলো কাজের…….

“Mama always said life was like a box of chocolates. You never know what you’re gonna get.”~ Forrest Gump

“Don’t ever let someone tell you that you can’t do something. Not even me. You got a dream, you gotta protect it. When people can’t do something themselves, they’re gonna tell you that you can’t do it. You want something, go get it. Period.” ~ Will Smith (The Pursuit of Happyness, Film)

GET BUSY LIVIN’,OR GET BUSY DYIN’.~  The Shawshank Redemption

“When you have to shoot, shoot; don’t talk.” ~ The Good, the Bad and the Ugly (Movie)

“Your time is limited, so don’t waste it living someone else’s life. Don’t be trapped by dogma – which is living with the results of other people’s thinking. Don’t let the noise of other’s opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition. They somehow already know what you truly want to become.” ~  Steve Jobs