খোঁপা, ফুল যত্নে রেখো

 
তুমি আমার একচিলতে আকাশ হবে?
কিছুসময়ের জন্য ডানা মেলব।
তুমি আমার স্তব্ধরাতের চাঁদ হবে?
প্রেমের কালিমা কিছু গায়ে মাখব।


হও না আমার প্রজাপতি!
রংধনুটা আঁকব পাখায়।
হও না আমার বসন্তদিন!
গাছ সাজাব নতুন পাতায়।


একপশলা বৃষ্টি হলে কী আর হবে!
হৃদয়টাকে স্নান করাব।
প্রথমভোরটা তুমি হলে কী আর হবে!
ঘাসের ডগায় শিশির হব।


হও যদি সাধের বাগান আমার,
সেই বাগানের মালি হব।
হও যদি ফুল সেই বাগানে,
আদরমাখা ঝুড়িতে নেব।


এবার নাহয় হলে চাদরই!
মাঝরাতের আদর দেবো।
এবার নাহয় হলে অধরই!
হাসির ছলে ছুঁয়ে নেব।


যদি কালোসমুদ্র হও আমার,
তোমার বুকের নৌকো হব।
যদি ঝড় হয়ে হঠাৎ আসো,
তোমায় নিতে পালই হব।


আমার গাঁথামালা হবে নাকি গো?
আমি নাহয় সুতোই হব।
নাকি চুলের খোঁপা হবে গো?
ফুলের বেশে সাজিয়ে দেবো।


কিছুই আমার হবে না বুঝি?
বাপু, কেন, বলো তো?
মনটা তোমার বুঝি না অত!
এখন তোমায় কোথায় খুঁজি?


শুনছ, পাখি?
এত কেন দিচ্ছ ফাঁকি?
হৃদয়টা এই নাও না নিয়ে!
থাকব নাহয় সেখানে গিয়ে!


মানেটা তবে কী দাঁড়াল?
করছ এ কী!
ঘুমালে নাকি?
কে যে আবার ঘুম পাড়াল!


ঘুম ভাঙো, প্রহর গোনো,
অল্পকথায় বলি, শোনো…
বাহানাগুলো সরিয়ে রাখো,
যখন খুশি যেখানেই থাকো,
আমার শেষক্ষণটায় পাশে থেকো,
আমার ভালোবাসাটা যত্নে রেখো।