ঘুম যখন ঘুমে

খুঁজছে আকাশ চোখের জলে,
বাদলদিনের গান।


ডুকরে মরছে কাদম্বরী,
অসম্ভবের পার।


ডাকছে সাথি অস্থিরতায়,
আলসেমিরও ভার।


চেয়ে রয়েছে পথের পানে,
পথকাঁটায় কাল।


খুঁজে পেয়েছে কাননপ্রভা,
অসুখে কিংকর।


ভুলে থাকে আপনভোলা,
কাজলবাসর চল।


আনন্দমুখে নয়নার বাস,
আকাশিরঙা ঠাঁই।