দিতে যা-কিছু চেয়েছি

ওগো! কোথায় তুমি?
জানোই তো না আজ কী হয়েছে!
তোমায় না আমি ভীষণ মিস করছি!


এ তো দারুণ ব্যাপার! আজ উঠে পড়েছ! এত জলদিই!
দেবার যে ছিল কিছু!


এই সোনালি সকালে…
তোমায় দিতে চেয়েছিলাম মুঠোয় মুঠোয় নতুন বারতা!
দিতে চেয়েছিলাম সুমিষ্ট কাকলিতে ঝাঁক ঝাঁক পাখির উন্মুক্ততা!
দিতে চেয়েছিলাম ওই দূর দিগন্তছোঁয়া নতুন সূর্যের নতুন আলোর ধারা!


তোমার দুহাত ভরে দিতে চেয়েছিলাম শিমুলের ফুল, অপূর্ব পলাশের ছাপ!
স্বার্থপরের মতো অকাতরে দিতে চেয়েছিলাম এক পাগলি অপরিপক্ব মেয়ের
অস্বস্তিমাখা অথচ নিঃশেষ ভালোবাসাপূর্ণ একপৃথিবী শুভকামনা!


তবু আজ এই সকালে দিতে আমি পারিনি কিছুই!
আমি খুব বেশিই জ্বালাই বুঝি?
এ আমি সত্যিই জানি!


সাথে এও জানি, তোমায় জ্বালাই---এ কাজ যে আমার বড্ড প্রিয়,
যতটা প্রিয় কোনও প্রিয় অভিমান কিংবা কোনও প্রিয় প্রার্থনা!