নাট্যমঞ্চ

দিন-রাত্রি বিবাদ চলবে..
কালো মেঘ তবু ঠিকই সরে যাবে...
বন্ধ দোরের ফাঁকে ফাঁকে আলোটুকু ঠিকরে পড়বে...
তবুও, তুমি শুধু দূরত্ব হয়েই ঠায় রয়ে যাবে।


পোড়ারংটা কোথাও কখনও রাঙাবে বিষাদে...
জানালার গ্রিলটা ধরে কাউকে অপেক্ষমাণ দেখতে দেখতে খয়েরি বিকেল
প্রস্থানের পথে ঠিকই আবার পাড়ি জমাবে...
বাতাসের আলাপ প্রলাপ কোনও একদিন থেমেই যাবে...
তবুও, তোমাকে আমার করে পাওয়ার গল্পটা ভুলেও কখনও,
নতুন করে আর লেখা হবে না।


বোশেখি ঝড় কোনও একটা বিকেলবেলায় থেমেই যাবে...
মিথ্যে করে কেউ হয়তো ভালোবাসি'টা বলে ফেলতে শিখেই যাবে...
ফেলে-রাখা ডাকবাক্সে, চিঠির সারি, কেউ-না-কেউ, প্রতিদিনই এসে,
কারও উদ্দেশ্যে জমা ঠিকই করে যাবে...
তবুও, তুমি ছুঁতে-না-পারা একটুকরো সুখটা হয়ে শুধু থেকে যাবে।


দহনের দিনেও পদ্মফুলটা ফুটবে ঠিকই...
মধ্যদুপুরে গৃহদেবতাও বহিষ্কৃত হয়তো হবে...
ধ্রুবতারাটি অস্পষ্ট শরীরে নিশিআাকাশে খুঁজে নেবে ঠাঁই...
তবুও, তুমি 'হারানো হৃদয়' নামের নাট্যমঞ্চ হয়ে ঠিক জমা রবে।