পাঁচিলে ফোকর

 বান্ধবীর সাথে তার সম্মতিতে থাকলেও ফাঁসি হয়ে যাবে, তবে
বান্ধবীকে ধর্ষিতা হতে দেখলেও অসহ্য রকমের হৈচৈ করা যাবে না,
কেননা আমরা আমাদের যুব সমাজকে এক স্তব্ধ নৈতিক পরিবেশে বড়ো করছি।


আপনি পার পেয়ে যাবেন না, এখানে আইনের হাত খুব শক্ত,
যদি আপনার হাত শক্ত না হয়। হয় সহ্য করুন, নতুবা
জীবন থেকে অবসরে চলে যান। ইচ্ছে হলে এই নিয়মে বেঁচে থাকুন।


প্রিয় কর্তৃপক্ষ, সত্যিই ভাল কিছু হচ্ছে না, আমরা বুঝতেই পারছি না যে
সবাই আমাদের দেখে হাসছে। দিনদিন আমরা হয়ে উঠছি সর্বস্বীকৃত এক ক্লাউন।
একইসাথে বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক দারিদ্র্য।


শূন্যের জন্য প্রতীক্ষায় থেকে অবশেষে হতাশ হয়ে কাঁদবে---
নাগরিক হিসেবে এটা কারও প্রাপ্য নয়। তবু
গণতন্ত্রে দোষ চাপানো যায় না, এখানে শোষিতরাই যে সমস্ত ক্ষমতার উৎস!


সুধীবৃন্দ, আর যা-ই করেন না কেন, আমলাদের কখনও বিশ্বাস করবেন না,
ওরা আন্তরিকতাপূর্ণ কথা বলার জন্যই বেতন পায়।
এ অবক্ষয়িত সমাজে বিশ্বাস ও সত্যভাষণের দাম সবচাইতে কম।