পাওয়ার দুঃখ

 
সর্বস্ব অর্পণ করে
মুষ্টিভিক্ষা পাওয়ার চেয়ে
ঢের বেশি ভালো ছিল
কিছুই না পাওয়া!


সমগ্র চাওয়ার পরে
কণামাত্র অনুগ্রহ পেয়ে
মনে হয়, শ্রেয় ছিল
কিছুই না চাওয়া!


এর চেয়ে ভালো ছিল
সমূহ নিঃস্বতা আর
ভিক্ষুকের শূন্য দুটি হাত।


বরং বেশ ভালো ছিল
আশার রঙিন স্বপ্নে
কেটে-যাওয়া বিনিদ্র রাত…