বাঁশি আজও বাজে

তবুও, কখনও দূরত্ব সরে গেলে, এসো আবার।
'আপনি' থেকে আমার একমাত্র 'তুমি'টা হতে মন চাইলে,
ফিরে এসো কখনও আবার।
নিঃস্বার্থ ভালোবাসার খোঁজ পেলেও,
যদি স্বার্থপর হতে কখনও ইচ্ছে হয়,
তবে এই 'মিথ্যে' ভালোবাসায় ফিরে এসো আবার!
চিলেকোঠার ঠাসবুননেও সুখ খুঁজে না-পেলে,
এই নষ্ট কুটিরে পদচিহ্ন এঁকে দিতে চলে এসো আবার।
স্মৃতির প্রান্তরাভিমুখে যদি সবই কেবল বিস্মৃতি বলে মনে হয়,
তবে একবার হলেও তোমার সমস্ত অভিযোগে
আমায় জর্জরিত করে করে...ক্ষতবিক্ষত করতে হলেও,
কিছু সময়ের জন্য এসো আবার।


এখনও আমি দরজা খোলা রাখি...
এখনও অপেক্ষা কড়া নেড়ে যায়...


এখনও আমি প্রেম বাঁচিয়ে বাঁচি...
এখনও আশালতা পথের কাঁটা নয়...


এখনও আমি কাঁদতে ভালোবাসি...
এখনও শূন্যতা কিছু পূর্ণতা পেতে চায়...