বিকেলের শেষ আলোয়

- তোমাকে চিনি তো! ভালোই চিনি!
- ওঃ চায়ের বুঝি? কোন ব্র্যান্ড গো? না কি খোলা?


- আরে, সত্যি সত্যিই চিনি।
- ন্যাকামো ছাড়ো, ওসব আমি জানি!


- এভাবে পালাতে নেই কিন্তু!
- পথ আগলে যেন দাঁড়াতে আছে খুব?


- যেতে আমি দেবোই না!
- ইস্‌, খুব মানবো যেন বারণ?


- সত্যি, তোমায় বুঝিই না, যেন আস্ত একঝুলি ধাঁধা!
- বুঝতে বললটা কে? খুঁটির অত জোরে কার সাথেই-বা বাঁধা?


- আমি একলা ভীষণ, ভয় করে যে খুউব!
- আমিও দোকা নই, তবে এবার ঠিক একাকিত্বেই দেবো ডুব!


- এটা খুব অন্যায়, শাস্তি দেবেনই দেখো বিধাতা!
- ন্যায় করেও শাস্তিই তো পেয়েছি বহু! ওঁকে জিজ্ঞেস করো, আর কতটা অন্যায় করলে তুলেই নেবেন একেবারে?


- বাব্বাহ্‌ এত অভিমান?
- কী আর করব, বলো, যন্ত্রণা যে আকাশসমান!


- চলো, তবে নাহয় দুজনে একসাথেই নরকে যাই?
- আমি তো আর নরকেও চাই না পেতে ঠাঁই!


- তবে স্বর্গ...?
- ওখানে যাবার রাস্তাটা জানো কি বিন্দুবিসর্গ?


- শিখিয়ে দিলেই তো পারো, বাবা!
- ভালোবেসে শূন্য হতে হবে, আরও, আরও এবং আরও!


- প্রতিমার পুজো করে তারাই, যারা স্বর্গলোভী।
- রোজই তো করি! উনি কি আর জানেন না, তুমিই যে আমার দেবী?