বিতৃষ্ণা

আমার এখন এত ভালোবাসার নাটক দেখতে সত্যিই আর ভালো লাগে না।


আমার এখন এত বিশ্বাসের খেলা দেখতে মোটেই আর ভালো লাগে না।


আমার এখন কাউকে ভালোবাসি বলতে একটুও আর ভালো লাগে না।


আমার এখন কারও মিথ্যেকথার মায়ায় নিজেকে জড়াতে একদমই আর ভালো লাগে না।


আমার এখন স্বার্থের বিনিময়ে আবেগকে বিক্রি হতে দেখতে আর কিছুতেই ভালো লাগে না।


আমার এখন বিত্ত, যশ আর প্রতিপত্তির কাছে ভালোবাসাকে হেরে যেতে দেখতে আর ভালো লাগে না।


আমার এখন, নষ্টনীড়ে ঘরদোর বাঁধা হচ্ছে, এমন দৃশ্য দেখতে আর ভালো লাগে না।


আমার এখন কোনও দৃষ্টিকোণ থেকেই কাউকে ভরসা করতে আর ভালো লাগে না।


আমার এখন এই ভালোবাসা নামের মৃত্যুপুরীতে শ্বাসকষ্টে ভুগতে আর ভালো লাগে না।


আমার এখন এই কুটিল পৃথিবীর জটিল মানুষগুলোর সাথে ভয়ংকর কোনও বন্ধুতা রাখতে একদমই আর ভালো লাগে না।