ভাবনাদেয়ালের পলেস্তারা (৮১তি অংশ)

ভাবনা: পাঁচশো একষট্টি

……………………………………………………

28 February 2013 ·

একটা সময়ে অনার্স কমপ্লিট করার কোন ইচ্ছেই ছিলো না আমার। কেনো অনার্স কমপ্লিট করবো, এর স্বপক্ষে কেনো যুক্তিই ছিলো না আমার সামনে। মনে আছে, লাস্ট সেমিস্টারের ফাইনাল প্রজেক্ট ঝুলিয়ে রেখেছি বহুদিন। ইচ্ছে করেই। আমার প্রজেক্ট সুপারভাইজার সাকী কাউসার স্যার ছিলেন অত্যন্ত কঠিন হৃদয়ের খুঁতখুঁতে মানুষ। উনি আমাকে পাত্তাই দিতেন না, আমিও উনাকে পাত্তা দিতাম না। উনি আমাকে ঘোরাতেন যতটা, আমি উনাকে ঘোরাতাম তার চেয়েও বেশি। আমি আমাকে নিয়ে আমার মতো বেশ ছিলাম। ঘুমানোর সময়টাতে সময় নষ্ট না করে জেগে থাকার সময়টাতে স্বপ্ন দেখতাম। হ্যাঁ, আমি এরকমই। কিচ্ছু করার নাই!

জীবন আমাদের কোথায় নিয়ে যায়, আমরা কখনো জানতেই পারি না।

……… অনিশ্চিত বলেই জীবনটা বাঁচার মতো৷

………….. Life is a joke…… We’ve only 2 choices: Get busy laughing or get busy dying.

…….. তারপর…… বেঁচে থাকা৷

……… সবাক হওয়ার আগে নির্বাক থাকতে হয়৷ এটাই রীতি৷

…. এত-শত ভেবে বাঁচি না৷ সময় কই? বাঁচতেই তো আমার সময় ফুরিয়ে যায়!

…… হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস৷

…… Que sera, sera.

……… হ্যাঁ, আমি এরকমই। কিচ্ছু করার নাই!

She should have died hereafter;

There would have been a time for such a word.

Tomorrow, and tomorrow, and tomorrow,

Creeps in this petty pace from day to day,

To the last syllable of recorded time;

And all our yesterdays have lighted fools

The way to dusty death. Out, out, brief candle!

Life’s but a walking shadow, a poor player

That struts and frets his hour upon the stage

And then is heard no more. It is a tale

Told by an idiot, full of sound and fury

Signifying nothing.

আমি বুঝি কম৷ লিখি আরো কম৷ আমি এরকমই। কিচ্ছু করার নাই!

……… ভাইয়া, না ভুগলে ভোগ করা যায় না৷ হয়তো এটাই নিয়ম৷

……. অচেনা বলেই তো চেনার জন্যে বাঁচা৷ হয়তো, ভুল করেই৷ কী এসে যায় ওতে?

…………… ‘তারপর’ ব্যাপারটা যতক্ষণ আছে, ততক্ষণই জীবন৷ মৃত্যুতে কোনো ‘তারপর’ থাকে না৷

……. আমি সবসময়ই ছিঁড়ি, তা নয়৷ বরং বেশীরভাগ সময়ই নিজে ছিঁড়ে যাই৷ তবুও জীবন তো আর থেমে থাকে না, মাঝে মাঝে থমকে যায় শুধু৷ আমিও থমকে গেলে তো সব শেষ!

………. চেঁচাতে শক্তি লাগে৷ ওটা আমার নেই৷ বিপন্ন মানুষ দেশ উদ্ধার করতে পারে না৷ আমি বিপন্ন৷ আমি তো তোমাদের মতো ক’রে বুঝি না, বুঝতে পারি না৷ এটা আমার ব্যর্থতা, নির্বাক অসহায়ত্ব৷ আমার ফেসবুক ওয়াল যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা৷ এতে যদি কারো ঘুম ভাঙে কিংবা ঘুম পায়, তার দায় আমার নয়৷ অজ্ঞ হওয়ার এবং থাকার সম্পূর্ণ অধিকার যেমন আমার আছে, তেমনি আমার বন্ধুদের অধিকার আছে আমার অজ্ঞতাকে সহ্য না করার৷ সহ্য না হলে, এর উপায়ও তো আছে৷

…….. আমাকে আমার মতো থাকতে দিন৷ আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি৷ আমি তো আপনাদেরকে আপনাদের মতো থাকা নিয়ে কোনো বিষেদগার করছি না৷

হে ঈশ্বর! আমার বন্ধুদের আমার ভাষা বোঝার ক্ষমতা দাও৷ নতুবা, আমাকে অন্য কোনো ভাষা দাও৷

1 March 2013

যে সুখ পয়সায় বিকোয়, সেটাকে কেনা যায়-ভুল কথা। সব শেষের হিসেবে, সেটাই কেনে আমাদেরকে। সুখের ক্রীতদাসত্ব দুঃখের চেয়েও গ্লানিময়।

11 March 2013

I believe that if you tell your boss what you really think of him, the truth will set you free……. Do you believe it? If you don’t, why not give it a try?

16 March 2013

….. কীভাবে হারিয়ে গেলাম, তার খোঁজ কোরো না কোনদিন৷ কতো মানুষই তো হারিয়ে যায়৷ শোনো, ধুলোর মতো আমি মিশে গিয়েছিলাম মানুষের মধ্যে৷ এক-টুকরো ঘরে, রাস্তায়, নর্দমার ধারে বসে আমি কাটিয়েছিলাম জীবন—দেখেছিলাম চায়ের দোকানে দেবদূত, কাপ-প্লেট ধুতে-ধুতে ঘুমিয়ে পড়ছে বার বার৷

হে অপরিচিত মানুষ, আমি ভালোবেসেছিলাম তোমাদের৷

তোমাদের দরজা-জানালায় যেদিন বাতাস এসে উড়িয়ে দেবে রঙিন পর্দা, অফিসঘরের ঘন অন্ধকারময় আসবাবপত্র থেকে যেদিন রাশি-রাশি জেগে উঠবে স্বপ্ন, যেনো আমি ছিলাম ঐসবের মধ্যেও—

শুকনো একটা স্তব্ধতার মতো বিবর্ণ, একা৷

ভাস্কর চক্রবর্তী, ‘হারিয়ে যাওয়ার গল্প’

বাবুই পাখির বাসার মতো লেখাগুলো তাঁর৷ ছোটো, অথচ নিপুন নির্মাণশৈলী৷

17 March 2013

মাঝে মাঝেই মনে হয়, ভালোভাবে চলার সবচে’ ভালো উপায় হচ্ছে, ভালোভাবে চলার ব্যাকরণ ভুলে চলা।

একজন আইডিয়ালিস্ট/পারফেকশনিস্ট সর্বদাই সমাজের জন্য বিপজ্জনক।

26 March 2013 ·

“Listen, dear. Communication is a two-way street,” says the wife. “When I talk, you have to listen.” After that, communication is over.

…… It sounds; you’ve got a henpecked hubby….. Eh?…. God bless him.

31 March 2013 ·

পেপারগুলো ইদানীং আর লেখার পাশাপাশি বিজ্ঞাপন ছাপায় না, বিজ্ঞাপনের পাশাপাশি লেখা ছাপায়৷ এই লেখায় সম্পাদকের দক্ষ সম্পাদনায় লেখার চেয়েও লেখার ওপরের মডেল দু’জন বেশি সুন্দর হ’য়ে ধরা দিয়েছে৷ এতে (আমার মতো) সৌন্দর্যপিয়াসী সচেতন পাঠকমাত্রই লেখার চেয়েও মডেলদের নিয়ে স্বপ্ন দেখবেন বেশি, এটাই স্বাভাবিক৷

প্রথম আলোকে ধন্যবাদ; আমার লেখার ফ্লেভারটা পুরোপুরি বদলে যায় নি, এই জন্য৷ স্পেশাল থ্যাঙ্কস্ টু রাকিব ভাই৷

5 April 2013

‘নৌকাডুবি’ দেখলাম। আমি চাই হেমের মতো প্রেমিকা কমলার মতো ঘরণী।

তাহলে একজোড়া খড়ম বানান, এই যুগের খড়ম নিজের মাথায় না নিলেও মাঝেমধ্যেই আপনার মাথায় ছুঁড়ে মারবে।

কবর খোঁড়ার কাজটাও করে দিতে হবে?

আমি শতবার মরতে রাজি একটিবার বাঁচার জন্যে।

সান্ত্বনা মাত্রই চমৎকার।

8 April 2013

আমি নিজেই বুঝি নি এখনো। এ রহস্য বুঝবে, এমন সাধ্য কার?

আমি ঠিক আছি। আমার গল্পের নায়ক কষ্টে আছে।

চোখ খুলুন। আর বের হবে না মনে হয়।

অপরাজিতা, সুন্দর জিভ।

দোস্ত, তোর কাছ থেকে আর বেশি দিন দূরে থাকতে পারলাম না।

ওরা তো হয়েই আছে সেই কবে থেকেই। আমি আর নতুন কী করবো?

ওর হেরে জিততে শেখেনি কখনোই। ও জিতে হেরেছে কখনো কখনো। নাই বা জিতলো, তবুও তো সে হারেনি এ জীবনে।

10 April 2013

না বোঝাই বুদ্ধিমানের কাজ? এটাও বুঝিনি৷ আমার বুঝতে কষ্ট হয়৷ না বুঝতে আরো বেশি কষ্ট হয়৷ কী আর করা!

কবি শক্তিকে আমরা পেয়েছি সুনীলদের কল্যানে৷ কফি হাউজের টেবিলটা না বদলালে হয়তো শক্তির ট্র্যাকটাও বদলে যেতো না অতটা চট্ ক’রে৷

লিখতে হ’লে জানতে হয়, বুঝতে হয়৷ আলসেমি থাকা চলে না৷ না-লেখার জন্যে যা যা লাগে সব-ই আমার আছে৷ সময় লাগবে, ভাইয়া৷

12 April 2013 ·

এত্তো এত্তো ক্রাশেস্ আর কনফেশনস্ দেইখ্যা মাথা আউলাইয়া গ্যাসে! আরেকবার চুয়েটে পড়তে মুঞ্চায়!

আমারে নিয়া লিখলে তো আমি তোমারে ওই খুশিতে একটা হলুদ শার্ট আর সবুজ প্যান্ট গিফট করতাম। সাথে একটা কটকটে লাল টাই। নববর্ষের গিফট।

ওটা তো আমিও জানতে চাই! জানাতে হ’লে জানতে হবে।

ভাইরে, আমরা যখন চুয়েটে পড়তাম, তখন চুয়েট ছিলো বয়েস স্কুল। পরে আস্তেআস্তে ভার্সিটি হইসে। আমি শুনসি, ছেলেছেলে ক্রাস খাওয়া কবীরা গুনাহ্।

ভাবনা: পাঁচশো বাষট্টি

……………………………………………………

16 April 2013

ক্ষণেক্ষণে মেঘের কানাকানি। বছর শুরুর প্রথম বৃষ্টির আলতো স্পর্শ! চোখ ছুঁয়ে যায়। ঠোঁট দু’টো কী এক গভীর তৃষ্ণায় কাঁপে যেনো। সমস্ত মন মিশে যায় শরীরে, আর শরীর মনে। একাকার সবকিছু। মন আর শরীর। শরীর আর মন। ইশশ্!!

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়……

কাকে?

কাকে আবার? ছাতাকে! ভুলে বাসায় ফেলে এসেছি।

17 April 2013

যেখানটায় আমি বসে আছি, মানে আমি আমার অফিস-রুমটার কথা বলছি, তার ঠিক পেছনেই সারি সারি গাছ। আকাশি, নিম, কড়ই, কাঠবাদাম, আরো কিছু নাম-না-জানা ঔষধি গাছ। মাঝখানে দৌড়ে-যাওয়া ঝকঝকে রাস্তা। পাশেই ঝাউ এর সজ্জা, কাশবন। ঝিরিঝিরি বাতাস, নেচে-যাওয়া বৃষ্টির মধুর ছন্দ, ঘুমিয়ে থাকা ঝাউপাতার আড়মোড়া ভাঙা। কিছু শিশুর ছোটাছুটি, চিত্‍কার, উল্লাস। ওরা পাতা কুড়ায়, কুড়িয়ে-পাওয়া পাতায় স্বপ্ন দ্যাখে, জীবন নাচায়। সদ্য-গজানো ঘাসের আড়ালে পোকারা ভেজা মাটির ঘ্রাণ নিয়ে নিয়ে চলে। এরই ফাঁকে ফাঁকে আসা রোদকে স্বাগত জানায় পাখির কিচিরমিচির। বৃষ্টির এই অপূর্ব উত্‍সবে এই অসুন্দর আমি বড্ডো বেমানান। রাস্তায় মন খারাপ ক’রে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলোর চেয়েও অসহায় বোধ করছি ঠিক এই মুহূর্তে।

19 April 2013

কথা ছিলো, কথা হবে না।

তবুও কেনো কথা হয়?

20 April 2013

একে তো মেয়ে, তার উপরে ডাক্তার। ভাবের ঠ্যালায় বাঁচা দায়! ডাক্তার মেয়ে বিয়ে ক’রলে লাইফ কেরোসিন ক’রে ছেড়ে দিবে। ডাক্তারে ডাক্তারে বিয়ে হওয়াই বেটার।

কথাটা কতটুকু ঠিক?

…… Maybe wrong I’m as much as right I’m.

…… কোনোই কাহিনী নাই রে ভাই৷ তবে কাহিনী এইরকম ঘটুক, এটা মুঞ্চায়; আবার বদমাশ পুলাপান ডর লাগাইয়া দ্যায়!

…… সুশান্তকে জিজ্ঞেস ক’রে জানতে পারলাম, সে বিয়ের জন্যে ডাক্তার পাত্রীকে অগ্রাধিকার দিচ্ছে৷………….. (শরম পাইসি!)

…… বেঠিক বেচারাকেও কিছু পারসেন্টেজ দিন, দিদি৷

……. এ পর্যন্ত ক’টা ডাক্তার মেয়ে বিয়ে করা হ’লো, শুনি……

………. দিদি, কথাগুলো আমার না তো! পাবলিকের৷ আমি তো শুধু কপি করলাম!

………. কোনো মেয়েকেই বিয়ে করা উচিত না?……. ইয়ে মানে… থাক…. (সিরিয়াস কিছু নেই ওতে….. )

……. আমি খেয়ে দেখিনি৷ তাই ওটা খেতে কী টক কী মিষ্টি কী ঝাল…. কিছুই জানি না৷;)

…… তুই তো ব্রহ্মচারী বাবা ভণ্ডানন্দ৷

……. Not always…. Not all sweet couples do come from Heaven, some are made on earth too.

………. এই যে চালাক ছেলে! তুই তাহলে ডাক্তার পাত্রীর প্রস্তাব এলে ফিরিয়ে দিস কেনো, শুনি…….

……. ভাই, আপনার মতো আমারও ডাক্তারদের প্রতি দুর্বলতা আর শ্রদ্ধা, দুই-ই আছে৷ কিন্তু আপনি ব্যাপারটাতে যে রিস্কি ট্যাগ মাইরা দিলেন, তাতে তো মনে হইতাসে, ডাক্তার বিবাহং নৈব চ নৈব চ৷

……. Confusion is the starting catalyst of all marriages.

22 April 2013 ·

দিদি, মেয়েদের বুঝি নাতো। অন্ধকারে ঢিল ছুঁড়ি। আর দেখি, ক’টা লাগে।

ওদের উপর কোনো রাগ নেই। ভালোবাসাই আছে শুধু। সত্যি বলছি!

সিংহ, সেই ফাঁদে আপনি ধরা পড়লেন মনে হয়….

রাগ নেই তো! ভালোবাসা আছে।

পুরো জীবনটাকেই ফেসবুক স্ট্যাটাসকেন্দ্রিক বানিয়ে ফেলতে হবে নাকি?

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t32/1.5/18/1f609.png

…… Women will always be women as long as men are men. They will never change.;)

…… Women are never unsmart. How you look through their inner side, matters.

………… এও কী সম্ভব? What’s on your mind? প্রশ্নের উত্তর ঠিক ঠিক জীবনকেন্দ্রিক দিয়ে দিলে তো মান-সম্মান আর কিছুই থাকবে নারে পাগলী!

…………. সেটাই তো সুন্দর৷ মেয়েরা অবোধ হ’লেই তো সুন্দর লাগে, ভালো লাগে৷

কীসের কী? আগ্রহ দেখলি কোথায় এখানে? লাইক দিতে তো আর পয়সা লাগে না।

হ্যালুসিনেশনের কথা আসছে কেনো এখানে? :-> মৌ, সবাইকে একই রকম ভাবছি না তো! বলেই তো দিয়েছি, এটা কিছু ক্ষেত্রে ঘটে মাত্র। রাজীব, কথাগুলো জ্ঞানীর না, আমার।

আমার কথাগুলো আবার পড়ো। তোমার কমেন্টটা আবার লেখো। ভুল-য়েই থাকো কেনো সবসময়? আর জানি না, হুমমম্…. বুঝলাম। সাধু সাধু।

ওটাই তো আছে। অরিজিনালিটি বেশিক্ষণ শো করা যায় না। ওতে অনেকে কষ্ট পায়। মানুষ অতটা নিতে পারে না। নেয়া ঠিকও না সবসময়। আপনার অরিজিনালিটিতে আমার ঝামেলা হ’লে আমি আপনাকে ছেড়ে কথা বলবো কেনো? আমি তো আমি-ই। ছন্দা, তাই ঢং ক’রতে হয়। মানুষ ওটাই চায়।

আপনি ঢংটাই দেখলেন শুধু, রংটা দেখলেন না। আমি তো শুধু রংই চড়াই। আপনি ভাবেন ঢং। মেয়ে তো, তাই।

আপনার কমেন্ট পড়ে নিজেকে সত্যি সত্যি মজার মনে হচ্ছে। ধন্যবাদ।

জানি, এও জানি, ওদের কালার সেন্স একটু কম। ওতে পারফেকশন আনতে ছেলেদের লাগে।

24 April 2013

লুজার কেউ না। দিনশেষের হিসেবে সবাই নিজের মতো ক’রেই জয়ী হয়। আমি এটাই দেখেছি।

আপনি কিন্তু কাউকে ‘লুজার’ ট্যাগিং ক’রতে পারেন না। হেরে গিয়ে জিতে যান, এমন লোকের সংখ্যাই বরং বেশি।

বিখ্যাতদের বিখ্যাত বানিয়েছি কিন্তু আমরাই। ওরা কিন্তু স্রেফ ওরাই, আর কিছু না। ওদেরও টয়লেট পায়, ঘুম পায়, পচা পচা কাজ করতে ইচ্ছে করে (এবং ওরা করেও, বেশিই করে)। ওরা ওদের মতো তৃপ্ত। ওদের কাজ নিয়ে আমরাও তৃপ্ত। ওদের মতো হুবহু বেড়ে ওঠা সম্ভব নয়। আমরা না হয় আমাদের মতোই থাকি, একসময় ওদের ছুঁই অথবা ছাড়িয়ে যাই। এটাই তো ভালো।

1 May 2013

Sometimes some men around you hate you not because you do something that breeds hatred, but because women they like to be admired by, expect those men to match some ideals or things that you’ve but they lack. A man of a woman’s dream is often a man of another man’s nightmare.

15 May 2013

I don’t have a role model but I hope to be someone’s role model someday. I am very thankful to those who have trusted me all along. I am glad I did not let them down.

Feng Tianwei, 2012 Olympic table tennis bronze medallist, Singapore

True. Sometimes your best role model is only YOU in a better state you could be. Not always success is being anyone else you dream of being, rather being a new YOU better than previous YOU or not degrading your better YOU if you already are. Hardly, things not worth-challenging are worth-getting. Success is all about earning not deserving. The easiest way to make people admit you deserve something is only to earn it. Fact is, your success is what you think you earn, your failure is what others think you deserve….. Success. It’s just living without sighs. It’s just dancing in the manner you want and making people think you dance well even if you don’t. It’s making your style others’ favourite brand even if it’s foolish. It’s sometimes making people laugh listening to your even worst jokes. It’s making others hear you even when you don’t speak. It’s taking the opportunity to tell others that meeting your previous millionth failure was essential, anyway. It’s making your failures worth-mentioning by you or by others. It’s just what it’s, not the opposite of failure as often popularly told and wrongly believed.

ভাবনা: পাঁচশো তেষট্টি

……………………………………………………

17 May 2013

………… Thank you, Sir. Now I must say you have a cooler patience Sir…………. By the way Sir, my story resembles yours to some extent, doesn’t it? You, an electrical engineer from BUET, also showed the guts of thinking out of the box.

……. Sir, you again resemble me. When I fail, I feel happy to find a brighter companion.

…… Sir, let’s tell stock market to go ahead conforming to at least some rules & predictions.

……… ভাই, বহুত ধাক্কা খাইয়া এইসব শিখসি৷ আপনের এক্সপেরিয়েন্সও কিন্তু চমৎকার, আমি যদ্দূর জানি৷

………. Sir, it’s the worst form of gambling. You can never be a good gambler here in Bangladesh.

………. The problem is, my will-power is great, laziness is greater, natural talent to procrastinate is the greatest.

……….. Good saying, brother. Winners can preach; it’s very difficult to always agree with in the transition period until & unless we be that winners.

……. Your success is always customized in the way you like or don’t like. Your failure is always customized in the way others like or don’t like.

19 May 2013 ·

ময়নাদ্বীপে যাবো ব’লে অনেক আশায় একদিন ঘর ছেড়েছিলাম। এসেছি এতদূর (কিংবা এইদূর)। জানি, ওই ইউটোপিয়ায় কখনোই যাওয়া হবে না। যাওয়া হয়ও না। তবুও, পৌঁছানো অনিশ্চিত, এটা জেনেও পথ চলাই তো জীবন! ভবিষ্যতের অতীত কিংবা অতীতের ভবিষ্যতকে নিজের মতো ক’রে সাজিয়ে নেবো ভেবে বাস্তবতার কুহকের মায়াজালকে ছিন্ন ক’রে বেরিয়ে আসার মোহ যেদিন জড়িয়েছিলো আমায়, সেদিন তুমি ছিলে পাশে। অনভ্যস্ত অসংকোচকে পর্যন্ত সহজ-সাবলীল মনে হয়েছিলো সেদিন। ধন্যবাদ মানিক। তুমি জন্মেছিলে ব’লে মৃত্যুকে আর ভয় করি না অতটা। শুভ জন্মদিন।

সন্দীপন বলতেন, আমার মৃত্যুর পর শবযাত্রায় আমার সাথে গীতা নয়, থাকবে পুতুলনাচের ইতিকথা।

25 May 2013 ·

বিসিএস লিখিত পরীক্ষার সাত-সতেরো৷ আমার এই লেখাটা ‘প্রথম আলো’ ছেপেছিলো৷ ‘স্বপ্ন নিয়ে’ পাতায়৷ একটু ভিন্নভাবে, সম্পাদকীয় ব্যবচ্ছেদে৷ আপনাদের কারো কারো কাজে লাগতে পারে ভেবে শেয়ার করলাম৷ আমার নিজের অভিজ্ঞতায় যা বলে, তা-ই লিখেছি অকপটে৷ আপনার এক্জাম স্ট্র্যাটেজি ঠিক করবেন আপনি নিজে৷ অন্য কাউকে এটা ঠিক ক’রতে দেবেন না কখনোই৷ কীভাবে প্রিপারেশন নিলে ভালো হয়, এর কোনো নিয়মই নেই৷ আপনি যা ক’রে অথবা না ক’রে সফল হবেন সেটাকেই অন্যেরা নিয়ম ভেবে নিয়ে ভুল করবেন৷ নিয়ম সাফল্যকে নিয়ন্ত্রণ করে না, সাফল্যই নিয়মকে নিয়ন্ত্রণ করে৷ভালো কথা, যারা ভাবছেন বেলা বোস’কে ফোন করার সময় হয়নি এখনো, তারা ঠিক কথাটাই ভাবছেন৷ ট্রেন আসার আগে ট্রেন আসবেই, এটা বলা যায় না৷ এই সময়টাতে ওয়েটিং রুমে থাকুন৷ ঠিকভাবে, শান্ত হ’য়ে৷ সময় আসবে বলার, চ্যাঁচানোর……. হ্যালো, এটা কি 2441139?

পুনশ্চ৷ আমি যতটুকু বুঝেছি, তাতে মনে হয়েছে, কোচিং সেন্টারগুলোতে অনেক ভুল পরামর্শ দেয়া হয়৷ সহজ জিনিসকে কঠিন ক’রে দেয়ার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে ওরা৷ দরকার নেই, এমন অনেক কিছুই পড়িয়ে ভয় দেখায়৷ ভয় পেতে আমার ভালো লাগে না৷ তাই, কোচিং সেন্টারে ক্লাস করার সময়টাতে বাসায় ঘুমানোও ভালো৷ (আহ্! ঘুউউউউমমম্…….!!) ভুল বোঝার চাইতে কিছু না বোঝাও ভালো৷ যারা ক্যাডার হয় (অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’তে চান্স পায়), তাদের বেশিরভাগই তিন রকমের৷ যারা কোচিং সেন্টারে যায়নি৷ যারা ঠিক সময়ে কোচিং সেন্টারে যাওয়া বন্ধ ক’রেছে৷ টাকা দিয়ে ভর্তি হয়েছে ব’লে সব ক্লাস ক’রেই টাকাটা উসুল ক’রতেই হবে, এই ছেলেমানুষিটা যাদের মাথায় নেই (ওটা তো ‘সাঙ্ক কস্ট’৷ পয়সা দিয়ে টিকেট কেটেছি ব’লে একটা বাজে মুভিও দেখতে হবে নাকি?)৷ (আমার মনে আছে, আইবিএ’তে প্রথম ক্লাসে আমাদের এক স্যার কারা কোচিং ক’রে চান্স পেয়েছে হাত তুলতে বলেছিলেন৷ হাত উঠেছিলো ১৭টা, ৬০ জনের মধ্যে৷ কিছুটা আত্মদম্ভ, মিথ্যে ছিলো হয়তো ওতে; কিন্তু অতটা ছিলো না৷ সবচে’ ভালো জিনিসগুলো পয়সায় বিকোয় না৷)

স্বাগত হে স্বপ্ন

….. I belong to the second category. Nobody ever misses the opportunity to sell you no matter this is fair or not. People who live by selling others are usually people devoid of commonsense or shame. I’m already tired of protesting against such mean advertisement. I don’t have time & mentality to play Tom & Jerry all the time with such businessmen.

….. You can claim so because you’re a beneficiary of such advertisements. The funny thing is, your coaching centre claims on newspapers, সাইফুরস্ আসলেই সব বিষয়ে দক্ষ। Yes, you’re, especially in spreading lies!

6 June 2013 ·

বাড়ছে সিগারেটের দাম। ভালো খবর। খুব ভালো।

যন্ত্রণার দাম বেশি হওয়াই ভালো। শুধু সিগারেট খাওয়ার জন্যেই যারা বেঁচে আছে, তারা আরেকটু বেশি দিনই বাঁচুক না হয়। সাথে অন্যেরাও। এইটুকু আশা। আশা ক’রতে দোষ কী? আশায় ট্যাক্স বাড়েনি। নেই-ই তো! বাড়বে কী!

প্রথমত আমি তোমাকে চাই…… এই চাওয়ায় এখন থেকে মাঝে মাঝে খুশি হ’য়ে উঠুক প্রেয়সীও।

সিগারেটের গল্পে প্রেয়সী আসলো কিভাবে…….

আরেকটু বাড়ালে ভাল হতো। এই যেমন ভুটানের মতো—৪০০%!

…. সুমনের ওই গানটার ‘তুমি’ হলো ‘সিগারেট’। এবার বুঝলেন ভাইয়া?

ভাই, কী শুনাইলেন! ইশশস্…… বাজেটে সংশোধনী চাই-ই চাই! যন্ত্রণার ট্যাক্স আরো বাড়ুক।

13 June 2013

পৃথিবীর বেশিরভাগ ভদ্রলোকই মিচকে শয়তান।

এই এক্সপেরিয়েন্স হওয়ার জন্য সরকারি চাকরি করা লাগে না। ফেসবুকেও তো কতো লোকজনকে আমার গালি দিতে ইচ্ছা করে। আরো কত্তো জায়গায়!

20 June 2013

Exam grade is a minor indicator of someone’s talent. ~ one of our faculties at IBA, DU

My status is major indicator of my poor exam grade.

….. It’s their problem, not mine. Swapan….. Don’t judge me by my admission test results. I’m simply the best there. Better to pass out with the worst result from the best institute than to pass out with the best result from the worst institute.

……… দোস্ত, তোর কমেন্ট পড়ে ভার্সিটির সেই লেকচারগুলোর কথা মনে পড়ে গেল যেগুলোর সময় আমি ক্লাসে ঘুমাতাম৷

…….. My like on your comment is an indicator of my appreciation of your sense of humor about your good academic grade. Lying is an art. You could not master it.

……. Never worry. MBA is an eye-wash type degree. It just feels good when you have it. So, just have it.

22 June 2013

পুরুষ মানুষের হিংসা দ্যাখলে আমার গা জ্বলে…… হিংসা করবো মাইয়া মানুষ৷

some seniors will never be of your type rather resist all your attempts. They will never judge your intentions for their incapability or jealousness. So overlook that….. do not react directly……. try to convince in other way, if not possible, drop for that time. your time will come, must come. Honest intention and dedication never fail, have patience…. innovate your way to remove irritation and enjoy….

……….. Yes brother, I’m living it. I “Get Busy Living or Get Busy Dying.”

it is true that some people can never appreciate. Better to keep silent than to tell something disheartening. Kind words are healthier than chicken soup. Your kind words have always been a true source of my inspiration. Thank you, dada. God bless you and your family.

……… LIFE…… Let’s live it!

………

“এতক্ষণে” –অরিন্দম কহিলা বিষাদে

“জানিনু কেমনে আসি লক্ষণ পশিল

রক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তব

একাজ, নিকষা সতী তোমার জননী,

সহোদর রক্ষশ্রেষ্ঠ? –শূলী-শম্ভূনিভ

কুম্ভকর্ণ? ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী?

নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে?

চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?

কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি

পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে,

পাঠাইব রামানুজে শমন-ভবনে,

লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে৷”

ভাবনা: পাঁচশো চৌষট্টি

……………………………………………………

27 June 2013

Everyone you know knows someone you should know.

2 July 2013

মেরে জুতা হ্যায় জাপানি,

ইয়ে পাতলুন ইংলিশস্তানি,

শেরপে লাল টোপি রুশি,

ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি।

সকাল থেকে মুকেশের এই গানটা মাথায় বেজেই চলেছে। রাজ কাপুরের কী অপূর্ব সাবলীল অভিনয়! সেই সময়ের গানগুলি এতো চমত্‍কার ছিলো কেনো? বন্ধুরা, সেই সময়ের ‘সেই রকম’ কিছু বাংলা আর হিন্দি মুভির নাম বলেন তো। শুরুটা আমি করছি……. পুষ্পক

আর ভালো কথা, কারো কালেকশনে এরকম কিছু মুভি হবে? কপি ক’রে নেবো।

yeh rat vigi vigi….

Sangam.

yeh waada raha

গুপি গাইন ও বাঘা বাইন…………

Guide

..tere mere swapna ek rang ho…

এক সত্যজিৎ নিয়ে তো মাস পার করে দেওয়া যায়ে…তবে তাঁর ‘আগন্তুক’ বারবার দেখার মত, আছে চিরায়িত ‘আবার অরণ্যে’ (must see), সত্যজিৎ এর প্রিয় গল্প। আমাদের বাংলাদেশের দেখার মুভি বললে বলব ‘পালঙ্ক’ ছবির কথা, দুই মাস্টার আনোয়ার হোসেন এবং উৎপল দত্তের অভিনয় এক ছবিতে……আর আছে ঘুড্ডি, দহন, সীমানা পেরিয়ে, একালে অবশ্যই ‘চাকা’ (বারবার), তাকের মাসুদের ছবিগুলো অবশ্যই। অবাক পৃথিবী, সাড়ে চুয়াত্তর, বিবাহ বিভ্রাট, শেষ অঙ্ক, গলি থেকে রাজপথ, সেই চোখ, সাগরিকা, বর্ণালী, অভিমান দেখে ফেলেন।

বড় ভাল লোক ছিল ছবিটা দেখলে মনে হয়, হায়!!!

আপনি ‘পালঙ্ক’ সিনেমাটা দেখেছেন? না দেখলে দেখে ফেলুন তাড়াতাড়ি। সত্যজিতের সব বই সংগ্রহে আছে, এখনো পড়া হয়নি, উনার সিনেমাও আছে সবকটাই, এখনো দেখা হয়নি; গুপি গাইন বাঘা বাইন ট্রিলজি খুব ভাল লাগে। নতুন হিন্দি মুভিগুলি অতোটা ভাল লাগে না, তবে নতুনগুলির মাঝে একটু ব্যতিক্রম হল ‘কাহানি’।

…….dunia banane walw kia tere man me samayee, kaheko dunia banayee tune

Pothe pothe khujte khujte mone mukta pawa jaye.

পথের পাঁচালী, অপুর সংসার, অরণ্যেরর দিনরাত্রি…।২০০৪ এর সৌমিত্র চট্টোপাধ্যায়ের “Shadows of time” অনেক সুন্দর একটা মুভি, আনন্দ আশ্রম খুব দারুণ। রাজ কাপুরের “মেরে নাম জোকার” (উনার প্রত্যেকটা মুভিই দারুন, ছবিটার নাম মনে নাই, গান টা হল ‘মে কিয়া করো রামু মুজে বুড্ডা মিল গায়া’ মিউজিক ভিডিওটা দেখলে হাসতেহাসতে পেটে খিল ধরে যায়, অবাকও লাগে), রাজেশ খান্নার আরাধনা, আনন্দ, অমর প্রেম, কাট্টি পতঙ্গ। দেবানন্দ-এর “হারে রাম হারে কৃষ্ণ” অমিতাভ বচ্চনের “কাভি কাভি” মুভির ‘কাভি কাভি মেরে দিল মে আতে হে এ যে সে তুজে বানায়া গায়া হে মেরে হি লিয়ে’ অসম্ভব সুন্দর একটা গান। হাতে সময় থাকলে দেখা শুরু করে দেন…

mother india

10 July 2013

মানুষের ভালোবাসা আমাকে অপরাধী ক’রে দেয়।

ভালোবাসতে পারে এমন সব মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।

25 July 2013

অসফলরা সফলদের এমন বিশ্রীভাবে সমালোচনা করে, মনে হয় যেনো ওদের অসাফল্যের জন্য সফলরাই দায়ী। সফল হওয়ার সবচে’ ভালো উপায় হলো নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া। নিজেকে দায়ী ক’রতে সত্‍সাহস লাগে। এই সৎসাহস ছাড়া কাজের স্পৃহা আসে না।

1 August 2013

যে দিনগুলি মন খারাপের দিন না হ’লে ভালো হ’তো, সেই দিনগুলি কাটাচ্ছি…….

সুচিত্রা সেন। একটা নামই শুধু? নাহ্! কী আশ্চর্যরকমের স্নিগ্ধ একটা অনুভূতিও! চাহনিতেই খুন হ’য়ে যাওয়া যায়।

3 August 2013 ·

আপনি আজকাল আলসে হয়ে গেছেন।

………. আগেও তো এ-ই ছিলাম! আপনি আমাকে খেয়ালই ক’রছেন আজকাল।

আমি আপনাকে সবসময়ই খেয়াল করি বলেই আজ বলতে পারলাম, আপনি আলসে হয়ে গেছেন।

…….. আরো কতকিছু হ’য়ে গেছি, সেই খেয়াল আছে?

রোম্যান্টিসিজমের গন্ধ পাচ্ছি!
আপনি তাহলে স্মেল-ব্লাইন্ড!

……… ভাই, আগে জানতাম, ছেলেরা বলে এক, মেয়েরা বোঝে আরেক৷ এখন তো দেখতাসি এর উল্টাও হয়!

ঊর্মি, বেঁচে না থাকলে কি এভাবে মৃত্যুকামনা ক’রতে পারতেন? আপনার সুবিধার জন্যই তো বেঁচে আছি।

3 August 2013 ·

ঠিকই লিখেছি। ওরা তো মৃত্যুতে ততটা স্বস্তি হয়তো পায় না, যতটা পায় মৃত্যুকামনায়।

12 August 2013 ·

ঠিক পরস্ত্রীর মতো সুন্দরী স্ত্রী চাই।

25 August 2013 ·

…….. আমার জীবনও একটা জীবন! এর আবার দর্শনও আছে!! আশান্বিত হ’লাম৷

……. ‘হ’লো না’ বলার সময়ই তো হয়নি এখনো!

জীবন থেকে নেয়া তো, তাই৷

পৃথিবীর সব মানুষই কম-বেশি একই রকম ভাবে৷ কেউ কেউ একটু ভাব-টাব নেয়, এই আর কী!

30 August 2013

Others think, therefore I am.

9 September 2013

রণক্ষেত্রের দামামা বেজে উঠল। লক্ষ লক্ষ সিপাহি, সান্ত্রী, অশ্বারোহী সৈনিক ছুটে এল উন্মত্ত আক্রোশে। বিপরিত দিক থেকেও ঝাঁপিয়ে পড়ল লক্ষ লক্ষ যোদ্ধা। এক দেশে সাথে আরেক দেশের যুদ্ধ, এক জাতির সঙ্গে আরেক জাতির। ঔপন্যাসিক তখন মিনারের চূড়ায় ওঠে টুকে নেবেন সমস্ত দৃশ্যটা। রাজার অঙ্গে লাল মখমলের পরিচ্ছদ, মাথার মুকুটে মনিমুক্তাহীরের জ্যোতি, সেনাপতির দুঃসাহসিক অভিযান, সৈন্যদের চিৎকার, এসবের একটা কথাও বাদ দেবেন না ঔপন্যাসিক। লিখে নেবেন কতগুলো হাতি, কত ঘোড়া এ যুদ্ধে যোগ দিল। খঁটিনাটি প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বর্ণনা ইনিয়ে বিনিয়ে লিখে নেবেন তিনি।

যুদ্ধজয়ের পর সৈন্যদল দেশে ফিরবে যখন, তখনও পিছন পিছন ফিরবেন ঔপন্যাসিক। শংখধ্বনি আর সমারোহের আনন্দ ছিটিয়ে আহবান জানাবে প্রবীণা আর নগরকণ্যার দল। তাও লিখবেন ঔপন্যাসিক, বর্ণনা দেবেন তাঁদের, যাঁরা উলুধ্বনির আড়ালে কলরব করে উঠল। তারপর?

তারপর হঠাৎ তিনি ছোটগল্প লেখককে দেখতে পাবেন পথের ধারে, একটি গাছের ছায়ায় বসে আছেন উদাস দৃষ্টি মেলে। এ কোন উন্নাসিক লেখক? -মনে মনে ভাববে ঔপন্যাসিক। কোন মিনারের চূড়ায় উঠলোনা, দেখল না যুদ্ধের ইতিবৃত্ত, শোভাযাত্রায় সংগ নিল না, এ কেমন সাহিত্যিক?! হয়ত এমন কথা বলবেনও তিনি ছোটগল্প লেখককে।

আর তখন, অত্যন্ত দীর্ঘ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ চেয়ে তাকাবেন ছোটগল্পের লেখক, বলবেন হয়ত, না বন্ধু, এসব কছুই আমি দেখিনি, কিছুই আমার দেখার নেই। শুধু একটি দৃশ্যই আমি দেখেছি।

পথের ওপারের কোন গবাক্ষের দিকে অঙ্গুলীনির্দেশ করবেন তিনি, সেখানে একটি নারীর শংকাকাতর চোখ সমগ্র শোভাযাত্রা তন্নতন্ন করে খুঁজে ব্যর্থ হয়েছে, চোখের কোনে যার হতাশার অশ্রুবিন্দু ফুটে ওঠেছে- কে যেন ফেরেনি, কে একজন ফেরেনি।

ছোটগল্পের লেখক সেই ব্যথা-বিন্দুর, চোখের টলোমলো অশ্রুর ভেতর সমগ্র যুদ্ধের ছবি দেখতে পাবেন, বলবেন হয়ত, বন্ধু হে, ওই অশ্রুবিন্দুর মধ্যেই আমার অনন্ত সিন্ধু।

~ রমাপদ চৌধুরী

10 September 2013

Beauty meets Beast.

23 September 2013

ইতরামিতে টিকে থাকতে চাই না, আন্তরিকতায় বেঁচে থাকতে চাই৷

10 October 2013 ·

Apes have become gentlemen not changing their religion. The most prevailing religion in today’s world, yesterday’s world, tomorrow’s world: OPPORTUNISM.

Yes, we all are opportunists no matter whatever else we claim to be.

12 October 2013

জীবনের কতো কতো অপেক্ষা…… অপেক্ষাতেই এই জীবন সাঙ্গ হবে রে ভাই৷

14 October 2013

জীবনের যত না-করা পাপের শাস্তি সেইসব পাপ না করার আফসোসের কষ্ট থেকেও অনেক বেশি; মৃত্যু এর সিকিভাগ কষ্টও দিতে পারে না কখনোই। বিজয়ায় বিজিত।

17 October 2013

দেখলাম…….দাদার কীর্তি। জতুগৃহ। জন-অরণ্য। আকাশ-কুসুম।

দেখছি……..মৌচাক।

ভাবনা: পাঁচশো পঁয়ষট্টি

……………………………………………………

19 October 2013

আমি হইলাম, চুয়েট আর আইবিএ’র সবচাইতে অবিডিয়ান্ট স্টুডেন্ট৷ গ্রেডিং সিস্টেম’রে আমার মতো সার্থক আর কেউ কখনো করে নাই৷ হুহ্! যতো গ্রেড চালু আছে, সবক’টাই পাইসি৷ (খালি, আনফরচুনেটলি আইবিএ’তে এফ পাইতে এখনো পর্যন্ত ব্যর্থ হইসি৷)

ফিলিং অ্যালফাবেটিক্যালি অ্যাকমপ্লিশড্…….

………. What’s wrong in F, madam? It’s a grade, after all. You’ve no right to neglect it.

……… আইবিএ’তে পাই নাই, দোস্তো, ভাবীর কসম! আইবিএ আমারে মূল্যায়ন করতে ব্যর্থ হইসে৷

……. Nothing is deserved, dude. Everything is earned. I earned many F’s.

……. Being strong enough to tell about weak points without any regrets feels great, bhaiya.

সবচে’ ভালো জায়গা ব’লে কিছু নেই রে ভাই৷ সব জায়গাই ভালো৷

……. আমি জাস্ট ভাগ্যের জোরে চামড়া বাঁচাইসি৷ আর কিসু না৷

16 November 2013

রশোমন। সেভেন সামুরাই। ইয়োজিম্বো। র্যান। কুরোসাওয়ার এই ৪টা কাজ দেখলাম। নিখুঁত! অসাধারণ! ছবিতে পারফেকশন আর ডিটেইলিংয়ের কাজ দেখলে বোঝা যায়, কতটা ধৈর্য্য আর পরিশ্রমের সাথে কাজের প্রতি দরদ আর মেধার সমন্বয় ঘ’টলে তবেই এক-একটা মাস্টারপিস্ হয়। তাইতো কেউ কেউ ঘটায়; বাকিরা দেখে, শুধু দেখেই যায়। দর্শক হ’য়ে থাকা তাই সবসময়ই সহজ। সবক্ষেত্রেই। বুঝলাম, আমাদের সত্যজিতের সাথে এই মানুষটার নিবিড় সখ্যতার যোগসূত্রটা কোথায়। দর্শককে মুগ্ধ ক’রে দেয়া সহজ নয়। মুগ্ধ ক’রে রাখা তো আরো শক্ত! ঘণ্টার পর ঘণ্টা। দিনের পর দিন। গ্রেট ফিল্মমেকারদের লেন্সে জীবনটাকে দেখার ইচ্ছে নিয়ে চোখজোড়া পর্দায় আটকে রাখা! জীবনের সহজ-সরল সত্যগুলোকে এতো সহজে বোঝা! হ্যাঁ, এ-ও হয়! ভাবা যায়! ওঁদের কৃতিত্ব তো এখানেই! যাঁদের জন্মের চেয়ে বেঁচে থাকা মহৎ, মৃত্যু মহত্তর।

17 November 2013 ·

Happiness is…….watching a good movie. What’s a good movie? Well, the movie that makes me feel like being with it when I’m watching it. Good is a movie only as long as I’m liking it. Better rewatch a good movie than watch a bad one. You’re never too late to watch a good movie you might like. Better live a second and die than dream of living a thousand years but die!! (Stop listening to stuffs like……. Not watched it yet?! So late?! now watching Amélie.

20 November 2013

হলুদ বসন্ত। মাধুকরী। সবিনয় নিবেদন। একটু উষ্ণতার জন্য। চাপরাশ।আর বুদ্ধদেব গুহ। আর আমি। আর ভালোলাগা। খুব বেশি বেশি ভালোলাগা। আর রাইটরুটে রংরুটে যেমন ইচ্ছে তেমনভাবে জীবনের ফাঁকে-ফোকরে মনে মনে জীবনকে খোঁজাখুঁজি ক’রতে ক’রতে ওইরকমভাবে লেখকের কল্পনার জীবনে হেঁটে হেঁটে আবার সত্যিকারের জীবনের কাছে সত্যি সত্যি ফিরে আসা। হ্যাঁ, এক-একটা দিন এইরকমও হয়!

এই তো জীবন! তবুও, আই শুড নট হ্যাভ মোর ফ্যান্টাসি দ্যান আই ক্যান কনটেইন।

21 November 2013 ·

আই অ্যাম অলওয়েজ অ্যা হার্ডকোর ফ্যান অব ইওর কীন সেন্স অব হিউমার।

আহ্! আজকের দিনটা ওদের হ’তে দিন না! আপনিও তো ছিলেন এই দিনটাতে!

এই স্ট্যাটাসটায় ওদের চোখ দিয়ে দেখার একটা ব্যাপার আছে।

But I belong to the group of successive failure.

এই আর একটু পরে বেঁচে থাকবো কিনা, তার নেই ঠিক, তাই আমার ছোটো মাথায় অত বড়ো বড়ো ভাবনা আসে না। যতক্ষণ আছি, ততক্ষণ ছোটো ছোটো সুখ নিয়ে বাঁচতে চাই। দেশকে কেউ খারাপ কিছু দেয়ার প্ল্যান নিয়ে সিভিল সার্ভিসে আসে না। বড়ো দায়িত্ব কার মাথায় নেই? সবারই আছে, সবাই-ই দেশের জন্য করে তো! যে যার মতো করে, কেউই তার দায়িত্ব নিয়ে কম বোঝে না। আজকের এই সুন্দর মুহূর্তের ভালোলাগা নিয়ে আমার এই লেখাটা, আর কিছু না।

……….. Being alive never lets you say finally you’re a failure.

…….. যাঁরা সিভিল সার্ভেন্ট নন, তাঁদের অনেকেরই প্রধান সমস্যা হ’লো, দু’একজন অসৎ আমলাকে দেখে উনারা কোনোরকমের অস্বস্তি না নিয়েই সবাইকে খুশিমনে অসৎ ভাবেন এবং দেশকে এগিয়ে নিতে চাইলে এই সিভিল সার্ভিসের বাইরে থাকাটা পবিত্র কর্তব্য, এটা ধ’রে নেন৷

……… আমি সবসময়েই ভালো মানুষ হ’তে চেয়েছি, তাই যেটাকে ভালো ক্যারিয়ার ব’লে ভাবছি, সেটা ধরা দেয়নি!! কী অদ্ভুত আত্মতুষ্টি!! সেই ক্যারিয়ারে যারা আছে, তাদেরকে কীরকম স্থূলভাবে অপমান করা!!

……. ভাই, সফলরা অযোগ্য নয় কখনোই৷ ব্যর্থরা যোগ্যতর হ’তে পারে, তবুও সফলরা যোগ্যই৷ আপনার জন্যে আন্তরিক শুভকামনা রইলো৷

ভাই, সফলরা অবশ্যই যোগ্য….অযোগ্যরা সফল হয় সিস্টেমের দোষে।…

…… When you want to be a part of any system, you have only 2 options: OBEY OR LEAVE.

27 November 2013 ·

দেখলাম, ছদ্মবেশী।

দেখছি, ঝিন্দের বন্দী।

মুভি দেখি, মুড়ি খাই।

28 November 2013 ·

দেখলাম, গণশত্রু৷ সত্যজিৎ রায়ের ছবি৷ মুভির এন্ডিংটা যেভাবে হ’লো, বাস্তবটা ঠিক সেইরকম কি? নাকি, ধ’রেই নেবো, অশোক গুপ্ত পাবলিক সেন্টিমেন্টকে বুড়ো আঙুল দেখিয়েছেন যতটা, পরিচালক ততটা পারেননি? স্রষ্টার কী নির্মম পরাজয় নিজের সৃষ্টির কাছে!!

ভালো কাজ করা খারাপ না, তবে ভালো কাজের গ্রহণযোগ্যতা বুঝে সেই ভালো কাজ করা আরো ভালো৷ নিজে বাঁচা যায়; বাঁচলে আরো ভালো কাজ করা যায়৷ আরো অনেকেই বেঁচে যায়, অনেককেই বাঁচানো যায়৷

আবারও সত্যজিৎ! কোথায় যাবো আর! এবার আছি শাখা প্রশাখা’য়৷

29 November 2013 ·

সত্যজিতের চারুলতার প্রেমে প’ড়ে গেলাম!

30 November 2013 ·

Happiness is…….ফুল ভলিয়্যুমে গান ছেড়ে রুমের দরোজা-জানালা বন্ধ ক’রে নাচা।:-D

এমন সিচ্যুয়েশনে এটা করা কী করে সম্ভব, ছোটভাই? আমি তো নির্জন ঘোরে বসে দেশের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনোকিছুতেই সুখ দেখি না এই মুহূর্তে।

Life… is a tale…. Told by an idiot, full of sound and fury, Signifying nothing.

……… আপনার এই ছোটো ভাইয়ের আরেকটা নাম নিরো৷ সে অত্যন্ত নিম্ন প্রবৃত্তির স্থূল বুদ্ধিসম্পন্ন সুখ-ইন্দ্রিয়তাড়িত একজন মানুষ৷ সে এই সমাজের কীট৷ আপনার মতো মহত্ত্ব কিংবা দেশ হিতৈষণা কোনোটাই তার নাই৷ ছোটো ভাইকে ক্ষমা করবেন৷

নিরো? ভালই বলেছ, ছোটভাই। অনেক গভীর রিপ্লাই দিলে। আমি মুগ্ধ!

……. There is no happiness, there is no peace…… There is only LIFE.

3 December 2013 ·

….. They say, I look even cooler when I’m hot.

………. You can never avoid something if you’re already with it all around.

4 December 2013

দেখছি, জন ফোর্ডের ছবি, দ্য গ্রেপস্ অব র্যাথ। নোবেলজয়ী ঔপন্যাসিক জন স্টেইনবেকের উপন্যাস থেকে এই মুভি। ফিল্ম বানাতে গিয়ে গল্পের কিছু এলিমেন্ট কিছুটা বদলে দিয়েছেন পরিচালক, তবে নিপুণ হাতে; যেমনটা দিয়েছিলেন সত্যজিত্‍ পথের পাঁচালী বানাতে গিয়ে। বুঝতে পারছি, কেনো বার্গম্যান, ফেলিনি, কুরোসাওয়া, হিচকক, স্পিলবার্গ, গদ্যার, কুবেরিক, সত্যজিত্‍-এর মতো ফিল্মমেকারও গুরু মানতেন এই ফোর্ডকে।

15 December 2013 ·

সুশান্ত মুখোপাধ্যায়: হ্যাঁ, বলছিলাম যে সাধারণত দেখা যায় যে আপনি হয়তো পারতপক্ষে কারও লেখার সম্পর্কে অনেক কঠোর সত্যি যেটা হয়তো বলা যায় সেটাও বলেন না। একটা দিক বাদ দিয়ে যান। কেন?

সুনীল গঙ্গোপাধ্যায়: সেটা হল আমি সাধারণত কারোর নিন্দা করি না। আমার যারা নিন্দা করে, আমি তাদের সম্পর্কেও খারাপ বলতে পারি না।……. এটা আমার চরিত্র।…….. বই পড়ে তার খারাপ দিকগুলোর চেয়ে ভালো দিকগুলোই দেখানো উচিত বলে আমি মনে করি। তবে যেগুলো একেবারেই খারাপ লাগে, সেটা আমি প্রশংসা করি না। এমন নয় যে কোনো খারাপ বইয়ের আমি প্রশংসা করেছি। যেটার ভালোমন্দ দু-দিকই আছে, ভালো দিকটাই দেখাই, খারাপটা বলি না।

সুশান্ত মুখোপাধ্যায়: তবে কেউ তো আশা করতেই পারে যে অন্তত অগ্রজ হিসেবে আপনি তার ত্রুটিগুলো ঠিক করে দেবেন।

সুনীল গঙ্গোপাধ্যায়: আমি তো আর মাস্টার নই। ত্রুটি ঠিক করা……

(সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু সাক্ষাত্‍কার নিয়ে বই ‘কথাবার্তা সংগ্রহ’ থেকে নেয়া)

ভাবনা: পাঁচশো ছেষট্টি

……………………………………………………

19 December 2013 ·

আমার ভালো-লাগা কয়েকটি অন্য ভাষার (বাংলা-ইংরেজি-হিন্দি বাদে) মুভি:

Life Is Beautiful

Bicycle Thieves

Amélie

Seven Samurai

Cinema Paradiso

Wild Strawberries

Yojimbo

The 400 Blows

Rashomon

Children of Heaven

City of God

La Haine

Breathless

La Strada

The Seventh Seal

The Lives of Others

Spirited Away

The Kite Runner

Bashu, the Little Stranger

Grave of the Fireflies

আপনার?

Life Is Beautiful

Bicycle Thieves

Amélie

Cinema Paradiso

Children of Heaven.

Separation….must see Iranian movie

downfall, oldboy

children of heaven, taste of cherry, apple, Kandahar, before the rain, cinema paradise, life is beautiful, seven samurai, rashomon, run, talk to her, vanilla sky (Spanish ver)… many many more… can’t remember…

মনে পড়ছে। The Pianist দেখত পার। আমি দেখেছিলাম জার্মান ভাষায়। মনে হয় কয়েকটা ভাষায় আছে, শিওর না। তবে আমার খুব ভাল লেগেছিল।

Ash life of spi, talash, maghadira, dipu no.2, amer bondu rashed, galliver travels, thor, MI series etc.

Oldboy, New World, The Yellow Sea, Memories of Murder, Vekas, The Secret in Their Eyes, The Berlin File, Run Lola Run, Lives of Others, Infernal Affairs, Mongol: The Rise of Genghis Khan, Miracle in cell no 7 and many more. U may try these

The count of monte christo, the greatest game ever played, bicycle thief,rock, Indiana jones series.

Breathless,

the secret in their eyes,

color trilogy-red, white & blue,

Alexander Nevsky,

October (Ten Days that Shook the World),

Battleship Potemkin,

Ivan’s Childhood,

Day for Night,

La DOlche Vita…

you can watch “The Classic” and “Daisy”, those are nice Korean movies. Enjoy

Tristana,

Thorn of blood,

Le Petit Soldat,

Contempt,

Short film about love,

Short film about murder,

Stoning of Suriya M…

you can watch some movies of legend satyajit roy. besides my favourite movies are babel, the prestige, inception, the burning plane, forest gump, the last samurai, the illusionist, the pursuit of happiness, cast away, stoning of soraiya and there are also many movies those keep my soul alive but at this moment I cannot recall the name of those movies!!!

A moment to remember, Sunflower, Two women, Downfall, Hachiko, Departures, Perfume আপাতত এই মন পড়ছে। দেখা না থাকলে দেখতে পার।

Korean romantic movies are awesome such as windstruck, my sassy girl, a moment to remember etc.

Gone with the winds, Perfume, Grapes of wrath, 300, Black Hawk down, The Heart locker s, The wolves of Iraq, Brave Heart, Schinder’s List, Defiant, Django Unchained, Love in the time of Cholera, Blood Diamond

Big Fish

Hugo

The town

A boy with stripe pyjama

A moment to remember

Bicycle thieves

Apocalipto

Perfume

God Must Be Crazy 1 and 2, Persona, The Butterfly Effect, Wuthering Heights, Brokeback Mountain, The Unbearable Lightness of Being……

Buddy we already shared b2in us what we have. though I think I should add some…. Paris ja time, The River, the girl with dragon tattoo, grave of the replies, jamon jamon, rehearsal, irreversible, knowing, clover field, jumper, a curious case of benjamin button, perfume, hachiko, in to the wild, apocalypto, prestige, shooter,agora,B13, forbidden kingdom, shawshank redemption, limitless, ratatouille, blow, water lilies, bad guy, tears of the sun, catch me if you can, behind enemy lines and so on……

The Motorcycle Diaries টা তো মনে হয় লিস্টে থাকার কথা। সাথে A Very Long Engagement আর Pan’s Labyrinth। ইরানের Baran।

The godfather 1, godfather 2, amelie, fight club, forrest gump.

24 December 2013 ·

: ভাই, আপনি তো চুয়েটে প’ড়তেন, না?

: ইয়ে মানে……. ওহহ্ হ্যাঁ, আমি চুয়েটে কয়েকবছর কাটিয়েছি।

(চুয়েটে ‘পড়তাম’?! আই কান্ট্ রিকল! ডিড আই? আই অ্যাম নট শিওর! )

……. Then, I’m not a genius. Geniuses are not assumed.

genius can’t judge himself as genius But others can……..now as we…

…… নো রিগ্রেটস্, দাদা! ওটাও তো একটা পথ৷ চমৎকার পথ৷ আমি ওটার যোগ্য নই৷

……. Corrected? Who knows, dada! No right path, no wrong path…. only ‘path’, dada. How we accept or reject it, matters.

26 December 2013

…….. তীব্র ভালোবাসা কিংবা তীব্র ঘৃণা, দু’টোই ভয়ঙ্কর৷

28 December 2013

বছরশেষের কেনাকাটা৷ বছরশুরুর কেনাকাটায় ছিলো বই, মনে আছে৷ বছর কেটেছে বইয়ে; প্রায় প্রায়ই কিনে, কখনো কখনো প’ড়ে৷ শেষেও তা-ই৷ আজকের বইগুলো:

মেয়েরা যেমন হয়

ঢাকা পুরাণ

সত্যজিতের গল্প ১০১

সুকুমার সমগ্র

সমরেশ মজুমদারের ভ্রমণ সমগ্র ‘যাযাবরী’

ধ্রুবপুত্র

চতুষ্পাঠী

সোনার হরিণ নেই

কাল তুমি আলেয়া

ইতিবৃত্তে চণ্ডাল-জীবন (১ম খণ্ড)

গড় শ্রীখণ্ড

পাবলো নেরুদার প্রশ্নপুস্তক

রাণু ও ভানু

যুবক যুবতীরা

পাকিস্তানি জেনারেলদের মন : বাঙালি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ

গভীর নির্জন পথে

মল্লিকা সেনগুপ্তের গদ্য সমগ্র

শূন্য

অরণ্যের অধিকার

উপকণ্ঠে

আর কোনোখানে

মহাপ্রস্থানের পথে

দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র

অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণ-কাহিনী সমগ্র

বিবাহবাসরের কাব্যকথা

খুশিতে কিনিনি এইসব, কিনে খুশি হ’য়েছি৷ বইকেনার চিন্তা মাথায় ঢুকলে ছটফট লাগে৷ অস্বস্তি দিয়ে বছর শেষ ক’রতে ভালো লাগে না৷

29 December 2013

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tcd/1.5/18/1f615.png

সব অফিসে উইন্টার ভ্যাকেশন চালু হইলে মন্দ হইতো না। সক্কাল সক্কাল ঘুম থেইক্যা উইঠ্যা আবার সক্কাল সক্কাল ঘুমাইয়া প’ড়তে এ্যাত্তোগুলা শান্তি!! এই ঠাণ্ডায় হাইবারনেশনে যাইতে মুঞ্চায়! শীতের সকালে গোসলের সময় বুকে অনেক সাহস সঞ্চয় কইরা গায়ে প্রথম পানি-ঢালা’টা যুদ্ধজয়ের চেয়ে কম বড়ো কিছু নয়! :-/

29 December 2013

বই উপহার দিলে খুশি হয়, এমন প্রেমিকা পাওয়া যেকোনো পুরুষের জন্য সত্যিই ভাগ্যের ব্যাপার৷ ক্যানো? প্রিয়া বই পড়ুক আর না-ই বা পড়ুক, পকেটের পয়সা তো বাঁচিয়ে দেয়! এ্যাতো কম পয়সা খরচ ক’রে মেয়েদের ভুলিয়েভালিয়ে রাখা কম আনন্দের কথা নয়৷ আজকে এমনই এক ভাগ্যবান বন্ধুকে নিয়ে বাতিঘরে গিয়েছিলাম৷ প্রিয়ার জন্মদিন, ও বই দেবে৷ কিনলোও৷ দু’টো বই৷ প্রথমটা, সহজ পদ্ধতিতে চাইনিজ রান্না৷ বুঝলাম, আপাতত ও নয়, ওর হবু শ্বশুরবাড়ির লোকজন ভাগ্যবান৷ (বউ ভালো রাঁধতে জান, এটা দারুণ একটা ব্যাপার!) এরপর কিনলো, ঘরে বসেই রূপচর্চা৷ এইবার বুঝলাম, আমার বন্ধুটি মহা ভাগ্যবান৷ ভাগ্যবান পুরুষ হওয়া মস্তো বড়ো সৌভাগ্যের ব্যাপার৷ ওই দুটো বই-ই বন্ধুকে বন্ধুপ্রিয়ার পছন্দ ক’রে দেয়া৷ বন্ধুর সৌভাগ্যে ঈর্ষা হ’লো৷ বরের পয়সা অনেক মেয়েই বাঁচায়, প্রেমিকের পয়সা বাঁচায় ক’জন মেয়ে?

বইয়ের দোকানে গেলে অন্ধও দেখতে পায়৷ গতকালকের প্রতিজ্ঞা ছিলো, বছরের শেষ কেনাকাটা গতকালকেই শেষ৷ তবুও চোখ সরে না, মন মানে না৷ (আমার কোনো দোষ নাই, সব দোষ ওর৷) যে পুরুষ তার গার্লফ্রেন্ডকে সামনে রেখেও হাতটা ধরে না, সে তো অতি পাষণ্ড! আমি পাষণ্ড নই৷ আরো একটু সময় পর আধটুক’রে আলতোভাবে চুমু খাওয়ার ইচ্ছেটা যে পুরুষ পাবলিক প্লেসে দমিয়ে রাখতে পারে না, সে তো রীতিমতো বর্বর! আমি বর্বরও নই৷ তাই, আমি কিনিলাম, আমি উহাদিগকে কিনিলাম৷ কাহাদিগকে কিনিলাম? এ যে ক্লীবগোত্রীয় পুরাতন প্রেয়সী, এ যে বিশ্বস্ত মূক সহচরী, ইহার রহস্যের কী অন্ত আছে? কড়ি দিয়ে কিনলাম:

ঈশ্বর পৃথিবী ভালোবাসা

মৃণাল সেনের আত্মকথন তৃতীয় ভুবন

সূর্যমুখী

মীরার দুপুর

বারো ঘর, এক উঠোন

অশোক মিত্রের প্রবন্ধসংগ্রহ

ইতালীর র্যনেশাঁস, বাঙালীর সংস্কৃতি

সন্দীপনের গদ্য সমগ্র (২ খণ্ড)

সিংহমামার মহাভারত (আই মিন, কালীপ্রসন্ন সিংহ অনূদিত মহাভারত) (২ খণ্ড)

একা এবং কয়েকজন

শাহাজাদা দারাশুকো (২ খণ্ড)

কুবেরের বিষয় আশয়

ঐন্দ্রজালিক

ধূলিচন্দন

শহীদুল জহির সমগ্র

আসলে, বইকেনায় আর রাজনীতিতে শেষ কথা ব’লে কিছু নেই৷

ভাবনা: পাঁচশো সাতষট্টি

……………………………………………………

30 December 2013 ·

বন্ধুরা, এই বছরে আপনার দেখা সেরা মুভি? পড়া সেরা বই (ফেস’বই’ বাদে )? শোনা সেরা গান?

Movie: Africa United. Book: 2 States. Song: Ami je jolsha ghore (Manna Dey)

New World (Korean), Now You See Me (English), Madras Cafe (Hindi), Proloy (Bengali).

“Guerrilla”…bangla movie.

Coffee house…. Manna Dey.

1. the curious case of Benjamin button,2. allan and the holy flower 3.Lorde-royals

একটা করে বলি 1. ফিল্ম-the journey/Fernando Solanas 2.বই-odhir biswaser kishor sahityo somogro ‘urojahaj’ (৪ খণ্ড) 3. গান- জলের গানের গানগুলি।

গান: মিছিল-শিরোনামহীন সত্য-ওয়ারফেজ

মুভি: LOVE LIKES COINCIDENTS বাইশে শ্রাবণ

Movie-Stalingrad [German film]…..Books:-My Side[david beckham],The Bourne Identity…..Song:-Bedona modhur hoye jai……

Mv: The Lone Ranger

Best movie Life of Pi Movie, best song that touched me is Katy Perry’s Roar sung by Olivia Wise and best book Eat, Pray, Love….

movie- proloy(bangla),a walk to remember(eng)

book: subbrata tar somporkito susomacar-humayun azad

song: tum hi ho(arijit)

আপাতত অপুর সংসার সমগ্র পড়ছি, অপরাজিত পর্যন্ত আগে থেকেই পড়া। তবুও পথের পাঁচালী থেকে শুরু করেছি। এখন অপরাজিত শেষ করে কাজল পড়ছি। এখন এটাই সেরা মনে হচ্ছে। চোখ বন্ধ করলেই নিশ্চিন্দিপুর কল্পনা করতে পারি।

Ash Movie: Tanglet, বইঃ ৭১ এর দিনগুলি, গানঃতুমি কি সেই আগের মত আছ নাকি?

সেরা মুভি : প্রতিদ্বন্দ্বী (1970)। সুনীলের কাহিনীতে সত্যজিত্‍ বাবু

সেরা বই : দূরবীন – শীর্ষেন্দু বাবু।

সেরা গান : Main Shair To Nain- Bobby(1973) – শৈলেন্দ্র সিং।

মুভি দেখি না তেমন… বই বিমল মিত্রের বেগম মেরী বিশ্বাস আর জলের গান শোনা হয়েছে অনেক বেশি

movie: ai jawani he dewani

book: The Death of a salesman

সেরা মুভি: Captain Phillips

সেরা গান: Karunesh (instrumental) – Buddhabar III dream

সেরা বই: পার্থিব- শীর্ষেন্দু

বইঃ কাছের মানুষ, সুচিত্রা ভট্টাচার্য

গানঃ অতল জলের গান “এমন যদি হতো আমি পাখির মতো…”

movie : last samurai…….book: pother pachali

Movie: Roman Holiday, Sound of music. Bangla: Datta vs Datta, Hemlock society Book: Sigmund Fraud er Civilization and its discontent.

Movie- English: Now You See Me, August Rush, The Return (2003-Russian movie)

Bangla: Proloy, Hemlock Society.

Hindi: Bhag Milkha Bhag

book: witness to surrender………… Movie: guerilla, the magnificent seven ……song: none

daisy (korean)

song: ai to ami chai (hemloc society)

book: no one writes to cornel

Life of pie…….

Barfi

বই: পুতুল নাচের ইতিকথা, যোগাযোগ, গডফাদার, ডাউনলোড।

মুভি: বাংলা-দহন, অসুখ, গয়নার বাক্স। ENG-Greenmile, pretty woman, August rush, notebook. HIN- Ranjhana, bhag milkha bhag. গান: তোমায় নতুন করে পাব বলে, ajeeb dustein..আরো অনেক।

মুভিঃ Olympus Has Fallen

গানঃ Yo Yo Honey Singh Blue Eyes

Movie- It’s a wonderful life (1946)

কুহেলি(movie)

Invictus (2009)

মুভি- The Artist (2011), বই – চাঁদের পাহাড়, গান-রবীন্দ্রসংগীত

Sushanta Paul·Wednesday, April 10, 2019·11 minutes

ভাবনা: পাঁচশো একষট্টি

……………………………………………………

28 February 2013 ·

একটা সময়ে অনার্স কমপ্লিট করার কোন ইচ্ছেই ছিলো না আমার। কেনো অনার্স কমপ্লিট করবো, এর স্বপক্ষে কেনো যুক্তিই ছিলো না আমার সামনে। মনে আছে, লাস্ট সেমিস্টারের ফাইনাল প্রজেক্ট ঝুলিয়ে রেখেছি বহুদিন। ইচ্ছে করেই। আমার প্রজেক্ট সুপারভাইজার সাকী কাউসার স্যার ছিলেন অত্যন্ত কঠিন হৃদয়ের খুঁতখুঁতে মানুষ। উনি আমাকে পাত্তাই দিতেন না, আমিও উনাকে পাত্তা দিতাম না। উনি আমাকে ঘোরাতেন যতটা, আমি উনাকে ঘোরাতাম তার চেয়েও বেশি। আমি আমাকে নিয়ে আমার মতো বেশ ছিলাম। ঘুমানোর সময়টাতে সময় নষ্ট না করে জেগে থাকার সময়টাতে স্বপ্ন দেখতাম। হ্যাঁ, আমি এরকমই। কিচ্ছু করার নাই!

জীবন আমাদের কোথায় নিয়ে যায়, আমরা কখনো জানতেই পারি না।

……… অনিশ্চিত বলেই জীবনটা বাঁচার মতো৷

………….. Life is a joke…… We’ve only 2 choices: Get busy laughing or get busy dying.

…….. তারপর…… বেঁচে থাকা৷

……… সবাক হওয়ার আগে নির্বাক থাকতে হয়৷ এটাই রীতি৷

…. এত-শত ভেবে বাঁচি না৷ সময় কই? বাঁচতেই তো আমার সময় ফুরিয়ে যায়!

…… হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস৷

…… Que sera, sera.

……… হ্যাঁ, আমি এরকমই। কিচ্ছু করার নাই!

She should have died hereafter;

There would have been a time for such a word.

Tomorrow, and tomorrow, and tomorrow,

Creeps in this petty pace from day to day,

To the last syllable of recorded time;

And all our yesterdays have lighted fools

The way to dusty death. Out, out, brief candle!

Life’s but a walking shadow, a poor player

That struts and frets his hour upon the stage

And then is heard no more. It is a tale

Told by an idiot, full of sound and fury

Signifying nothing.

আমি বুঝি কম৷ লিখি আরো কম৷ আমি এরকমই। কিচ্ছু করার নাই!

……… ভাইয়া, না ভুগলে ভোগ করা যায় না৷ হয়তো এটাই নিয়ম৷

……. অচেনা বলেই তো চেনার জন্যে বাঁচা৷ হয়তো, ভুল করেই৷ কী এসে যায় ওতে?

…………… ‘তারপর’ ব্যাপারটা যতক্ষণ আছে, ততক্ষণই জীবন৷ মৃত্যুতে কোনো ‘তারপর’ থাকে না৷

……. আমি সবসময়ই ছিঁড়ি, তা নয়৷ বরং বেশীরভাগ সময়ই নিজে ছিঁড়ে যাই৷ তবুও জীবন তো আর থেমে থাকে না, মাঝে মাঝে থমকে যায় শুধু৷ আমিও থমকে গেলে তো সব শেষ!

………. চেঁচাতে শক্তি লাগে৷ ওটা আমার নেই৷ বিপন্ন মানুষ দেশ উদ্ধার করতে পারে না৷ আমি বিপন্ন৷ আমি তো তোমাদের মতো ক’রে বুঝি না, বুঝতে পারি না৷ এটা আমার ব্যর্থতা, নির্বাক অসহায়ত্ব৷ আমার ফেসবুক ওয়াল যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা৷ এতে যদি কারো ঘুম ভাঙে কিংবা ঘুম পায়, তার দায় আমার নয়৷ অজ্ঞ হওয়ার এবং থাকার সম্পূর্ণ অধিকার যেমন আমার আছে, তেমনি আমার বন্ধুদের অধিকার আছে আমার অজ্ঞতাকে সহ্য না করার৷ সহ্য না হলে, এর উপায়ও তো আছে৷

…….. আমাকে আমার মতো থাকতে দিন৷ আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি৷ আমি তো আপনাদেরকে আপনাদের মতো থাকা নিয়ে কোনো বিষেদগার করছি না৷

হে ঈশ্বর! আমার বন্ধুদের আমার ভাষা বোঝার ক্ষমতা দাও৷ নতুবা, আমাকে অন্য কোনো ভাষা দাও৷

1 March 2013

যে সুখ পয়সায় বিকোয়, সেটাকে কেনা যায়-ভুল কথা। সব শেষের হিসেবে, সেটাই কেনে আমাদেরকে। সুখের ক্রীতদাসত্ব দুঃখের চেয়েও গ্লানিময়।

11 March 2013

I believe that if you tell your boss what you really think of him, the truth will set you free……. Do you believe it? If you don’t, why not give it a try?

16 March 2013

….. কীভাবে হারিয়ে গেলাম, তার খোঁজ কোরো না কোনদিন৷ কতো মানুষই তো হারিয়ে যায়৷ শোনো, ধুলোর মতো আমি মিশে গিয়েছিলাম মানুষের মধ্যে৷ এক-টুকরো ঘরে, রাস্তায়, নর্দমার ধারে বসে আমি কাটিয়েছিলাম জীবন—দেখেছিলাম চায়ের দোকানে দেবদূত, কাপ-প্লেট ধুতে-ধুতে ঘুমিয়ে পড়ছে বার বার৷

হে অপরিচিত মানুষ, আমি ভালোবেসেছিলাম তোমাদের৷

তোমাদের দরজা-জানালায় যেদিন বাতাস এসে উড়িয়ে দেবে রঙিন পর্দা, অফিসঘরের ঘন অন্ধকারময় আসবাবপত্র থেকে যেদিন রাশি-রাশি জেগে উঠবে স্বপ্ন, যেনো আমি ছিলাম ঐসবের মধ্যেও—

শুকনো একটা স্তব্ধতার মতো বিবর্ণ, একা৷

ভাস্কর চক্রবর্তী, ‘হারিয়ে যাওয়ার গল্প’

বাবুই পাখির বাসার মতো লেখাগুলো তাঁর৷ ছোটো, অথচ নিপুন নির্মাণশৈলী৷

17 March 2013

মাঝে মাঝেই মনে হয়, ভালোভাবে চলার সবচে’ ভালো উপায় হচ্ছে, ভালোভাবে চলার ব্যাকরণ ভুলে চলা।

একজন আইডিয়ালিস্ট/পারফেকশনিস্ট সর্বদাই সমাজের জন্য বিপজ্জনক।

26 March 2013 ·

“Listen, dear. Communication is a two-way street,” says the wife. “When I talk, you have to listen.” After that, communication is over.

…… It sounds; you’ve got a henpecked hubby….. Eh?…. God bless him.

31 March 2013 ·

পেপারগুলো ইদানীং আর লেখার পাশাপাশি বিজ্ঞাপন ছাপায় না, বিজ্ঞাপনের পাশাপাশি লেখা ছাপায়৷ এই লেখায় সম্পাদকের দক্ষ সম্পাদনায় লেখার চেয়েও লেখার ওপরের মডেল দু’জন বেশি সুন্দর হ’য়ে ধরা দিয়েছে৷ এতে (আমার মতো) সৌন্দর্যপিয়াসী সচেতন পাঠকমাত্রই লেখার চেয়েও মডেলদের নিয়ে স্বপ্ন দেখবেন বেশি, এটাই স্বাভাবিক৷

প্রথম আলোকে ধন্যবাদ; আমার লেখার ফ্লেভারটা পুরোপুরি বদলে যায় নি, এই জন্য৷ স্পেশাল থ্যাঙ্কস্ টু রাকিব ভাই৷

5 April 2013

‘নৌকাডুবি’ দেখলাম। আমি চাই হেমের মতো প্রেমিকা কমলার মতো ঘরণী।

তাহলে একজোড়া খড়ম বানান, এই যুগের খড়ম নিজের মাথায় না নিলেও মাঝেমধ্যেই আপনার মাথায় ছুঁড়ে মারবে।

কবর খোঁড়ার কাজটাও করে দিতে হবে?

আমি শতবার মরতে রাজি একটিবার বাঁচার জন্যে।

সান্ত্বনা মাত্রই চমৎকার।

8 April 2013

আমি নিজেই বুঝি নি এখনো। এ রহস্য বুঝবে, এমন সাধ্য কার?

আমি ঠিক আছি। আমার গল্পের নায়ক কষ্টে আছে।

চোখ খুলুন। আর বের হবে না মনে হয়।

অপরাজিতা, সুন্দর জিভ।

দোস্ত, তোর কাছ থেকে আর বেশি দিন দূরে থাকতে পারলাম না।

ওরা তো হয়েই আছে সেই কবে থেকেই। আমি আর নতুন কী করবো?

ওর হেরে জিততে শেখেনি কখনোই। ও জিতে হেরেছে কখনো কখনো। নাই বা জিতলো, তবুও তো সে হারেনি এ জীবনে।

10 April 2013

না বোঝাই বুদ্ধিমানের কাজ? এটাও বুঝিনি৷ আমার বুঝতে কষ্ট হয়৷ না বুঝতে আরো বেশি কষ্ট হয়৷ কী আর করা!

কবি শক্তিকে আমরা পেয়েছি সুনীলদের কল্যানে৷ কফি হাউজের টেবিলটা না বদলালে হয়তো শক্তির ট্র্যাকটাও বদলে যেতো না অতটা চট্ ক’রে৷

লিখতে হ’লে জানতে হয়, বুঝতে হয়৷ আলসেমি থাকা চলে না৷ না-লেখার জন্যে যা যা লাগে সব-ই আমার আছে৷ সময় লাগবে, ভাইয়া৷

12 April 2013 ·

এত্তো এত্তো ক্রাশেস্ আর কনফেশনস্ দেইখ্যা মাথা আউলাইয়া গ্যাসে! আরেকবার চুয়েটে পড়তে মুঞ্চায়!

আমারে নিয়া লিখলে তো আমি তোমারে ওই খুশিতে একটা হলুদ শার্ট আর সবুজ প্যান্ট গিফট করতাম। সাথে একটা কটকটে লাল টাই। নববর্ষের গিফট।

ওটা তো আমিও জানতে চাই! জানাতে হ’লে জানতে হবে।

ভাইরে, আমরা যখন চুয়েটে পড়তাম, তখন চুয়েট ছিলো বয়েস স্কুল। পরে আস্তেআস্তে ভার্সিটি হইসে। আমি শুনসি, ছেলেছেলে ক্রাস খাওয়া কবীরা গুনাহ্।

ভাবনা: পাঁচশো বাষট্টি

……………………………………………………

16 April 2013

ক্ষণেক্ষণে মেঘের কানাকানি। বছর শুরুর প্রথম বৃষ্টির আলতো স্পর্শ! চোখ ছুঁয়ে যায়। ঠোঁট দু’টো কী এক গভীর তৃষ্ণায় কাঁপে যেনো। সমস্ত মন মিশে যায় শরীরে, আর শরীর মনে। একাকার সবকিছু। মন আর শরীর। শরীর আর মন। ইশশ্!!

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়……

কাকে?

কাকে আবার? ছাতাকে! ভুলে বাসায় ফেলে এসেছি।

17 April 2013

যেখানটায় আমি বসে আছি, মানে আমি আমার অফিস-রুমটার কথা বলছি, তার ঠিক পেছনেই সারি সারি গাছ। আকাশি, নিম, কড়ই, কাঠবাদাম, আরো কিছু নাম-না-জানা ঔষধি গাছ। মাঝখানে দৌড়ে-যাওয়া ঝকঝকে রাস্তা। পাশেই ঝাউ এর সজ্জা, কাশবন। ঝিরিঝিরি বাতাস, নেচে-যাওয়া বৃষ্টির মধুর ছন্দ, ঘুমিয়ে থাকা ঝাউপাতার আড়মোড়া ভাঙা। কিছু শিশুর ছোটাছুটি, চিত্‍কার, উল্লাস। ওরা পাতা কুড়ায়, কুড়িয়ে-পাওয়া পাতায় স্বপ্ন দ্যাখে, জীবন নাচায়। সদ্য-গজানো ঘাসের আড়ালে পোকারা ভেজা মাটির ঘ্রাণ নিয়ে নিয়ে চলে। এরই ফাঁকে ফাঁকে আসা রোদকে স্বাগত জানায় পাখির কিচিরমিচির। বৃষ্টির এই অপূর্ব উত্‍সবে এই অসুন্দর আমি বড্ডো বেমানান। রাস্তায় মন খারাপ ক’রে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলোর চেয়েও অসহায় বোধ করছি ঠিক এই মুহূর্তে।

19 April 2013

কথা ছিলো, কথা হবে না।

তবুও কেনো কথা হয়?

20 April 2013

একে তো মেয়ে, তার উপরে ডাক্তার। ভাবের ঠ্যালায় বাঁচা দায়! ডাক্তার মেয়ে বিয়ে ক’রলে লাইফ কেরোসিন ক’রে ছেড়ে দিবে। ডাক্তারে ডাক্তারে বিয়ে হওয়াই বেটার।

কথাটা কতটুকু ঠিক?

…… Maybe wrong I’m as much as right I’m.

…… কোনোই কাহিনী নাই রে ভাই৷ তবে কাহিনী এইরকম ঘটুক, এটা মুঞ্চায়; আবার বদমাশ পুলাপান ডর লাগাইয়া দ্যায়!

…… সুশান্তকে জিজ্ঞেস ক’রে জানতে পারলাম, সে বিয়ের জন্যে ডাক্তার পাত্রীকে অগ্রাধিকার দিচ্ছে৷………….. (শরম পাইসি!)

…… বেঠিক বেচারাকেও কিছু পারসেন্টেজ দিন, দিদি৷

……. এ পর্যন্ত ক’টা ডাক্তার মেয়ে বিয়ে করা হ’লো, শুনি……

………. দিদি, কথাগুলো আমার না তো! পাবলিকের৷ আমি তো শুধু কপি করলাম!

………. কোনো মেয়েকেই বিয়ে করা উচিত না?……. ইয়ে মানে… থাক…. (সিরিয়াস কিছু নেই ওতে….. )

……. আমি খেয়ে দেখিনি৷ তাই ওটা খেতে কী টক কী মিষ্টি কী ঝাল…. কিছুই জানি না৷;)

…… তুই তো ব্রহ্মচারী বাবা ভণ্ডানন্দ৷

……. Not always…. Not all sweet couples do come from Heaven, some are made on earth too.

………. এই যে চালাক ছেলে! তুই তাহলে ডাক্তার পাত্রীর প্রস্তাব এলে ফিরিয়ে দিস কেনো, শুনি…….

……. ভাই, আপনার মতো আমারও ডাক্তারদের প্রতি দুর্বলতা আর শ্রদ্ধা, দুই-ই আছে৷ কিন্তু আপনি ব্যাপারটাতে যে রিস্কি ট্যাগ মাইরা দিলেন, তাতে তো মনে হইতাসে, ডাক্তার বিবাহং নৈব চ নৈব চ৷

……. Confusion is the starting catalyst of all marriages.

22 April 2013 ·

দিদি, মেয়েদের বুঝি নাতো। অন্ধকারে ঢিল ছুঁড়ি। আর দেখি, ক’টা লাগে।

ওদের উপর কোনো রাগ নেই। ভালোবাসাই আছে শুধু। সত্যি বলছি!

সিংহ, সেই ফাঁদে আপনি ধরা পড়লেন মনে হয়….

রাগ নেই তো! ভালোবাসা আছে।

পুরো জীবনটাকেই ফেসবুক স্ট্যাটাসকেন্দ্রিক বানিয়ে ফেলতে হবে নাকি?

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t32/1.5/18/1f609.png

…… Women will always be women as long as men are men. They will never change.;)

…… Women are never unsmart. How you look through their inner side, matters.

………… এও কী সম্ভব? What’s on your mind? প্রশ্নের উত্তর ঠিক ঠিক জীবনকেন্দ্রিক দিয়ে দিলে তো মান-সম্মান আর কিছুই থাকবে নারে পাগলী!

…………. সেটাই তো সুন্দর৷ মেয়েরা অবোধ হ’লেই তো সুন্দর লাগে, ভালো লাগে৷

কীসের কী? আগ্রহ দেখলি কোথায় এখানে? লাইক দিতে তো আর পয়সা লাগে না।

হ্যালুসিনেশনের কথা আসছে কেনো এখানে? :-> মৌ, সবাইকে একই রকম ভাবছি না তো! বলেই তো দিয়েছি, এটা কিছু ক্ষেত্রে ঘটে মাত্র। রাজীব, কথাগুলো জ্ঞানীর না, আমার।

আমার কথাগুলো আবার পড়ো। তোমার কমেন্টটা আবার লেখো। ভুল-য়েই থাকো কেনো সবসময়? আর জানি না, হুমমম্…. বুঝলাম। সাধু সাধু।

ওটাই তো আছে। অরিজিনালিটি বেশিক্ষণ শো করা যায় না। ওতে অনেকে কষ্ট পায়। মানুষ অতটা নিতে পারে না। নেয়া ঠিকও না সবসময়। আপনার অরিজিনালিটিতে আমার ঝামেলা হ’লে আমি আপনাকে ছেড়ে কথা বলবো কেনো? আমি তো আমি-ই। ছন্দা, তাই ঢং ক’রতে হয়। মানুষ ওটাই চায়।

আপনি ঢংটাই দেখলেন শুধু, রংটা দেখলেন না। আমি তো শুধু রংই চড়াই। আপনি ভাবেন ঢং। মেয়ে তো, তাই।

আপনার কমেন্ট পড়ে নিজেকে সত্যি সত্যি মজার মনে হচ্ছে। ধন্যবাদ।

জানি, এও জানি, ওদের কালার সেন্স একটু কম। ওতে পারফেকশন আনতে ছেলেদের লাগে।

24 April 2013

লুজার কেউ না। দিনশেষের হিসেবে সবাই নিজের মতো ক’রেই জয়ী হয়। আমি এটাই দেখেছি।

আপনি কিন্তু কাউকে ‘লুজার’ ট্যাগিং ক’রতে পারেন না। হেরে গিয়ে জিতে যান, এমন লোকের সংখ্যাই বরং বেশি।

বিখ্যাতদের বিখ্যাত বানিয়েছি কিন্তু আমরাই। ওরা কিন্তু স্রেফ ওরাই, আর কিছু না। ওদেরও টয়লেট পায়, ঘুম পায়, পচা পচা কাজ করতে ইচ্ছে করে (এবং ওরা করেও, বেশিই করে)। ওরা ওদের মতো তৃপ্ত। ওদের কাজ নিয়ে আমরাও তৃপ্ত। ওদের মতো হুবহু বেড়ে ওঠা সম্ভব নয়। আমরা না হয় আমাদের মতোই থাকি, একসময় ওদের ছুঁই অথবা ছাড়িয়ে যাই। এটাই তো ভালো।

1 May 2013

Sometimes some men around you hate you not because you do something that breeds hatred, but because women they like to be admired by, expect those men to match some ideals or things that you’ve but they lack. A man of a woman’s dream is often a man of another man’s nightmare.

15 May 2013

I don’t have a role model but I hope to be someone’s role model someday. I am very thankful to those who have trusted me all along. I am glad I did not let them down.

Feng Tianwei, 2012 Olympic table tennis bronze medallist, Singapore

True. Sometimes your best role model is only YOU in a better state you could be. Not always success is being anyone else you dream of being, rather being a new YOU better than previous YOU or not degrading your better YOU if you already are. Hardly, things not worth-challenging are worth-getting. Success is all about earning not deserving. The easiest way to make people admit you deserve something is only to earn it. Fact is, your success is what you think you earn, your failure is what others think you deserve….. Success. It’s just living without sighs. It’s just dancing in the manner you want and making people think you dance well even if you don’t. It’s making your style others’ favourite brand even if it’s foolish. It’s sometimes making people laugh listening to your even worst jokes. It’s making others hear you even when you don’t speak. It’s taking the opportunity to tell others that meeting your previous millionth failure was essential, anyway. It’s making your failures worth-mentioning by you or by others. It’s just what it’s, not the opposite of failure as often popularly told and wrongly believed.

ভাবনা: পাঁচশো তেষট্টি

……………………………………………………

17 May 2013

………… Thank you, Sir. Now I must say you have a cooler patience Sir…………. By the way Sir, my story resembles yours to some extent, doesn’t it? You, an electrical engineer from BUET, also showed the guts of thinking out of the box.

……. Sir, you again resemble me. When I fail, I feel happy to find a brighter companion.

…… Sir, let’s tell stock market to go ahead conforming to at least some rules & predictions.

……… ভাই, বহুত ধাক্কা খাইয়া এইসব শিখসি৷ আপনের এক্সপেরিয়েন্সও কিন্তু চমৎকার, আমি যদ্দূর জানি৷

………. Sir, it’s the worst form of gambling. You can never be a good gambler here in Bangladesh.

………. The problem is, my will-power is great, laziness is greater, natural talent to procrastinate is the greatest.

……….. Good saying, brother. Winners can preach; it’s very difficult to always agree with in the transition period until & unless we be that winners.

……. Your success is always customized in the way you like or don’t like. Your failure is always customized in the way others like or don’t like.

19 May 2013 ·

ময়নাদ্বীপে যাবো ব’লে অনেক আশায় একদিন ঘর ছেড়েছিলাম। এসেছি এতদূর (কিংবা এইদূর)। জানি, ওই ইউটোপিয়ায় কখনোই যাওয়া হবে না। যাওয়া হয়ও না। তবুও, পৌঁছানো অনিশ্চিত, এটা জেনেও পথ চলাই তো জীবন! ভবিষ্যতের অতীত কিংবা অতীতের ভবিষ্যতকে নিজের মতো ক’রে সাজিয়ে নেবো ভেবে বাস্তবতার কুহকের মায়াজালকে ছিন্ন ক’রে বেরিয়ে আসার মোহ যেদিন জড়িয়েছিলো আমায়, সেদিন তুমি ছিলে পাশে। অনভ্যস্ত অসংকোচকে পর্যন্ত সহজ-সাবলীল মনে হয়েছিলো সেদিন। ধন্যবাদ মানিক। তুমি জন্মেছিলে ব’লে মৃত্যুকে আর ভয় করি না অতটা। শুভ জন্মদিন।

সন্দীপন বলতেন, আমার মৃত্যুর পর শবযাত্রায় আমার সাথে গীতা নয়, থাকবে পুতুলনাচের ইতিকথা।

25 May 2013 ·

বিসিএস লিখিত পরীক্ষার সাত-সতেরো৷ আমার এই লেখাটা ‘প্রথম আলো’ ছেপেছিলো৷ ‘স্বপ্ন নিয়ে’ পাতায়৷ একটু ভিন্নভাবে, সম্পাদকীয় ব্যবচ্ছেদে৷ আপনাদের কারো কারো কাজে লাগতে পারে ভেবে শেয়ার করলাম৷ আমার নিজের অভিজ্ঞতায় যা বলে, তা-ই লিখেছি অকপটে৷ আপনার এক্জাম স্ট্র্যাটেজি ঠিক করবেন আপনি নিজে৷ অন্য কাউকে এটা ঠিক ক’রতে দেবেন না কখনোই৷ কীভাবে প্রিপারেশন নিলে ভালো হয়, এর কোনো নিয়মই নেই৷ আপনি যা ক’রে অথবা না ক’রে সফল হবেন সেটাকেই অন্যেরা নিয়ম ভেবে নিয়ে ভুল করবেন৷ নিয়ম সাফল্যকে নিয়ন্ত্রণ করে না, সাফল্যই নিয়মকে নিয়ন্ত্রণ করে৷ভালো কথা, যারা ভাবছেন বেলা বোস’কে ফোন করার সময় হয়নি এখনো, তারা ঠিক কথাটাই ভাবছেন৷ ট্রেন আসার আগে ট্রেন আসবেই, এটা বলা যায় না৷ এই সময়টাতে ওয়েটিং রুমে থাকুন৷ ঠিকভাবে, শান্ত হ’য়ে৷ সময় আসবে বলার, চ্যাঁচানোর……. হ্যালো, এটা কি 2441139?

পুনশ্চ৷ আমি যতটুকু বুঝেছি, তাতে মনে হয়েছে, কোচিং সেন্টারগুলোতে অনেক ভুল পরামর্শ দেয়া হয়৷ সহজ জিনিসকে কঠিন ক’রে দেয়ার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে ওরা৷ দরকার নেই, এমন অনেক কিছুই পড়িয়ে ভয় দেখায়৷ ভয় পেতে আমার ভালো লাগে না৷ তাই, কোচিং সেন্টারে ক্লাস করার সময়টাতে বাসায় ঘুমানোও ভালো৷ (আহ্! ঘুউউউউমমম্…….!!) ভুল বোঝার চাইতে কিছু না বোঝাও ভালো৷ যারা ক্যাডার হয় (অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’তে চান্স পায়), তাদের বেশিরভাগই তিন রকমের৷ যারা কোচিং সেন্টারে যায়নি৷ যারা ঠিক সময়ে কোচিং সেন্টারে যাওয়া বন্ধ ক’রেছে৷ টাকা দিয়ে ভর্তি হয়েছে ব’লে সব ক্লাস ক’রেই টাকাটা উসুল ক’রতেই হবে, এই ছেলেমানুষিটা যাদের মাথায় নেই (ওটা তো ‘সাঙ্ক কস্ট’৷ পয়সা দিয়ে টিকেট কেটেছি ব’লে একটা বাজে মুভিও দেখতে হবে নাকি?)৷ (আমার মনে আছে, আইবিএ’তে প্রথম ক্লাসে আমাদের এক স্যার কারা কোচিং ক’রে চান্স পেয়েছে হাত তুলতে বলেছিলেন৷ হাত উঠেছিলো ১৭টা, ৬০ জনের মধ্যে৷ কিছুটা আত্মদম্ভ, মিথ্যে ছিলো হয়তো ওতে; কিন্তু অতটা ছিলো না৷ সবচে’ ভালো জিনিসগুলো পয়সায় বিকোয় না৷)

স্বাগত হে স্বপ্ন

….. I belong to the second category. Nobody ever misses the opportunity to sell you no matter this is fair or not. People who live by selling others are usually people devoid of commonsense or shame. I’m already tired of protesting against such mean advertisement. I don’t have time & mentality to play Tom & Jerry all the time with such businessmen.

….. You can claim so because you’re a beneficiary of such advertisements. The funny thing is, your coaching centre claims on newspapers, সাইফুরস্ আসলেই সব বিষয়ে দক্ষ। Yes, you’re, especially in spreading lies!

6 June 2013 ·

বাড়ছে সিগারেটের দাম। ভালো খবর। খুব ভালো।

যন্ত্রণার দাম বেশি হওয়াই ভালো। শুধু সিগারেট খাওয়ার জন্যেই যারা বেঁচে আছে, তারা আরেকটু বেশি দিনই বাঁচুক না হয়। সাথে অন্যেরাও। এইটুকু আশা। আশা ক’রতে দোষ কী? আশায় ট্যাক্স বাড়েনি। নেই-ই তো! বাড়বে কী!

প্রথমত আমি তোমাকে চাই…… এই চাওয়ায় এখন থেকে মাঝে মাঝে খুশি হ’য়ে উঠুক প্রেয়সীও।

সিগারেটের গল্পে প্রেয়সী আসলো কিভাবে…….

আরেকটু বাড়ালে ভাল হতো। এই যেমন ভুটানের মতো—৪০০%!

…. সুমনের ওই গানটার ‘তুমি’ হলো ‘সিগারেট’। এবার বুঝলেন ভাইয়া?

ভাই, কী শুনাইলেন! ইশশস্…… বাজেটে সংশোধনী চাই-ই চাই! যন্ত্রণার ট্যাক্স আরো বাড়ুক।

13 June 2013

পৃথিবীর বেশিরভাগ ভদ্রলোকই মিচকে শয়তান।

এই এক্সপেরিয়েন্স হওয়ার জন্য সরকারি চাকরি করা লাগে না। ফেসবুকেও তো কতো লোকজনকে আমার গালি দিতে ইচ্ছা করে। আরো কত্তো জায়গায়!

20 June 2013

Exam grade is a minor indicator of someone’s talent. ~ one of our faculties at IBA, DU

My status is major indicator of my poor exam grade.

….. It’s their problem, not mine. Swapan….. Don’t judge me by my admission test results. I’m simply the best there. Better to pass out with the worst result from the best institute than to pass out with the best result from the worst institute.

……… দোস্ত, তোর কমেন্ট পড়ে ভার্সিটির সেই লেকচারগুলোর কথা মনে পড়ে গেল যেগুলোর সময় আমি ক্লাসে ঘুমাতাম৷

…….. My like on your comment is an indicator of my appreciation of your sense of humor about your good academic grade. Lying is an art. You could not master it.

……. Never worry. MBA is an eye-wash type degree. It just feels good when you have it. So, just have it.

22 June 2013

পুরুষ মানুষের হিংসা দ্যাখলে আমার গা জ্বলে…… হিংসা করবো মাইয়া মানুষ৷

some seniors will never be of your type rather resist all your attempts. They will never judge your intentions for their incapability or jealousness. So overlook that….. do not react directly……. try to convince in other way, if not possible, drop for that time. your time will come, must come. Honest intention and dedication never fail, have patience…. innovate your way to remove irritation and enjoy….

……….. Yes brother, I’m living it. I “Get Busy Living or Get Busy Dying.”

it is true that some people can never appreciate. Better to keep silent than to tell something disheartening. Kind words are healthier than chicken soup. Your kind words have always been a true source of my inspiration. Thank you, dada. God bless you and your family.

……… LIFE…… Let’s live it!

………

“এতক্ষণে” –অরিন্দম কহিলা বিষাদে

“জানিনু কেমনে আসি লক্ষণ পশিল

রক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তব

একাজ, নিকষা সতী তোমার জননী,

সহোদর রক্ষশ্রেষ্ঠ? –শূলী-শম্ভূনিভ

কুম্ভকর্ণ? ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী?

নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে?

চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?

কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি

পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে,

পাঠাইব রামানুজে শমন-ভবনে,

লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে৷”

ভাবনা: পাঁচশো চৌষট্টি

……………………………………………………

27 June 2013

Everyone you know knows someone you should know.

2 July 2013

মেরে জুতা হ্যায় জাপানি,

ইয়ে পাতলুন ইংলিশস্তানি,

শেরপে লাল টোপি রুশি,

ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি।

সকাল থেকে মুকেশের এই গানটা মাথায় বেজেই চলেছে। রাজ কাপুরের কী অপূর্ব সাবলীল অভিনয়! সেই সময়ের গানগুলি এতো চমত্‍কার ছিলো কেনো? বন্ধুরা, সেই সময়ের ‘সেই রকম’ কিছু বাংলা আর হিন্দি মুভির নাম বলেন তো। শুরুটা আমি করছি……. পুষ্পক

আর ভালো কথা, কারো কালেকশনে এরকম কিছু মুভি হবে? কপি ক’রে নেবো।

yeh rat vigi vigi….

Sangam.

yeh waada raha

গুপি গাইন ও বাঘা বাইন…………

Guide

..tere mere swapna ek rang ho…

এক সত্যজিৎ নিয়ে তো মাস পার করে দেওয়া যায়ে…তবে তাঁর ‘আগন্তুক’ বারবার দেখার মত, আছে চিরায়িত ‘আবার অরণ্যে’ (must see), সত্যজিৎ এর প্রিয় গল্প। আমাদের বাংলাদেশের দেখার মুভি বললে বলব ‘পালঙ্ক’ ছবির কথা, দুই মাস্টার আনোয়ার হোসেন এবং উৎপল দত্তের অভিনয় এক ছবিতে……আর আছে ঘুড্ডি, দহন, সীমানা পেরিয়ে, একালে অবশ্যই ‘চাকা’ (বারবার), তাকের মাসুদের ছবিগুলো অবশ্যই। অবাক পৃথিবী, সাড়ে চুয়াত্তর, বিবাহ বিভ্রাট, শেষ অঙ্ক, গলি থেকে রাজপথ, সেই চোখ, সাগরিকা, বর্ণালী, অভিমান দেখে ফেলেন।

বড় ভাল লোক ছিল ছবিটা দেখলে মনে হয়, হায়!!!

আপনি ‘পালঙ্ক’ সিনেমাটা দেখেছেন? না দেখলে দেখে ফেলুন তাড়াতাড়ি। সত্যজিতের সব বই সংগ্রহে আছে, এখনো পড়া হয়নি, উনার সিনেমাও আছে সবকটাই, এখনো দেখা হয়নি; গুপি গাইন বাঘা বাইন ট্রিলজি খুব ভাল লাগে। নতুন হিন্দি মুভিগুলি অতোটা ভাল লাগে না, তবে নতুনগুলির মাঝে একটু ব্যতিক্রম হল ‘কাহানি’।

…….dunia banane walw kia tere man me samayee, kaheko dunia banayee tune

Pothe pothe khujte khujte mone mukta pawa jaye.

পথের পাঁচালী, অপুর সংসার, অরণ্যেরর দিনরাত্রি…।২০০৪ এর সৌমিত্র চট্টোপাধ্যায়ের “Shadows of time” অনেক সুন্দর একটা মুভি, আনন্দ আশ্রম খুব দারুণ। রাজ কাপুরের “মেরে নাম জোকার” (উনার প্রত্যেকটা মুভিই দারুন, ছবিটার নাম মনে নাই, গান টা হল ‘মে কিয়া করো রামু মুজে বুড্ডা মিল গায়া’ মিউজিক ভিডিওটা দেখলে হাসতেহাসতে পেটে খিল ধরে যায়, অবাকও লাগে), রাজেশ খান্নার আরাধনা, আনন্দ, অমর প্রেম, কাট্টি পতঙ্গ। দেবানন্দ-এর “হারে রাম হারে কৃষ্ণ” অমিতাভ বচ্চনের “কাভি কাভি” মুভির ‘কাভি কাভি মেরে দিল মে আতে হে এ যে সে তুজে বানায়া গায়া হে মেরে হি লিয়ে’ অসম্ভব সুন্দর একটা গান। হাতে সময় থাকলে দেখা শুরু করে দেন…

mother india

10 July 2013

মানুষের ভালোবাসা আমাকে অপরাধী ক’রে দেয়।

ভালোবাসতে পারে এমন সব মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।

25 July 2013

অসফলরা সফলদের এমন বিশ্রীভাবে সমালোচনা করে, মনে হয় যেনো ওদের অসাফল্যের জন্য সফলরাই দায়ী। সফল হওয়ার সবচে’ ভালো উপায় হলো নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া। নিজেকে দায়ী ক’রতে সত্‍সাহস লাগে। এই সৎসাহস ছাড়া কাজের স্পৃহা আসে না।

1 August 2013

যে দিনগুলি মন খারাপের দিন না হ’লে ভালো হ’তো, সেই দিনগুলি কাটাচ্ছি…….

সুচিত্রা সেন। একটা নামই শুধু? নাহ্! কী আশ্চর্যরকমের স্নিগ্ধ একটা অনুভূতিও! চাহনিতেই খুন হ’য়ে যাওয়া যায়।

3 August 2013 ·

আপনি আজকাল আলসে হয়ে গেছেন।

………. আগেও তো এ-ই ছিলাম! আপনি আমাকে খেয়ালই ক’রছেন আজকাল।

আমি আপনাকে সবসময়ই খেয়াল করি বলেই আজ বলতে পারলাম, আপনি আলসে হয়ে গেছেন।

…….. আরো কতকিছু হ’য়ে গেছি, সেই খেয়াল আছে?

রোম্যান্টিসিজমের গন্ধ পাচ্ছি!
আপনি তাহলে স্মেল-ব্লাইন্ড!

……… ভাই, আগে জানতাম, ছেলেরা বলে এক, মেয়েরা বোঝে আরেক৷ এখন তো দেখতাসি এর উল্টাও হয়!

ঊর্মি, বেঁচে না থাকলে কি এভাবে মৃত্যুকামনা ক’রতে পারতেন? আপনার সুবিধার জন্যই তো বেঁচে আছি।

3 August 2013 ·

ঠিকই লিখেছি। ওরা তো মৃত্যুতে ততটা স্বস্তি হয়তো পায় না, যতটা পায় মৃত্যুকামনায়।

12 August 2013 ·

ঠিক পরস্ত্রীর মতো সুন্দরী স্ত্রী চাই।

25 August 2013 ·

…….. আমার জীবনও একটা জীবন! এর আবার দর্শনও আছে!! আশান্বিত হ’লাম৷

……. ‘হ’লো না’ বলার সময়ই তো হয়নি এখনো!

জীবন থেকে নেয়া তো, তাই৷

পৃথিবীর সব মানুষই কম-বেশি একই রকম ভাবে৷ কেউ কেউ একটু ভাব-টাব নেয়, এই আর কী!

30 August 2013

Others think, therefore I am.

9 September 2013

রণক্ষেত্রের দামামা বেজে উঠল। লক্ষ লক্ষ সিপাহি, সান্ত্রী, অশ্বারোহী সৈনিক ছুটে এল উন্মত্ত আক্রোশে। বিপরিত দিক থেকেও ঝাঁপিয়ে পড়ল লক্ষ লক্ষ যোদ্ধা। এক দেশে সাথে আরেক দেশের যুদ্ধ, এক জাতির সঙ্গে আরেক জাতির। ঔপন্যাসিক তখন মিনারের চূড়ায় ওঠে টুকে নেবেন সমস্ত দৃশ্যটা। রাজার অঙ্গে লাল মখমলের পরিচ্ছদ, মাথার মুকুটে মনিমুক্তাহীরের জ্যোতি, সেনাপতির দুঃসাহসিক অভিযান, সৈন্যদের চিৎকার, এসবের একটা কথাও বাদ দেবেন না ঔপন্যাসিক। লিখে নেবেন কতগুলো হাতি, কত ঘোড়া এ যুদ্ধে যোগ দিল। খঁটিনাটি প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বর্ণনা ইনিয়ে বিনিয়ে লিখে নেবেন তিনি।

যুদ্ধজয়ের পর সৈন্যদল দেশে ফিরবে যখন, তখনও পিছন পিছন ফিরবেন ঔপন্যাসিক। শংখধ্বনি আর সমারোহের আনন্দ ছিটিয়ে আহবান জানাবে প্রবীণা আর নগরকণ্যার দল। তাও লিখবেন ঔপন্যাসিক, বর্ণনা দেবেন তাঁদের, যাঁরা উলুধ্বনির আড়ালে কলরব করে উঠল। তারপর?

তারপর হঠাৎ তিনি ছোটগল্প লেখককে দেখতে পাবেন পথের ধারে, একটি গাছের ছায়ায় বসে আছেন উদাস দৃষ্টি মেলে। এ কোন উন্নাসিক লেখক? -মনে মনে ভাববে ঔপন্যাসিক। কোন মিনারের চূড়ায় উঠলোনা, দেখল না যুদ্ধের ইতিবৃত্ত, শোভাযাত্রায় সংগ নিল না, এ কেমন সাহিত্যিক?! হয়ত এমন কথা বলবেনও তিনি ছোটগল্প লেখককে।

আর তখন, অত্যন্ত দীর্ঘ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ চেয়ে তাকাবেন ছোটগল্পের লেখক, বলবেন হয়ত, না বন্ধু, এসব কছুই আমি দেখিনি, কিছুই আমার দেখার নেই। শুধু একটি দৃশ্যই আমি দেখেছি।

পথের ওপারের কোন গবাক্ষের দিকে অঙ্গুলীনির্দেশ করবেন তিনি, সেখানে একটি নারীর শংকাকাতর চোখ সমগ্র শোভাযাত্রা তন্নতন্ন করে খুঁজে ব্যর্থ হয়েছে, চোখের কোনে যার হতাশার অশ্রুবিন্দু ফুটে ওঠেছে- কে যেন ফেরেনি, কে একজন ফেরেনি।

ছোটগল্পের লেখক সেই ব্যথা-বিন্দুর, চোখের টলোমলো অশ্রুর ভেতর সমগ্র যুদ্ধের ছবি দেখতে পাবেন, বলবেন হয়ত, বন্ধু হে, ওই অশ্রুবিন্দুর মধ্যেই আমার অনন্ত সিন্ধু।

~ রমাপদ চৌধুরী

10 September 2013

Beauty meets Beast.

23 September 2013

ইতরামিতে টিকে থাকতে চাই না, আন্তরিকতায় বেঁচে থাকতে চাই৷

10 October 2013 ·

Apes have become gentlemen not changing their religion. The most prevailing religion in today’s world, yesterday’s world, tomorrow’s world: OPPORTUNISM.

Yes, we all are opportunists no matter whatever else we claim to be.

12 October 2013

জীবনের কতো কতো অপেক্ষা…… অপেক্ষাতেই এই জীবন সাঙ্গ হবে রে ভাই৷

14 October 2013

জীবনের যত না-করা পাপের শাস্তি সেইসব পাপ না করার আফসোসের কষ্ট থেকেও অনেক বেশি; মৃত্যু এর সিকিভাগ কষ্টও দিতে পারে না কখনোই। বিজয়ায় বিজিত।

17 October 2013

দেখলাম…….দাদার কীর্তি। জতুগৃহ। জন-অরণ্য। আকাশ-কুসুম।

দেখছি……..মৌচাক।

ভাবনা: পাঁচশো পঁয়ষট্টি

……………………………………………………

19 October 2013

আমি হইলাম, চুয়েট আর আইবিএ’র সবচাইতে অবিডিয়ান্ট স্টুডেন্ট৷ গ্রেডিং সিস্টেম’রে আমার মতো সার্থক আর কেউ কখনো করে নাই৷ হুহ্! যতো গ্রেড চালু আছে, সবক’টাই পাইসি৷ (খালি, আনফরচুনেটলি আইবিএ’তে এফ পাইতে এখনো পর্যন্ত ব্যর্থ হইসি৷)

ফিলিং অ্যালফাবেটিক্যালি অ্যাকমপ্লিশড্…….

………. What’s wrong in F, madam? It’s a grade, after all. You’ve no right to neglect it.

……… আইবিএ’তে পাই নাই, দোস্তো, ভাবীর কসম! আইবিএ আমারে মূল্যায়ন করতে ব্যর্থ হইসে৷

……. Nothing is deserved, dude. Everything is earned. I earned many F’s.

……. Being strong enough to tell about weak points without any regrets feels great, bhaiya.

সবচে’ ভালো জায়গা ব’লে কিছু নেই রে ভাই৷ সব জায়গাই ভালো৷

……. আমি জাস্ট ভাগ্যের জোরে চামড়া বাঁচাইসি৷ আর কিসু না৷

16 November 2013

রশোমন। সেভেন সামুরাই। ইয়োজিম্বো। র্যান। কুরোসাওয়ার এই ৪টা কাজ দেখলাম। নিখুঁত! অসাধারণ! ছবিতে পারফেকশন আর ডিটেইলিংয়ের কাজ দেখলে বোঝা যায়, কতটা ধৈর্য্য আর পরিশ্রমের সাথে কাজের প্রতি দরদ আর মেধার সমন্বয় ঘ’টলে তবেই এক-একটা মাস্টারপিস্ হয়। তাইতো কেউ কেউ ঘটায়; বাকিরা দেখে, শুধু দেখেই যায়। দর্শক হ’য়ে থাকা তাই সবসময়ই সহজ। সবক্ষেত্রেই। বুঝলাম, আমাদের সত্যজিতের সাথে এই মানুষটার নিবিড় সখ্যতার যোগসূত্রটা কোথায়। দর্শককে মুগ্ধ ক’রে দেয়া সহজ নয়। মুগ্ধ ক’রে রাখা তো আরো শক্ত! ঘণ্টার পর ঘণ্টা। দিনের পর দিন। গ্রেট ফিল্মমেকারদের লেন্সে জীবনটাকে দেখার ইচ্ছে নিয়ে চোখজোড়া পর্দায় আটকে রাখা! জীবনের সহজ-সরল সত্যগুলোকে এতো সহজে বোঝা! হ্যাঁ, এ-ও হয়! ভাবা যায়! ওঁদের কৃতিত্ব তো এখানেই! যাঁদের জন্মের চেয়ে বেঁচে থাকা মহৎ, মৃত্যু মহত্তর।

17 November 2013 ·

Happiness is…….watching a good movie. What’s a good movie? Well, the movie that makes me feel like being with it when I’m watching it. Good is a movie only as long as I’m liking it. Better rewatch a good movie than watch a bad one. You’re never too late to watch a good movie you might like. Better live a second and die than dream of living a thousand years but die!! (Stop listening to stuffs like……. Not watched it yet?! So late?! now watching Amélie.

20 November 2013

হলুদ বসন্ত। মাধুকরী। সবিনয় নিবেদন। একটু উষ্ণতার জন্য। চাপরাশ।আর বুদ্ধদেব গুহ। আর আমি। আর ভালোলাগা। খুব বেশি বেশি ভালোলাগা। আর রাইটরুটে রংরুটে যেমন ইচ্ছে তেমনভাবে জীবনের ফাঁকে-ফোকরে মনে মনে জীবনকে খোঁজাখুঁজি ক’রতে ক’রতে ওইরকমভাবে লেখকের কল্পনার জীবনে হেঁটে হেঁটে আবার সত্যিকারের জীবনের কাছে সত্যি সত্যি ফিরে আসা। হ্যাঁ, এক-একটা দিন এইরকমও হয়!

এই তো জীবন! তবুও, আই শুড নট হ্যাভ মোর ফ্যান্টাসি দ্যান আই ক্যান কনটেইন।

21 November 2013 ·

আই অ্যাম অলওয়েজ অ্যা হার্ডকোর ফ্যান অব ইওর কীন সেন্স অব হিউমার।

আহ্! আজকের দিনটা ওদের হ’তে দিন না! আপনিও তো ছিলেন এই দিনটাতে!

এই স্ট্যাটাসটায় ওদের চোখ দিয়ে দেখার একটা ব্যাপার আছে।

But I belong to the group of successive failure.

এই আর একটু পরে বেঁচে থাকবো কিনা, তার নেই ঠিক, তাই আমার ছোটো মাথায় অত বড়ো বড়ো ভাবনা আসে না। যতক্ষণ আছি, ততক্ষণ ছোটো ছোটো সুখ নিয়ে বাঁচতে চাই। দেশকে কেউ খারাপ কিছু দেয়ার প্ল্যান নিয়ে সিভিল সার্ভিসে আসে না। বড়ো দায়িত্ব কার মাথায় নেই? সবারই আছে, সবাই-ই দেশের জন্য করে তো! যে যার মতো করে, কেউই তার দায়িত্ব নিয়ে কম বোঝে না। আজকের এই সুন্দর মুহূর্তের ভালোলাগা নিয়ে আমার এই লেখাটা, আর কিছু না।

……….. Being alive never lets you say finally you’re a failure.

…….. যাঁরা সিভিল সার্ভেন্ট নন, তাঁদের অনেকেরই প্রধান সমস্যা হ’লো, দু’একজন অসৎ আমলাকে দেখে উনারা কোনোরকমের অস্বস্তি না নিয়েই সবাইকে খুশিমনে অসৎ ভাবেন এবং দেশকে এগিয়ে নিতে চাইলে এই সিভিল সার্ভিসের বাইরে থাকাটা পবিত্র কর্তব্য, এটা ধ’রে নেন৷

……… আমি সবসময়েই ভালো মানুষ হ’তে চেয়েছি, তাই যেটাকে ভালো ক্যারিয়ার ব’লে ভাবছি, সেটা ধরা দেয়নি!! কী অদ্ভুত আত্মতুষ্টি!! সেই ক্যারিয়ারে যারা আছে, তাদেরকে কীরকম স্থূলভাবে অপমান করা!!

……. ভাই, সফলরা অযোগ্য নয় কখনোই৷ ব্যর্থরা যোগ্যতর হ’তে পারে, তবুও সফলরা যোগ্যই৷ আপনার জন্যে আন্তরিক শুভকামনা রইলো৷

ভাই, সফলরা অবশ্যই যোগ্য….অযোগ্যরা সফল হয় সিস্টেমের দোষে।…

…… When you want to be a part of any system, you have only 2 options: OBEY OR LEAVE.

27 November 2013 ·

দেখলাম, ছদ্মবেশী।

দেখছি, ঝিন্দের বন্দী।

মুভি দেখি, মুড়ি খাই।

28 November 2013 ·

দেখলাম, গণশত্রু৷ সত্যজিৎ রায়ের ছবি৷ মুভির এন্ডিংটা যেভাবে হ’লো, বাস্তবটা ঠিক সেইরকম কি? নাকি, ধ’রেই নেবো, অশোক গুপ্ত পাবলিক সেন্টিমেন্টকে বুড়ো আঙুল দেখিয়েছেন যতটা, পরিচালক ততটা পারেননি? স্রষ্টার কী নির্মম পরাজয় নিজের সৃষ্টির কাছে!!

ভালো কাজ করা খারাপ না, তবে ভালো কাজের গ্রহণযোগ্যতা বুঝে সেই ভালো কাজ করা আরো ভালো৷ নিজে বাঁচা যায়; বাঁচলে আরো ভালো কাজ করা যায়৷ আরো অনেকেই বেঁচে যায়, অনেককেই বাঁচানো যায়৷

আবারও সত্যজিৎ! কোথায় যাবো আর! এবার আছি শাখা প্রশাখা’য়৷

29 November 2013 ·

সত্যজিতের চারুলতার প্রেমে প’ড়ে গেলাম!

30 November 2013 ·

Happiness is…….ফুল ভলিয়্যুমে গান ছেড়ে রুমের দরোজা-জানালা বন্ধ ক’রে নাচা।:-D

এমন সিচ্যুয়েশনে এটা করা কী করে সম্ভব, ছোটভাই? আমি তো নির্জন ঘোরে বসে দেশের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনোকিছুতেই সুখ দেখি না এই মুহূর্তে।

Life… is a tale…. Told by an idiot, full of sound and fury, Signifying nothing.

……… আপনার এই ছোটো ভাইয়ের আরেকটা নাম নিরো৷ সে অত্যন্ত নিম্ন প্রবৃত্তির স্থূল বুদ্ধিসম্পন্ন সুখ-ইন্দ্রিয়তাড়িত একজন মানুষ৷ সে এই সমাজের কীট৷ আপনার মতো মহত্ত্ব কিংবা দেশ হিতৈষণা কোনোটাই তার নাই৷ ছোটো ভাইকে ক্ষমা করবেন৷

নিরো? ভালই বলেছ, ছোটভাই। অনেক গভীর রিপ্লাই দিলে। আমি মুগ্ধ!

……. There is no happiness, there is no peace…… There is only LIFE.

3 December 2013 ·

….. They say, I look even cooler when I’m hot.

………. You can never avoid something if you’re already with it all around.

4 December 2013

দেখছি, জন ফোর্ডের ছবি, দ্য গ্রেপস্ অব র্যাথ। নোবেলজয়ী ঔপন্যাসিক জন স্টেইনবেকের উপন্যাস থেকে এই মুভি। ফিল্ম বানাতে গিয়ে গল্পের কিছু এলিমেন্ট কিছুটা বদলে দিয়েছেন পরিচালক, তবে নিপুণ হাতে; যেমনটা দিয়েছিলেন সত্যজিত্‍ পথের পাঁচালী বানাতে গিয়ে। বুঝতে পারছি, কেনো বার্গম্যান, ফেলিনি, কুরোসাওয়া, হিচকক, স্পিলবার্গ, গদ্যার, কুবেরিক, সত্যজিত্‍-এর মতো ফিল্মমেকারও গুরু মানতেন এই ফোর্ডকে।

15 December 2013 ·

সুশান্ত মুখোপাধ্যায়: হ্যাঁ, বলছিলাম যে সাধারণত দেখা যায় যে আপনি হয়তো পারতপক্ষে কারও লেখার সম্পর্কে অনেক কঠোর সত্যি যেটা হয়তো বলা যায় সেটাও বলেন না। একটা দিক বাদ দিয়ে যান। কেন?

সুনীল গঙ্গোপাধ্যায়: সেটা হল আমি সাধারণত কারোর নিন্দা করি না। আমার যারা নিন্দা করে, আমি তাদের সম্পর্কেও খারাপ বলতে পারি না।……. এটা আমার চরিত্র।…….. বই পড়ে তার খারাপ দিকগুলোর চেয়ে ভালো দিকগুলোই দেখানো উচিত বলে আমি মনে করি। তবে যেগুলো একেবারেই খারাপ লাগে, সেটা আমি প্রশংসা করি না। এমন নয় যে কোনো খারাপ বইয়ের আমি প্রশংসা করেছি। যেটার ভালোমন্দ দু-দিকই আছে, ভালো দিকটাই দেখাই, খারাপটা বলি না।

সুশান্ত মুখোপাধ্যায়: তবে কেউ তো আশা করতেই পারে যে অন্তত অগ্রজ হিসেবে আপনি তার ত্রুটিগুলো ঠিক করে দেবেন।

সুনীল গঙ্গোপাধ্যায়: আমি তো আর মাস্টার নই। ত্রুটি ঠিক করা……

(সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু সাক্ষাত্‍কার নিয়ে বই ‘কথাবার্তা সংগ্রহ’ থেকে নেয়া)

ভাবনা: পাঁচশো ছেষট্টি

……………………………………………………

19 December 2013 ·

আমার ভালো-লাগা কয়েকটি অন্য ভাষার (বাংলা-ইংরেজি-হিন্দি বাদে) মুভি:

Life Is Beautiful

Bicycle Thieves

Amélie

Seven Samurai

Cinema Paradiso

Wild Strawberries

Yojimbo

The 400 Blows

Rashomon

Children of Heaven

City of God

La Haine

Breathless

La Strada

The Seventh Seal

The Lives of Others

Spirited Away

The Kite Runner

Bashu, the Little Stranger

Grave of the Fireflies

আপনার?

Life Is Beautiful

Bicycle Thieves

Amélie

Cinema Paradiso

Children of Heaven.

Separation….must see Iranian movie

downfall, oldboy

children of heaven, taste of cherry, apple, Kandahar, before the rain, cinema paradise, life is beautiful, seven samurai, rashomon, run, talk to her, vanilla sky (Spanish ver)… many many more… can’t remember…

মনে পড়ছে। The Pianist দেখত পার। আমি দেখেছিলাম জার্মান ভাষায়। মনে হয় কয়েকটা ভাষায় আছে, শিওর না। তবে আমার খুব ভাল লেগেছিল।

Ash life of spi, talash, maghadira, dipu no.2, amer bondu rashed, galliver travels, thor, MI series etc.

Oldboy, New World, The Yellow Sea, Memories of Murder, Vekas, The Secret in Their Eyes, The Berlin File, Run Lola Run, Lives of Others, Infernal Affairs, Mongol: The Rise of Genghis Khan, Miracle in cell no 7 and many more. U may try these

The count of monte christo, the greatest game ever played, bicycle thief,rock, Indiana jones series.

Breathless,

the secret in their eyes,

color trilogy-red, white & blue,

Alexander Nevsky,

October (Ten Days that Shook the World),

Battleship Potemkin,

Ivan’s Childhood,

Day for Night,

La DOlche Vita…

you can watch “The Classic” and “Daisy”, those are nice Korean movies. Enjoy

Tristana,

Thorn of blood,

Le Petit Soldat,

Contempt,

Short film about love,

Short film about murder,

Stoning of Suriya M…

you can watch some movies of legend satyajit roy. besides my favourite movies are babel, the prestige, inception, the burning plane, forest gump, the last samurai, the illusionist, the pursuit of happiness, cast away, stoning of soraiya and there are also many movies those keep my soul alive but at this moment I cannot recall the name of those movies!!!

A moment to remember, Sunflower, Two women, Downfall, Hachiko, Departures, Perfume আপাতত এই মন পড়ছে। দেখা না থাকলে দেখতে পার।

Korean romantic movies are awesome such as windstruck, my sassy girl, a moment to remember etc.

Gone with the winds, Perfume, Grapes of wrath, 300, Black Hawk down, The Heart locker s, The wolves of Iraq, Brave Heart, Schinder’s List, Defiant, Django Unchained, Love in the time of Cholera, Blood Diamond

Big Fish

Hugo

The town

A boy with stripe pyjama

A moment to remember

Bicycle thieves

Apocalipto

Perfume

God Must Be Crazy 1 and 2, Persona, The Butterfly Effect, Wuthering Heights, Brokeback Mountain, The Unbearable Lightness of Being……

Buddy we already shared b2in us what we have. though I think I should add some…. Paris ja time, The River, the girl with dragon tattoo, grave of the replies, jamon jamon, rehearsal, irreversible, knowing, clover field, jumper, a curious case of benjamin button, perfume, hachiko, in to the wild, apocalypto, prestige, shooter,agora,B13, forbidden kingdom, shawshank redemption, limitless, ratatouille, blow, water lilies, bad guy, tears of the sun, catch me if you can, behind enemy lines and so on……

The Motorcycle Diaries টা তো মনে হয় লিস্টে থাকার কথা। সাথে A Very Long Engagement আর Pan’s Labyrinth। ইরানের Baran।

The godfather 1, godfather 2, amelie, fight club, forrest gump.

24 December 2013 ·

: ভাই, আপনি তো চুয়েটে প’ড়তেন, না?

: ইয়ে মানে……. ওহহ্ হ্যাঁ, আমি চুয়েটে কয়েকবছর কাটিয়েছি।

(চুয়েটে ‘পড়তাম’?! আই কান্ট্ রিকল! ডিড আই? আই অ্যাম নট শিওর! )

……. Then, I’m not a genius. Geniuses are not assumed.

genius can’t judge himself as genius But others can……..now as we…

…… নো রিগ্রেটস্, দাদা! ওটাও তো একটা পথ৷ চমৎকার পথ৷ আমি ওটার যোগ্য নই৷

……. Corrected? Who knows, dada! No right path, no wrong path…. only ‘path’, dada. How we accept or reject it, matters.

26 December 2013

…….. তীব্র ভালোবাসা কিংবা তীব্র ঘৃণা, দু’টোই ভয়ঙ্কর৷

28 December 2013

বছরশেষের কেনাকাটা৷ বছরশুরুর কেনাকাটায় ছিলো বই, মনে আছে৷ বছর কেটেছে বইয়ে; প্রায় প্রায়ই কিনে, কখনো কখনো প’ড়ে৷ শেষেও তা-ই৷ আজকের বইগুলো:

মেয়েরা যেমন হয়

ঢাকা পুরাণ

সত্যজিতের গল্প ১০১

সুকুমার সমগ্র

সমরেশ মজুমদারের ভ্রমণ সমগ্র ‘যাযাবরী’

ধ্রুবপুত্র

চতুষ্পাঠী

সোনার হরিণ নেই

কাল তুমি আলেয়া

ইতিবৃত্তে চণ্ডাল-জীবন (১ম খণ্ড)

গড় শ্রীখণ্ড

পাবলো নেরুদার প্রশ্নপুস্তক

রাণু ও ভানু

যুবক যুবতীরা

পাকিস্তানি জেনারেলদের মন : বাঙালি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ

গভীর নির্জন পথে

মল্লিকা সেনগুপ্তের গদ্য সমগ্র

শূন্য

অরণ্যের অধিকার

উপকণ্ঠে

আর কোনোখানে

মহাপ্রস্থানের পথে

দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র

অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণ-কাহিনী সমগ্র

বিবাহবাসরের কাব্যকথা

খুশিতে কিনিনি এইসব, কিনে খুশি হ’য়েছি৷ বইকেনার চিন্তা মাথায় ঢুকলে ছটফট লাগে৷ অস্বস্তি দিয়ে বছর শেষ ক’রতে ভালো লাগে না৷

29 December 2013

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tcd/1.5/18/1f615.png

সব অফিসে উইন্টার ভ্যাকেশন চালু হইলে মন্দ হইতো না। সক্কাল সক্কাল ঘুম থেইক্যা উইঠ্যা আবার সক্কাল সক্কাল ঘুমাইয়া প’ড়তে এ্যাত্তোগুলা শান্তি!! এই ঠাণ্ডায় হাইবারনেশনে যাইতে মুঞ্চায়! শীতের সকালে গোসলের সময় বুকে অনেক সাহস সঞ্চয় কইরা গায়ে প্রথম পানি-ঢালা’টা যুদ্ধজয়ের চেয়ে কম বড়ো কিছু নয়! :-/

29 December 2013

বই উপহার দিলে খুশি হয়, এমন প্রেমিকা পাওয়া যেকোনো পুরুষের জন্য সত্যিই ভাগ্যের ব্যাপার৷ ক্যানো? প্রিয়া বই পড়ুক আর না-ই বা পড়ুক, পকেটের পয়সা তো বাঁচিয়ে দেয়! এ্যাতো কম পয়সা খরচ ক’রে মেয়েদের ভুলিয়েভালিয়ে রাখা কম আনন্দের কথা নয়৷ আজকে এমনই এক ভাগ্যবান বন্ধুকে নিয়ে বাতিঘরে গিয়েছিলাম৷ প্রিয়ার জন্মদিন, ও বই দেবে৷ কিনলোও৷ দু’টো বই৷ প্রথমটা, সহজ পদ্ধতিতে চাইনিজ রান্না৷ বুঝলাম, আপাতত ও নয়, ওর হবু শ্বশুরবাড়ির লোকজন ভাগ্যবান৷ (বউ ভালো রাঁধতে জান, এটা দারুণ একটা ব্যাপার!) এরপর কিনলো, ঘরে বসেই রূপচর্চা৷ এইবার বুঝলাম, আমার বন্ধুটি মহা ভাগ্যবান৷ ভাগ্যবান পুরুষ হওয়া মস্তো বড়ো সৌভাগ্যের ব্যাপার৷ ওই দুটো বই-ই বন্ধুকে বন্ধুপ্রিয়ার পছন্দ ক’রে দেয়া৷ বন্ধুর সৌভাগ্যে ঈর্ষা হ’লো৷ বরের পয়সা অনেক মেয়েই বাঁচায়, প্রেমিকের পয়সা বাঁচায় ক’জন মেয়ে?

বইয়ের দোকানে গেলে অন্ধও দেখতে পায়৷ গতকালকের প্রতিজ্ঞা ছিলো, বছরের শেষ কেনাকাটা গতকালকেই শেষ৷ তবুও চোখ সরে না, মন মানে না৷ (আমার কোনো দোষ নাই, সব দোষ ওর৷) যে পুরুষ তার গার্লফ্রেন্ডকে সামনে রেখেও হাতটা ধরে না, সে তো অতি পাষণ্ড! আমি পাষণ্ড নই৷ আরো একটু সময় পর আধটুক’রে আলতোভাবে চুমু খাওয়ার ইচ্ছেটা যে পুরুষ পাবলিক প্লেসে দমিয়ে রাখতে পারে না, সে তো রীতিমতো বর্বর! আমি বর্বরও নই৷ তাই, আমি কিনিলাম, আমি উহাদিগকে কিনিলাম৷ কাহাদিগকে কিনিলাম? এ যে ক্লীবগোত্রীয় পুরাতন প্রেয়সী, এ যে বিশ্বস্ত মূক সহচরী, ইহার রহস্যের কী অন্ত আছে? কড়ি দিয়ে কিনলাম:

ঈশ্বর পৃথিবী ভালোবাসা

মৃণাল সেনের আত্মকথন তৃতীয় ভুবন

সূর্যমুখী

মীরার দুপুর

বারো ঘর, এক উঠোন

অশোক মিত্রের প্রবন্ধসংগ্রহ

ইতালীর র্যনেশাঁস, বাঙালীর সংস্কৃতি

সন্দীপনের গদ্য সমগ্র (২ খণ্ড)

সিংহমামার মহাভারত (আই মিন, কালীপ্রসন্ন সিংহ অনূদিত মহাভারত) (২ খণ্ড)

একা এবং কয়েকজন

শাহাজাদা দারাশুকো (২ খণ্ড)

কুবেরের বিষয় আশয়

ঐন্দ্রজালিক

ধূলিচন্দন

শহীদুল জহির সমগ্র

আসলে, বইকেনায় আর রাজনীতিতে শেষ কথা ব’লে কিছু নেই৷

ভাবনা: পাঁচশো সাতষট্টি

……………………………………………………

30 December 2013 ·

বন্ধুরা, এই বছরে আপনার দেখা সেরা মুভি? পড়া সেরা বই (ফেস’বই’ বাদে )? শোনা সেরা গান?

Movie: Africa United. Book: 2 States. Song: Ami je jolsha ghore (Manna Dey)

New World (Korean), Now You See Me (English), Madras Cafe (Hindi), Proloy (Bengali).

“Guerrilla”…bangla movie.

Coffee house…. Manna Dey.

1. the curious case of Benjamin button,2. allan and the holy flower 3.Lorde-royals

একটা করে বলি 1. ফিল্ম-the journey/Fernando Solanas 2.বই-odhir biswaser kishor sahityo somogro ‘urojahaj’ (৪ খণ্ড) 3. গান- জলের গানের গানগুলি।

গান: মিছিল-শিরোনামহীন সত্য-ওয়ারফেজ

মুভি: LOVE LIKES COINCIDENTS বাইশে শ্রাবণ

Movie-Stalingrad [German film]…..Books:-My Side[david beckham],The Bourne Identity…..Song:-Bedona modhur hoye jai……

Mv: The Lone Ranger

Best movie Life of Pi Movie, best song that touched me is Katy Perry’s Roar sung by Olivia Wise and best book Eat, Pray, Love….

movie- proloy(bangla),a walk to remember(eng)

book: subbrata tar somporkito susomacar-humayun azad

song: tum hi ho(arijit)

আপাতত অপুর সংসার সমগ্র পড়ছি, অপরাজিত পর্যন্ত আগে থেকেই পড়া। তবুও পথের পাঁচালী থেকে শুরু করেছি। এখন অপরাজিত শেষ করে কাজল পড়ছি। এখন এটাই সেরা মনে হচ্ছে। চোখ বন্ধ করলেই নিশ্চিন্দিপুর কল্পনা করতে পারি।

Ash Movie: Tanglet, বইঃ ৭১ এর দিনগুলি, গানঃতুমি কি সেই আগের মত আছ নাকি?

সেরা মুভি : প্রতিদ্বন্দ্বী (1970)। সুনীলের কাহিনীতে সত্যজিত্‍ বাবু

সেরা বই : দূরবীন – শীর্ষেন্দু বাবু।

সেরা গান : Main Shair To Nain- Bobby(1973) – শৈলেন্দ্র সিং।

মুভি দেখি না তেমন… বই বিমল মিত্রের বেগম মেরী বিশ্বাস আর জলের গান শোনা হয়েছে অনেক বেশি

movie: ai jawani he dewani

book: The Death of a salesman

সেরা মুভি: Captain Phillips

সেরা গান: Karunesh (instrumental) – Buddhabar III dream

সেরা বই: পার্থিব- শীর্ষেন্দু

বইঃ কাছের মানুষ, সুচিত্রা ভট্টাচার্য

গানঃ অতল জলের গান “এমন যদি হতো আমি পাখির মতো…”

movie : last samurai…….book: pother pachali

Movie: Roman Holiday, Sound of music. Bangla: Datta vs Datta, Hemlock society Book: Sigmund Fraud er Civilization and its discontent.

Movie- English: Now You See Me, August Rush, The Return (2003-Russian movie)

Bangla: Proloy, Hemlock Society.

Hindi: Bhag Milkha Bhag

book: witness to surrender………… Movie: guerilla, the magnificent seven ……song: none

daisy (korean)

song: ai to ami chai (hemloc society)

book: no one writes to cornel

Life of pie…….

Barfi

বই: পুতুল নাচের ইতিকথা, যোগাযোগ, গডফাদার, ডাউনলোড।

মুভি: বাংলা-দহন, অসুখ, গয়নার বাক্স। ENG-Greenmile, pretty woman, August rush, notebook. HIN- Ranjhana, bhag milkha bhag. গান: তোমায় নতুন করে পাব বলে, ajeeb dustein..আরো অনেক।

মুভিঃ Olympus Has Fallen

গানঃ Yo Yo Honey Singh Blue Eyes

Movie- It’s a wonderful life (1946)

কুহেলি(movie)

Invictus (2009)

মুভি- The Artist (2011), বই – চাঁদের পাহাড়, গান-রবীন্দ্রসংগীত