যেদিন দেখা হবে

আচ্ছা, তুমি যেদিন আমার শহরে আসবে, আমার কাছে আসবে,
সেদিন আমরা ঠিক কী কী করব, বলো তো?


সেদিন তুমি কি আমায় কালো শাড়িতে দেখতে চাইবে?
না কি লাল শাড়িতে? না কি নীলের মাঝে সাদার মিশেল?
না কি তোমার পছন্দ কেবলই আটপৌরে ঢং?


আমি কি সেদিন কাজল দেবো একটু পুরু করে?
কপালের টিপটা কি বড়ো হবে, না মাঝারিই ভালো?
আর দুল? সেদিন নাহয় ঝুমকো পরি?
তোমার তো ওটাই পছন্দ!


আচ্ছা, সেদিন এলোচুলে বেলি গুঁজবে? না কি খোঁপায় লাল গোলাপই দেবে?
হাতভর্তি রেশমিচুড়ি পরি? না কি কাচের চুড়ি পছন্দ?
তোমার জন্যে কিছু রজনিগন্ধার স্টিক আনি? শুভ্রমৌলিতে বরাবরই তো মুগ্ধ তুমি!


আচ্ছা, কী খেতে চাও? রান্না করে কী আনব তোমার জন্যে?
রান্নাটা অত ভালো পারি না যদিও,
তা-ও তোমার পছন্দের পদগুলো নিশ্চয়ই শিখে নিতে পারব।
তোমার জন্যে করে ফেলতে পারি অনেক কিছুই, সে বিশ্বাস আমার আছে।


বৃষ্টি যদি হয় সেদিন, আমরা কি তবে ভেজাব না গা?
সবুজ পাতায় পাতায় হবে না কি লেখা আমাদের প্রথম বর্ষাযাপন?


আচ্ছা, আমার কাছে তুমি কী কী আবদার করবে?
তোমার কাছে থাকতে বলবে সারাক্ষণই?
ছাড়াতে গেলেই তোমার আপত্তি হবে?
ভালোবাসি ভালোবাসি বলে এক-একটা আকাশসমান ভালোবাসায়
আমায় ভরিয়ে দিতে বায়নাটা ধরবে না সেদিন?


আচ্ছা, শোনো না, তুমি আর আমি বেড়াতে যাব না?
না না, দামি কোনও রেস্তোরাঁয় নিয়ে যেয়ো না আমাকে।
আমরা কোনও নিরিবিলিতে নদীর পাড়ে বসব দুজনে, কেমন?


কোনও দামি গিফট এনো না তুমি আমার জন্য,
আমার ওসব চাইনে গো, আমি শুধু তোমাকেই চাই, এটুকু পেলেই আমি বেজায় খুশি।


তুমি বরং আমার জন্য একঠোঙা বাদামভাজা আর আইসক্রিম নিয়ে এসো।
সাথে, তোমার ভালোবাসায় মোড়া একটা চিঠি…আনবে লিখে?
আমার পাশে বসে আমায় মনে করে দুএকটা গান শুনিয়ো সেদিন, কেমন?
আর আসবার সময় আমার প্রিয় সাদা শার্টটাই পরে এসো কিন্তু!
কিছু বাদ পড়ে গেল কি? ঠিক আছে, বাদ পড়লে নাহয় পরে আবার চেয়ে নেবো’খন।


দেখলে, আমি কত্ত কিছু চেয়ে বসলাম?
ও-ই তো বলো সারাক্ষণই…তুমি আমায় কী দেবে, কী আনবে, কী চাই আমার!
এখন দেখো, ফর্দ কেমন ধরিয়েই দিলাম!
আচ্ছা, তোমার জন্যে আমি কী নিয়ে আসব সাথে? বললে তো না!
বেশ, কদিন নাহয় সময় নাও! এরপর বেশ লম্বা একটা ফর্দ দিয়ো, কেমন?


শোনো না, আমায় কখনও ছেড়ে যাবে না তো?
সারাটি জীবন এমনি করেই আগলে রাখবে?
আর আমায় তোমার জন্য এমন পাগলামিটা করতে দেবে তো সব সময়?
সারাক্ষণই ভালোবাসি ভালোবাসি করে তোমার মাথাটা যদি খারাপ করি, তাড়িয়ে দেবে?
তোমার কাজের ফাঁকে…মিস করছি, এসো না কাছে, চলে এসো তো…
এসব যদি বলতেই থাকি, সহ্য আমায় করবে তো সত্যি সারাজীবনই?


করতে যে তোমায় হবেই হবে!
নইলে আমি তোমায় জ্বালিয়ে পুড়িয়ে মেরেই ফেলব!
তোমার ব্যাপারে আমি যে ভীষণ স্বার্থপর গো!
ছেড়ে যাব বলে হাতটা তোমার ধরেছি নাকি?
না, কখনওই নয়! আটকেই রাখব বাকিটা জীবন আমার কাছে।
কোথাও তোমায় দেবো না যেতেই!


দেখো তুমি, তোমায় এত ভালোবাসব, এতটাই ভালোবাসব,
তুমি আমায় ছেড়ে পারবে না যেতেই কখনও ভুলেও!
খুব ভালো হবে না, বলো?
এই শোনো না! ভালোবাসি গো! ভীষণ ভালোবাসি!
তোমায় ভালোবাসি, এই কথাটা বার বার বলতে…আমি আরও ভালোবাসি!