রাঙা সকালে

কী গো? উঠবেন না ঘুম থেকে? উঠে পড়ুন তো!
দেখুন না, সকালটা আজ কেমন সেজেছে!
চলুন না…দেখবেন চলুন…


দেখুন…আপনার রুমের কার্নিশের সাথে পর্দার প্রেমে খানিকটা
ব্যাঘাত ঘটিয়ে দূরত্ব তৈরি করলেই দেখতে পাবেন,
আকাশফাটা এক রৌদ্র তার সমস্ত স্নিগ্ধতা দিয়ে আগলে রেখেছে সকালটাকে!
এটাই যে সাজের প্রথম বিবৃতি গো তার!


এরপর যখন ওই রৌদ্রের একটু গভীরে
আর সকালের আরও একটু কাছে যাবার চেষ্টায়
আপনি আকুল হয়ে উঠবেন, তখন দেখবেন,
এক অপূর্ব মেলানকলিক মেলোড্রামাতে একঝাঁক পাখির দল
ওদের প্রচ্ছন্ন, অথচ ব্যাপ্ত এক অবিরত সুরে সকালের সারাগায়ে অলংকার পরিয়েছে।


এর ঠিক পর পরই যখন সেই মেলোড্রামার আড়ম্বরপূর্ণ সম্ভাষণ থেকে
বেরিয়ে এসে আরও একটু এগিয়ে যাবেন সকালের কাছাকাছি, তখন দেখবেন,
প্রকৃতিমাতা তাঁর মাতৃত্বের প্রারম্ভিকতায় পূর্ণ অভিবাদনে জড়িয়ে রেখেছেন সকালকে!


অবশেষে, যখন সকালের কাছাকাছি নয়, বরং সকালেই পৌঁছে যাবেন,
তখন দেখবেন, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে নব্যমুক্তির আলোয় সেজেছে
নতুন এই রাঙা সকাল!


কী গো? গা ধোবেন না সকালের এই অনন্য রূপের অনন্ত ঝরনাধারায়?