সত্যি যদি মরে যাই…

  
 এখন দুঃসময়।
 যদি এখনকার ধাক্কাটা সামলাতে না পেরে সত্যি মরে যাই, তখন
 তুমি যে আমার সাথে দুর্ব্যবহার করে গেছ দিনের পর দিন,
 তুমি যে আমাকে আমার পাওনা টাকাটা ফেরত দিচ্ছ না,
 তুমি যে আমার মুখের খাবার কেড়ে নিয়েছ সহজ স্বাচ্ছন্দ্যে,
 তুমি যে আমাকে ভুল বুঝে গেছ এতদিন ধরে অকারণেই,
 তুমি যে আমাকে দেখলেই একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি ছুড়ে চলেছ,
 তুমি যে আমার সব কিছুতেই তোমার উপেক্ষার জানান দিয়েছ,
 তুমি যে আমাকে সন্দিগ্ধতায় রেখে দিয়েছ তোমার সমস্ত দৃষ্টিতে,
 তুমি যে আমাকে এত ভর্ৎসনা আর অভিশাপ দিয়েছ মনের খেয়ালে,
 তুমি যে আমাকে একধরনের অনর্জিত তীব্র গ্লানিবোধে ডুবিয়ে রেখেছ,
 তুমি যে আমার সব কিছুতেই তোমার বৈপরীত্য ধরে রেখেছ নিষ্ঠায়,
 তুমি যে আমাকে ঈর্ষায়, নির্দয়তায়, হিংস্রতায় লালন করেছ ইচ্ছে করে,
 তুমি যে আমাকে করুণায় আর অনুকম্পায় রেখেছ স্রেফ অহং থেকে,
 তুমি যে আমাকে নির্বোধ আর অপদার্থ ভেবে একটা তৃপ্তি পেয়ে এসেছ,
 এবং, আমাকে কখনও মানুষ হিসেবেই পরোয়া করোনি তেমন একটা,
 ...সেদিন এইসব ভেবে তোমার কি একটুও মন খারাপ হবে না? কান্না পাবে না?
 আমার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করবে না...লুকিয়ে লুকিয়ে হলেও?
  
 আমার কথা মাথায় এলেই, লোকটা মরে যাক, এটা ভেবে ভেবে
 যে অহেতুক স্বস্তিটা তোমাকে বাঁচিয়ে রেখেছে এত এতদিন,
 সেই প্রিয় স্বস্তিটাই তোমাকে এক গভীর অস্বস্তিতে ফেলে দেবে না…সেদিনও?
  
 কখনও মনের ভুলে হলেও আমার প্রোফাইলে গিয়ে
 ইনবক্সের আনসিন আর আনরিপ্লাইড টেক্সটগুলো, কিংবা
 সেই টেক্সটগুলো, যেখানে তুমি ঘৃণা আর ভুল আচরণ ছুড়ে ছুড়ে
 আমাকে বিদ্ধ করে চলেছ দিনের পর দিন,
 …ওসব দেখে কান্না যদি না-ও পায়,
 এমনকি আমার নামের বাঁ পাশে রিমেমবারিং লেখাটাও যদি তোমাকে না কাঁদায়,
 তা-ও নিজের আদালতের সামনে দাঁড়িয়ে অন্তত কিছুসময়ের জন্য হলেও
 স্তব্ধ, নিথর, আচ্ছন্ন, অসহায় হয়ে থাকবে না সেদিন?
  
 একজন মানুষ হিসেবে ভেবে দেখো,
 মৃত মানুষের কাছে সরি বলেও কী লাভ?
 আমার মৃত্যুর পর আমাকে ফুল দিলে ওটা কে পাবে?
 আমাকে ভেবে দুইটা লাইন যদি লিখো, ওতে কী হবে?
 আমার কথা বলে বলে বন্ধুর কাছে কাঁদলেও-বা কী হবে?
 যদি তোমার বিবেক কখনও তোমাকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেয়,
 সেদিনও নিজের মুখ ঢেকে নির্ভার মুখোশে আড়ালে থেকে যেতে…পারবে?
  
 তোমার অনেক কিছু আছে। রূপ, গুণ, ক্ষমতা, অর্থ, শিক্ষা...
 এবং সুখে থাকতে যা যা লাগে, সবই তোমার আছে।
 শুধু ভেতরের মানুষটা ক্রমশ মরে যাচ্ছে...
 দোহাই তোমার, দেরি হয়ে যাবার আগেই,
 একবার মানুষ হয়ে মানুষটাকে বাঁচাও! এখনও সময় আছে।