স্বপ্নতুলির আঁচড়ে যে জীবন

 
ভালোবাসা কিছু এখনও বাকি।
যাপিত জীবন, টুকিটাকি কিছু অনুভূতি তার,
খোঁজ কিছু কিছু, খবর কিছু নিরুদ্দেশে…
আরও কিছু ভুল--- আরোপিত সবই!
…সব ভুলিয়ে দেবো…ইচ্ছে এটুক…কাঙ্ক্ষিত আর অনাকাঙ্ক্ষিত ভালোবাসা-দ্রোহে।


একটা ভীষণ তুমুল ঝড়ের রাতে
প্রদীপ হাতে এসেছিলে, মনে পড়ে।
দিয়েছিলে ডাক মেঘের ভাঁজে, বিজলিফাঁকে।
সাধ জাগে খুব…
ক্ষুধার্ত এই আস্ত হৃদয়,
মৃত্যুমাঝে নীরব যে দায়,
রহস্য কিছু রাতের গায়ে,
ব্যস্ত যেটুক শূন্য সময়,
একটুকরো ব্যাপ্তজীবন…
শুধুই বাকি থেকে যায়, বাকি থেকে যায়!
ওরা কেবল ফুরোতে যে চায়…তোমারই চোখে!


শুধু এককাপ চায়ের ধোঁয়ায় সময় কবে ফুড়ুৎ করে
উবেই যাবে---বলা হবে না অনেক কথাই!
এখনও হয়নি খোলা অদেখা কিছু স্বপনপ্রহর,
নিঃশব্দ এই ওষ্ঠযুগল ভেদ করেনি…
আসেনি আজও নতুন বেশে নিস্তব্ধতা।
দেখা হয়নি নির্বাক-ধূসর ম্লানমুখো দুই
শূন্যচোখে মেখে আছে যে আকুতিটুকু!


হলো তো অনেক ফিরিয়ে দেওয়া…মুখের উপর,
নীরবঠোঁটে অবহেলা---হয়েছে সেও!
গুনেছি অনেক বেদনা-প্রহর,
দুঃস্বপ্নে হয়েছে তো ভোর…
আমার জমানো-হারের পুরানো ঝুলি ভালোই ভারী!


নাহয় এবার আসুক কিছু জয়ের হাওয়া,
দ্বিধা ঠেলে কিছু জানাশোনা হোক,
লক্ষ্যটা ভেদ করুক এবার শেষপ্রহরের ব্যর্থচিঠি।
আছে আরও বাকি, আছে আরও কিছু ভালোবাসা ঢের!
ঠোঁটে ঠোঁট রেখে খুনসুটি হোক বেয়াড়া চালে,
যেমন করে পরম স্নেহে জমা হয়ে রয় যত্ন কিছু,
আবদার যেটুক থাকলে পরে প্রেম হয়ে যায় পুজোর সমান---
তার সবটা ঢেলে দেবো আজ, কালকে নাহয় বাধ্যই হব!


কে টেনে নেয় ভরআবেশে ভালোবেসে খুব…
এই জীর্ণ ঘরের মেঝেটা ফুঁড়ে আটপ্রহরে?
ঘিরে কে ধরে আষ্টেপৃষ্ঠে ব্যথিত-বোকা বেদনারাহু?
তাও আমি আজ যাবই যেচে নিলাজ চোখে,
বারেবারেই টেনে নেব শূন্যমেঘের পূর্ণনীরে!
অনাহূত হৃদে আহুতি দেবো শিথিল বোধে,
স্নিগ্ধ ছোঁয়ায় গাঁথব কাঁথা এই মনেরই সুচের শূলে।


আরও কিছুদূর বাকি আছে এই পথের চলা,
হেঁটে হেঁটে ক্লান্তপায়ে থেকে গেছে বাকি ভালোবাসা আরও।
হেঁটেছ তো জানি হৃদয়ের পাশে, ওখানেই মিশে
গড়েছ হৃদয় হৃদয় দিয়েই হৃদয়-আশ্লেষে।
হয় যদি হোক অসুখ-বিসুখ এই হৃদয়ের…
ভালোবাসাটা হয়েছে যখন, অসুখেই সুখ এই হৃদয়ে!


ক্ষত-বিক্ষত হতে আছে আরও বাকি কতটুক?
বলো, কোন সে হেলায় নিজেকেই নিজে দিই শুধু ফাঁকি?
তারচে’ বরং তুমি যদি চাও, হব রোদ্দুর,
হয়ে যাব দেখো আকাশে তোমার রংধনুটাও!
তুমি চাইলে হয়ে যাব মেঘ রোদের ভিড়েও,
চাইলে তুমি পারব হতে গভীর রাতে খুনে-কালোরঙ আঁধার আর এক!
হলে প্রয়োজন হব প্রিয়জন, নইলে হব কিছুটা হলেও ক্ষীণ আয়োজন।
চাও তো তুমি হয়ে যাব আমি বাতিলের স্তূপ, শবেভরা কূপ।


ওই আকশের সন্ধ্যাতারায়…চাইলেই পাবে!
দ্বিধায় কিংবা সংকোচে নয়, বিস্রস্ত প্রেমে হয়ে যেতে পারি সমুদ্দুরও!
কখনওবা, আকাশের মেঘ কাঁদলে ভীষণ, সেখানটাতেও দেখবে আমায়।
যদি চাও তো, আর কিছু নয়, কফিনে তোমার তুচ্ছ একটা পেরেকই হব!
তোমার শ্রান্ত চোখে হব আধোঘুম,
হব চাঁদের আলো, নিজেকে তোমার ঘরে ছড়াব,
রৌদ্র হয়ে ঝরব বেলায়,
রাত্রি হলেই বিরহীধবল জ্যোৎস্না হব।


তোমাকে ঘিরে হাজার সকাল এখনও বাকি,
জড়িয়ে তোমায় করব চুরি হাজারটা ক্ষণ জীবন থেকে---
এমন আরও স্বপ্ন আছে…একটু করে সময় দেবে?
একটু ঘন হয়ে আসি কাছে? সত্যি বলছি,
আরও একটুখানি বাসতে ভালো অনেকটা পথ বাকিই আছে!