স্বপ্নের পথ ধূসর

 মাঘের গোধূলি। আমি এক শ্রান্ত পথিক।
ঠেলেছি হেলায় যে পথ আমি মনের ভুলে,
সে পথেরই ধারে বসি, ক্লান্তি জুড়াই।
গোধূলিবেলাও শেষ হয়ে আসে,
দিনের শেষে আলোর মায়া দুচোখে ভাসে।
 
ফেলেআসা পথ আবছা হয়ে থাকে,
ঘন রাত্রি লুকায় ফেলেথাকা পথে,
সময়বালুকায় ঢাকা পড়ে সব--
যে ক্ষত পোড়ায়, যে স্মৃতি হাসায়,
ভাটার গল্প, জোয়ার স্বপ্ন...
আমি তবু রিক্ত হাতে কুণ্ঠা কুড়াই!
 
যে পথ ধরি, সে পথই হারায়,
দুটি আলাদা পথে দৃষ্টি ফেরাই।
বাঁদিকের পথ--দুঃখে বাঁধা,
ডানের পথটা--শূন্য সাদা।
ফেলো দুঃখ, ধরো শূন্য--সবাই বলে।
সে পথে হয়তো কিছুই পাবে না,
তবু দুঃখকে তো এড়ানো যাবে!
 
কোন পথে যাবো, বুঝি না কিছুতেই।
কোন পথে গেলে মুক্তি পাবো, মাথায় আসে না।
বিষমাখা পথ মধুরই লাগে পথের শুরুতে,
মধুর পথ যে কাঁটায় ঢাকা--ভাবতে থাকি।
সুখের মোড়ক বিশ্রী ভীষণ,
ইচ্ছে হয় না খুলতে তাকে,
স্বস্তি আসে কষ্ট শেষে--সুখের মৃত্যুই সুখের জীবন!
যে পথ ফুরোয় সুখের দিশে,
প্রায়ই দেখি, সে পথের শুরু--কঠিন বাঁকে!
শীতল গুহারও শুরুর মুখে আগুন জ্বলে,
না চিনে শুরু করলে পরে,
পথ ও পথিক, দুইই মরে!
 
আমি যোদ্ধা--কেবলই যুদ্ধে হারার!
জেতার ক্ষণটি আসার আগেই অসি ছুঁড়ে দিই পথের ধুলোয়,
কোন ইশারায়, বুঝি নাতো!
হারার আগেই হার মেনে নিই,
জেতার খেলায় জিতেও হারি!
আমি নিঃস্ব হয়ে পথে লুটাই,
আমায় টানে আমার যা নয়,
আমার সুতো, আমার ঘুড়ি--অন্য নাটাই!
আমি পথের নেশায় নতুন কত বিপথ খুঁজি মিথ্যে ক্ষোভে,
কত মুমতাজ খুন হয়ে যায়, তাজমহলটা পাওয়ার লোভে!
 
জীবনের আশীর্বাদে নানান সুরে নানান কাজে,
উষ্ণ সুখের দৃষ্টিতে, মধুর প্রবোধ সৃষ্টিতে,
সাহস নিয়ত পরিশ্রমের একই রেখায়,
কুয়াশা হিমের কাঁপন ধরায়, শিশির দেখায়!
 
হঠাৎ শীতের রাত্রি নামে,
হাড় কেঁপে যায় হিমেল হাওয়ায়,
আঁধার আসে কেমন করে, খুঁজতে গিয়ে
গাছের ভিড়ে, আচমকাতে...দেখি নিজেকে বরফদেশে!
 
সেই আকাশে মেঘ ছিল,
তবু কীসের আলো আড়াল থেকে কাঁপছিল!
মেঘের শাসন, পায়ের কাঁপন! দৌড়ে পালাই এই এখুনিই--মনটা এমন ভাবছিল!
চাঁদের আলো, তারার খেলা, মিষ্টি হাওয়ার নরম ভেলা--সবই ছিল আড়াল হয়ে,
আকাশ শুধুই কাঁদছিল।
সামনে আঁধার, পেছনে আলো,
আবছা পথটা দারুণ কালো!
হাঁটতে গেলে হোঁচট খেলে সামনে চলার ইচ্ছে মরে,
আর পারি না, কষ্ট এত! মনটা কেবল কেমন করে!
 
মেঘের খামে তারার চিঠি,
আঁধার গায়ে আলোর দিঠি।
ঠিক রাস্তায় ভুলের চাদর,
শুদ্ধ প্রেমে বেয়াড়া নাগর।
জ্বললে আগুন বরফ গলে,
উত্তাপে তাই যেয়ো না চলে।
দুঃখ সুতোয় সুখের কাঁথা,
কটু ক্যানভাসে তুলির গাথা।
কালো এলে আলো আসে,
আলো গেলে চাঁদ হাসে।
জীবন যখন নরক হয়,
স্বর্গের ঘ্রাণ পরেই বয়।