হারের জিত

 
আমি দেখছি, ওরা সবাই হাসিতামাশায় মেতে আছে।
ওরা দেখছে না, এই দূরে আমি একা বসে আমার দুর্ভাগ্য গুনছি।
আর?
তোমার নাম লিখছি, গুনে যাচ্ছি অক্লান্ত
যতক্ষণ রক্ত লাথি মেরে চলছে ধমনীতে।


কত নরোম রৌদ্র, দেখেছ?
পাখিদের ডানা পিছলে সূর্য গাছের পাতায়-পাতায় আছড়ে পড়ছে,
বাতাসের কানেকানে ঢেউয়ের গুঞ্জন, কারো কোনো তাড়া নেই যেন,
দেয়ালের ফ্রেস্কো ঝেড়ে ফেলছে বিগত রাত্রির পাপ,
দুপুর ফুরোচ্ছে, বিকেল ডাকছে।
এমন দিনেও চলে যেতে হয়?


জিততে চাও তো? হারলে আমি জিতবে যদি,
বলো, কী করতে হবে? কিছু হারা তো জেতার মতোই!
হারের জিতটা বুঝে নিয়েছি কবেই তো সে, যেদিন তুমি আমার হলে!
এত সহজে জেতা যদি যায়,
আমি নিমিষেই রাজি জেতার যা আছে, ছুঁড়ে ফেলে দিতে!