হুডতোলা বিভা

একমুঠো স্বপ্নের মিছিলভাবনায়,
হুডতোলা রিকশায় সেই নিরালায়,
এক কাঞ্জিভরম শাড়িতে,
তুমি প্রতীক্ষায়।


নীলশার্ট পরে এক রোদেলায়,
তোমায় ভালোবাসার শত ইচ্ছায়,
এক সবুজ মাঠের ঠিক মাঝপথে,
আমি নিশানায়।


কোনও কাকভেজা এক বরষায়,
যদি ডাকতে আমায় ওই বারান্দায়,
হাতে হাত রাখতে আমি চাইতামই না,
তোমার সংকোচটুকু আর ভাঙতামই না।


যদি মোড়টা পেরিয়ে সেই দোকানে,
তুমি বলতে আমায় ডেকে গোপনে,
তোমায় রূপা বলে আর ডাকতামই না,
আমি হিমু হয়েও ভুলে আসতামই না।


ছবি তুমি আঁকছ খেয়ালে,
কোনও রামধনুরই ছড়ানো দেয়ালে,
এক আদুরে মনের চেনা আদলে,
আমায় তবু তুমি পেলে না খুঁজেই।


এক তেল-চিটচিটে বিকেলে,
আমার প্রেমিক হবার খুব আড়ালে,
সত্যিই মাতাল মাতাল সেই আবেগে,
তোমায় ছেড়ে তা-ও এলামই না।