অতৃপ্তির পায়ের শব্দ

 
আমি কখনও তোমার কাছে স্বর্গের সুখ চাইনি,
আমি কেবল তোমার হাত ধরে দুইকদম হাঁটতে চেয়েছিলাম;
অথচ তুমি ভীষণ ব্যস্ত হয়ে গেলে!


আমি কখনও তোমার কাছে রাজপ্রাসাদ চাইনি,
আমি কেবল তোমার পাতের দুমুঠো ডালভাত হতে চেয়েছিলাম;
অথচ তুমি মুখের উপর দরজা বন্ধ করে দিলে!


আমি কখনও তোমার মাথার মুকুট হতে চাইনি,
আমি কেবল তোমার চোখের মণি হয়ে থাকতে চেয়েছিলাম;
অথচ তুমি কেমন নিশ্চুপ হয়ে রইলে!


আমি কখনও তোমার কাছে পুরো একটা শ্রাবণমাস চাইনি,
আমি কেবল একটা বৃষ্টিঝরা রাতে একসাথে ভিজতে চেয়েছিলাম;
অথচ পুরো বর্ষা চলে গেল, তবু তুমি এলে না!


আমি কখনও তোমার হৃৎপিণ্ড হতে চাইনি,
আমি কেবল তোমার বুকে একটু মাথা রাখতে চেয়েছিলাম;
অথচ তুমি কাছে ডাকলে না পর্যন্ত!


আমি কখনও তোমার আকাশের চাঁদ হতে চাইনি,
আমি কেবল একটা ভরাজোছনা একসাথে কাটাতে চেয়েছিলাম;
অথচ আমাদের জীবনে আজও সেই সন্ধে এল না!


আমি কখনও তোমার সুখের ভাগ নিতে চাইনি,
আমি কেবল তোমার ব্যথায় একটু প্রলেপ হতে চেয়েছিলাম;
অথচ তুমি কোনও দিন জানালেই না, কীসে তোমার কষ্ট হয়!


আমি কখনও তোমার জীবনে ঝড় হতে চাইনি,
আমি কেবল তোমার জন্যে একপশলা বৃষ্টি হতে চেয়েছিলাম;
অথচ দেখো, তুমি আজও তোমার ঝাঁপিটা খুললেই না!


আমি কখনও তোমার কাছে পুরো একটা আকাশ চাইনি,
আমি কেবল তোমার আকাশের একফালি রৌদ্র হতে চেয়েছিলাম;
অথচ তুমি আমাকে ভুলেও তোমার আকাশটা দেখালেই না!