অন্তিমের সন্ধানে

 
সূর্য ম্লান হয়ে এলে দিগন্তপারে
এসে দাঁড়ায় চুপচাপ,
যে পথে নক্ষত্র দাঁড়ায় সন্ধ্যার অনুরাগে,
যে পথে একজন---
আজানের ধ্বনিতে অজু সেরে উঠে আসে
মসজিদের প্রাঙ্গণে, আর
মগ্ন হওয়ার লুকানো বেদনা সাথে নিয়ে
বসে থাকে একা একা।


সে পথ ধরে যেতে যেতে
একাই বিচ্ছিন্ন হয়ে বসে থাকি
জীবন থেকে অনেক দূরে।
আমার ভেতরের জন্ম-স্বপ্ন কেবলই
অন্য এক সত্তার খোঁজে
ভেসে যেতে থাকে…
দূরে, আরও দূরে…অন্তিমের সন্ধানে।