আত্মকথন

ডিসক্লেইমার: আমার নিজের সম্পর্কে অনেক কথা বিভিন্ন সময়ে লিখেছি। আমার আগের আইডি’র সাথে-সাথে সে লেখাগুলিও বেশিরভাগই গায়েব হয়ে গেছে। তবে কয়েকটি সংগ্রহ করতে পেরেছি। লেখাগুলির বেশিরভাগই নির্লজ্জ আত্মপ্রচার। তবু সেগুলিকে একসাথে জড়ো করতে ইচ্ছে করল। অনাগ্রহীরা এই ‘আত্মকথন’ সিরিজের লেখাগুলি দয়া করে এড়িয়ে যান। ভালো কথা, আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এমন বেহায়ার মত নিজের গুণকীর্তন ঢাকঢোল পিটিয়ে শেয়ার করলাম কেন? একটাই উত্তর—আমার ব্যক্তিগত ওয়াল, ব্যক্তিগত পেইজ; এখানে আপনাকে ট্যাগ/বিরক্ত না করে কিংবা কারও বিন্দুমাত্রও ক্ষতি না করে আমার যা করতে ইচ্ছে করে, তা-ই করবো বলে আমি ঠিক করেছি। তাই, দয়া করে এসব বাজে লেখা পড়া থেকে নিজে দূরে থাকুন, অন্যকে দূরে থাকতে উৎসাহিত করুন। বিরক্ত হওয়ার হাত থেকে নিজেকে বাঁচান, অন্যকে বাঁচান। প্রার্থনা করি, আপনি আনন্দে থাকুন।