আদর পড়ে টাপুর-টুপুর

 
তুই কি জানিস…
তুই আমার জোনাকবাতি, সুতোয়বাঁধা ঘুড়ি?
বুকপকেটে জমিয়ে রাখা অনেক কথার ঝুড়ি?
তুই আমার দখিনহাওয়া, বিকেলছোঁয়ার সিঁড়ি?
সাতটি রঙে চিবুকঘেঁষা গোলাপবোঝাই তরী?


তুই কি বুঝিস…
তুই আমার পুরো আকাশ, দূরের গহীন চর?
নদীর পাড়ে খুব আদরের একটা ছনের ঘর?
তুই আমার নিঝুমদ্বীপ, নির্জন ধ্যানপাহাড়?
শুকনোপাতার বুকটা চিরে সে-পাতাবাহার?


তুই কি চিনিস…
তুই আমার টুনটুনিটা, চড়ুইপাখির দোর?
শীতচাদরে ঠাসাঠাসি, শিশিরগলা ভোর?
তুই আমার জ্যোৎস্নাঢালা রাতজাগা নূপুর?
মৃদুলহাওয়ায় শ্যামকালিয়ার ডাকাতিয়া সুর?


তুই কি শুনিস…
তুই আমার প্রজাপতি, কোকিলডাকা প্রাণ?
পরাগছুঁয়ে সদ্যফোটা এক দুপুরছেঁড়া গান?
তুই আমার একটাসকাল, কেমন গভীরটান?
কলজেকাঁপা ভালোবাসায় কৃষ্ণচূড়ার উঠান?


তুই কি দেখিস…
তুই আমার হঠাৎ-ওড়া মাঝদরিয়ার পাল?
জলটা ফুঁড়ে সবুজমাখা পদ্মপাতার গাল?
তুই যে আমার হৃদয়কাড়া পল্লীগানের তাল?
স্বর্গছিঁড়ে টুপকেপড়া সোনালি রোদবিকাল?