আরেকটা উইয়ের ঘর/চার

কোরো না। At least I’ll be able to read your posts.

যত্তসব!

দেখলাম, বুঝলাম।

কী?

কিছু না।

ওহ্‌!

You have a lot of people to talk to and that’s why you can see the message but do not reply anything.

যা ভাবো আরকি!

আচ্ছা, থাক। আর জ্বালাবো না। Enjoy your time.

তুমিও।

হুম।

So, you won’t talk? তোমার সাথে অভিমান করাটাই ভুল ছিলো। কেন জানি মনে হয়, তুমি এসে অভিমান ভাঙবে, but you actually don’t put any effort!

তুমি ভীষণ পচা!

অনেক।

সত্যিসত্যি পচা।

ঠিকই তো পারলে কথা না বলে থাকতে। আমাকেই নক দিতে হলো! দেখো, আমিই পারলাম না।

আমার মতো এতো কিউট একটা বাবুর সাথে কেউ এমন ঝামেলা করে, বলো?

অনেক পচা আমি।

সত্যিই তো!

আমি ঝগড়া কখন করলাম? আর বাবু তো আমি। বাবুটাকে একটুও আদর কর না!

এহহহহ্‌! তুমি তেলাপোকা বাবু! আমি ভাল বাবু।

বাবুটা অভিমান করলো, অথচ পাত্তাও দিলে না!

অনেক আদর করি।

কচু কর।

অনেকগুলা কিসি দিই। বাবু বোঝে না।

সারাটা দিন কথা না বলে কাটাতে পারলে! কী এমন ভুল ছিলো, বলোতো?

তুমি খুব মন খারাপ করে দাও। আদরও কর না, খালি বকেবকে কথা বল।

শুধু এটাই এক্সপেক্ট করেছিলাম যে কল করবে ২ মিনিট পর।

আমাকে অনেক আদর করতে হয়। আমিও করি।

বলেছিলাম যে চা নিয়ে আসি, ২ মিনিট পর কল দাও। ব্যস্‌! এটাই দোষ! সবাই যা করে, আমি তা করি না, দুপুর! আমি তো সবাই না! আমি তো আমি!

হ্যাঁ, তুমি তো তুমিই।

থাক, বাদ দাও।

দ্য গ্রেট সুইটহার্ট!

ইয়াহ্‌! রাইট!

আমি সবার কথা বলছিও না।

Thousands are dying for you, so you give a fuck about me!

আমি জানি না তোমার আর কারো সাথে কিছু আছে কি না। আমার কিন্তু নেই।……..বাজে কথা কম বলো!

আর কারো সাথে?

যত্তোসব! ঘুমাও এখন বাবুদের মতো!

ঘুমাবো না।

তাহলে জেগেজেগে কার্টুন দেখো।

আচ্ছা, তুমি যাও। যাওয়ার জন্য এত বাহানা করতে হবে না। I said I want direct talks.

আমি বাহানা করি না।

তাহলে আমাকে দূরে পাঠাচ্ছ কেন?

আমি অনেক নটি টাইপের। সেটা যদি তোমার সাথে দেখাতে না পারি, তবে কার সাথে দেখাব, বলো?

ঘুমাতে যেতে বলছ, কার্টুন দেখতে বলছ।

তুমি ওতেও রাগ কর!

রাগ করি না, দুপুর!

আমি সবার সাথে ফর্মাল কথা বলি। (এমনকি আমার বউয়ের সাথেও, ফোনে।) ওকে তোমার সাথেও বলবো, কাছে আসবো না।

রাগ আর অভিমানের মধ্যে অনেক পার্থক্য। সে পার্থক্যটা বুঝতে শেখো। প্রেমিক হতে গেলে সে পার্থক্যটা বুঝতে হয়, বাবুমশাই।

হ্যাপি? কিছুই বলবো না, কাছে আসবো না!

ফর্মাল কথা বলতে বলিনি।

ওটাই তো তোমার ইচ্ছে? ঠিক আছে।

তুমি তো অভিমান ভাঙাও না, কালকেও ভাঙাওনি, আজকেও না।

আমি অভিমান ভাঙাতে আদর করে কথা বলি, আদর করি। তোমাকে করতে পারি না। তুমি বকা দেবে।

কালকে ভেবেছি কল করবে, আজকেও ভেবেছি।

তুমি ওটা পছন্দ কর না। সকালেও অনেক আদর করে করে কথা বলছিলাম।

সবার সাথে যা কর, আমার সাথেও তা করবে?

আসলেই ফিল করেই বলছিলাম। আর তুমি বকে দিলে!

সকালে তো আমি বকা দিইনি!

সবার সাথে মানে? আমি আমার এক্সকে করতাম।

তুমিই তো বললে! ওহ্‌!

বাজে কথা বল কেন? ধুউর্! তুমি উল্টাপাল্টা বোঝো। এরকম হলে কীভাবে হবে?

কী জানি! তুমি ঠিকমতো বোঝাও নাতো!

যাকে ভালোবাসতাম, তাকে করতাম।

ওকে।

মনে শরীরে আদর করতাম।

হুম।

আমি শুধু মনে আদর করি না।

ওহহ্‌!

আমি ফিল করি মন আর শরীর দিয়েই। ভুল বুঝো না।

বুঝতে পারছি।

আমাদের বন্ধুত্বটা থাকতে পারে।

শিওর!

ওটা টিকে থাক।

থ্যাংকস!

আর কিছুই নাহয় না হোক, যদি তুমি না চাও। আমি তোমাকে স্রেফ বন্ধু ভাবি না, তুমি ভাবো, এটাই সমস্যা।

If you really talk about physical intimacy then I’m sorry. ওটা পসিবল না আমার জন্য।

আমি বিশ্বাস করি, ভালোবাসায় শরীর আসেই। অন্যগুলি বোধহয় বন্ধুত্ব।

হুম। হতে পারে। আমি আমার অবস্থানটা পরিষ্কার করে দিয়েছি। Now it’s totally your choice. I did love my ex but we never met. অতএব, সব ভালোবাসায় শরীর আসে না। At least not for me.

তোমার ভাবনাকে সম্মান জানাই, আমি আমার ভাবনাটা বললাম।

ধন্যবাদ।

আমি আমার এক্স-এর সাথে সেক্স করিনি, কিন্তু চুমু খেয়েছি। আমাদের দেখা হতো না অতো।

আমি দেখাই করিনি। সে দেশের বাইরে ছিলো।

তোমার জীবনটা তোমার ভাবনার মতন, আমারটা আমার ভাবনার মতন। এটাই নিয়ম।

বুঝতে পারছি। এখন কী চাও, তা-ই বলো।

দেখা না করে ভালোবাসা যায় কতটুকু? এটা নিয়ে আমার নিজের কিছু ভাবনা একটা লেখায় রেখেছি। আরও কিছু ভাবনা আছে। কখনো সুযোগ হলে বলবো।

আমার জন্য ভালোবাসাটা স্রেফ মনের ব্যাপার।

আমি কিছু চাই না, পচা!

I feel for the soul, not for the body! Lol…….দুষ্টু!

আমি কিছু চাইবার প্ল্যান নিয়ে তোমার কাছে ছুটে আসি না। শরীর? হুহ্‌! ওটা খুব বড়ো কিছু নয়। কিন্তু ভালোবাসায় ওটা আসবে, টেনে আনতে হবে না। মনটা অনেক বড়ো কিছু।

ভয় পাচ্ছি।

আমি সে কারণেই ভাললাগাবিহীন সেক্স ব্যাপারটাতে বিশ্বাস করি না। ভয়ের কিছুই নেই। তোমাকে কোনোকিছুতেই জোর করবো না।

জোর করে কিছু হয়ও না। Your net sucks again! Fucker!

ইয়াপ আই অ্যাম অ্যা ফাকার, ভেরি ভেরি গুড ওয়ান!

No wonder!

ক্যাম্নে জানলা?

কল দাও বোকা, যদি ফ্রি থাকো আরকি।

আজব! তুমি একটা বাল, তুমি একটা স্টুপিড, তুমি একটা বোকা, তুমি একটা পোকা!

I can guess, you are good in bed! আচ্ছা, তুমি উইপোকা! কল করবে?

ওটা গ্যেস করলা ক্যাম্নে? আমি আগ্রহী জানতে! সিরিয়াসলি!

বাসায় গেলে আর কথা হবে না। আচ্ছা, বাদ দাও। তুমি মেবি বিজি।

বাল।

জিজ্ঞেস করলাম ফোন দিবে কি না। অদ্ভুত!

নিজেই বিজি। ফোন ঢুকে না।

বাল। কল দাও।

সিরিয়াসলি নেটওয়ার্ক বিজি দেখায়। আমি বারবার ট্রাই করছি।

আচ্ছা, বাদ দাও।

ওকে।

হুম।

ইউ হ্যাভ ব্লকড মি। মাই নাম্বার। ফর শিওর! ওকে ফাইন!

Shut up! I didn’t!

বালের আলাপ চোদাও, না? বারবার ফোন দিই।

আমি বাল চোদাই না।

আর নেটওয়ার্ক বিজি দেখায়।

বাল বলো।

তোমার বাল বলো।

Lol……..

লল কেন? উঠে নাই?

ছিঃইইইই

ক্যান? ওকে ওকে!

Lol…….Seriously did you call?

অনেকবার!

কী জানি!

আমি মিথ্যা বলি না, বাল!

হাজব্যান্ড তো পেলো আমাকে! আমি আরো হেঁটে যাচ্ছিলাম।

বুঝলাম না।

তুমি ফোন দিলে আমি বাইরে কথা বলতে যাবো ভেবে হেঁটে যাচ্ছিলাম।

তোমাকে আসলেই ফোন করা যায় না!

It’s OK. I understand.

আমার রবি নাম্বার থেকে কল দিয়েই যাচ্ছি।

কী জানি! ট্রাই বাংলালিংক।

বিএল থেকেও পেলাম না।

আমি রিচার্জ করে কল দিতে পারবো। রিচার্জ করা হয়নি।

বাট আমি তোমাকে রিচ করতে পারছি না কেন?

জানি না। হয়তো মন থেকে চাইছো না!

ডোন্ট প্লে উইথ মি, স্টুপিড! বাল!

I don’t play. অ্যান্ড আমার কথা একটু বিশ্বাস করতে শেখো। I don’t lie.

তুমি শিখায়ে দাও।

লক্ষ্মী বাবুকে শেখাতে হয় না।

আই অ্যাম নট লক্ষ্মী, আমি দুষ্টু, অশান্ত।

I know you are. দুষ্টুমি তো করই। কিন্তু লক্ষ্মী ছেলেও হতে হবে। Rare combination!

আমি বেডে ভাল, এটা বুঝলা ক্যাম্নে, সেটা বললা নাতো! সেটা বলো।

দুষ্টু প্লাস লক্ষ্মী।…….Lol

আমি একটা বাল।

আমিও দুইটা প্রশ্ন করেছিলাম। একটারও উত্তর দাওনি। আগে ওটা বলো।

আগে আমার উত্তর দাও।

কোনটা?

কালকে কিছু একটা কনফেস করতে চেয়েছিলে, সেটা। আর আমার সাথে রুড ব্যবহার করার সিক্রেট রিজন।

ওটা করবো না। (অ্যাট লিস্ট, এখন করবোই না।)

এই দুইটা।

ওটাও বলবো না এখন। দুটোরই উত্তর একই।

আমার কোনো কথাই তুমি শুন না।

আমি শুনি। তুমি বলো এখন।

আমার কোনো ভ্যালু কি আদৌ আছে তোমার কাছে? সবসময়ই তোমার যা ইচ্ছা, তা-ই হয়।

ঝগড়া করবে না।

আমার ইচ্ছার কোনো দামই দাও না তুমি। ঝগড়া করছি না, কষ্ট পেয়েছি, আর তা শেয়ার করছি।

কষ্ট পাবে না। আমার ভাল লাগে না তুমি কষ্ট পেলে।

কষ্ট দিচ্ছ তো!

তুমি অনেক বাবুবাবু টাইপ।

ভাল না লাগলে দিয়ো না।

সো, কষ্ট পাবে না।

কষ্ট দিয়ো না।

আমি দিই না।

দিচ্ছই তো!

তুমি খালিখালি আমার সাথে ঝামেলা কর। এটা ঠিক না।

ঝামেলা করছি না।

আমি কত্তো ভাল, তুমি জানো সেটা? কর কর কর!

তিন দিন ধরে জিজ্ঞেস করছি। তুমি ভাল আবার খারাপও। যখন লক্ষ্মী থাকো, তখন ভাল। আর যখন দুষ্টু থাকো, তখন খারাপ।

আমি ভাল না অতো।

সত্যিই বলবে না?

আমি লয়াল না, আমি নটি, আমি আরও কী কী যেন!

ওই দুটো উত্তর দিবে না? আমি লয়ালটি জাজ করি না।

না, এখন দিব না। তোমার ব্যাপারে আমার অনেক কনফিউশন আছে। আমাকে আরও একটু দেখতে হবে। আমি জানি না, তুমি আসলেই কতটুকু আমার। আমাকে তুমি ট্রাস্টই কর না এখনও, বাল! আরও জানতে হবে।

Lol…….টেস্ট করছ? ভাল। লাঞ্চ করে নিই।

নাও। এখন লাঞ্চ করার টাইম? এই বিকেলে! ভাল।

কী আর করবো! বকা দিচ্ছ কেন? কাশতে কাশতে জীবন শেষ!

আহালে বাবুতা!

কই ছিলে?

রুমে লোক এসেছিলো।

ওকে। সরি। কাজ করো। পরে ফ্রি হয়ে নক দিয়ো।

বাল। ফর্মালিটি করবে না। ওকে?

হ্যাঁরে, বোকা! ফর্মালিটি না। কাজ তো থাকবেই অফিসে! আমার মতো বেকার তো না তুমি! ধুউর! বালের নেট তোমার!

আমার বাল পছন্দ!

ইয়াক!

সিরিয়াসলি!

খাচ্চোর! যাও, কথাই বলবো না আর!

কেন বলবে না?

I’m afraid, Dupur! আমাদের রিলেশনশিপটা বেশিদিন টিকবে না।

কেন?

মনে হলো।

কেন?

মনে হলো। I knew you are gonna leave!

কেন মনে হল?

এমনি।

তুমি লিভ করবে, সেটা বলো, বাল!

না। But you will.

সেটা কেন?

I just know. I can sense. আমি একটু intuitive!……..ধুর ছাতা! Late replies disturb me like hell! বাল! You are on call? এত তাড়াতাড়ি replacement খুঁজে ফেল!

বাল! নিজে ওরকম তো, তাই আমাকেও ভাবো। ধরে দিব একটা!

আমি ওরকম না। কোথায় তুমি? ………… নাই! যাও, চলে যাও!

আমি গান শুনছি।

আচ্ছা, শুনো।

একটু পর লিখতে বসবো। শুনবে? লিংক দেবো?

দাও।

এক পেয়ার কা নাগমা হ্যায়। শুনো, আমার খুব প্রিয় গান। এরপর শুনো কিসি রাহা ম্যয়, কিসি মোড় পার। তুম কো দেখা তো ইয়ে খ্যায়াল আয়া। এই গজলটাও শুনতে পারো।

বাব্বাহ্‌! খুব সুন্দর!

আগার হাম কাহেইন অউর ও মুস্কুরা দে। খুব প্রিয় এইসব গান!

Wow! Nice choice! যাব কোয়ি বাত বিগাড় যায়ি। এটাও শোনো।

বাল!

কেন? বাল কি বেশি হয়ে গেছে? আরেকটা কথা………Not ‘if I be somewhere and she smiles for me’ it would be ‘if I say and she smiles I would give up on my life’ তোমাকে সবাই ভুলভাল ট্রান্সলেশন দিচ্ছে কমেন্টে।

আসলেই ওই গানটা তোমার ফেভারিট? সিরিয়াসলি? মুগ্ধ হলাম একটা বিশেষ কারণে।

কেন? অনেক ছোটবেলা থেকে গানটা শুনি। লিরিকটা খুব সুন্দর ওই গানটার।

আমার এক্স-এর খুউব প্রিয় গান ছিল ওটা। (আমার নিজেরও প্রিয়।) ও আমাকে গানটার অর্থ লিখে পাঠাতো আমি রেগে থাকলে। আর ফোনে শোনাত। (আফসোস, ও নিজেই ওসব কথা কতটুকু মানত, আমি জানি না।) আমি জানি অর্থটা।

হুম।

তোমারও প্রিয় গান!

লিখতে বসবে না?…….জ্বি, জনাব।

এখন বসবো। গান শুনলাম অনেকগুলি।

আমারও প্রিয়। আচ্ছা, লিখতে বসো। লেখার সময় ডিস্টার্বেন্স ভাল লাগবে না।

আচ্ছা, বাবুই!

হিহি…..টা টা।

Someone is missing a পচাgirl…….

Someone is missing a দুষ্টুboy……….আসলেই তুমি দুষ্টু!

ওমা কেন?

দূরে যাও!

ওকে বেইবেহ্‌!

বাহ্‌!

কী?

কিছু না।

আচ্ছা, ঠিক আছে।

হুম। মেসেজ দেখারও টাইম নাই আরেকজনের।

এহহহ্‌! কী কর? কই? আমি লিখি তো!

বাদ দাও। I can understand.

বাল!

It’s OK, dear Mr Dupur!

ভাব নাও কেন?

ভাব নাই আমার।

আচ্ছা।

I can understand you are busy. And as I said আমি কোনোকিছুতেই জোর করি না, আমার সাথে কথা বলতেও জোর করবো না।

সাপলুডুর জীবন। পড়েছ? No strings attached?

না। খুঁজে পাইনি। খুঁজেছিলাম।

এই নাও, পড়ো। বাবুর জন্য……..

অনেক ধন্যবাদ।

ফর্মাল বেশি? ওকে ভাল।

ফর্মাল কি না জানি না, নিজেকে কন্ট্রোল করা শিখছি। নিজেকে কন্ট্রোল করতে জানে না যারা, তারাই বেশি কষ্ট পায়।

যত্তোসব! তুমি একটা বানর!

বানর না হলেও বানরের চাইতে খুব একটা সুন্দরও না।

লেখাটা পড়ছ? ফোন দিই?

পড়ার চেষ্টা করছি।……..এত রাতে ফোনে কীভাবে কথা বলবো? অদ্ভুত প্রশ্ন কর তুমি!

জানি না। আমার বলতে ইচ্ছে করছে। এটাই জানি।

তোমার ইচ্ছে করছে না।

কীভাবে বলছ একথা?

বুঝতে পারি। আমি বোকা, তবে অতোটা না।

ওকে। যা ভাবো আরকি!

যা ভাবাও আরকি!

হুম। কী করছ এখন? লেখাটা পড়েছ?

কিছু না। হ্যাঁ, পড়েছি।

পুরোটাই?

উত্তর দেখার ইচ্ছে না থাকলে প্রশ্ন কেন কর?……..জ্বি, পুরোটাই।

আচ্ছা।

জোর করে কথা বলতে হবে না।

কেমন লাগলো?

যাও। কষ্ট লেগেছে। আবার ভালও লেগেছে। তোমাকে আদর করতে ইচ্ছে হয়েছিলো।

ইসসস্‌! আমাকে উনি আবার আদরও করেন!

Lol……..করি নাতো! করতে ইচ্ছে হয়েছিলো।

ওরকম ইচ্ছে তো হয়ই!

ইচ্ছেগুলি থাকুক বেঁচে!

যেটা পূর্ণ করা যায়, সেটাও রেখে দিতে হবে?

যখন পড়ছিলাম, তোমার দিয়ে পানি পড়ছিলো, তখন কষ্ট হয়েছিলো। এমন কোনো ইচ্ছে আছে, যেটা পূরণ করা যাবে?

আমাদের বেশিভাগ ইচ্ছেই আমরা পূর্ণ করতে পারি না। তবে কিছু ইচ্ছে পূর্ণ করা যায় চাইলেই। সেসবের কথা বলছি।

যেমন?

অনেককিছুই। যেটা চাইলেই পূরণ করা যায়।

একটা বলো।

এই যেমন সেদিন তোমার সাথে হাঁটলাম। মাত্র আধ ঘণ্টা তোমার সাথে ছিলাম, কিন্তু সেটাও আমাকে অনেক আনন্দ দিয়েছে। ওটা তো পূর্ণ করলাম। ওটা পূর্ণ করা সম্ভব ছিল।

Pleasure was mine.

যেকোনো সময়ই মারা যেতে পারি।

চুপ! দুষ্টু উইপোকা!

I wanna live my life as long as I’m alive. যতটুকু সম্ভব! আফসোস ছাড়া বেঁচে থাকাই বাঁচা!

একটা লেখা দিয়েছি। পড়েছ?

হ্যাঁ। অনেক সুন্দর।

পড়োইনি। বলছ, সুন্দর।

আমি খুব দ্রুত পড়তে পারি।

বাহ্‌! কত গুণ তোমার! আমার মতো মূর্খের সাথে সময় নষ্ট করছ কেন?

আর কিছু?

উহুঁ। আর কিছু না।

আজকের লেখাটা পড়ো। কেমন লাগল, জানাও।

জানাবো। তবে তোমার প্রেমে পড়ে গেলে জানাবো না।

উফফফ্‌! পড়বে তুমি?

পড়বো না। পড়ার আগেই তোমাকে ধরে ফেলবো।

নোটটা পড়তে বলেছি।

পড়ছি।

এখনো?

ঘুমাও। It’s too late at night.

আচ্ছা, ঠিক আছে। তুমিও ঘুমাও।

এত রাত কেন জাগো? সকালে অফিস নেই?

…………………………………………………

শুভ সকাল, ভালোবাসার বৈরাগী!

টেক্সট দিলাম, কেউ তো আমাকে পাত্তাই দেয় না! দেখতে পচা বলে কি আমার কোনো দাম নেই?

ঘুমাবেও না? ইসসস্‌ ঢঙ! দেখতে তো আমি পচা!

আমি কি তুমি নাকি? আমি ঘুমাবো না কেন? তুমি দেখতে ভারি মিষ্টি!

বোকা!

আমি পচা। তাই তুমি পাত্তা দাও না। আমি তো বুঝি!

মিথ্যে বলবে না। I’ve mirrors in my room.

কোনটা মিথ্যে? I’ve as well! And, I’ve eyes too!

I know I look fuck!

Fuck? Ahem ahem!

Lol! Fucker!

You’re a fucker? Are you sure you fuck well?

ছিঃ! মুখে কিছুই আটকায় না!

কী?

আচ্ছা, বাদ দাও।

আচ্ছা।

বিজি বস! যাও!

শুধু তাড়িয়ে দিতে জানো! OK, I’m leaving.

থাকোই তো না! And you are always on your way to leave!

তোমার মস্তক!

See! You don’t even see my messages!

দেখি।

Yeah…….right!

ঘুমিয়ে পড়লে আর দেখতে পাই না। ওটাই আমার লিমিটেশন!

আমি এখনকার কথা বলছি।

আমি কী করবো?

লিমিটেশনস বলে কিছু নেই। তুমি থাকবে!

এই মেয়ে, একদম চুপ! ঝগড়া করলে একদিম ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবো!

হায় হায়!

কালকের লেখা দুটোর মধ্যে কোনটা বেটার, in your eyes?

দুইটা দুই রকম, বোকা!

হ্যাঁ। একটাও ভাল না?

আর আমি তোমার লেখা জাজ করবো? এতটাও পাগল না আমি!………..লেখাটা একদম ভাল না!

তো? পচা?

যেসব লেখা চোখে পানি আনে, সেসব লেখা একদম ভাল না। তুমি বিজি, ডিয়ার। গো!

কোথায় পানি আসলে ভাল তবে?

Lol…….মুখে!

ও আচ্ছা!

Sneha was asking me how’s my Dupur!

মুখে পানি কি অন্য কোথাও থেকে আনতে হবে? এহহহ্‌!

এহহহ্‌ কী?

এহহহ্‌ তোমার মাথা!

Lol……বিজি থাকলে যাও! I can sense you are busy.

You’re a ‘lol baby’!

And that hurts……বেবি ডাইকো না। Sounds cheap!

I’m on meditation, sweetheart! The greatest meditation in the world!

Meditation?

Hu……..Performed sitting on an elevated plane……

বুঝিয়ে বলো তো!

That transforms you to a different state of mind and body……..You feel relaxed……Your mind, your body………..

হাহাহাহা………

You get peace, you dive into happiness!

Am I disturbing you? I’m not intended to do so!

No no, I feel relaxed when I’m with you.

ইসসস্‌ চাপা! Flattered!

Can you sense the similarity between these two?

Which two?

Your presence and my meditation?

Lol no! I’m no one!

Both relax me!

I don’t help I’m sure!

And, these two mean a lot to me!

I mean nothing! এইজন্যই বারবার বাই বলে দাও!

Not exactly…… Sometimes I feel like saying ta ta to this meditation, but I can’t help being into it! You’re the same! I can’t live without you.

Awww……..Now it was something too much! তুমি আমাকে পাত্তাই দাও না!

যা-ই হোক, meditation over…….ওয়াশরুম থেকে বের হয়ে নক করছি!

ইয়াক! এই দুষ্টু!

মিঁয়াও………পেট হাল্কা করলে যতটা শান্তি লাগে, তুমি পাশে থাকলেও ততটা শান্তি লাগে। তুমি মলত্যাগের মতোই সুন্দর, শান্তিদায়ক!

ওরে শয়তান! আমি না ডাকলে তো আসোও না!

এলাম তো!

ডাকলাম বলে এলে! এমন আসা না আসলেও চলবে।

জানো, একটা কথা?

নিজে থেকে তো আসোনি! ……… কী কথা, বলো!

ওকে, আর আসবো না! সরি!

সেটাই!

ওকে।

আসতে তো চাইবে না।

সেটা বুঝলে আর কী বলবো!

কী আর করবো!

ঠিক আছে!

কোথায় কোথায় চলে যেতে চাও, বলে যাও!

মেজাজ খারাপ করে দাও শুধু! কচু। আমি তোমার প্রোফাইলে ছিলাম!

যে চলে যেতে চায়, তাকে আটকে রাখা যায় না।

ঠিক আছে, রেখো না।

আমার প্রোফাইলে তুমি!

হ্যাঁ। আচ্ছা, আসি। আমি লিখব।

ওকে।

লক্ষ্মী হয়ে থেকো।

ভাল থেকো।

Seeing your photos has become an addiction for me! I can resist!

Photo!

I often see your photos.

Where do you get to see them?

I’ve some downloaded in a desktop folder.

I don’t have any photos on public.

From your profile.

Seriously? I thought I’ve got privacy.

You’ve many photos public. Yap!

Fuck! I didn’t even know!

Whom? You? OK I’ll!

Hahahah………In your dreams!

OK I’ll…….now bye.

Shut up! OK ta ta. Tc.

I love to….why shut up?

You love to do what?

The thing you suggested!

I didn’t! যাও বাবা! পরে আটকে ফেলবো।

OK OK don’t escape!

যেতে পারবে না।

I’ve already set you free. ta ta…..

I don’t escape.

You do! কিছু লেখা পড়ে নাও এই ফাঁকে।

I said আমি তোমাকে আটকে ফেলবো।

যদি ইচ্ছে হয়……..

জ্বি, ডিয়ার! পড়ি আপনার লেখা। তবে whenever I feel like stumbling I stop reading……..Coz I don’t want to fall! How sweet you’re! What if I fall? Coz I don’t want to!

দূরত্বের পরে। এটা আগে পড়ো।

এটা তো মেবি পড়েছি।

এই যে জনাব! এত যে নোটের লিংক দিচ্ছেন, কখন পড়ে শেষ করবো?

আর দেবো না। এখন টা টা!

এদিকে আসো একটু!

এলে আদর করবে? সে সাহস তো নেই তোমার! আমি আসব না।

আচ্ছা, এসো না।

ঠিক আছে। আসি আমি।

এত আবেগ দিয়ে ডাকলাম!

আদর কর নাতো!

It was for the first time!

শোনো, একটা কথা বলি।

And it will be the last time. যাও।

তোমার মোবাইলে ফোন যায় না কেন?

জানি না। দুষ্টু উইপোকা। কী কর?

লিখি। কী আর করবো? আর কিছুই পারি না যে! তুমি কী কর?

মার্কেটে। লেখা শেষ? নাকি এখনো লিখছ? লাস্ট পোস্টটা ভাল লেগেছে। মেয়েদের মন তুমি ভাল বোঝো।

কেন? আমি এখনও লিখছি।

কী কেন?

অনেক বড় একটা লেখা লিখব।

আচ্ছা, লিখো। সরি।

সাড়ে ৬ হাজার শব্দ হয়ে গেছে!

ওয়াও!

আমি ভাল বুঝি এটা মনে হল কেন?

লিখো, বাবা! বুঝতে পারছি যে বিরক্ত করছি।

আমি লিখতেই থাকি। অনেকদিন ধরে লিখছিলাম না। লিখতে বসলে আমার হুঁশ থাকে না। আমি লিখতেই থাকি।

সরি। বুঝতে পারিনি।

এতবার সরি বলে দূরে সরে যেতে চাইছো? আমিই সরি। ঠিক আছে। এনজয় ইয়োর টাইম।

লিখো, বাবা। লেখার মাঝখানে বাধা দিলে প্রবলেম হয়। এমন কোরো না, লক্ষ্মী ছেলে। লেখার মাঝে বিরক্ত করলে লেখার ফ্লোটা চলে যায়। এজন্য বলছি, উইপোকা। আমি চাই না, আমার জন্য তোমার কোনো রকমের প্রবলেম ফেস করতে হোক।

না, সেটা না। তুমি এসেছিলে, আবার হারিয়ে গেছো। কিংবা যাচ্ছ। তুমি হারাচ্ছ। তুমি পচা।

কোথায়? আমি আছি তো! সারাটা দিন তুমি কোনো কথা বলনি।

আমি লিখেছি। লিখতে অনেক্কক্কক কষ্ট হয়। তুমি বুঝবে। কারণ তুমিও অনেক সুন্দর লিখ।

এইজন্যই ডিস্টার্ব করিনি। আমি?……লিখি? এটা কী বললে?

যা লিখেছ, আমি পড়েছি। ভাল লেগেছে।

Means a lot……..যদি খুশি করার জন্য বল, তাও!

বাজে বকবে না। তোমাকে খুশি করে আমার কী লাভ? ইন্সাল্ট করার দরকার আছে?

তোমার মতো কারো কাছ থেকে লেখার প্রশংসা! সত্যিই খুশি হয়েছি। অনেক বেশি।

ওটা বলা মানে, আমি লেখার মান বুঝি না, এটা আমকে বুঝিয়ে দেয়া।

ইন্সাল্ট না। কারণ তুমিও জানো, তোমার লেখার মান কী…….সেখানে তুমি আমার লেখা সুন্দর বলছ!

আমি তিনটা জিনিস খুবই ভাল করে বুঝতে পারি।

কী কী?

শব্দের খেলা। সুর। মুভি। আরেকটা আছে।