আরেকটা উইয়ের ঘর/ছয়

এই উইপোকা!

বলো।

কিছু না।

Anything wrong?

I wanted to ask you the same thing.

Yap, something is very wrong.

So, tell me, uipoka!

The engine is making noise, a couple is kissing like hell and also masturbating in the corner seat, and……

And?

I feel like doing it.

So, do it!

Can’t! I feel like fucking like anything!

Awww……..বউকে ছেড়ে আসা ঠিক হয়নি।

নট বৌ, বোকা! OK you kid! Drop it.

I was planning to do something but now it’s kinda risky………Lol……..Let’s drop the idea then!

What were you planning?

Can’t take that risk now………

Tell it. I hate making naksha!

Naksha! Wow!

Tell me.

Let it be. I told you I hate rudeness.

OK.

How can you be so rude while I was trying to cheer you up!

I’m sorry. Now tell me what you were about to tell.

It’s not always OK to be rude, Dupur. I wasn’t feeling good about it that you were not OK. So, I thought I could do something to make you feel better.

What was that?

I thought you like to fantasize so I was planning for that only.

Fantasize what?

Nothing.

Hmm

You are a celebrity so you can have that attitude. I’m sorry. For disturbing.

আবার শুরু করেছ? OK your life, your choice!

শুরু করার কিছু নাই। The way you treat………..

আচ্ছা। আমি সরি।

সরি কেন বলছ? Do you realize that you hurt me?

হুঁ। আমি বাজে মানুষ!

It’s not about being বাজে মানুষ! You hurt really deep!

Yap, I love it digging deep!

Not funny!

I’m.

Is it fun?………to hurt someone?

No.

You are just too good at it!

না।

না হোয়াট?

আমার মস্তক!

হুম।

So, please don’t come on a cheap celebrity’s wall.

মানে?

You liked something. It was personally attacking and offensive!

Offensive?

I blocked all related to it except you!

লেখকদের এত কিছু গায়ে লাগালে চলে না। এইটুকু কারেজ থাকতে হয়!

I don’t care.

I’m honoured that you didn’t block me.

I’m who I’m.

That’s good.

I’ve decided not to change myself for some idiots.

বাট তোমার পোস্টটা তো ঠিক ছিল না। ওটা নিয়ে তো কিছু বলিনি।

বাদ দাও।

You generalized girls! Is it OK?

জাস্ট বলতে ইচ্ছে হল।

Not all the girls are same.

I know what I wrote.

OK.

I don’t need any further explanation. Hope you can understand.

I’m not even asking for any explanation. Don’t take it personally.

OK OK!

Thanks!

I don’t have time to talk to idiots.

Was that fit for me?

That’s why, I block. I didn’t block you. You mean much to me. OK ta ta!

Lol………Thanks!

আমি লাইফে যতটা বই পড়েছি, মুভি দেখেছি, ওই ইডিয়টগুলি ততটা চালের ভাতও খায়নি। What’s the use of making them feel important? They’re nothing to me!

এত রেগে গেলে চলে? মাথা ঠাণ্ডা রাখো!

I’m nothing to them…….fact, funny though. So, I live, I let them live.

You did humiliate me, but still আমি মাথা ঠাণ্ডা রেখেই কথা বলছি though I didn’t like that at all!

ওম শান্তি!

Cause I value relationship…….

I don’t need idiots in my life. I value relationship not with those who don’t deserve it!

আমাকে বলছ? সরাসরি বলতে পারো!

চুপ থাকো, স্টুপিড!

স্টুপিড, এটা তো ঠিকই!

বাই! মুড়ি খাও!

কোথায় যাও?

খুলনা থেকে ঝিনাইদহ।

অনেক ট্র্যাভেল কর তুমি!

হ্যাঁ।

মাথা ঠাণ্ডা রাখো। Have a safe journey.

হুম!

খুব রেগে আছো, বোঝা যাচ্ছে। তোমার পোস্টে কমেন্ট করা যেমনি বন্ধ করে দিয়েছি, তেমনি অন্যদের কমেন্টে লাইক দেয়াও বন্ধ করে দিতে হবে। And you see the messages but don’t reply!

……………………………………

OK that was a clear insult. Listen, Mr Dupur, just because I care about your presence doesn’t mean I’ll accept your rudeness. I’ve never tolerated rudeness and I’ll never do that in future as well. Like it or lump it. Don’t ever take me for granted, never. You might be anyone but I didn’t permit you to humiliate me. If you can be nice to me stay, if you wish to be rude then leave and include me in your block list. I’m not a showpiece to enhance the beauty of your inbox. Hope you understand. Your life, your choice. Take care. Bye.

শুভ সকাল!

তোমাকেও!

মাথাগরম স্টুপিড একটা!

স্টুপিড, এটা ঠিক। কিন্তু মাথাগরম না।

আচ্ছা, মাথাঠাণ্ডা।

Lol

শয়তান……ইবলিশ. . . .নেক্সট, প্লিজ! দুইটা গানের লিংক দিলাম…….শোনো!

কাকে কী বল? আমার মেসেজ তো ডিলিট করে দিয়ে আবার মেসেজ রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করলে!

আমার ওয়ালে। লিংক দেখো।

দেখেছি কালকেরটা। মেসেজ ডিলিটই যদি করতে হয় তো বলে দিলেই হতো, আর মেসেজ দিতাম না। তোমাকেও আর কষ্ট করে অ্যাক্সেপ্ট করতে হতো না!

আর কিছু? প্লিজ, বলে ফেলো!

আর কী বলবো? যা দেখলাম তা-ই বললাম!

এই পোস্টটা কোন লেখার অংশ? তোমার লেখার কিছু অংশ পোস্ট করলেন উনি। পারলে মূল লেখার লিংকটা দিয়ো। আমার সাথে মিল পাচ্ছি কিছুটা। লেখাটা পড়বো।

ভুলে গেছি।

ওহহ্‌! উনার পোস্টেও কমেন্ট করা যাচ্ছে না, জিজ্ঞেস করতে পারছি না।

আচ্ছা।

কী কর?

শুয়ে আছি একাএকা।

রাতে খেয়েছ?

হুঁ। তুমি?

আমিও। তুমি ঝিনাইদহে?

না। মালদহে।

শুধু হেঁয়ালি করে উত্তর দাও! লিখছ না? ওই বড়ো লেখাটার কী হল? সবাই অনেক ওয়েট করছে লেখাটার জন্য।

লিখছি, আবার লিখছি না। কেউ ওয়েট করছে না। I’m not consistent.

অনেকেই করছে।

Whimsical আমি।

সাথে mysteriousও।

বুঝলাম না।

তুমি আরকি!

আমি একটা বাল!

যাহ্‌! এভাবে বল কেন? সবাই কত পছন্দ করে তোমাকে! অনেকের মনের কথা বোঝো। অনেকের মনের কথা বলতে পারো।

সবাই আমাকে হেইট করে। তুমি জানো না।

কেউ হেইট করে না, বোকা! But it’s true তুমি মাঝেমাঝে রুড হয়ে যাও। ভাল কথা, তোমার রিপ্লাইগুলি অনেক মজার হয়!

আমি বাজে। আমি রুড। আমি অরিজিনাল।

বাজে, তা বলিনি।

আমি অরিজিনালি রুড আর অ্যারোগ্যান্ট!

তোমার straightforwardness-এর জন্যই তোমাকে ভাল লাগে। কেন রুড বা অ্যারোগ্যান্ট থাকো তুমি? এটা মানুষকে অনেক কষ্ট দেয়।

কী করবো? আমি এরকমই!

I can sense there’s a good person inside you!

No good person! Devil inside!

I can sense. You can’t hide.

বাল বুঝ তুমি!

যা বোঝাও তুমি!

আমি তো বাল!

কেন এরকম করে বল?

সত্যিই বলি!

তোমার লক্ষলক্ষ ফলোয়ার এমনিএমনি তো আর না।

ওরা বাল! আমিও বাল।

আচ্ছা, আগে বলো, আমি কি তোমাকে ডিস্টার্ব করছি?……ওদের মধ্যে কিন্তু আমিও পড়ি…….If you remember!

বাল। বালের ফ্রেন্ড তুমি! সো, তুমিও বাল!

ফ্রেন্ড তো মুখেই বল। আমি আবার কী করলাম?

কিছুই করনি!

I asked you something before that too!

করছ না। বাট, তুমি আমাকে কোনো হেল্পই করবে না!

কী হেল্প?

আমি তোমাকে একটা জিএফ যোগাড় করে দিতে অনুরোধ করেছিলাম। তুমি রেগে গেছো। আসলে, আমি তো খারাপ! তুমি তো ভাল!

আমি কীভাবে যোগাড় করে দিবো?

সেটাই! আমি সরি।

এখানে ভাল খারাপের কিছু নেই।

ভুলে বলে ফেলেছি।

আমি ভাল কি খারাপ, জাজ করি না। আরে বাবা, আই ক্যান হেল্প, বাট আগে বলোতো কাকে লাগবে! ইউ নৌ, আমি আমার এক্স-কে হেল্প করেছিলাম আমার ওই ফ্রেন্ডের সাথে হুক আপ করানোর জন্য! So, you choose one. Then I can help. And you are busy!

তুমি ডোন্ট মাইন্ড টাইপের কোনো সুন্দরীকে দাও, যে রেস্পেক্ট করতে জানে। জানি, হেল্প করবে না। জাস্ট আমার সাথে গল্প করতেই ভাল লাগে তোমার।

এটা সত্যি। গল্প করতে ভাল লাগে।

আমার অতো লাগে না। লিখতে আর পড়তে বেশি ভাল লাগে।

বাট এটা সত্যি না যে হেল্প করবো না। ওকে। Sorry to disturb you!

করবে না। আই ক্যান সেন্স থিংস।

কী?

তুমি হেল্প করার মতো না। কিংবা, আমাকে খ্যাত ভাবো। কারণ আমি জিমে যাই না, দেখতেও অতো স্মার্ট না। আরও অনেককিছু।

আমাকে চিনতে তোমার আরো কিছু সময় লাগবে।

নো প্রব।

প্রশংসা শুনতে চাচ্ছ?

নারে ভাই! আমি যা, তা-ই বললাম!

ওকে বইন! বাট আই অ্যাম হ্যাপি উইথ মাইসেলফ!

বাট তোমার তো গল্প করতে ভাল লাগে না।

তুমি আমাকে লাইটলি নিয়েছ। আমি তো আর তোমার মতো সেক্সুয়ালি লয়াল না!

আমি লাইটলি নিইনি।

তুমি ফ্রেন্ড, তাই হেল্প করতে বললাম। নিয়েছ তো!

I said I don’t judge loyalty.

আমি বুঝি। তুমি জাস্ট গল্প করতে চাও, আমরা পরস্পরকে সময় দিই, এটা চাও।

বললাম তো আমাকে চিনতে এখনো তোমার অনেক বাকি।

আর অন্যকিছুতে তুমি নাই। এটাই বাস্তব। তোমাকে চিনি না। এটা সত্য।

Exactly!

কারণ, তুমি সবকিছু শেয়ার কর না। ইউ হাইড ইয়োরসেলফ।

তুমি তো আমাকে সময়ই দাও না!

আই ডু। তাইতুমি আমাকে চিন।

শেয়ার কি তোমার ওয়ালে করবো? আমি দেয়ালের সাথেই গল্প করে যাই মোস্ট অব দ্য টাইম!

আমার ধৈর্য কম।

সেটা বুঝতে পারছি।

দিনের পর দিন ওয়েট করা দুপুর ছেড়ে দিয়েছে অনেক আগেই।

বাট আমার ধৈর্য অনেক বেশি। তোমার কিন্তু ওয়েট করার সময় আর নেই। এখন সবাই তোমার জন্য ওয়েট করে।

তুমি তোমার মতো, আমি আমার মতো। অতো এক্সপ্লোর করার সময় নেই আমার।

আমরা সবাই যে যার মতো।

অনেক কাজ।

তা তো ঠিক!

হ্যাঁ।

অনেক বিজি তুমি।

সেটা না।

ফোন করতে পারবে?

তোমাকে সময় দিয়ে কী হবে? ইউ ডোন্ট হেল্প মি।

We’re not trading here.

তুমি আমার মধ্যে জাস্ট কারোর ছায়া খুঁজে বেড়াও। আর কিছুই না। বাজে কথা বলবে না।

যে তুমি লাভক্ষতি হিসেব করছ।

যত্তোসব! কী ভাবো নিজেকে?

আচ্ছা বাবা, কল দিবে?

তুমি কোনো ফ্রেন্ডশিপই বোঝো না!

রেগে যাচ্ছ কেন?

খুব বাজেভাবে নিয়ে নিলে আমাকে। কষ্ট পেলাম।

মাথা ঠাণ্ডা করো, বোকা!

সরি আমি।

নিজেই যা ইচ্ছা ভেবে নিচ্ছ। নিজের অ্যাসাম্পশন থেকে কথা বলছ।

আরে ভাই, আমি তোমাদের সোসাইটিতে বেমানান। আমি জানি।

কল কি দিবে?

আমি হাই ক্লাসে মিশিনি।

বাজে কম বকো।

তোমাকে নক করার ধরেই নিয়েছিলাম, তুমি আমাকে করুণা করবে। এটাই হয়েছে। ভাল।

একটা কথা কিন্তু অনেকবার বললাম।

শুভ রাত্রি। ভাল থেকো।

আমি কল দিই? কল দিচ্ছি।

ডোন্ট! আজেবাজে কথা বলে ফেলবো।

ফোনটা ধরো।

যা বলেছি, তা-ই। ছিঃ!

কী হল?

কীভাবে বললে ওটা??

কী বললাম?

তোমরা সবাই সাধু, আর আমিই তস্কর! হিপোক্রিট!

ভুল বুঝছ!

বুঝেছি। আমি ব্যবসায়ী। তাইতো!!

প্লিজ ফোনটা ধরো!

তোমাকে এটা কেন যে বলতে গেলাম!

ছিঃ দুপুর!

ছিঃ!!

এভাবে কেন বলছ?

তোমাকে একেবারে ‘চিন্তা না করেই বলা যায়’ এমন ভেবেছিলাম।

তুমি তো লাভক্ষতির হিসেব করছিলে।

ভুল হয়েছে। আমি ওটা মিন করিনি।

আমি ফ্রেন্ড হিসেবে অমনই। সবই বলা যায়।

ওকে আমরা আর চ্যাট করবো না। আমাদের সম্পর্ক হোক ফর্মাল।

যেতে চাইলে অন্যভাবেও যেতে পারো।

কখনোই বলা যায় না। আই নৌ ইয়োর টাইপ।

এরকম এক্সকিউজ দিয়ে চলে যেতে হবে না। You don’t know anything!

বেশি কিছু বললেই কষ্ট দিয়ে কথা বল, রিঅ্যাক্ট কর।

কষ্ট তো তুমি দিচ্ছ! কতবার বলছি ফোনটা ধরো!

আসলে আমরা একে অপরকে বুঝি না। ভুল বোঝাবুঝির চাইতে বরং দূরেই থাকি।

বোঝার জন্য সময় লাগবে। আগেই বলেছি দূরে যেতে চাইলে এমনি যেতে পারো। বাহানা দিয়ে যেতে হবে না। আর ওটা আমি একেবারে প্রথম দিনই বলেছিলাম। তুমি চলে যাবে, থাকবে না। মনে আছে?

আরে ভাই, জাস্ট স্টপ বিইং ফর্মাল।

আমি জানতাম।

তুমি অনেক বড় মানুষ, আমি জানি।

I’m not being formal. Please!

আমি বাজে খ্যাত বেমানান, এসব আর বিতং করে বলতে হবে না। আমি জানি।

ফোনটা ধরো। কথা বলো।

বলেছি, ধরবো না। তোমার সাথে কথা বলার যোগ্যতাই নাই আমার।

এভাবে কষ্ট দিচ্ছ?

আমি চাষি মজুর রিকশাওয়ালা টাইপের মানুষ।

হয়তো এটাই বোঝাতে চাইছো যে আমারই তোমার সাথে কথাবলার যোগ্যতা নেই।

শুধুই ওসব বুঝি।

ফোনটা ধরলে না।

আর তোমরা হাইক্লাস শুদ্ধাচারি মানুষ! হাইট অব হিপোক্রিসি!!

ওটা দিয়েই বুঝিয়ে দিলে কতটুকু রেস্পেক্ট কর!

যা-ই হোক, মাফ করে দিয়ো। ভাল থেকো।

এভাবে বাহানা দিয়ে চলে যেতে হবে না।

রেস্পেক্ট যতটা করি, এর চাইতে বেশি তোমাকে ভয় করি। তুমি অনেকটুকু নিতে পার না।

সোজাসুজি বললেই হতো।

দেয়াল তৈরি করে মিশ।

যে আর কথা বলতে চাইছ না! দেয়াল ভাঙার মতো সুযোগ আসেনি। দূরেই ঠেলে দিচ্ছ।

শোনো, দুপুরকে এথিকস শেখাতে এসো না। আমি বাজে, এটা বারবার মনে না করালেও চলবে।

জোর করে কাছে আসতে শিখিনি। I said I don’t judge!

যদি হান্ড্রেড পারসেন্ট শুদ্ধাচারি হও, তবে আমার সাথে মিশো না। আমি ওরকম নই কোনোভাবেই।

কী দিয়ে বিচার করবে?

আমার দরকার নেই তোমাকে বিচার করার। আমি করিও না।

বাবা, ফোনে একটু কথা বলো! শেষবারই নাহয়!

বলেছি, বলবো না।

বিদায়টা তো নাও!

সেই যোগ্যতাই নেই আমার!

আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছ?

তোকে ভালোবাসি, পাগলী! না বলে আর পারলাম না! বাই।

আমি জানি, আমার সেই যোগ্যতা নেই।

আমি জানি না, আমি কেন এমন করি তোমার সাথে। আমি রুড, তবে এতোটা নই।

দুপুর, প্লিজ! I beg you.

আমি এর কোনো ব্যাখ্যা পাই না খুঁজে।

Don’t do this to me.

সত্যিই কান্না পাচ্ছে। আমি এমন নই এমন নই এমন নই!

I’m already destroyed! আমাকে নতুন করে ভাঙার মতো আর কিছুই বাকি নেই।

ভিডিও কল দিয়ো না। আর শুনে রাখো, আমি তোমাকে ভাঙতেও চাই না, গড়তেও চাই না। আমি যেরকম, সেটাই দেখাই।

I’m sorry.

আমার প্রতি তোমার কোনো ফিলিংই কাজ করে না। আমিই বিরক্ত করি। আমি সরি।

একদমই না।

সামনে থাকলে হাতজোড় করে ক্ষমা চাইতাম।

তুমি তো পাত্তাই দাও না আমাকে।

ভয় লাগে, নিজেকে। তাই দূরে থাকি। কিন্তু পারি না।

আমি হাতজোড় করে বলছি।

তুমি নক করলে পাগলের মতো লাগে। এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে।

মেসেজ সিনও কর না।

আমি বাজে। আমি নিচ।

এভাবে বোলো না।

আমি শুধুই জৈবিক চাহিদায় তাড়িত মানুষ।

পাগল ছেলে!

আমি লয়াল না। আমি স্ত্রীকে ঠকাচ্ছি। আমি খারাপ।

I don’t judge loyalty. আমরা সবাইই কাউকে না কাউকে ঠকাচ্ছি। পৃথিবীতে বাঁচতে হলে ঠকিয়ে বাঁচতে হয়। Last request. Talk to me.

৩ সেপ্টেম্বরের পর থেকে আমি তোমার প্রতি আরও রুড হয়ে গেছি। এর কোনো ব্যাখ্যা আমি জানি না।

দেখতে পাচ্ছি।

আমি জানি না, আমি তোমার মধ্যে কী দেখেছি। আমি সত্যিই পাগলের মতো করে তোমাকে ভাবি সারাদিন, সারাক্ষণ। আমি ভুল করছি। আমি তোমার যোগ্য না। আমি দূরে সরে যাবো। আমাকে ক্ষমা করে দিয়ো।

কথা বলবে? আমি বাবার বাড়িতে এসেছি। অন্য কোনোদিন চাইলেও কথা বলতে পারবো না।

বলেছি, বলবো না। আমার কান্না পাচ্ছে।

ওকে।

নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে। ওকে।

You insult me again!

যা ইচ্ছা ভেবে যাচ্ছ!

I said it was my last request.

ভাবো! আরো ভাবো! লাস্ট তো বটেই! এটা ওয়ানসাইডেড লাভ। লাস্ট হলেই ভাল। শেষ হয়ে গেলেই মঙ্গল। আমি জানি।

বাজে বোকো না।

আমাকে বুঝিয়ে বলতে হবে না।

আমি নিজেকে বোঝাচ্ছি। কিছু বলবে না? আমি জানতাম তুমি চলে যাবে। এভাবে কষ্ট না দিয়ে গেলেও চলত।

…………………………………………

অনেক ধৈর্য ধরে পড়ার চেষ্টা করলাম। বাট সরি, শেষ পর্যন্ত পড়তে পারিনি। প্রেমিকা চলে যাওয়া পর্যন্ত পড়তে পেরেছি। প্রেমিকও পালায়, শুধু প্রেমিক পালায় না।

হুম।

দুপুরে খেয়েছ?

হ্যাঁ। এখন মিষ্টি আর নিমকি খাচ্ছি। আর লিখছি।

ভাল। খাও আর লিখ। লেখাটা ভাল হয়েছে। তাড়াতাড়ি পুরোটা শেষ করে দাও তো! পুরোটা একেবারে পড়তে চাই।

আচ্ছা, ঠিক আছে।

কী করছ?

লিখি।

OK.

KO.

পাজি ছেলে। যাও, লিখো। Eagerly waiting……..আমি মেসেজ দিয়েছি ৮টার দিকে, তুমি সেটা দেখেছো ৩টার দিকে! এই যদি হয় তোমার ভালোবাসা, যা হলো কেবলই ইচ্ছে করে দূরে সরিয়ে রাখা, তবে তা-ই হোক। জয় হোক তোমার ভালোবাসার।

তুমি কি জানো, তোমাকে খ্যাপানো সহজ? অনলি মেসেজ সিন করে রিপ্লাই না করলেই বাবুটা খেপে যায়! ……….হিহিহিহি আমি কিন্তু খেপছি না।

নিজের অ্যাসাম্পশনকে আরেকজনের রিয়েলিটি হিসেবে ধরে নেয়া ঠিক না। এটা তোমার অ্যাসাম্পশন যে আমি খেপে যাই।

সেটাই তো!! ঠিক না ঠিক না!! একদমই ঠিক না!!

তোমার স্ট্যাটাস পড়ে সাথেসাথেই চেক করলাম আমারও মেসেজ ব্লক করলে কি না! মেয়ে পটানোর অসীম ক্ষমতা নিয়ে জন্মেছ, তাই না?

বাল!

হ্যাঁ, বালই!

ভাল হইসে!

ভালই তো হবে! খারাপ কেন হবে? মেয়ে পটাতে তো ভালই লাগবে!

সেটাই!

এই জন্যই দূরে থাকতে চাই। কখন আবার আমাকে পটায়ে ফেলবে! তারপর দূরে চলে যাবে!…….বাল একটা! মেসেজ দেখেও না! গেলাম। বাই!

ওকে, বাই!

এবার কাকে পটাইসো, সেইটা বলো।

আমি ওটা করি না।

বালের কথা বইলো না। এমন কর ক্যান? বললে কী হয়? ওই ফাজিল! আচ্ছা, বুঝসি! এনজয় ইয়োর টাইম! টা টা।

সত্যিই আমি কমেন্টের রিপ্লাই করছিলাম।

দেখছি তো সবই!

ভুল বুঝ খালি!

লাইকও দিচ্ছি তোমার কমেন্টে! ভুল কেন বুঝবো? শেষের কবিতার কমেন্টটা পড়ো! আমি তো কমেন্ট করি না, নাহলে কিছু একটা লিখতাম!

হাহাহাহা

তুমি মেয়ে পটাতে থাকো। আমি গেলাম!

শুভ সকাল।

শুভ দুপুর।

আমার একটা প্রিয় কবিতা দিই। পড়ো, কেমন?

you finally arrive

at the Sunday where clouds moor

rest, just like a lie

make sure no one’s watching

it’s performing on a keyboard

days white and nights black

performing tomorrow

that chain of happiness

the dead broke free of shadow

and locked up the sky

ছিঃ দুপুর! আমি তোমার সাথে একটা পার্সোনাল সিক্রেট শেয়ার করেছি। ভেবেছিলাম তোমাকে এটা বলা যায়। তুমি বোঝার মতো মানুষ! এভাবে মক করতে পারলে? কারো ইমোশন নিয়ে মক কোরো না। You don’t know how deep it cuts!

বুঝলাম না। বিস্তারিত বলো।

বুঝতে হবে না।

আমি বলছি, বলো।

তোমার মতো বড়ো মাপের লেখকের কাছ থেকে এটা আশা করিনি। খুব কষ্ট পেয়েছি।

অনর্থক কাউকে ব্লেইম করার মানুষ তুমি নও। বলো।

ব্লেইম করছি না। দোষ আমারও ছিল। I don’t like blame game.

সরাসরি বলো।

Instead I take the blame on me.

ঘুরিয়ে বললে বুঝি না।

It’s OK. ঘুরিয়ে বলছি না। Just shocked! প্রচণ্ড রকমের ধাক্কা খেয়েছি! Anyway,I’m sorry.

বাজে কথা না বলে ফোন ধরো, প্লিজ।

আমার কথা বাজেই! নিজের উপরই রাগ লাগছে।

আমি বলছিই তো, ব্যাপারটা ক্লিয়ারলি বলো। আমি আসলেই বুঝতে পারছি না।

It’s OK. I’m not even blaming you. It was my fault. I shouldn’t have said what I did.

আমি এখনও বুঝিনি। ভুল বুঝে, ভুল জেনে, কাউকে দোষ দিও না। ওটা বাচ্চারা করে।

আমি দোষ দিচ্ছি না। বললামই তো দোষ আমার।

কিন্তু ভুল বুঝছ। এটা ঠিক না।

হতে পারে। তোমরা লেখকরা সবসময়ই ঠিক!

সরাসরি কথা বলতে পারার মতো সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছে। তুমি বলো।

আমরা সাধারণ মানুষরাই ভুল। আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিলো, আমি সেটা বিশ্বাস করতাম। এইজন্যই বলেছিলাম।

এই মেয়ে! সরাসরি বলো কী হয়েছে। আমি এমনকিছু করিনি, যাতে তুমি ওসব বলতে পারো। আমি কনফিডেন্ট। এখন বলো।

I know you are confident.

এখন বলো।

বাদ দাও। মানুষ ভুল থেকেই শেখে। আমিও শিখছি।

ফোন ধরো।

ওর কাছ থেকেও শিখেছিলাম। না, ধরবো না।

তাহলে বলো, কী হয়েছে। আমি আমার লেখার দিব্যি দিয়ে বলছি, সত্যিই বুঝতে পারছি না, কী হয়েছে।

দিব্যি দিতে হবে না। তোমার লেখার জন্যই তোমার প্রতি রেস্পেক্ট আসে।

ওকে, ভুলবোঝা নিয়েই থাকো। যদি আমাকে বিশ্বাস করে থাক, আবারও বলছি, ভুল বুঝছ।

বললাম তো হতে পারে ভুলই! তোমরাই সবসময় ঠিক! স্ক্রিনশট দিলাম। দেখো। তোমার এ কথাটাতে অনেক কষ্ট পেয়েছি।

চোখের পানি ধরে রাখতে পারিনি।

আই সি! হাহাহাহাহা

জানি, ভুল করেছিলাম।

এই মেয়ে! তুই আসলেই একটা কিউট বাচ্চা!

যে ভুলের মাশুল এখনো দিচ্ছি।

এটা লেখার সময় তোমার কথা মাথাই আসেনি!

জীবনে কখনো আর ভালোবাসা বলতে কিছু বুঝিনি। বুঝবোও না। হতে পারে আমি ভুল।

এদিকে আয়, আদর করে দিই!

তুমি হয়তো আমার কথা মাথায় রেখে লিখনি, কিন্তু আমার অনেক খারাপ লেগেছে।

সত্যিই তুমি মাথায় ছিলে না।

অনেক বেশি কষ্ট পেয়েছি। ও চলে যাওয়ার পরে নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিলাম কখনো কাঁদবো না। কিন্তু তুমি চোখে পানি এনে দিয়েছো। কতটা কষ্ট হয়েছে কান্না গিলে ফেলতে জানো?

এই বোকা! খেয়েছিস দুপুরে? খেয়ে নে। মন ঠাণ্ডা হলে একটু কথা বলিস ফোনে, সোনা।

কথা বলতে চাচ্ছি না। কারণ কথা বলতে গেলে কান্না আটকাতে পারবো না। কিন্তু প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। প্রতিটা মুহূর্তে কান্না গিলছি। I am tired now…………I’m sorry. মেবি আমি একটু বেশিই রিঅ্যাক্ট করি। আসলে কী জানো, কষ্ট পেতেপেতে এমন হয়ে গেছি। সরি।

বাবু, ভাত খাইসো?

উঁহু।

কেন?

এমনি। তুমি?

খেয়ে নাও। এরপর কথা বলো। আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি থাকবো। মাঝেমাঝে একটু রেগে যাই, সামলে নিয়ো, ওতেই হবে। আমি এমনিতে মানুষ খারাপ না।

বোকা। ফোন দিলে দাও।