আরেকটা উইয়ের ঘর/তিন

And I’m an idiot! তুমি করে বলতে পারেন। তারপর নিজে ভাবেন। চলবে কি না।

কী ভাববো?

চলে কি না, বললেন। সেটাই ভাববেন।

কোনটা হলে চলে কি না?

ওই যে বললাম, I’m an idiot……..an emotional fool!

Same here!

You are not an idiot, for sure!

আপনার সাথে রুডলি কথা বলার একটা সিক্রেট রিজন আছে।

বলেন।

সেটা জিজ্ঞেস করবেন না, আমি বলবো না।

Lol

সরি।

ওকে। আমি আপনার চেয়ে ছোট। I insist তুমি করে বলেন।

আপনিও বলেন।

I’ll try. একটু টাইম লাগবে। You start.

I’ve always desired a lovely lady with emotion, idiocy, care, and……..

Do you even know my name? And? Direct talks………Please!

কী direct talks?

And কী?

আপনি রাগ করে ফেলেন, ফর্মাল হয়ে যান। আমার ভয় লাগে।

যাহ্‌ বোকা!

আমি আপনাকে হারাতে চাই না।

হারানোর মতো মানুষ না আমি। তবে আপনি হারিয়ে যাবেন। আমার কাছ থেকে অন্তত।

সময়ের সাথে সবাইই হারিয়ে যায়। আপনিও চলে যাবেন। এটাই সত্য।

I’ve started thinking about you, caring about your presence in inbox. আর আমি হারাবো? বেঁধে রাখতে পারবেন না?

বেঁধে রাখতে জানি না।

আচ্ছা, ঠিক আছে।

কী?

মানে, রাখা যায় না। আপনি বললেন, আমি শুনলাম।

‘যায় না’ বলিনি, ‘জানি না’ বলেছি। আর তাছাড়া, আপনারা থাকার মানুষ না।

‘আপনারা’ মানে?

কিছু দিনের জন্য আসবেন, আবার চলে যাবেন।

ওকে, আসবো না।

‘আপনারা’ মানে, পুরুষ মানুষ।

এত কনফিউশন নিয়ে ওসব হয় না।

পুরুষ তো আপনি, নাকি?

বাদ দিলাম।………….Huh, wanna check?

Hahaha

You don’t dare, I know!

You want me to check? Lol

Depends……..

Depends on what?

You must be busy with someone or something else. OK enjoy your time. Ta ta…..

I’m not busy. Shut up! Your net sucks!

I love sucking……… My net, na?

Lol……You bet!

Yap!

মেসেজ ডেলিভার্ডই হয় না!

আচ্ছা।

খালি টা টা দিয়ে দেন। Can you give me two minutes? একটা সিগারেট খেয়ে এসে নক দিই?

আমি পাশে থাকলে ভাল হতো। ওকে, আসুন।

You don’t smoke. পাশে থাকলে কী আর হতো? Wait, coming back!

তবুও……..তাকিয়ে থাকতাম আরকি! ওকে।

ধোঁয়া সহ্য হতো না। Now lemme go!

হতো। সহ্য করার অভ্যেস আছে।

ওকে। যেতে দিন এখন।

না দিলে?

প্লিজ!

দেবো না।

রিকোয়েস্ট করছি। এই দুপুর বাবু, একটু ছাড়ুন!

What about if I suggest a deep lipkiss instead of some puffs to get recharged?

ভিজতে চাই না।

It was rude! ওকে, আপনি আসুন!

Lol……Did I hurt? OK, thanks! Coming back………

Sorry. Bye.

Coming back? রাগ?

আমার রাগ আছে, কিন্তু সেটা আপনার সাথে হওয়ার কথা নয়, তাই নিজেকে বোকাবোকা লাগছে।

এই যে! এত রাগলে চলে? কই আমার মন খারাপ আর আপনি রাগ করে আছেন!

মন খারাপ কেন? সেটা বলুন!

তেমন কিছু না। আপনি আগে ‘তুমি’ করে বলুন।

আপনি শুরু করুন। হয়ে যাবে।

আপনি বড়ো। আপনি শুরু করুন!………..Busy you!

আপনি করুন না!

মানুষের মেসেজ দেখারও টাইম নাই!

আমার ভাল লাগবে।

আচ্ছা, বলো। চলেই তো যাও সবসময়ই!

শুনছি………

ডাকবো কাকে?

বলো…….

তুমি বলো।

ধরে রাখতে চাও না, কিছু একটা বললাম অনেক আবেগ দিয়ে, ওটা বুঝতেও চাইলে না, আমার স্পেস তোমার মধ্যে আদৌ কতটুকুই-বা আছে?

ভয় হয় কেন, জানো? তুমিই বলেছ, তুমি men will be men টাইপ।

In case of…….basic instincts only.

আমার মধ্যে তুমি না থাকলে কথা কেন বলছি? হাঁদারাম!

একটা সেলফি দাও, তোমাকে দেখি।

এই রাতে সেলফি?

হুঁ।

উহুঁ।…….হারিয়ে গেলে? এত তাড়াতাড়ি হারাবে, বুঝিনি।

কীরকম? হারাবো মানে?

চলে গেলে, তাই বললাম। তুমি বিজি।

না, সোনা, আমি আছি।

সোনা!

আদর করে বলেছি।

বুঝতে পেরেছি।

আমি দুটো নামে ডাকতে পছন্দ করি।

কী কী?

বাবু আর সোনা……..

বাহ্‌!

বাবুই ডেকেছি একজনকে। এইতো!

বাবুই?

হুঁ। বাবুই পাখি। সেদিনের লেখাটা পড়নি?

তোমার আর আমার মধ্যে মিল আছে, দেখছি।

কীসের? কমপ্লিকেটেড রিলেশনশিপের?

তোমার সব লেখা পড়া হয়নি এখনো। তবে হ্যাঁ, ওই বাবুই পাখি লেখাটা পড়েছি। আচ্ছা, একটা কথা বলোতো?

গত দুইদিন আগের লেখা। হ্যাঁ, বলো।

তোমার গল্পের মেয়েদের যতোটা কষ্ট দাও, তোমার জীবনের মেয়েদেরও কি অতোটা কষ্টই দাও?

আরে নাহ্‌!

Lol

অনেক ভালোবাসি, আদর করি। হাহাহাহা

বাহ্‌!

আমি অনেক কেয়ারিং।

সে তো বুঝতেই পারছি।

নরোম…..

আদুরে…..প্লিজ কন্টিনিউ।

না, আমি কি আদুরে নাকি বাঁদুরে, সেটা তোমার তো বোঝার কথা নয়!

আদর পেতেও চাও, না?

খুব বেশিই!

আমার কেন বোঝার কথা না?

তোমার সাথে আমি ওরকম করে কোনো কথা বলিনি।

তা ঠিক। শুধুই রাগ কর।

রাগ করলে আদর করে রাগ ভাঙাও নাতো!

এখনো আদর করার মতো রিলেশন হয়নি তো! তুমি তো আমাকে খালি বকাই দাও!

ঠিক আছে।

কী ঠিক আছে?

তোমাকে যে কতোটা পছন্দ করে ফেলেছি, সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই।

নিজেই তো বারবার টা টা বাই বাই দিয়ে দাও!

ওটা অভিমান থেকে।

এতটা পছন্দ তো তুমি আমায় কর না যে অতোটা তীব্র অভিমান হবে!

বোঝো না?

অভিমান আমি করতে পারি না, দুপুর?

পারো, কিন্তু কর না।

তুমি তো আমার রাগ ভাঙাও না।

তুমি আমার সাথে অনেক ফর্মাল, অতোটা ফর্মাল রিলেশনে অভিমান থাকে না।

ফর্মাল থাকি, কারণ আমি ভয় পাই।

ঠিক আছে, থাকো ওরকমই!

কবে যে এর চেয়ে বেশি রাগ করে ফেল, আর আমাকে ব্লক করে দাও! আমি রুডনেস নিতে পারি না। বিজি বস………যাও, আর জ্বালাবো না!

এত আদর করি, একটু বকা নিতে পারবে না?

না।

না কী?

বকা নিবো না, আর তোমাকে জ্বালাবোও না।

নিতে হবে। জ্বালাবে না আর? আচ্ছা, ঠিক আছে।

আমি কিন্তু এখন কান্না করে দিবো! বেশি বকা দিয়ো না!………..You are gone!

আছি। দেখছি চুপচাপ।

নেই তুমি। দেখছও না। মেসেজ ডেলিভার্ড হচ্ছে, কিন্তু তুমি দেখছ না।

নেট ঝামেলা করছে।

হুম।

রাগ করলে হবে না।

রাগ না করলে রাগ ভাঙাবে কীভাবে?

আদর করবো অনেক!

ইসসস্‌! ঘুমাবে কখন?

ঠিক নেই।

একটু টাইম দাও আমাকে।

কালকে কখন দেখা করবে? কয়টায়? কোথায়?

আসছি, এক মিনিট।

হিসু করবে? হাহাহাহা

আরে নাহ্‌ বোকা! সিগারেট ধরালাম।

OK be with your cigarettes. আমি যাচ্ছি।

চলে যাচ্ছ?

অতো সিগারেট খেতে হয় না, বোকা!

কমে যাবে। সারাদিন খেতে পারি না, বোকা।

কথা দিচ্ছ তো?

কী কথা?

কমে যাবে……

কথা দিচ্ছি না। তবে কমানোর চেষ্টা করবো।

আচ্ছা।

You’re busy, Mr Mitra! Take your time, dear! I’ll be here.

এই কথাটা বারবার বলতে ভাল লাগে, না? ওকে, ঠিক আছে।

তুমি তো মেসেজ দেখছ না। বিজি না হলে আর কী?

দেখছি। ভুল বুঝো না।

আচ্ছা।

তুমি আমার টেক্সটের রিপ্লাই দাওনি।

ঠিক আছে, ভুল বুঝবো না। কোন টেক্সট?

লাগবে না।

বলো না!

ইচ্ছে হলে দেখে নাও। আর ইচ্ছে না হলে বাদ দাও।

Your last text says, “I won’t be.”

কালকে কখন দেখা করবে? কয়টায়? কোথায়?……..এটার উত্তর কই?

ওহ্‌! আমি জানাবো, বাবা! তুমি তো কাছেই আছো!

ওকে, মা!

শর্ট নোটিসে আসতে পারবে না?…………See, dear! Message delivered but not seen!

চেষ্টা করবো।

এমনি এমনি বলি না যে তুমি বিজি! ধানমন্ডি আসতে পারবে?

নেটে প্রবলেম করে।

ওকে। এবার বলো, ধানমন্ডি আসতে পারবে?

আসা যায়।

ওকে, আমি পরে জানাবো। রাত তো অনেক হলো।

কোন প্লেসে দেখা করবে?

ঘুমিয়ে যাও।

তুমিও ঘুমিয়ে পড়ো। শুভ রাত্রি।

আমি ঘুমাই না, ডিয়ার! কালকে সারারাত বসে তোমার লেখা পড়েছি।

ইসসস্‌!

কী ইসসস্‌? সত্যি বলতে আমি ভয় পাই না, বুঝলে?

ওই যে লেখা পড়লে, তাই ইসসস্‌!

পড়লামই তো!

আচ্ছা, ঠিক আছে।

তোমার লেখা ভাল হয়। কী ঠিক আছে?

আচ্ছা, আমি ঘুমিয়ে পড়বো।

ওকে।

শুভ রাত্রি। টা টা।

তোমাকেও!

………………………….

শুভ সকাল। এত আর্লি উঠে গেছো!

এই পচা, ঘুমাওনি?

জ্বি না, লক্ষ্মী ছেলে! ঘুমাতে যাওয়ার আগেই তোমাকে মেসেজ দিতে গিয়েছিলাম।

ঘুম নেই চোখে, না? আজকে দুপুরে দেখা করবে? কই দেখা করবে? আমাকে প্লেসটা জানাও।

রাস্তায় হাঁটতে পারবে?

ওটা একটু embarrassing……তোমার নিজেরই বিরক্ত লাগবে।

বিরক্ত লাগবে না। I like it!

অনেকেই চিনে আমাকে, ডিস্টার্ব করে রাস্তাঘাটে। সত্যিই খুবই বিরক্ত লাগে!

তা ঠিক। সেলিব্রিটি বলে কথা!

তার উপর পরিচিত জায়গায় হাঁটলে ব্যাপারটা আরো বিরক্তিকর!…….আমি নিষেধ করেছিলাম না আমাকে ওটা ডাকতে?

বুঝতে পারছি।

যাও, কথা নাই তোমার সাথে!

যা বলবে, শুনতে হবে নাকি? একটুও দুষ্টুমি করা যাবে না?

আমাদের দেশের পাবলিক এখনো অতোটা স্মার্ট না প্রাইভেসিকে রেস্পেক্ট করার মতো। অন্যজনের প্রাইভেসিকে সম্মান করতে জানতে হয়। সেটা জানার মতো ম্যাচুরিটি ম্যাঙ্গো পাবলিকের নেই।………না, বাবু, আমি সেটা বলিনি।

তুমি যেখানেই বসো, পাবলিক তোমাকে চিনবে।…….বুঝলে, বাবু? হাহাহাহা

তবুও একটু আইসোলেটেড রেস্টুরেন্ট কিংবা ভাল রেস্টুরেন্টে বেশি পাবলিক চিনবে না।

দাদাবাবু, আইসোলেটেড প্লেস কোথায় পাবো?

সরি, হঠাৎ বলে ফেলেছি সাবকন্সাশলি!

Don’t be sorry. I liked it.

So, choose a good private place. I’ll come there.

তুমি বলো।

উফফফ্‌ তুমি বলো!

উহুঁ, তুমি!

তুমি তুমি তুমি!

একদমই না। তুমি তুমি তুমি!

তুমি ঠিক করো, যেকোনো প্লেসে আমার প্রবলেম নাই।

And the sucker is here……..your net!……..Keeps me waiting! I hate your net!

বললাম তো!

কী?

তুমি ঠিক করো, যেকোনো প্লেসে আমার প্রবলেম নাই। আফটার লাঞ্চ। আমাকে জানাও, বাবা!

I really wonder how do you use your net! প্লেস বুঝতে পারছি না coz I usually don’t go anywhere.

তাহলে? আমিও তো বুঝতে পারছি না।

That’s why I prefer to have a walk. Let it be. খ্যাতির বিড়ম্বনা!

নাহ্‌, ঢাকায় হাঁটার জায়গা কম……Judgmental people are all around!

তা ঠিক। কী করা যায়, বলোতো?

একটা রেস্টুরেন্ট ঠিক করো…… Or any other plan?

Other plan?

তুমি বলো।

জানি না, বাবা! বললাম তো, আমি usually যাই না।

ট্রাই করো, আম্মা!

ট্রাইটা তুমি কেন করছ না?

আমি করেছি এবং ফেইল করেছি।

Can you talk? তাহলে কল দিই।

এখন না।

ওকে।

আমি ওয়াশরুমে।

Lol ফোন রাখো!

আচ্ছা, ঠিক আছে।

ফ্রি হয়ে নক দিয়ো। টা টা।

আচ্ছা।

আমি ধানমন্ডি যাচ্ছি। পারলে এসো।

ওখানে কি কাজ আছে তোমার? আমি দুপুরের পর দেখা করতে চাইছি।

একটু কাজ আছে যে! বাসায় এসে বের হওয়াটা একটু প্রবলেম!

আগে তো বলনি।

Have to face thousands of questions……..And I don’t lie.

তাহলে?

আমি নিজেই জানতাম না যে আমাকে এই সময়ে বের হতে হবে।

ওকে।

সারারাত ঘুমাইনি। Totally exhausted! মাত্র কল আসলো যে যেতে হবে! It’s OK! Try to make it.

অফিশিয়াল কিছু?

If it’s possible……..Otherwise, next time…….হ্যাঁ, অফিশিয়াল।

Not fair. OK.

তুমি তো বলনি যে সকালে পারবে না।

কখন ফ্রি তাহলে?

আগেই বলেছিলাম।

আমি বলেছি লাঞ্চের পর। শর্ট নোটিসে আসতে পারবে কি না, তাও জিজ্ঞেস করেছি। তুমি আজকে বলেছ। আমি কালকেই জিজ্ঞেস করেছিলাম।

I’m just an option, dear. Thank you for making me understand. Stay fine.

কী বল এসব? মাথাটা কি নষ্ট? পাগলামো কোরো না, দুপুর। আমি নিজেই ডুবেযাওয়া মানুষ। তুমি ডুবতে গেলে টেনে তুলতে পারব না।

………………………………………….

So, you are not gonna call? OK.

মন খারাপ করেছি। নো ওকে।

আমিও। ভাল থেকো। অভিমানও করবো না, জ্বালাবোও না।

যা ইচ্ছা করো গিয়ে, যাও! Do you know what trust is? আমি কথা বলেই যাচ্ছিলাম, I took it for granted that you can’t disconnect the call………This is trust.

And, I thought you are gonna call, this is trust too!

OK.

I’m sorry. I should haven’t expected.

I’m sorry, I should haven’t expected either.

Hmm

I told you many offensive things. I’m sorry for everything.

Nothing offensive. I started liking those.

আমি অনেক ফিল করে বলি ওসব। আর বলবো না। চলে গেলে না বলেই? OK fine.

তোমার যা ইচ্ছা, করো। আমি যাইনি।

ওকে।

চলে যাওয়া তোমার কাজ।

আমাকে চলে যেতে instigate করা তোমার কাজ।

যে যাওয়ার, সে এমনিই যায়। I thought we have one more hour to talk.

আমার খুব কষ্ট লেগেছে। নিজেকে বোকা মনে হয়েছে।

আমারও।

আমি কথা বলে যাচ্ছিলাম, বাবু!

মনে হয়েছে, why the fuck did I expect?

তোমার কষ্ট লাগার কিছু হয়নি।

ওকে, দোষ আমার।

আমি তো ওরকম কপি করেকরে কথা বলছিলাম আদর করে। আর তুমি কী করলে?

আমিও দুষ্টুমি করেই লাইনটা কেটেছি।

তুমি এক্সপেক্ট করনি, আমি করেছি। I thought you’d be my doll.

আর ইডিয়টের মতো এক্সপেক্ট করেছি যে you’d call back!

তোমাকে ছেড়ে আসতে ইচ্ছে করছিলো না।

আর কিছু?

কিন্তু ইচ্ছের বিরুদ্ধে আসতে হয়েছে।

You can be so rude!

OK you don’t have to mock at my emotions.

Yeah, right!

Just please don’t! Don’t pity upon me, ma’am!

I’m not. Maybe you did.

I’m strong enough.

But dear Mr Mitra, I’m already broken!

No no! You’re not!

I am!

You feel no attachment, no bondage!

You don’t know!

That’s why you’ve no problem to let me go!

I don’t feel coz I don’t have it left in me, Mr Mitra!

You don’t insist, do you?

I can insist you to stay only upto that limit when it’s not an insult for me to beg you!

You don’t have it left? Ohh you’re using me as a transit for soothing your heart for your previous break up! It’s humiliating!

Shut up! I don’t use people!

I’m not using your company for fucking anything!

And I’m begging you if you really think I’m using you, PLEASE don’t talk to me!

I’m with you as I need you…….You’ve become a part of my life…..Already!

I don’t use people or emotion.

OK, I won’t talk to you anymore. See, you let me go.

No one really needs anyone, Dupur!

You’ve no problem to let me go. You really don’t care! It’s OK.

I told you I really don’t force.

Who am I to you to care for? Just nothing. Just a nobody.

Right. ভুল বুঝলে।

Don’t force. I’m leaving.

Don’t leave. I can only insist, Dupur!

I’ll be a wellwisher to you till my last breath. Stay blessed. Let me confess you something…..

See! I told you yesterday that you are gonna leave!

You’re always in a ‘No problem if you leave’ mood. It hurts!

And you directly call for a ta ta bye bye…….

Don’t be that much fucking formal to me!

Wasn’t that hurting?

You just have no idea about how formal I can be!

Don’t threaten me, please! And, you made me formal.

I’ve decided to shake off all my ego with you.

I didn’t want to be……..You wanted to confess……what?

Message delivered……….And, you don’t have time to have a look! Great!

I’m threatening you?? Fine. ভুলটাই বুঝতে পারো ভাল!

ঝগড়া কোরো না। I don’t like fighting.

একশোবার করবো।…………ওকে, করবো না।

পারলে ফ্লাই করার আগে কল দিয়ো। Then I’ll go home. Waiting…….

I’m fallen, dear!

Don’t be!

OK.

Thanks. Now switch off the phone, idiot!

I won’t!

Do it!

Don’t switch off your emotions, idiot!

It’s not safe, dear!

Let me be unsafe.

To be honest, I don’t want to be emotionally attached. Being very honest to you. I don’t like to keep things in darkness.

OK, then take your time. And, be away.

Forever will not be enough.

I’m being attached. I’m afraid.

Don’t get attached. We hardly know each other. It’s been only three days, Dupur!

We’ll. OK I’m not sorry. Let’s take time.

For? আচ্ছা, please switch off your phone! We can talk later too.

For being a bit sure.

I’m not going anywhere.

আমি switch off করি না। কখনোই করি না।

It’s not safe. You should.

You’ll leave, I know.

I won’t.

You’ll.

But eventually you will. Mark my words!

I’m not handsome. I’m not smart.

I’m not beautiful. I’m not hot.

You’re irresistible!

I don’t intend to be though. Now that’s something funny.

No one is hot.

Stop!

Situation makes it.

Right. Is it safe? You are still talking!

Seemingly hot people are hardly really hot. Trust me. It’s true.

Let it be.

As there’s network………

But still……..শান্ত হয়ে বসো।

I feel restless.

Don’t be.

Can you understand it?

I can sense…….but I don’t want you to be.

OK.

It will lead us to nowhere!

OK.

Thanks! তুমি বোঝো!

Your reluctance…….

বোকা!

I’m.

I’m sure you are not!

And, I’m happy with my stupidity! বেশি চালাক কেন হবো?

আমি এমন কেউ না, দুপুর!

Plane takes off……

OK. have a safe flight……..and miss me!

Maybe the network will be OFF………

………………………………………………………………………

Just landed. Got network.

Go home. Stay safe.

Missing you…..Don’t tell me you miss as well.

I did.

No, you didn’t.

Don’t believe me.

OK.

Where are you?

@ bus.

Busy?

No.

Dumbo! Why so rude?

Hahaha……..You’re dumb! Huh!

Yeah………laugh at me! I know I am! Sorry! Can’t talk!

কেন?

People around……

OK.

কী হল? We can chat if you want.

Feel like hearing your voice. I’ve an addiction to voice.

Awww…….My voice sucks!

OK chat…..I love your voice.

Lol……Thanks.

Stupid!

Sorry…….Lots of people around……All talking to me.

আচ্ছা, ঠিক আছে।

বলো।

Enjoy your time……বলবো না।

বলো।

তোমার সাথে চ্যাট করার জন্য আমার ওয়াইফের ফোন পর্যন্ত রিসিভ করিনি। কারণ বাসায় যাওয়ার পর তোমাকে আর পাবো না।

কথা বলো ওর সাথে। It’s her birthday today. Please.

না। OK fine…….আমি আর জ্বালাবো না তোমাকে।

এমন কোরো না, বোকা।

ওকে ওকে।

Thanks. Now talk.

বলবো না।

কেন?

তোমার সাথেও কথা বলবো না। বাই।

বলো। পাগল!

বলবো না।

Sure? I can go and disappear.

OK.

চলে যাবো?

OK.

ভাল থাকো। ইচ্ছা হলে কথা বোলো।

যত্তসব! Bye forever!!

Lol……এমনিতেই কিছুক্ষণ পর আর কথা হবে না। এই অল্প সময়টুকু ঝগড়া করে কাটাবে?

তুমি একটা শয়তান, টিকটিকি, ইঁদুর, তেলাপোকা।

আর তুমি একটা বোকা! হাঁদারাম! কল করতে পারো।

তুমি একটা পোকা।

আচ্ছা, মানলাম।

মাথায় ঢুকে কুটকুট করছ, বের হচ্ছই না।

কল কি করবেন?

‘করবেন’?

জ্বি। করবেন?

আপনার সাথে কথা বলতে?

বাবু মশাইয়ের তো বড্ড রাগ! বের হয়ে যেতে হবে, বাবা! এখন বলো, কী কনফেস করতে চেয়েছিলে?

আরো পরে।

বলো, প্লিজ!

You still don’t believe me.

I do. Now say! Waiting……

না, কর না। আমি বুঝি।

বলো। Say, Dupur! I’ve to go!

আচ্ছা, মায়ের বাসায় যাও।

Say it. I’m waiting………..I was waiting……Anyway……..I can insist only. গেলাম। টা টা। ভাল থেকো।

ফোন এসেছিলো।

শুধু চলে যায় পচাটা।

থাকতে তো দাও না!

আমাকে ব্লক করে দাও।

You can do that if you want. তোমার ব্লকলিস্ট লম্বা, আমারটা না।

আমার সবকিছুই লম্বা। আমি করবো না।