একটা মাত্র স্বভাব

 
আমার কাছে, সবটা তোমার…তুমিই শুধু!


তোমার মাথাটা যেমন তুমি,
তোমার পা-টাও তেমনি তুমি।
তোমার ঠোঁটটা যেমন তুমি,
তোমার পায়ের পাতাও ঠিক তুমি।


আমার তোমার চাই সবটাই!
তোমার আঙুল যেমন চাই,
তোমার নখগুলোও তা-ই!
তোমার কপালটা যেমন চাই,
তোমার ঘাড়টাও তা-ই!


তোমার বুকটা শুধুই আমার,
তোমার পিঠটা…তবে কার?
তোমার গালটা যেমন লাগে,
তোমার ভুঁড়িটাও…তেমনই থাকে!


তোমার নাকের কাছে এসে,
যেমনি নাকটা জড়াই ঘষে,
তোমার পায়ের পাতায় কপাল,
আমি তেমনিই মাখি হেসে।


আমার তোমারই সবটার অভাব,
তুমিই আমার একটা মাত্র স্বভাব!