এক দুপুরের বাঁকে রাত্রি

 
বেইলি রোডের সেই দুপুরে
হাতটা ধরার ছলে ধরেছিলে মন,
মাস পেরোল, ঘুরল বছরও,
ভুলোমনটা তবু ভোলেনি সে ক্ষণ!


আহা, চোখে চোখটা রেখে
চোখের ভাষায় ডুবেছি দুজন!
এত বছরেও হয়নি জানা,
ভুল কি ছিল…সে আয়োজন?


যে ঠোঁটে ঠোঁট রেখে হয়নি লেখা
আমাদের ভালোবাসার সে গল্পটা,
ভুল করেও রেখো না আমায়
সে ঠোঁটের কোথাও অল্পটা!


তোমার চোখে ডুবিয়েছি চোখ,
করেছিলাম বুঝি পাপ,
সে পাপে হায় ভুলতে পারিনি
সে চোখেরই উত্তাপ!


দোষ কী আমার, তুমিই বলো?
ভালোবেসেছি, তাই হয়েছি নিজেই খুন!
তোমার চোখে পেয়েছি স্বর্গের সুখ,
এ চোখে তবু পেলে না কিছুই গুণ?


আমায় না বুঝো, কোনও ক্ষতি নেই।
না বাসো ভালো, আফসোস নেই।
শুধু বলি শোনো, যদি ফিরেও আসো,
বলবই না আর…ভালোবাসি!


কেন টেক্সট দেখোনি, ফোন করোনি, খোঁজ নাওনি কেমন আছি,
সেদিন এসব হিসেব চাইব না আর একটু করেও!
আমায় কষ্ট দিলে কষ্ট খাব,
তবু বলবই তো না…কেন অহেতুক কষ্ট দিলে?


দিচ্ছ যখন সরিয়ে দূরে,
কাছে আসব না আর ভুলও করে!
ভালো থেকো তুমি নিজের মতো,
ভালোবাসায় আর বাঁধব না তো!