কথা ফুরানোর নেপথ্যে

আমার এখন কথা ফুরিয়ে গেছে, প্রিয়!
যেদিন থেকে তোমায় আমার ভালোবাসার দরদামটা করতে দেখেছি,
সেদিন থেকেই আমার তোমায় বলবার মতো সমস্ত কথাই
একনিমিষেই ফুরিয়ে গেছে!


আমার এখন কথা ফুরিয়ে গেছে, প্রিয়!
যেদিন থেকে তোমায় তোমার স্বার্থসাধনার প্রক্রিয়াজাতকরণে
আমি সহজলভ্য কি না, তার বিশ্লেষণটা করতে দেখেছি,
সেদিন থেকে তোমায় বলবার মতো সমস্ত কথাই
আমার ফুরিয়ে গেছে একমুহূর্তেই!


আমার এখন কথা ফুরিয়ে গেছে, প্রিয়!
যেদিন থেকে তোমায় আমায় তোমার নাট্যমঞ্চে
এক চঞ্চলমনের নায়িকা হিসেবে ভাবতে দেখেছি,
সেদিন থেকে তোমায় বলতে-চাওয়া যত কথা ছিল,
এক এক করে সবটাই তার ফুরিয়ে গেছে!


আমার এখন কথা ফুরিয়ে গেছে, প্রিয়!
যেদিন থেকে তোমায় আমায় নিয়ে
শুধুই খেলার পুতুল ভেবেই খেলতে দেখেছি,
সেদিন থেকে তোমায় বলতে না-পারা প্রতিটি কথাই,
তোমায় না-বলাই থেকে যাবে বলেই ফুরিয়ে গেছে!


আমার এখন কথা ফুরিয়ে গেছে, প্রিয়!
যেদিন থেকে তোমায় আমায় শুধুই ভেঙেচুরে,
অন্ধআনুগত্যে, নিজেকে দেবতারূপে---পুজোর পূজারিণী করতে নয়,
বরং তোমার নিজস্ব ঘৃণ্যতম দাসত্বপ্রথার একমাত্র স্বাক্ষরিত দাসীরূপেই পেতে চাইতে দেখেছি,
...সেদিন থেকে, হ্যাঁ গো প্রিয়, ঠিক সেদিন থেকেই
অবোধের মতো তোমায় বলতে-চাওয়া আমার সমস্ত কথাই
পরবর্তী পলকটা ফেলবার আগেই…কেমন করে জানি ফুরিয়েই গেছে!