কাঁটায় গোলাপ

 
বিচ্ছেদ কি আর মিলন ঘটায় বরাবরই?
যে আঘাত দূরে সরায়, সারে বলো তা কোন সে দাওয়ায়?
সূর্যের সাথে কী অভিমানে যে ফুল মরেছে, সে কি আর হাসে কখনো?
একবার যা ঝরেছে, শেকড়ের সাথে তো তার জন্মের আড়ি!
যে গাছের উপড়েছে গোড়া, সে গাছ আর বাড়ে কীকরে?


দূরত্ব কিছু কমলে বাড়ে না, দূরত্ব কিছু বাড়লে কমে না।
ক্ষত চলে যায়, তবু দাগ থেকে যায়,
দাগ মানেই তো মানুষের ছায়া---যে মানুষটা আঘাত করেছিল।
সে কাঁটায় কখনো ঝরে না রক্ত কোনো প্রজাপতির,
যে কাঁটায় গোলাপ থাকে।
কাঁটার গাছে থাকলে গোলাপ, কাঁটাও বড়ো আদর লাগে!