কুহকিনী সমাচার

তুমি যদি ও গো করিতে পারো
এইরূপ সর্বত্রই বিরাজ,
যেথা যেথা মোর মিনতিরাজির সতত বসবাস!
তবে এই রুদ্রমূর্তি, করিবে না আরও অধিক আগ্রাসন,
রচিবে না তব হৃদিপটভূমি
রণলীলা নব প্রেমকাননে!


মাড়াইয়া পদতলে, পর্বতসম দম্ভাবরণ
কম্পিত হৃদয়ে, ভেজা দুইনয়ন
যেন রচিবে তাহার আত্মবিস্মৃতিকথন!


নামিবে যবে ঘোর অমানিশা,
চিত্তজুড়ে মোর কেবলই
কুহকিনী সমাচার...
ওহে, এক্ষণে তবে
উঠিবে শশী, বিস্তীর্ণ গগনে
সাজিবে তারকারাজি,
কাননবনে বাজিবে তব
সুরলহরী!


খুলিবে রুদ্ধদ্বার...
নিদ্রালু দেহ মোর, ঘর্মাক্ত লোচন
শীতন ওষ্ঠযুগল তব মাতাইবে আখর!
ও গো, তুমি যে...
মোর মহানিশাঘোর!