ঘৃণার পাঠ

কে তুমি, আমাকেই আমার সীমানা শেখাও?
কে তুমি, আমায় পেছন থেকে টেনে ধরো ছুতোর ভয়ে?




পাখির জীবন পেয়েছি আমিও,
উড়তে গেলে আমায় উড়তে হবে সীমানাটুকুর ভেতরে থেকেই,---
এ পাঠ কেন আমায় পড়াও?




তোমার শাড়ির আঁচল মাটিতে লুটায়,
সে নাহয় লুটায় লুটাক,
আমি যে চাই না ওড়নাটাও!




কে তুমি, জ্ঞানের নামে ঘৃণার পাঠটিই শেখাতে আসো?