চল মন, ঘরে ফিরবি

 এইখানে থাক! যাস না এখন!
পিপাসা পেলে জল চিবোবি
এখান থেকেই! বল না রে মন,
ওদিক কেন যাবিই যাবি?
 
এখন তো সে ব্যস্ত কাজে,
বলছি রে শোন, নয় কথা বাজে,
এবেলা সে হারিয়েই গেছে কাজের ভিড়ে,
থাক না রে মন, আঁকড়ে কুটো নিজের নীড়ে!
 
ওইদিকে তোর যাওয়াই বারণ!
ঢেউ উঠছে স্রোতের টানে?
নিজের মাঝেই আছড়ে নাহয়
একটু সয়ে বাঁচ না রে মন!
 
জাপটে ধরে নিজেরই শরীর
আকাশ থেকে নীলটাকে নে,
পুরনো গায়ে রাঙিয়ে আকাশ
অভিমানটা ধর না টেনে!
 
মন রে তুই বুঝে নিতে শিখ,
লোকের বুঝি কাজ থাকে না?
বেহুঁশ আবেগ উঠলে জেগে
চুপটি করে থাকতে মানা?
 
মানুষটা তো ব্যস্ত থাকে,
তবুও কেন জ্বালাস তাকে?
বলছি রে শোন, দৃষ্টি ফেরা এদিক আগে,
নিজের দিকেই দেখ না চেয়ে, কেমন লাগে!
 
মন তুই লক্ষ্মী রে খুব,
এইবেলাতে রৌদ্র মেখে,
সকালসকাল আলো বেঁধে,
নে না ভিজে সূর্য দেখে!
 
তুই এত ভাবিস কেন?
অসুখবিসুখ বাধিয়েই দিবি?
প্রেমটা একটু হোক না বুড়ো!
তুই নাহয় আজ দেখেই যাবি!
 
মনটা তুই যাচ্ছেতাই,
রাগ হচ্ছে, বলছি তাই,
এইবেলাটা থাক না বেঁচে,
আরেক বেলায় মরিস যেচে!
 
এই মনটা! সময় বুঝিস?
অসময় তো ঠিক খুঁজে নিস!
বলছি তো সে ব্যস্ত খুব!
নীরবতায় দে না ডুব!
 
মন বড়ো তুই লাগামছাড়া,
বেজায় ভারি বুদ্ধিহারা!
চোখেমুখে তোর স্বপ্নঘোর,
মানুষটা কি সিঁধেল চোর?
 
দে না ছেড়ে! মানুষটা যে ব্যস্ত, মন!
না বুঝেই খাস তো খাবি!
ওদিকে যাবি? কেন যাবি?
ওদিকেই তোর কাজ এখন?