জানালা খুলে রেখো

এখন সময় আমার বদলে গেছে আদ্যোপান্তই!
সারাটা দিনই আমায় সময় দিয়েছে
তোমায় নিয়ে শুধু ভাববার...অবিশ্রান্ত!


এখন আমার অফুরন্ত অবসরক্ষণ,
আকাশ দেখবার!
চাঁদের স্বস্তি, রাতের আঁধার, সূর্যের ক্রোধ…
রং সবটাই ফিকে হবে ঠিক
…এমন যত কল্পকথার!


আমি তোমাতেই ঠায় হারিয়ে যেতে হব জলচর।
এক ডুবেই জলে নামব, তোমারই মধ্যে মিশে যাব…
আজ পাকাকথা দিলাম!


কোনও দিন যদি খয়েরি রঙের এক খেয়ালি বিকেলবেলায়,
ভেজা জানালার ধারে গ্রিলটা ধরে পাশে দাঁড়িয়ে,
খুব অঝোরে কান্না ঝরে বড়ো অবেলায়,
তবে জানবে, আমি ঠিক ঠিকই ফিরে আসব,
শুধু তোমারই জন্যে অমন সময়…
মনে করে তুমি জানালাটা সেদিন খুলেই রেখো?