তেলচিটে সন্ধে

কাল আমি বলিনি তোমাকে,
কাগজের কাছে আর আমি ফিরতে পারিনি।


কাল আমি জানাইনি তোমাকে,
কেন আমার জানালার ভাঙা কাচে আটকে-থাকা ভেজাকান্নাও,
আমায় আটকাতে পারেনি।


কাল আমি শোনাইনি তোমাকে,
কেন মন খারাপের চুক্তিপত্রে সই করতে গিয়ে,
একবারও আমার হাত কাঁপেনি।


কাল আমি বোঝাইনি তোমাকে,
ভালোবাসা হারিয়ে বর্তমানের ক্যামবিসে,
অতীতের স্মৃতিপট আজ ঝাপসা কেন।


সবকিছুর পরও আজ যা সত্যফেনিল…
দূরত্ব আর অভিমানের রংচটে ব্যাকগ্রাউন্ডে ঝলসে-ওঠা
তুষারধবল সকাল আজ এক তেলচিটে সন্ধে শুধুই!