দীক্ষিত তবু স্বপ্নদাতার

 
আজ আমার সমস্ত বোধ ইতস্তত, ব্যাকুলিত, বিক্ষিপ্ত খুবই!
আমি পারি না কিছুই জোড়া লাগাতে আগের মতো,
আমার চিরপ্রার্থিত যত স্বপ্ন আছে---এক এক করে ম্লান হচ্ছে!
আমি বিষণ্ণ-ধূসর ভগ্নহৃদয় নিয়ে এসেছি…আশা কুড়িয়ে বাঁচব বলে।


এক স্বপ্নদাতা আমার সবটা জুড়ে বিষাক্ত এক রঙ ছিটিয়ে
আমায় করেছে লোভী সুকৌশলে…আমি ঠিকই যেন পোষ মেনে যাই!
আজ আমি স্বপ্ন ফেরাব, প্রয়োজনে করব উপোষ!
ওরা সব সভ্যসুরে তাল মিলিয়ে খিলখিলিয়ে হাসছে কেমন আমায় দেখে,
আবার বলছে ওরাই সমস্বরে…তোর জয় তো এটুকই!


আজ আমার একআকাশের মেঘগুলি সব ভাঙছে ক্রমেই,
মাঝে মাঝে দিচ্ছে উঁকি রৌদ্র এসে সুবোধ-বেশে খানিক বাদে একটু হেসে।
সমস্তই যার পায়ের কাছে, তাকেই বলে একলা মানুষ---এই সহজ কথাই কেউ বোঝে না!


আমার বোধের মিছিল আজ লজ্জা ভুলে থমকে গেছে!
প্রাপ্তি যেটুক ঋণ এনে দেয়, তাও শোধ করতে যে পারে না,
কেউ না জানুক, পৃথিবী জানে, কতটা ধিক্কারে আর আফসোসে
সে এদিকে তাকায়, প্রশ্ন ছোড়ে আমার তীরে!


আহা-হায় করে দিন পেরোল, তবু পেলাম না সুর,
কী এক ছন্দ আজ এঁটেছে দ্বন্দ্ব এ মনেরই মাঝে,
কালো নক্ষত্ররা আঁধারের ওই আলপনাতে পিটুলি এঁকেছে চাঁদেরই গায়ে!
ছিন্নভিন্ন মগজ-ভারে ন্যুব্জ হয়ে তবু ভুখাহৃদয় জল খুঁজে যায় কোন আশ্বাসে?


আমি অনিচ্ছাতে বিশ্বাসেরও দীক্ষিত হই, খুঁজে ফিরি শুধু নির্বাণ!
এ কেমন জীবন আমার! এ জীবনে তো বাঁচিনি আগে!
কেবলই এক দাতা ভিন্ন আমার কাছে বাকি সবটুকু ভার!