দীর্ঘায়ু সেতু

 
প্রিয়তমা!
এই সপ্তাহশেষেও আসবো নাগো!
সত্যি আমি ব্যস্ত ভীষণ, জানোই তো তুমি!
মাফ করে দিয়ো!


বাবুই সোনা!
ব্যস্ত কেন, বুঝিই তো আমি!
সেই মেয়েটা থাকবে একা এই সপ্তাহেও!
তাই না, বলো!


ছোট্ট মেয়ে! বলছি শোনো!
ঘর বেঁধো নাকো বালির কায়ায়,
ঢেউ এসে যখন ভাঙবে ওঘর,
বাকিটা জীবন কাটবে কেঁদেই!


যে নদী
বদলেছে পথ,
সেতু ছেড়ে গেছে বহুবহু দূরে.......
টিকলে সেতু
এক শতকও,
কী-ইবা তাতে যায় গো এসে!