নিরুত্তর

কখনও যদি একান্তে তোমায় প্রশ্ন করি,
কেন আমায় এত কিছুর পরেও সাথে নিলেই না,
সেদিনও কি রইবে তুমি এমন নিরুত্তরই?


কখনও যদি নিভৃতে তোমায় প্রশ্ন করি,
কেন আমায় আগলে রাখার কথা দিয়েও রাখলেই না,
সেদিনও কি রইবে তুমি এমন নিরুত্তরই?


কখনও যদি নিরালায় তোমায় প্রশ্ন করি,
কেন আমায় হৃদয়পাঁচিলে চিহ্ন রাখতে দিলেই না,
সেদিনও কি রইবে তুমি এমন নিরুত্তরই?


কখনও যদি একলা হয়ে তোমায় প্রশ্ন করি,
কেন আমায় অমন করে প্রেম-নাটকের সাথী করলে,
সেদিনও কি রইবে তুমি এমন নিরুত্তরই?


কখনও যদি আনমনা হয়ে তোমায় প্রশ্ন করি,
কেন আমায় একলা ফেলে ওভাবে তুমি চলেই গেলে,
সেদিনও কি রইবে তুমি এমন নিরুত্তরই?


কখনও যদি আত্মার আকুতি মেখে তোমায় প্রশ্ন করি,
আমায় কেন একটিবারও বুঝলেই না,
শুধু প্রয়োজনেই রাখলে তুলে অনন্তকাল,
ভালোবাসতে না পেরেও ভালোবাসি বলে জড়ালে মায়ায়,
সেদিনও কি রইবে তুমি এমন নিরুত্তরই?