পথের শেষে একনিমেষে

 
মোজার্ট শুনতে শুনতেও তোমাকে দেখতে পাচ্ছি।
কী আশ্চর্য! তুমি আমার ভাবনায় এতটা জায়গা করে নিচ্ছ…
অথচ এই এতটা আমি সত্যিই চাইছি না।


তোমার পোস্টগুলি পড়তে ভালো লাগে,
তোমার ভাবনাগুলিকে আমি সম্মান করি।
এই অবধি সব কিছু ঠিক আছে। কিন্তু এর বেশি কেন? এখনও?


এত কিছুর পরও, তোমাকে ভালো লাগলে নিশ্চিতভাবেই কিছু কষ্ট
অপেক্ষা করবে আমার জন্য।
কেননা আমি তোমার মতো অতটা বাস্তববাদী নই।
আমার একান্ত কিছু অগোছালো আবেগ আছে,
যা মাঝে মাঝে আমাকে কাবু করে ফেলে‌।‌
বলতে পারো, এখন আমার কী করা উচিত‌?


তোমার এমন নিঃস্পৃহ আচরণে
আমি রাগ করছি না, অভিমান করছি না,
তবে আমার কষ্ট হচ্ছে। আমাকে এতটা উপেক্ষা কেউ কখনও করেনি।


আমাকে দুইদিন ধরে খুব ছুটতে হচ্ছে নিজের কিছু কাজ নিয়ে।
এর মধ্যেও, কখনও তোমার সাথে দেখা হবে, অন্তত কথা হলেও হবে,
এমন সব এলোমেলো ভাবনা আমাকে আচ্ছন্ন করে রাখছে।
আমি নিজেকে কৌশলে খুব লুকিয়ে রেখে বিস্মৃতির সুরে ভাসতে শিখিনি।


তুমি আমার চোখের সামনে থেকে সরো, ল্যাপটপে বসে কার্টুন দেখতে থাকো!
তোমার কাছ থেকে কিছুই আশা করব না আর।
নিজের সমস্ত ভাবনা থেকে তোমাকে আলাদা করে রেখে দিলাম।
মানসিকভাবে আমি আর কোথাও তোমার সাথে চলব না।
তবে আমি থেকে যাব তোমার সব জায়গায়। একদিন মিলিয়ে নিয়ো।


তোমাকে আমি আমার কোথাও থাকতে দিচ্ছি না আর।
হ্যাঁ, মিস করব পুরনো কিছু সময়কে,
যা আমরা পরস্পরকে দিতে রাজি হয়েছিলাম একসময়।


তোমার ইনবক্সে পড়ে থাকব, তা-ও তোমাকে কিছুই লিখব না।
তোমার নাম্বারের দিকে তাকিয়ে থাকব, তা-ও তোমাকে ফোন করব না।
এর মানে, তোমাকে ভুলে আছি, তা কিন্তু নয়।
আমি তোমাকে সব‌ সময় মনে‌ রাখব---তুমি রাখো আর না-ইবা রাখো।


চলে গেছো, দুঃখ নেই। কাউকে ধরে রাখা যায়ও না।
তবে কারণটা আর জানা হলো না।
নিজেকে শুধরে নেবার দরকার আছে কি নেই, তা বোঝা হলো না।
দুঃখ এটুকই!
তবু তোমাকে প্রার্থনায় বাঁধব, শুভকামনায় রাখব। আমৃত্যু! বিদায়, বন্ধু!