পরিণতি

সবটুকুই দিয়ে দিলে মেয়ে?
সর্বস্বটাই হারালে এভাবে নিজের খেয়ালে?
সত্যিই এমনি করে ভালোবাসে কেউ?
ভালো তুমি বাসলে এতটা ওরা যে সবাই মিলে তোমায় নিলামে তুলবে!


সবটুকুই দিয়ে দিলে মেয়ে?
এভাবে কেউ কাউকে রাখে আগলে নিজের সবটা দিয়ে?
নিজের জন্য কিছুই না রেখে কেন দিয়েই দিলে আজ এতটা?
এমনি করে ছায়া বাড়ালে ওরা তোমাকেই যে ছিঁড়ে খুঁড়ে খাবে!


সবটুকুই দিয়ে দিলে মেয়ে?
নিজের পুরোটা দিয়েই এমনি করে কাছে টানলে?
এতটা কাছে টেনে কে পেয়েছে কী কবে এক অবহেলা বাদে?
এমনি করে কাছে টানলে তোমায় যে ওরা ভিখিরিনী করে ছেড়ে দেবে ঠিকই!


সবটুকুই দিয়ে দিলে মেয়ে?
সঞ্চয়ে যে রাখোনি কিছুই, এর ফলটা বোঝো?
এমন করে কেউ হিসেব নিকেশ ভুল মেরে বসে?
এতটাই যদি হিসেব ভুলে নিজের সবই দাও বিলিয়ে, কান্নাই কেবল সঙ্গী হবে।


সবটুকুই দিয়ে দিলে মেয়ে?
যা ছিল সবই খুইয়ে দিয়ে তুমিও এতটা অবুঝ হলে?
আবেগের স্রোতে স্বেচ্ছায় আজ হেরেই গেলে ওদের জিতিয়ে দিয়ে?
এমন করে নিজের সবই লুটালে ধুলোয়, ওরা যে তোমায় বিসর্জনটা এবার দিয়েই দেবে!