পুতুলকথা

কী ভাবছ তুমি, প্রেমিক?
আমি বুঝি তোমার প্রেমে এখনও অন্ধত্ব ব্যাধিতে ভুগছি?
হয়তো আমি আজও তোমার মিথ্যেকাব্যে বুঁদ হয়ে আছি,
আর তার সবটাকে সত্যি ভেবে স্বস্তিদৃশ্য এঁকে চলেছি?


কী ভেবেছ তুমি?
তোমায় ছেড়ে যেতে পারিনি বলে
তোমার অস্তিত্বকে ছাড়া আমি বাঁচতে শিখিনি এখনও?
তোমার অমন অব্যক্ত প্রেমের চাতুর্যভরা বাক্যক্রীড়ায়
আমি নিছকই এক খেলার পুতুল,
এই সত্যটুকু আমি বুঝিনি আজও?


কী ভাবলে, শুনি?
এতই সহজ? সহজভাবে সহজ করে মায়াকাননে
পথমঞ্জরিকে নতুন পথের নতুন দাবিতে পথেই ফেলে পথ আগানো এতই সহজ?


না গো প্রেমিক!
এত সহজমতে সবই কি আর সহজ হয় গো?
হয় না বলেই আজও আমি সহজ করে
তোমায় ভালোবাসি'টা আর বলতে পারি না!
তোমার ভালোবাসায় অন্ধ হবার ব্যাধিতে আমি ভুগছি না আর,
মিথ্যেগুলি সত্যি ভেবে শান্তিচিত্র আঁকছিও না আর!


পথের দাবিতে পথমঞ্জরিকে ফেলে আসা যেমন হয়নি সহজ,
তোমার ছলের পুতুল হবার বদলে ভালোবাসায় আর যত্নে-মোড়া ঘরের পুতুল হওয়া যেমন মোটেও হয়নি সহজ,
ঠিক তেমন করেই তোমার এই মিথ্যাচারী ভালোবাসার ছদ্মবেশে আড়ালে থাকা
নিষ্ঠুর এই স্বার্থপরতার শেষ না দেখে পালিয়ে যাওয়া আমার পক্ষে এত হয়নি সহজ!


হ্যাঁ গো প্রেমিক,
আমিও এবার দেখতে এসেছি,
ঠিক কতটা, ঠিক কতটা সহজ করে আদ্যোপান্ত স্বার্থান্ধতায়
কতটা আমায় কত সহজে মিথ্যে এমন ভালোবাসার সংলিপ্ততায় পিষে পিষে মারতে পারো!
আমি খুব সহজভাবেই দেখতে চাই গো, কত সহজেই তুমি সহজ করে আমায় সহজ ভাবো!