প্রথম ধাক্কা

যা করছি, তার কিছুই আর ভালো লাগে না,
যা করছি, তার থেকে বেশি বা কম করতেও পারি না।
সবটাই শুধু এখন নিছকই প্রয়োজন মনে হয়!
এরকম অদ্ভুত পারসেপশন কেন আসছে জানি না।


কোথাও যেন…কী জানি একটা খুব হার্ট করেছে,
সেটা যে কী, তা আমি নিজেও জানি না।
কী জানি কিছু একটাতে খুব খুব বেশি কষ্ট পেয়েছি!
আমি না সেটা বুঝতে পারছি, না সেখান থেকে নিজেকে ডাইভার্ট করতে পারছি!
কী একটা অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি!


আরও একবার ভেতর থেকে ভেঙেচুরে গেলাম মনে হয়!
সবই হয়তো আগের থেকেও অনেক বেশি ঠিকঠাক চলছে,
কিন্তু কিছুই মনে হয় ঠিক নেই,---
ঠিক তেমনি, যেমনি ঠিক ছিলও না কখনও!
সেই আবেগের জায়গাটাতে খুব বেশি…খুব বেশিই আঘাত লেগেছে!


সবই ফেইক মনে হয় এখন!
আমি জানি না কিছু!
কারও কোনও দোষ নেই!
আমি কাউকে কিছুই বলছি না!
প্রবলেমটা আমার হচ্ছে, তাই সাফারিংটাও আমার একার।


লিখতে হবে, এটা আগে ভাবতে হয়ইনি,
কারণ আমি তো কেবলই লিখিনি কখনও।
আর এখন কোথাও যেন কিছু একটা মিসিং!
কেন আমি ক্রমাগত চিঠি লিখে যাচ্ছি এমন কাউকে,
যে আমার একটি চিঠিও পড়ছে না?
আমি আসলে কাকে লিখছি এসব? সেই মানুষটিকে? না কি আমাকেই?


না, আমি সিনক্রিয়েট করা বা অ্যাটেনশন পাওয়া বা ফের ট্রাবল তৈরির জন্য এসব বলছি, তা নয়।
অনেক দিন থেকেই ভাবছিলাম বলব।
কিন্তু নিজেই বুঝতে পারছি না কিছু, আর কাকে কী বোঝাব!
আমি সত্যিই জানি না আমার কী হয়েছে!
মনে হয়, ভালোবেসে কাউকে লেখা বা বলার সেই অনুভূতিটা
একটা প্রচণ্ড ধাক্কায় একেবারে দুমড়ে মুচড়ে গেছে।
সবটাই এখন বড্ড বেশি পর পর বা ফরমালিটি মনে হয়!


আমি জানি না কিছুই! বুঝতে পারছি না, কী হচ্ছে আমার সাথে!
আমি আমার ভালোবাসার কোনও ব্যাপার থেকে আজ অবধি
প্রথম ধাক্কাগুলোর কোনওটাই সামলে উঠতে পারিনি।
সে আমার ভালোবাসার মানুষগুলোই হোক বা গানই হোক বা নাচই হোক বা লেখালেখিই হোক বা আবৃত্তিই হোক বা লেখাপড়াই হোক বা আঁকাআঁকিই হোক বা আমার ভালোবাসার ব্যাপারই হোক!
---কোনওটারই প্রথম ধাক্কাটা সামলাতে আমি ঠিক পারি না!