বিনি সুতোর ঘর


তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, এমন কাউকে পেলে,
তার কাছে চলে যেয়ো দ্বিতীয় বার না ভেবেই!
তোমাকে আমার চেয়ে বেশি সুখী কেউ রাখতে পারলে,
বিনা দ্বিধায় তার হাতটা ধরে ফেলো।
তোমাকে আমার চেয়ে বেশি কেউ মগজে ধারণ করলে,
তার কাছে সঁপে দিয়ো পুরো জীবনটাই, প্রিয়!


প্রিয়, তোমাকে ভালোবাসবে, কাছে টানবে, খুব করে পেতে চাইবে,
এমন মানুষ পরতে পরতে কতই তো পাবে, কিন্তু জেনে রেখো,
তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে, ভালো রাখবে,
এমন কেউ পুরো পৃথিবীর আনাচে কানাচে কোথাও নেই।


তোমাকে তোমার মতো করে,
তোমার সমস্ত ভুলত্রুটি, শুদ্ধ-অশুদ্ধের তারকাঁটার সীমানা ডিঙিয়ে
এক আমিই রক্তজবার মতন ভালোবাসি।


আমার চেয়েও বেশি, তোমাকে ঠিক তোমার মতো করে গ্রহণ করতে পারে,
এমন সুজন যদি পাও কখনও, প্রিয়,
ও-হাত ফসকে যেতে দিয়ো না ভুলেও!
ও যে বড়ো দামি হাত গো!
বিশ্বাস করো, জন্মজন্মান্তরেও মিলে না অমন সুজন!


তোমাকে প্রেমে মমতায়, গানে কবিতায়
আমার চেয়েও বেশি করে কেউ চাইলে কখনও,
ওর সঙ্গেই বেঁধে ফেলো পরমস্বাদের বিনি সুতোর ঘর।
অমন সুজন মিলবে না আর এই জন্মে, এমনকি শত জন্মেও।