বিলকুল কবি

ম্যাগনেটের অপজিট পোল হবার খুব শখ জেগেছে বুঝি, হ্যাঁ?
তা কোন পোলটা হবেন, শুনি?
যদি পোলারিটিতে অপজিট পোল হয়েই যান…জাস্ট অ্যাকরডিং টু পজিশন,
তাহলে আমি ওই পোলের যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে, ওটাই নাহয় হয়ে যাব!
বুঝবেন তখন, কেমনটা লাগে!


পারলে বেরিয়ে দেখাবেন তো তখন আমার ওই এরিয়া থেকে!
না না…ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে আবার গুলিয়ে ফেলবেন না যেন!
আর ফেললেই-বা কী, শুনি?
গুলিয়ে ফেলবেন তো? ওকে!
তখন আমি জলের সান্দ্রতা কাটিয়ে ঠিকই আপনাকে বের করে নিয়ে চলে আসব!
চেনা যায়নি কি এখনও আমাকে, শুনি?


রাতে ঘুমিয়েছি এত কিছু বলে…
বোধগম্যতা কিছু চোখে পড়েছে কি?
আজ্ঞে না!---এ-ই তো আপনার উত্তর?
কী আর করা যাবে!
সবই আমার কপাল!
তবুও, যদি-বা একখানা রিপ্লাই আাসে,
কিংবা না এসেও যদি জাস্ট সিনও হয় মেসেজটা,
তাতেও যে কেন আমি এত আহ্লাদে গলে পড়ে যাই সব ভুলে গিয়ে…
সে এক পরমেশ্বরই জানেন!


আর নেনই তো…হ্যাঁ, বলুন বলুন…এই সুযোগটাই তো নেন আপনি?
আপনি না বিশাল একটা ফাজিল, জানেন তো?
তবে আমার কাছ থেকে দূরে সরে যাওয়াটাও
অত সহজ নয়, বুঝলেন, মশাই? সে আপনি যা-ই করুন না কেন!


যাক গে! দেখলেন তো আবার কবি হয়ে গেলাম বিলকুল!
তা আর করবটা কী, বলুন!
বলি, এটা ছাড়া কী উপায়টা আর রেখেছেন আপনি দয়া করে…আমার জন্য…হ্যাঁ?