ভাতফোটা ভোরের মগ্নতা

 
তোমাকে ছুঁয়ে থাকতে থাকতে
নিজেকে ছুঁতে আর পারছি না।
তোমার অস্তিত্বে মিশে যেতে যেতে
নিজের অস্তিত্ব আর টের পাচ্ছি না।


‘পৃথিবী সুস্থ হলে নদীর ধারে আমাদের দেখা হবে!’
তোমার এই খুদেবার্তাটি দেখতে দেখতে
আনন্দে চোখে জল চলে আসছে বারবার।
কেমন একটা ভাতফোটা ভোরের মগ্নতা
ছড়িয়ে আছে তোমার এই ছোট্ট বার্তাটিতে!


পড়তে পড়তে আমার বেদনার বিন্দুগুলো নিঃসৃত হয়ে
নদীর গোপন তলে হারিয়ে যাচ্ছে ক্রমশ।
আমার চোখদুটিতে আকাশগঙ্গার আলো, আর
ঘোরলাগার তীব্রতায় হাজার শতাব্দীর বিস্ময়!


আমি এখনও তাকিয়ে আছি
তোমার পাঠানো বার্তাটির দিকে…
এমন সুখকর আহ্বান সত্যি কল্পনাতীত!
…তা-ও আবার তোমার কাছ থেকে!


আহা, সময় কী বিচিত্র বাজিকর!!
জীবনকে একপ্রস্থ চুমুর মতো সুস্বাদ মনে হলো আজ।
এসো কাছে, প্রসারিত এই দুইহাতে এসো।
সরলরেখার মতো গমন করো আমার বুকে।