ভাবনাদেয়ালের পলেস্তারা (৬৩ষ্টি অংশ)

ভাবনা: চারশো পঁয়ত্রিশ

……………………………………………………

May 23, 2012

When you decide to mix with SMALL people, you decide to show and tolerate SMALLER attitudes. Now, it’s your choice!

……I think, BIG people with SMALLER attitude are actually SMALL people in disguise. And, it’s true that sometimes we helplessly find ourselves in their midst. What I do in such cases is I just play the part of a recluse as it’s always better to be alone than to be with wrong people. I just build a wall around and reign in that realm. I hardly blame people to be lame or mean, rather I blame myself as I decided earlier to be a part of that group. Still, life is sometimes too hard to quit everything we feel like quitting. Thanks.

……It’s your choice to keep or remove such a hypocrite. Sometimes life means not being uncompromising but being simply accommodative. And, the choice is still yours as it’s your life.

……Don’t blame yourself, it’s rather a double punishment as you’ve already been punished much being in their midst. Sometimes we can’t choose, what we can is we just have to accept. What you couldn’t collect earlier, you’ll surely start recollecting later. Recollecting is easier than collecting. Once you recollect, just decide never to recollect such bad things again. It just hurts, you know, to be in a state of numbness when you don’t deserve to be there. Just start replying Hello’s instead of saying Hello’s to such people. Things might get fixed up. Good luck!

Sushanta Paul

May 23, 2012

A good priest and a reckless driver went to Heaven.

The priest: “O God! Why has that driver been ranked higher than me? He killed many men in his lifetime and even met death with 30 passengers!”

God: “O my son! Right you’re! Now see, when you preached, people felt drowsy and forgot me later. But he would drive the bus so recklessly that the passengers always had to pray to me. In this way, he served the purpose better!”……

……Sir, the truth is God keeps the poor close and wants to be praised all the time. The religious conventions are the unique possessions of the poor. Here is a constant clash between worth and fate. And, God just smiles, if there is Anyone at all to smile.

May 24, 2012

When someone replies, no problem, not always it means, no problem. It might mean, I wish you’d more commonsense not to ask, Any problem?

May 26, 2012

Sometimes it’s better to let go than hold on to something that was never meant to be for us, it’s harder said than done, but then that’s the way life is, can’t have always what we want……

ab na jaa euphoria

May 30, 2012

সময়টা ২০১০ সাল। চুয়েটে ICT Festival হচ্ছে। সব এক্স-স্টুডেন্ট কে কোথায় কোন জবে আছেন, পালাক্রমে বলছেন। শুধু একজন বললেন তিনি কিছু করছেন না; “কিছু করার মত করা বলতে যা বুঝায়, এমন কিছু করার চেষ্টা করছি।”

তিনি Sushanta Paul। অনেকক্ষণ ধরে চলে আসা হর্ষধ্বনিতে হঠাৎ মৃদুভাটা। সেই যে ‘কিছু করার মত করা’, সেটা কী ছিল? DU-র IBA-র MBA-তে চান্স পাওয়া এবং ৩০তম বিসিএস-এ প্রথম হওয়া।

সুশান্তদা, আপনি অনন্তকাল ধরে আমাদের অনুপ্রেরণা ও গর্ব হয়ে থাকবেন। কী সৌভাগ্য আমার, আপনারই সাথে একদা একই বাতাসে অক্সিজেন নিয়েছিলাম! আমরাও হয়ত একদিন ‘কিছু করার মত’ কিছু করব।

(এই ওয়ালপোস্টটা দেখে সেদিন অনেক কেঁদেছিলাম। জীবন মানুষকে কত কিছু দেখায়, কত কিছু দেয়!)

May 30, 2012

সম্পাদক সাহেবের কলমের খোঁচা লেগেছে (কলেবর হ্রাসের স্বার্থে এটি অপরিহার্য ছিলো), তাই মূল লেখাটা অবিকৃত থাকেনি—বাদ গেছে কিছু কথা, ইংরেজি অংশগুলোর অনুবাদ হয়েছে৷ লেখার সামগ্রিকতায় ছন্দঃপতন সুস্পষ্ট, appeal-টাও যেন হারিয়ে গেছে কোথাও কোথাও৷ তবুও ভাবদ্যোতনাটুকু অক্ষুণ্নই রয়েছে৷ তাই উনাকে অনেক ধন্যবাদ জানাই৷ ‘চুয়েট’কে ‘কুয়েট’ লেখা হয়েছে৷ জানি, এটা নিতান্তই মুদ্রণপ্রমাদ৷ তবু, মায়ের নামের বানান ভুল দেখলে কষ্ট হয়৷ যাদের উদ্দেশ্যে ‘প্রথম আলো’ লেখাটা ছাপালো, তাদের কাজে আসলে আমি খুশি হব৷ আপনাদের যেকোনো মতামত, পরামর্শ, সমালোচনা আমাকে অনুপ্রাণিত করবে৷ ধন্যবাদ৷

প্রথমহওয়ারপথ

বিসিএস পরীক্ষার মতো এত বড় পাবলিক পরীক্ষায় কীভাবে প্রথম হলেন—সে কথাই জানাচ্ছেন ৩০তম বিসিএসের (কাস্টমস) প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল।

June 2012

Started Working at Government of the People’s Republic of Bangladesh

June 2012 — Assistant Commissioner of Customs

Chittagong

Custom House, Chittagong

June 3, 2012

…… on the way to the secretariat…… going to join the first job in my life…… feeling excited! Friends, please pray for me.

June 4, 2012

I’ve got my first posting as an Assistant Commissioner at the Custom House, Chittagong. I’ve been ordered to join my work station by June 6, 2012. Our four-month long foundation training starts from June 12, 2012….

ভাবনা: চারশো ছত্রিশ

……………………………………………………

June 8, 2012

আশা করি, ভাল আছো৷ ভাই, আমার ওয়ালে যতগুলো পোস্ট আছে, সেগুলোর মধ্যে তোমার এই পোস্টটা আমাকে সবচে’ বেশি আবেগতাড়িত করেছে:

নাম-পরিচয়হীন থাকার যে কী যন্ত্রণা, সেটা আমি খুব ভালভাবে বুঝি৷ বিশেষ করে, যখন আশে-পাশের সবাই চাইছে, তুমি এমন কিছু একটা হয়ে যাও, যা তুমি হতে চাইছো না, তখন নিজেকে খুব অসহায় মনে হয়৷ শাণিত যুক্তির ঝলকানির চেয়ে অধিগত চেতনার স্ফূরণ বেশি প্রভাব বিস্তারকারী৷ বলতে পারো, মনোগত কৈবল্যকে একেবারে ওলট-পালট করে দেয়৷ আমার ধারণা, অন্তর্গত চেতনার কাছে যুক্তির অসহায়ত্বেই আত্মিক মুক্তি ঘটে৷ আমার ক্ষেত্রে তা-ই হয়েছে৷ সাফল্যের জন্যে আত্মবিশ্বাস জরুরী, নাকি আত্মবিশ্বাসের জন্যে সাফল্য জরুরী—-এই মর্মন্তুদ দ্বন্দ্বে কেটেছে বহুদিন৷ ভেবেছিলাম, বুঝি হারিয়েই যাবো! Tough time does not last long for the tough men—-এই বোধটুকু কাজ করত সবসময়৷ নিয়তি সহায় হয়েছে৷ আমি হারাইনি!

June 9, 2012

এই বিশ্রী রকমের রাগী দুপুরটার দংশন যন্ত্রণায় নিষ্পেষিত আমি অনেকটা বাধ্য হয়েই নিজের ভেতরে পাথর কেটেকেটে জনান্তিকে রাস্তা করে নিই, ধূসর ধুলোয় মোড়া সে রাস্তা—-ঠাসবুনোট ঘরোয়া আনন্দের অবাধ্য গতির সাথে পাল্লা দিতে না পেরে বিবর্ণতার নিলয়ে বিলীন হয়ে যায় ক্ষণিকের জন্যে৷ ছত্রখান জগতের চিরায়ত ব্যাকুল আহ্বান সেই রাস্তার শেষপ্রান্তে দাঁড়িয়ে শোনার চেয়ে রৌদ্রের হিংস্রতায় পোড়া ক্লান্ত অসহায় দাঁড়কাক আমাকে বড্ড আকুল করে দেয়৷ সেই আকুলতা-নিরুদ্ধ ক্রোধ আমার নিজেরই পরসত্তাকে ভিন্ন দর্পণে সামনে এনে দেয় যেন! মুক্তি নেই জেনেও মুক্ত হওয়ার আকুতি—যতটা অনর্থক, ততটাই তীব্র৷

June 23, 2012

A lady with majestic beauty in our train stays no longer in the poor compartment. My heart receives her, my soul sings for her. The night-queen helplessly tries to beat her. O ruthless beauty! Be not so pleasantly unjust! Let me drink the remains of this evening! When two entities of beauty snare my mind, and I can’t have both or the one I want, kissing Death appears so-never-felt easier before me!

June 23, 2012

Only I, alone, know who I’m. To others, I’m only a perhaps.

June 29, 2012

One of the most touching songs I just can’t stop listening to!……. haunting my head for the last 2 days!!

tere bin – teree sang (full song)

June 29, 2012

When I find and show excuses for my mistakes, I often forget that at the end of the day people will remember only my mistakes. People feel comfortable to judge you by your mistakes forgetting theirs.

……..nice status… and even when YOU don’t make one some people would make it a point to make it your fault and judge you for it… it’s human nature- I guess!

……I agree. I think, the most irresistible desire of humans is to find those weak points of others that would have challenged their own existence much more if situation had revealed theirs.

June 30, 2012

মাঝে মাঝে নিজের অস্তিত্বকেই অতিথি মনে হয়৷ যে অন্ধকারের মধ্যে ডুবে আছি তাকে নিয়েই গান গাইবার বড্ড সাধ হয়৷ ভেতরের ক্লান্ত ‘আমি’টা বিদ্রোহ করে যেন, আমি ওকে থামিয়ে দিই—-একান্ত সচেতনভাবেই, কোনো এক অচেতন মোহে৷

July 2, 2012

কবির সঙ্গে কাঠুরে মেয়ের দেখা হয়ে যাবার গল্প শোনাই৷

সুন্দর বিকেল৷ পাহাড়ের উঁচুনিচু রাস্তা ধরে কবি চলেছেন শিস্ দিয়ে দিয়ে পাখিদের ডাক নকল করতে করতে৷ দেবদারু পাতা সূর্যের শেষ রোদ্দুরে ভিজে আছে৷ আপন মনে চলতে চলতে হঠাৎতিনিদেখলেন, একরাশ কাঠ পিঠে নিয়ে এক কাঠুরে মেয়ে উলটো দিক থেকে আসছে৷ কবি তাকে নম্র মিষ্টি গলায় বললেন—কী সুন্দর সূর্য ডুবছে, আর তুমি রাস্তা দেখতে দেখতে চলেছ? মেয়েটি তার ম্লান ও ক্লান্ত চোখ তুলে কবিকে বলেছিল—তুমি যদি আমার কাঠের বোঝাটা একটু নামিয়ে দাও, তাহলে আমি দেখতে পাব৷

দু’চোখে যার শেকল বাঁধা, তাকে আর যা-ই বলুন, অন্তত স্বপ্ন দেখতে বলবেন না প্লিজ৷

July 3, 2012

‘প্রথম আলো’র অনুরোধে গতকাল একটা লেখা পাঠিয়েছিলাম৷ আগামীকালকে (বুধবার) ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লেখাটা বেরুচ্ছে৷ ‘প্রথম আলো’য় এটা আমার দ্বিতীয় লেখা৷ সবার প্রতি লেখাটা পড়ে দেখার সবিনয় আমন্ত্রণ রইল৷ প্লিজ লেখাটা পড়ে জানাবেন কেমন লাগল৷ খুশি হবো৷ ধন্যবাদ৷

July 5, 2012

ব্যারিকেড রাস্তা বন্ধ করে ঠিকই, আবার নতুন রাস্তা দেখিয়েও দেয়৷ হাল ছেড়ো না বন্ধু!

July 6, 2012

ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে৷ কেনো এ তুলনটা করা হয় তার হেতু অদ্যাবধি আমি আবিষ্কার করতে পারিনি৷ ঘর, বাড়ি, দালান, অট্টালিকা এসকল ভৌত কাঠামোগত কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয়, আমার বলার কিছু থাকে না৷

আহমদ ছফা, ‘যদ্যপি আমার গুরু’

আমি নিজেও এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ ব্যাপারটা নিয়ে আমার মধ্যে এক ধরনের অনভিজ্ঞতাপ্রসূত অহংবোধও জন্মে গেছে ইতোমধ্যে৷ তবুও সার্বিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই অতিকথন আমার কাছে পণ্ডিতম্মন্য মনোবৃত্তির প্রকাশ বলেই মনে হয়৷

July 7, 2012

One of most interesting things that doctors can, others can’t, is, they can read their own handwriting. Not necessarily it means you’ve to think I’m a doctor.

July 7, 2012

Achieved unpaid, lost paid. A free lunch always costs high.

ভাবনা: চারশো সাইত্রিশ

……………………………………………………

July 7, 2012

When someone judges you by what your grandfather was rather than what you are, be sure that he is still living in the age your grandfather lived. Now, it’s your choice whether you want to leave him to live in the time alive or to stay with him to live in the time dead.

July 9, 2012

…….and soon nothing would remain.

Yasunari Kawabata, ‘The Dancing Girl of Izu’, a short story

July 9, 2012

Between grief and nothing I will take grief.

William Faulkner, ‘The Wild Palms’

July 10, 2012

I wish I could judge others not by what they show but by what they hide.

July 11, 2012

Someone who knows too much finds it hard not to lie.

Ludwig Wittgenstein

July 11, 2012

Why is the language of law is far more difficult than the law itself?….. Customs Act, VAT Act……Grrrrrr…..

July 12, 2012

We always remember that the reward of success is BIG. But what we often forget is that the reward is BIG only because only a few of us can become successful.

July 12, 2012

Get Busy Living, Or Get Busy Dying.

~~Morgan Freeman, ‘The Shawshank Redemption’

Sushanta Paul

July 14, 2012

When luck favours, it takes you less time to reach the station, there’s little traffic jam on the street, the bus delays to start, and even when you finally reach late, you’ll have enough time to have a cup of coffee, still wait for the bus to start and smile to yourself!

Sometimes time does stop and wait to welcome you. Let’s believe in miracle. It happens!

…..off to Chittagong.

July 16, 2012

O God! Either make me comfortable with remembering people’s names or make them comfortable with my forgetting their names. Why am I gifted with an unpleasantly wonderful memory for forgetting things?

July 17, 2012

O God! She has not understood, will never understand my words. Give her another heart if you cannot give me another language of love.

July 17, 2012

প্রেয়সীর উপর আমার অভিমান হয়েছে৷ রাগ করে উঠে পড়লাম৷ কিন্তু এই ভেবে ওর বাড়ি থেকে বেরিয়েছি যে, এইবার ও ডেকে আমাকে থামিয়ে দেবে, মিষ্টি কথায় আমার অভিমান ভেঙে দেবে৷ ভেবেছিলাম, হাওয়ায় আমার কাপড় উড়ছিল, সেই কাপড়ের কোণ ধরে আমাকে বসিয়ে দেবে ও৷ এমন ধীর পদক্ষেপে হাঁটছিলাম যে, ও ডাক দিলেই শুনে আমি ফিরে আসতে পারতাম৷ কিন্তু ও এমনই নিষ্ঠুর প্রিয়া, যে আমাকে একবারও ডাকল না, আটকাল না, কাপড় ধরে টেনে বসালো না৷ আশাহত আমি ধীরে ধীরে এগিয়েই চললাম৷ আর আজ ওর থেকে এত দূর চলে এসেছি যে আমরা দু’জন চিরকালের মতো আলাদাই হয়ে গেলাম৷ ও ডাকল না, আমার ফেরা হল না, আমাদের সম্পর্কের ইতি হয়ে গেল!

—কায়েফী আজমী

July 18, 2012

পাপ ক’রে যে সুখ ভোগ করেছি তার জন্য যদি শাস্তি ধার্য থাকে, তবে হে ঈশ্বর,

আমার না-করা পাপের হাহাকারও কিছু সাধুবাদ পাক তোমার কাছে৷

—মির্জা গালিব

July 18, 2012

“চুল এলিয়ে ভাঙা কবরের পাশে বসে যখন কোনো সুন্দরী আকুল হয়ে কাঁদে, তখন আমার মনে হয়, পৃথিবীতে মৃত্যুর মতো এমন সুন্দর আর কিছুই হতে পারে না৷”

July 19, 2012

Phir haath mein sharab hai – PANKAJ UDAS

July 19, 2012

Na Tum Jano Na Hum – Kaho Naa Pyaar Hai (2000) *HD* Music Videos

July 19, 2012

Let’s do what we love, let’s love what we do because strangely our heart somehow knows better than we do.

July 20, 2012

সহজ ও সুন্দরের যাদুকর চলে গেলেন৷ মন ভালো করে দেয়ার মানুষটি চলে গেলেন৷

RIP হুমায়ূন আহমেদ৷

July 20, 2012

It’s funny. Don’t ever tell anybody anything. If you do, you start missing everybody.

J.D. Salinger, ‘The Catcher in the Rye’

July 21, 2012

I can pass this whole life just enjoying only a sunset because such a sunset comes only once in our life.

July 21, 2012

যারা হুমায়ূন আহমেদ পড়েছেন এবং পড়ছেন, এই স্ট্যাটাসটি তাদের জন্যে—-

তাঁর লেখা, আপনার ভালো-লাগা দু’একটি বইয়ের নাম শেয়ার করুন৷ আমি মাত্র কয়েকটি পড়েছি৷ আরো পড়তে চাই৷

July 22, 2012

আমি ওকে এত বেশি ভালোবেসে ফেলেছি বলে আমাকে তোমরা পাপী, অপরাধী ভাবছ৷ একবার ওকে জিজ্ঞেস করে দেখো, হে নারী! তুমি এত রূপসী, এত সুন্দরী, এত লাবণ্যময়ী কেন হয়েছ? একঅঙ্গে এত রূপ–এটা কি অপরাধ নয়? অপরাধ শুধু সে রূপের পূজারির? রূপের নয়?

~ মীর তকী মীর

July 23, 2012

I’m a fortunate man and today’s hours are but a bonus, undeserved. Why have I been allowed to live this extra day when others, far better than I’m, have already departed? Is this not a grace of Nature to thank and not complain?

July 23, 2012

আমার…..

টাকা নাই, পয়সা নাই….

গাড়ি নাই, বাড়ি নাই………

তবুও তো……..

.

.

.

আমার ‘স্ট্যাটাস’ আছে!……… ধন্যবাদ ফেসবুক!!

গররর ররর ররর্ র্ র্ র্!!!

ভাবনা: চারশো আটত্রিশ

……………………………………………………

July 24, 2012

মুজতবার শবনম, সুনীলের মার্গারিট কিংবা আরো অনেকের অনেকে৷ হায়, ওরা কি শুধু কালো অক্ষরগুলোতেই বন্দিনী থাকবে চিরকাল? নাকি, লেখকগোষ্ঠীর আজন্ম অধিকার ওই অনন্যা অপরূপাদের ওপরে? আমি শতবার মরতে রাজী আছি শুধু একটিবার বাঁচবার তরে—তৃষিত হিয়ার এই চিরন্তন আকুতি কি শুধুই হাওয়ায় মিলায়? তবে, মন কি ভুল মীমাংসায় পৌঁছয় সবসময়? তাই যদি হবে, তবে বিধাতার অনধিকার যেখানে, সেখানে লেখকের একক অধিকার কি কষ্টের নয়?

July 25, 2012

What an irony! Not always we can want what we really want. Not always we really want what we can want.

July 26, 2012

samahla hai meine bahut apne dil ko

July 26, 2012

Rain Drops keep falling on my head

July 26, 2012

wanna dancin’ like this?

Gene Kelly – I’m Singin’ in the Rain

July 26, 2012

Drink to me only with thine eyes

And I will pledge with mine.

Or leave a kiss but in the cup

And I’ll not look for wine.

The thirst that from the soul doth rise

Doth ask a drink divine;

But might I of Jove’s nectar sup,

I would not change for thine.

~Ben Jonson, ‘To Celia’

July 26, 2012

বিদায় বিষাদ

স্বাগত বিষাদ

তুমি আঁকা আছো দেয়ালের কড়িকাঠে

তুমি আঁকা আছো আমার ভালোবাসার চোখে

তুমি নও সম্পূর্ণ দুঃখ

কেননা দরিদ্রতম ওষ্ঠও তোমাকে

ফিরিয়ে দেয়

এক টুকরো হাসিতে……

–পল এলুয়ার

Sushanta Paul

July 27, 2012

প্রেম হচ্ছে ‘ভেতরে লুকিয়ে থাকা কিছু একটা।’ ধরা যাক, একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটা মেয়েটার প্রেমে পড়েছে। মেয়েটা যখন সামনে আসবে, তখন ছেলেটার ভেতরে লুকিয়ে থাকা কিছু একটা বের হয়ে আসবে। তখন যেটা হবে, সেটা ইউফোরিয়া। একধরনের আনন্দ। সঙ্গে সঙ্গে গভীর বিষাদ, সে কতক্ষণ থাকবে। একটু পরেই তো সে চলে যাবে, তখন কী হবে! তারপর আবার কখন দেখা হবে? এই যে অনিশ্চয়তা, এর মধ্যে কিন্তু দারুণ এক আনন্দ আছে। প্রেমিকার কথা ভাবলে প্রেমিকের হূৎস্পন্দনবেড়েযাচ্ছে।কিন্তুপ্রেমিকাচলেযাবে, সে তো থাকবে না। এই বিষাদ, প্রশ্ন, অনিশ্চয়তা; অর্থাৎ‘মাঝেমাঝেতবদেখাপাই, চিরদিন কেন পাই না।’ যখন চলে গেল, ইউফোরিয়া শেষ। গভীর হতাশায় তুমি নিমজ্জিত। আবার যখন আসবে, লুকিয়ে থাকা জিনিসটা তখন আবার বেরিয়ে আসবে।

হুমায়ূন আহমেদ

July 27, 2012

“দুর্বলকে মানুষ করুণা করে না, ঘৃণা করে।”

পড়ুন৷ মন-ছুঁয়ে-যায় এমন একটি গল্প৷ শেষটায় এসে গল্পটা শেষ হয়না৷ ভালোই হয়েছে৷ খুব ভালো৷ এই গল্পের শেষটা হজম করা সহজ নয়৷ শেষ করাটা লেখকের জন্যও শক্ত ছিলো৷

চোখ

July 27, 2012

মৃত্যু, পদ্যের একটি পংক্তিও

সংশোধন করবে না৷

সে কোনো ভ্রম সংশোধক নয়৷

নয় কোনো দরদি

সম্পাদিকা৷

একজন বিরক্তিকর লোক মৃত্যুর পরেও বিরক্তিকর৷

একজন আহম্মক কবরের ওপার থেকেও

চালিয়ে যায় তার বকবকানি৷

তাদেউশ রোজেভিচ, ‘ভ্রম সংশোধন’

July 28, 2012

HAPPY the man, whose wish and care

A few paternal acres bound,

Content to breathe his native air

In his own ground.

……………..

……………..

Thus let me live, unseen, unknown;

Thus unlamented let me die;

Steal from the world, and not a stone

Tell where I lie.

~~ Alexander Pope

July 29, 2012

কাল পথে হাঁটতে হাঁটতে পা পড়ে গেল

একটি মাথার খুলির উপর৷

দেখলাম, খুলিটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে৷

বলে উঠল, “ওহে বেপরোয়া পথিক, একটু দেখে পা ফেলো,

আমিও একদিন কারো দর্পোদ্ধত মস্তক ছিলাম৷”

~~ মীর তকী মীর

July 30, 2012

My Old Facebook Friends! I’d like to write a few lines for you as a token of my gratitude for your friendship because you people are just PRICELESS. I regret I can hardly say a lovely ‘Hello’ now. I am because you were & are.

That time! That morn! That dawn!

Blessed was I much more than now I’m,

I sigh for my golden days! Pleasant enough,

The never-returning dawn, dance of twilight in the lawn!

The years, stolen moments, pass by…

I know such goes the subtle thief: Time!

Still my heart aches for those precious eves,

Let present sink into oblivion, precious past be back!

The silent point I lived but for a while,

Neither did I touch, nor feel,

A deep breath sighs for the rainbow I never touched.

The solitude in the midst of crowd I weep upon now!

Nature, the greatest temple: the elevated columns, the beating of souls

Sometimes a hidden soliloquy breeds some cryptic symbols;

Thereupon men pass but silently through the never-ending woods

The ancient trees just watch him in their practised eyes!

Many a echo wafted from a land—distant, deep, so enigmatic,

Darkness approaches all at once through a transparent greatness!

All the colours, smells dare answer to those souls.

Some smells as if soft in the tune of the organ;

Greened in a prairie, soft with the touch of a child;

The others—winners, wealthy, profaned… yet alone!

Brings down to earth from the sky-like height…

All the sensibilities kiss our soul with the greatest mystery ever-unexplored.

(Ritu Soni Sodhi, Sharmila Talreja, Sarada Sekhar, Girish Kumar, Sharmeen Muiz, Johora Bebe Ira, Rose Triza, Dk Singh, Rajeev Seth & many more whom I do adore silently.)

Another name I must mention here …….. Tamanna Noor……… There are many more……….I’m gifted with such a forgetful memory.

….. Yes, I’ve. I really appreciate the approach I always receive from all of you. I know I enjoy this friendship even more than I deserve. It’s a bliss, a rare fortune. Shower of compliments from you, rhythm of eternal gratitude from me.

ভাবনা: চারশো উনচল্লিশ

……………………………………………………

………কিচ্ছু বলার দরকার নেই৷ সবই যদি মুখে বলতে হয়, তবে বন্ধুত্বের দাবিটুকু কীভাবে থাকে? আমাদের বন্ধুদের মধ্যে তুই-ই প্রথম ‘প্রথম আলো’ থেকে ১০০ টাকা পেয়েছিলি৷ মনে আছে তো? আলপিনে তোর প্রশ্নটা দারুণ ছিলো!

তোর সাফল্যের গল্প শোনার অপেক্ষায় রইলাম৷

………..খুব সুন্দর ব্যক্তিগত অভিব্যক্তি লেখায় ফুটে উঠেছে. খুব সহজ কথার মাঝে প্রচন্ড এক আবেগ এবং বুদ্ধিবৃতির প্রকাশ অনেকটা স্বপ্নছোয়ার মতই. স্বপ্নের সিড়ির শেষ নেই, miracle দেখা তো সবে মাত্র শুরু!

……. আমি স্বপ্নে জাগি, স্বপ্নে ঘুমাই, স্বপ্নে বাঁচি৷

………Sounds like I eat dream, I see dream and I sleep dream, I live in dream. No dream, no life.

……Let’s live with dreams, for dreams, by dreams.

……..We dream to make it happen and when it happens it’s like miracle happened! So, let’s not stop dreaming.

………Without courage and without action dreams never come true.

………অসাধারণ লেখা। আফসোস, ফেসবুকে প্রিয়তে নেবার কোন ব্যবস্থা নেই!!

……আফসোস করবেন না৷ আপনি লেখাটা পড়েছেন, শেয়ার করছেন বন্ধুদের সাথে৷ আপনার প্রিয়তেই তো লেখাটা আছে! ধন্যবাদ৷

………প্রিয়তে নেবার অর্থ শুধু এটা নয় যে ওটা আমার প্রিয়। প্রিয়তে নেবার অর্থ এটা যে এক বছর পর আমি এই লেখাটি আর কোথাও খুঁজে পাব না। অথচ প্রিয়তে নিতে পারলে ঠিকই পেতাম।

……. জানি ব্যাপারটা৷ লেখাটা যদি রিমুভ না করি, তাহলে আমার নোটস্-য়েই পাবেন এটা৷

………এখন ধরেন আপনার নামই যদি ভুলে যাই, তখন?

………ভাববেন না৷ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না৷ আপনার যা কিছু দরকার তা ঠিকই পেয়ে যাবেন, অন্য কারো কাছ থেকে৷

………আবারও পড়লাম! বারবার পড়তে হয়, হবে। যখনই হতাশা ভর করে, আপনার নোটগুলো পড়তে থাকি। সেরা হয় অনেকেই। কিন্তু পথ সবাই চাইলেও দেখাতে পারে না।

August 17, 2012

Have you heard of how a group of people decided to set up a Pessimists’ Society in London? It was a trendsetting idea, and all the pessimists in the neighbourhood agreed to meet the following Sunday to set up the association. But when the appointed day came, nobody turned up for the meeting. Apparently, they all felt that it just wouldn’t work.

The Height of Pessimism! Ahem!

August 17, 2012

The newspapers, journals, magazines are offering special ‘Eid Gift’ in the form of supplements. And, the funny thing is that you must ‘buy’ that ‘gift’ to get it. Sometimes, ‘A Free Gift’ doesn’t sound redundant.

August 17, 2012

There are many things in life more important than money, and they all cost money.

~Fred Allen

(This gentleman should have been teaching at the Harvard Business School!)

………Yes, in some aspects (purely non-material) he is absolutely mistaken.

………..I can give a list of 2 dozen items where money fails miserably. Many others can come up with even 200 long list. Had it been money, no rich would have died….. or remained unhappy. In my view, money is directly proportional to worries. And happiness, the key word for which you accumulate money, is inversely proportional to worry.

………The best parts of life are what we cannot buy with money. And, they are all intangible, non-material.

August 19, 2012

Taal Se Taal Mila – Taal (720p HD Song)

The dream-lady!!

August 21, 2012

Mama always said life was like a box of chocolates. You never know what you’re gonna get.

…… from Forrest Gump (1994), one of my favorite movies

……….If it a box of chocolates, I am damn sure I will see chocolates if I open it…….lol

……..Not always you get the chocolate you want to get.

August 21, 2012

আপনার পড়ে ভালো লেগেছে, এরকম দু’-একটি বাংলা বইয়ের নাম শেয়ার করুন৷ ফিকশন অথবা নন-ফিকশন৷ অথবা অন্য যেকোন কিছু৷ এবার ভাললাগার গল্প হোক একটু৷

………পথের পাঁচালী, অপরাজিত, আরন্যক, দৃষ্টিপ্রদীপ, ইছামতি, অশনি সংকেত, দেবযান -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মুজতবা আলীর দেশে-বিদেশে, চাচা কাহিনী, শবনম, পঞ্চতন্ত্র। শিবরাম, বনফুল আর মানিকের ছোটগল্প, তারাশঙ্করের কবি, সপ্তপদী, গনদেবতা, আরোগ্য নিকেতন, নীলকণ্ঠ। তারাশঙ্করের ছোটগল্প। শংকরের চৌরঙ্গী; শরতের অরক্ষণীয়া, রবিঠাকুরের ছোটগল্প, চার অধ্যায়, যোগাযোগ, আমার ছেলেবেলা। অদ্বৈত-এর তিতাস একটি নদীর নাম। সত্যজিতের ফেলুদা সমগ্র, শঙ্কুসমগ্র। জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, মাহবুব উল আলম এর গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে, মেজর কামরুল হাসান-এর জনযুদ্ধের গনযোদ্ধা, হরিশঙ্কর জলদাসের কৈবর্ত কথা, জাফর ইকবালের প্রথম দিকের বেশ কিছু সায়েন্স ফিকশন ও কিশোর উপন্যাস, হুমায়ূন আহমেদ-এর অচিনপুর, অন্যদিন, শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে, কবি, এই সব দিনরাত্রি………শহীদুল্লাহ কায়সারের সংশপ্তক, জহির রায়হানের ছোটগল্প+উপন্যাস সমগ্র, সুচিত্রার কাছের মানুষ, পরবাস; গজেন্দ্রকুমারের পৌষ ফাগুনের পালা, কলকাতার কাছেই, উপকন্ঠে, শওকত আলীর প্রদোষে প্রাকৃত জন, নিমাই এর মেমসাহেব, সুনীলের সেই সময়, প্রথম আলো। সমরেশের উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ; সাতকাহন। আশাপূর্না দেবীর সুবর্ণলতা। বুদ্ধদেবের তপস্বী ও তরঙ্গিনী। ………………………..

পথের পাঁচালী

ছবির দেশে কবিতার দেশে

কবি

শবনম

সপ্ত সিন্ধু দশ দিগন্ত

তর্কপ্রিয় ভারতীয়

ইউরোপ পুনর্দর্শন

অনুর পাঠশালা

পরার্থপরতার অর্থনীতি

জার্নাল

সুদূর ঝর্ণার জলে

এবং আরো অনেক…..

August 23, 2012

অতুলপ্রসাদের গান৷ গানটার সহজিয়া pathos মনকে কেমন যেন আলতোভাবে ছুঁয়ে যায়৷….. তবুও, রেশটুকু থেকেই যায়৷

Bodhua Nind nahi akhi patE ~~~ Sraboni Sen

……গানটা অদ্ভুত রকমের সুন্দর৷ মিতা হকের কণ্ঠে এখনো শোনা হয়নি৷ ইউটিউবে আছে ওটা?

August 23, 2012

What a combination of talent & beauty! Hats off Boss!!

Sonu nigam – mimicry of all singers (uploaded by Rajja)

ভাবনা: চারশো চল্লিশ

……………………………………………………

August 25, 2012

To love is to suffer. To avoid suffering one must not love. But then one suffers from not loving. Therefore, to love is to suffer, not to love is to suffer. To suffer is to suffer. To be happy is to love. To be happy then is to suffer. But suffering makes one unhappy. Therefore, to be unhappy one must love, or love to suffer, or suffer from too much happiness. I hope you’re getting this down.

– Woody Allen, Love and Death

August 25, 2012

Poets don’t invent poems

The poem is somewhere behind

It’s been there for a long long time

The poet merely discovers it.

~ Jan Skacel

(these lines tell best, I think, how a poem is created)

November 7, 2012

My handset is damaged and so I can’t retrieve the contact numbers. Friends, please send me your numbers to my inbox if you think I can keep your numbers stored on my handset. I’d highly appreciate your kind help. Thanks.

November 7, 2012

I will show you fear in a handful of dust……wrote Eliot.

Were I Eliot, I’d write….. I will show you eternity in a kiss.

Read the sonnet ‘First Kiss’ of Chaitali. Was Tagore more romantic?

November 8, 2012

ঢাকায় যাচ্ছি৷ না, ভুল হলো৷ ঢাকায় যেতে হচ্ছে৷ সবাইকে যেতে হয়৷ তাই যায়৷ থাকতে হয়৷ তাই থাকে৷ It’s one of the most expensive slums on this planet! শেষের কথাটা আমার নয়৷ আমাদের IBA-র এক স্যারের৷

………..Dear bhaiya, I can really feel how much nostalgia you pass through whenever you see anything written about Bangladesh. Sadly enough, Dhaka is becoming a sophisticated Hell every day. Most convincing Hell!… Right or wrong, it’s my home, my motherland! One of our marketing faculties told it satirically in our class. Bhaiya, no offence he meant, I think…..I’m fine. How are you? How is everything going on? Have you any plan to come here? Please let me know.

….. Yes dear, you’re right to a great extent. Now, the scenario is changed. Actually, I wrote this status feeling very sad for this ancient seat of civilization. Beauty is vanishing, beast is coming out every moment. Whenever we’re raping it once, it’s raping us twice. It’s the revenge.

….. Mega city with mega problems. It’s just like all other mega cities of the world.

…..Hellish Heaven.

….. Bhaiya, please don’t misinterpret me. It’s not that I dislike this city. Not always what I like and where I wanna stay are the same city. Here are pirates who have stolen the age-old beauty. Some columnist wrote about America: It’s like a prostitute whom no one likes but no one can avoid. Dhaka is far better as we like it. But we can’t like its present shape as it’s shattering our dreams every moment. We feel sacred!

……Dhaka city is a wealthy, prosperous Hell. ____ Ibn Batuta

……Buddy, you sound to be the generous janitor of this pandemonium!….lol….We’re rather happy to reign this Hell rather than to serve a utopian better Heaven. Huh? Hope to meet you tomorrow at the IBA hostel.

: ঢাকা হল এমন একটা শহর, যাকে ছেড়ে আমি কয়েকদিন বাইরে থাকতে পারলে মন হয়, I am free to take breathe but soon after lung & eyes has got enough fresh air & beauty then I start missing Dhaka like anything!

……. Stockholm Syndrome!

Just google. It’s really interesting! I came across this term some years back in a detective novel.

Let me know when you’ve gathered the idea. It’s worth-knowing.

……the pain we’re eagerly taking. We’re so happy to be unhappy.

……Slum-dwellers usually….. Either live in slums….. Or, make the places slums where they live in…….

….. Then it’s only love for love’s sake.

November 14, 2012

An interesting fact:

We often overvalue ourselves with what we intend to do or achieve and undervalue others with what they do or achieve.

Judgement should come only when intent becomes action.

……Sir, it’s because often not all our desires are worth-having. We often don’t know what to want, and more tragic of it is, often we don’t want what we really want! Others underrate us and so do we. We’re basically afraid of breaking the tradition, therefore external and internal factors hardly fuel our emotions and passions. It’s better to appreciate things we can’t have than to have things we can’t appreciate. But we follow the second approach, overuse our mind, and become mediocre.

…………Unfortunately, I missed that interview. Please, send me any reference or link if you can.

………There’s another problem. The saying, I think, therefore I’m, sadly turns to, I doubt, therefore I might be, in reality. Tragic, huh?

It’s OK brother, nothing to feel sorry about.

November 18, 2012

Sometimes you have to be two different people .

………In personal life and professional life, two different persons in one are needed.

….. To keep simple things simple, and to keep complex things complex.

……Sin and Saint are just two different sides of the same coin.

…. One is never one.

……What we’re and what others think we’re.

……In shallow sense too.

……So true Stevenson is!

……That’s what they call personality.

November 18, 2012

Instead of saying anything bad, keep silent. Instead of arguing badly, unfriend him/her. Be nice, or be away.

……..When Words kill, Silence saves!

………I really don’t have enough time and patience to argue and win a friend. Argument often stirs pride. Neither I deserve everyone’s company, nor do they.

………I hope I deserve your company!

…….Let the past years speak for you.

…………….so, u didn’t rep my mail on ur bdayঅ্যা

……. OMG didi!! Long time!!!!!! Actually, I couldn’t reply all the birthday greetings, could manage to reply only some …… nearly 583 left yet!! I was a bit busy with my new job ……..really sorry!!! ……. How are you, didi? How is life going on?

November 20, 2012

Walk only with people better than you. If you cannot find any, walk alone.

~ Buddha

I’ve always tried to follow this teaching, but often life is not so easy as to avoid the not-better, (if not worse,) ones.

…….When they don’t walk, make them walk. It’s your personal charisma.

……Buddha advised it for the average men like me who have little knowledge to judge, change and be changed, I think.

…. And, in that case, you run the risk of turning into a goose from a swan, instead of being a better/wiser swan.

……You query has already been answered.

….. It’s natural. Then, I must be tactful……আমিও সেই দলে। তবুও আমি এত দুশ্চিন্তা করি না। ওই যে বলে না, উত্তম নিশ্চিন্তে চলে………

……It’s what they call commonsense.

ভাবনা: চারশো একচল্লিশ

……………………………………………………

November 22, 2012

My major weak point is, I often try to rationalize, justify and defend my areas of weakness.

……. Rationalization or justification of weakness is just another form of weakness. It’s cowardice. A weakness is a weakness after all. So, I’d rather be hated for what I’m than be loved for what I’m not. Yes, some weaknesses can be turned to strength. Then, it’s not a weakness any more. My point of weakness may be another person’s point of strength. It depends. But, just to justify or to rationalize weakness is just to make it more vulnerable and miserable. I’ve often done this.

….. Nature heals. Nature soothes. To receive its bliss, there’s a law. It’s the law of love. ….. Is Heaven more heavenly? I doubt! …..Man proposes, woman disposes, God confuses!….~ SIGH ~…..

December 3, 2012

What really knocks me out is a book that, when you’re all done reading it, you wish the author that wrote it was a terrific friend of yours and you could call him up on the phone whenever you felt like it. That doesn’t happen much, though.

– Holden Caulfield,

‘The Catcher in the Rye’ by J.D Salinger

December 4, 2012

“One of the very worst uses of time is to do something very well that need not be done at all.”

December 6, 2012

Better to die dying than to live dying.

December 15, 2012

কী আশ্চর্য সুন্দর শব্দের শোভাযাত্রা! —- পড়ুন৷ ভাল লাগবে৷

আমি তোমাকে কী অত্যন্ত ভালোবাসতাম এই কথা আজ বলতেও

ইচ্ছা করে না। কেননা এও শুধু অধিকার ব্যর্থতার কষ্ট, তুমি যে ছিলে

শুধু তাই অচেতন বিমুগ্ধ হয়ে বুঝতে চাই, তুমি নিঃশেষে হেরেছ,

কোন অন্যায় সপ্তরথীর মার, আমি কার মুণ্ড কাটব, অন্যান্যদের

সাথে বৃহত্তম জুয়ায় জিতে অপ্রতিভ ঘুরছি; অথচ এই হারাজেতায়

আমি কখনো যাইনি, কেননা চেয়েছিলাম শ্রমের কার্যকারক পুরস্কার,

ঝড় আসতে পারে জেনেও আমার নৌকায় নিরালা পাল বেঁধেছিলাম

ঝড় না এলে কোথায় যেতাম, কার স্রোতে আজ আর বুঝি না, যেন

ঘটলেও পারত, ঘটে গেল।

শূন্যহাতে বসে আছি। এই যে বসেথাকা এই যে কষ্ট এও এক নতুন

নৌকোবাওয়া, হয়তো বন্যাস্রোতে, তবু নৌকোবাওয়া, আর ইচ্ছে

যায় না, হৃদয় আর অচেনা জল ভাঙতে চাই না আমি দুঃখী, আমার

বড়ো কষ্ট, আমায় ক্ষমা করো একথা কাউকে বলা যায় না কেননা

আমার ভাগ্য কিংবা স্বভাব প্রবাহিত পাহাড়গুলি অচলা হৃদয়ে পেতে

চায়, ছিন্নহাতে শৃঙ্খলায় বাঁধতে চায়, বাঁধা যায় না জেনেও, যেহেতু

জুয়া কার্যকারণ মানে না, হয়তো বাঁধা যায়, এই আতঙ্ক ও আশা

আমায় বুকে হাঁটায়; মুক্তি নেই এই কথাও মুক্ত করে না;

হৃদয়ের সব দরজা খুলি কিসব বন্ধ করে রাখি কিছুতে বুঝে পাই না

কিসে সুবিধা হয়, নৌকা চলে।

~ তন্ময় দত্ত

…….এতোটা ভালো তো লিখতে পারি না৷ অতোটা অনুভূতি শক্তিও নেই আমার৷

……. হৃদয় দিয়ে রক্তও ঝরেছে অনেক৷ উনার কিছু হারিয়ে-যাওয়া লেখা শক্তি চট্টোপাধ্যায় নিজের নামে ছেপেছিলেন৷

ভালোবাসি৷ শুনেই ধাক্কা খেলাম৷ বলে কী মেয়ে! ভাবলাম৷ ফেসবুকে ওর ছবি দেখলাম৷ এরপর আবার ভাবলাম৷ নাহ্! ওকে ভালোবাসাই যায়, তবে শুধুই আপন বোন হিসেবে৷ ছোট বোন৷ বড়ই মধুর সম্পর্ক৷ কিছুই করার নাই! কিন্তু আমার নতুন বোনটি আমাকে ভাই হিসেবে মানতে নারাজ৷ প্রয়োজনে আমাকে খুন করে ফেলবে৷ কী যন্ত্রণা! পাগলী বোন আমার! তোর কাছে মাফ চাই৷ সাথে দোয়াও চাই৷

হে ধরণী! দ্বিধা হও৷ আমি গাছে উঠি!!

…… কারো দুঃখে এতো হাসতে হয় না৷ তার চেয়ে আমার ছোটবোনের জন্য ভাল একটা পাত্র দেখুন৷

এর রহস্য তো আমি নিজেও জানতে চাই৷ মানুষের মন বড়ই বিচিত্র৷ মন কী যে চায় বলো……

…… ঠিকই কইসেন ম্যাডাম, ওই দুরন্ত বালিকা দেখিতে আমাগো ভিলেন জাম্বোর মতো৷

…… এই ভালোবাসায় কোনো হিসাব নাইরে ভাই, এটা হইলো বেহিসেবি ভালোবাসা! বড়ই যন্ত্রণাদায়ক!

………Sometimes it seems really difficult to understand whether developing confidence is essential for success or success is essential for developing confidence. It’s something that makes or unmakes the total scenario. And, we all must pass through this transition period. So, don’t worry. What you’re is what we were. Best of luck!

December 22, 2012

Unfortunately, most of the lovely girls you have to like are the girls you don’t/can’t like to have. But why? Because, ironically beauty stays where you think it shouldn’t. Any other reasons?

………and it’s better to have a friend like you who has every trust on my confidence. Wow!! You sound to believe what I claimed!! So sweet of you dear.

……Never paint all the pictures with the same brush.

December 24, 2012

আজকে একটা ক্যামেরা কিনবো৷ ১০-১২ হাজার টাকার মধ্যে৷ এ ব্যাপারে বন্ধুদের পরামর্শ চাচ্ছি৷

……….. I really feel happy, fortunate & grateful to have such helpful friends around me. It gives me immense pleasure and a sense of security to get such online instant help much more than I anticipated. Really!! Please accept my heartfelt thanks for staying beside me. Please always do keep in touch.

By the way, as I was too busy to find any time to buy a camera, my younger brother bought a silver-colour Nikon COOLPIX S3100 Camera. It’s affordable in price and takes good (not bad) snaps. I know, you suggested better options at a bit higher price. I’m very sorry for my poverty. I’ll buy another one later.

December 24, 2012

……anchoring the cultural evening arranged on the occasion of Farewell & Reception Program of some of our senior officials at Custom House Auditorium, Chittagong.

December 27, 2012

…….now on a journey through—the soul of night, the soft melody of instrumentals, rhythmic kissing of wheels, the scent of soft breeze, the sweet sleep of Nature, the sound of silence, the joy of being close to madness, the essence of the world I create……. And, I slowly go insane. Life’s good!

Hello Sylhet!

December 28, 2012

চাঁদের আলোয় নৌকায় ভেসে চলা…..নরোক আলো এসে ঠোঁটে, চোখে, চিবুকে আলতো ছোঁয়ায় চুমু খেয়ে যায় যেন! ইসসস্‌! কী প্রেম! কী মায়া!…….স্নিগ্ধ হিমশীতল পৌষের সান্ধ্য-আবহ, পুরনো যাদুকর সে!

একটু পরপর ক্লিক! ক্লিক! হ্যাঁ, ক্যামেরা ঝলসে উঠছে! আহা! চন্দ্রস্নানে চন্দ্রাহত!

অপূর্ব!!

January 25, 2012

There is a whole world of sound around us all the time that we cannot hear. It is possible that up there in those high-pitched inaudible regions there is a new exciting music being made, with subtle harmonies and fierce discords, a music so powerful that it would drive us mad if only our ears were tuned to hear the sound of it. — Roald Dahl