ভাবনাদেয়ালের পলেস্তারা (৮০তি অংশ)

ভাবনা: পাঁচশো চুয়ান্ন

……………………………………………………

25 April 2011

I saw her from a distance… She was so “NICE FROM FAR”… Love at first sight! Oh! How thrilled I was!… I went near to her and found, she was so “FAR FROM NICE”…..

27 April 2011

When a girl stares at you so romantically, don’t always think she has fallen in love with you. Maybe, she is trying to learn how romantically she should stare at a boy to make him think so… Yes, it’s true!

….. My experiment with TRUTH reveals this…

Don’t try to play smart before a girl, maybe she is just learning how to play smarter before a boy… I’m sorry to make you unhappy. But friends, believe me, it’s exactly what happens!!

……. দোস্তো, কী আর করবো, বল, এক্সপেরিয়েন্স করার উপায় নাই, তাই বাধ্য হয়ে এক্সপেরিমেন্ট করি!……

………বন্ধু, এখন গাড়িতে, চট্টগ্রাম যাচ্ছি। গাড়িতে গান চলছে, ‘আগার তুম মিল যাও, জামানা ছোড় দেয়েঙ্গে হাম’ আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে পাগলের মতো স্পিডে, জানি না উনি এমন কাকে পেলেন যে উনার জামানা ছেড়ে দিতে ইচ্ছে করছে! উনাকে বারবার বলেও বোঝানো যাচ্ছে না যে আমার আপাতত জামানা ছাড়ার কোনো ইচ্ছাই নাই, আরো সময় লাগবে!………দোয়া করিস, বন্ধু!

…….. দোস্ত, চিন্তা তো চিন্তাই, আমরাই একে কনস্ট্রাকটিভ বানাই, আবার ডেস্ট্রাক্টিভও বানাই। যা-ই হোক, তোর চুল পড়ে যাওয়ার বিষয়টা শুনে আমারও বেশ চিন্তা হচ্ছে। আ,আর মনে হয়, তুই এইসব শেয়ার মার্কেট-টার্কেটের ভুজুং-ভাজুং উছিলা না ধরে একটা ভাল ডাক্তার দেখা। আফটার অল, বিয়েশাদি তো করতে হবে, তাই না? তোর জন্য আমরা আবার টাকওয়ালা মেয়ে কোথায় পাবো, বলতো দেখি! আর তুই যেসব উচ্চমার্গীয় চিন্তাভাবনা করিস, তাতে তোর চুল তো বটেই, তালুও থাকার কথা নয়! So, think simple, be happy.

………দোস্ত, তুই ইদানিং অনেক বেশি কিছু মনে রাখতে বলছিস। আমরা জানি, তোর ভার্সিটির টিচার হওয়ার কথা একটা খায়েশ ছিল (তুই অবশ্য একটু লবিং করলে হয়ে যেত।)……. দুনিয়ার সবচাইতে ইন্টারেস্টিং বিষয়গুলোর একটা হল মেয়েদের নাম মনে রাখা, আমি সেটাই পারি না আবার তোর এত কঠিন কঠিন কথাগুলো কীভাবে মনে রাখবো?……..আর মানুষের কৌতূহল তো তার যখন থেকে বোঝার বয়স হয়, তখন থেকেই প্রেগন্যান্ট! আগ্রহ জন্মানোটা তো বন্ধু ইচ্ছে, তাগিদ আর প্রয়োজনের উপর নির্ভর করে। মেয়েদের ব্যাপারে এই নির্ভরতার চোখগুলোকে আমি আপাতত কন্সট্রেইন্ড করে রেখেছি!! ……….হাহাহাহাহা

experimenting and practicing you mean.

…. Sir, it’s not what I mean but rather it’s what others mean and like to mean.

29 April 2011

Will my wife be as happy as Kate Middleton is now? Are all the brides so happy?…… (Facebook told me to share what’s on my mind and I just couldn’t help sharing it! Sorry!!)

become a prince/king first.

…. Yes, I’ll be a king for my queen

…. May all the brides be happy forever.

…. Let me guess her happy now. At least, it makes me happy.

And, if my princess is happier, I must be happiest. That would be a grand marriage! God bless you with more power of good foretelling!!

I’m really impressed at the gorgeous yet simple blend of this royal marriage!! It’s good enough to persuade you to marry!!

….. Masima, why the brides become wives if such transformation makes them unhappy? Better for them to stay brides forever, and be happy.

….. There lies an extraordinary couple in every ordinary couple. And, just being simple can make you gorgeous. You needn’t be gorgeous to be really gorgeous. That’s the law of marriage, I think… Anyway, let us wish them Good Luck!!

…. Well, your idea is nice. And, the nicer matter is, I’ll never marry the girl who is happy only with things like those. Let her marry those things, not me.

How long they stay? No buddy, it’s not a nice thing to think about. I don’t know whether things will be really nice for them, but I sincerely wish them to be so. Such marriages often become just BIG shows on earth. Past tells us so. Hope, this time future will make the scenario worth it.

…. Then, I’ll be the happiest person!!

…. Thank you, brother, for reading my posts and updates. I just added an apology for those who might take my sense otherwise.

…. You’re too good and cho chweet, dost. Hope, you’ll have a fatafati wife.

….. It’ll be really so heavenly to be a prince to her.

….. I’m not supposed? Well. Then, I think, I must!!

5 May 2011

ভুলে থাকা, সে তো ভুলে যাওয়া নয়……তবুও মানুষ ভুলতে চায়, ছল করে মনে রাখার জন্যই হয়তো! কে জানে!

… Just keeping aside of the mind, it’s not that forgetting… Yet, people try to forget, maybe only for stirring the memories! Who knows!

কে জানে…. realities made memories… or wanting memories created reality…. কে জানে

Hmm… You’ve developed ‘ke jaane!’ symptom very well. That’s good! If it’s really a reality, ke jaane, perhaps you’re going to have some memories to recall!

yes…. I made memories so I can remember the yeah Ke jaane ))))

5 May 2011

Not all questions can be answered. Not all answers should be questioned…. Follow this, be happy.

… I don’t know much about Nirvana. Is it the core thing of Nirvana? I don’t know. From my own experience, I’ve found that it’s a better rule to follow to be happy and so I’ve shared it with my friends.

…. Thank you for your sharing. You thought it was my wall. It’s ok as it’s really my wall, just it’s what they call comment thread. Still it remains a wall. So, you’ve done the right thing in a different way. Anyway, one of my friends informed me of the date over phone just today. My mid-term exams are going on and so I can’t concentrate much on BCS preliminary exam. Hope you’re doing well. Wish you a Good Luck!!

…. No side is safe. What we’ve to do, is to make our side safe.

…. Congrats on your joining a new job. Wish you professional excellence. But what arena are you stepping forward?… We’re on the same big boat in different cabins. You’re in a more privileged one as I’m still wandering jobless. Hope your journey will be much better than ever. And, you can bet in my favour? How? I myself even can’t! Your words are so soothing, brother

…. Let me be provided at first, brother!! It sounds just sarcastic till then!!

ভাবনা: পাঁচশো পঞ্চান্ন

……………………………………………………

11 May 2011

I’m planning to learn a foreign language. Can anyone please suggest me a language (like French, Spanish, German, Chinese or something else) that might add some extra value to my career? Thanks.

আগে একটা বিয়ে করো। তারপর বৌ যেটা বলবে, সেটাই…….

……….. ভাইয়া, আমি কি আপ্নেরে কইসিলাম যে আমি ফরেনার বিয়া করুম?

………………. ভাইয়া, আপ্নের যে নিকারাগুয়ার গার্লফেন্ডটা আছে, ওইটার কোনো ছোটো বোন-টোন নাই?

তুই তো ইংলিশটাই পারোস না, ওইটা শিখ আগে

‘ইংলিশ’ মানে কী?

French and Spanish.

I am advising you to learn French or Spanish because as a member of Apex UN committee on Tax matters, I know that there will be some very potential chances for Bangladeshi Revenue officers and these two languages will add value to it. These are added qualifications in entry exam.

Dear Sushanta,

Delighted to hear from you. Thank you so much. Since I teach, can suggest that you should learn Mandarin over French. The world is fast changing and China is driving that change, so learning Mandarin is a great idea. Shauli is joking of course. Women are very good at languages and had she wanted to, she would have picked up Mandarin as well as she has picked up Spanish…

14 May 2011

How can I pardon myself if I’m the only person responsible for my present unhappiness?

23 June 2012

Only I, alone, know who I’m. To others, I’m only a perhaps.

6 July 2012

ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে৷ কেনো এ তুলনটা করা হয় তার হেতু অদ্যাবধি আমি আবিষ্কার করতে পারিনি৷ ঘর, বাড়ি, দালান, অট্টালিকা এসকল ভৌত কাঠামোগত কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয়, আমার বলার কিছু থাকে না৷আহমদ ছফা, ‘যদ্যপি আমার গুরু’আমি নিজেও এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ ব্যাপারটা নিয়ে আমার মধ্যে এক ধরনের অনভিজ্ঞতাপ্রসূত অহংবোধও জন্মে গেছে ইতোমধ্যে৷ তবুও সার্বিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই অতিকথন আমার কাছে পণ্ডিতম্মন্য মনোবৃত্তির প্রকাশ বলেই মনে হয়৷

প্লিজ, একটু সামলে কথা বলুন। আপনার কমেন্টটাতে একটু অতিকথন রয়েছে।

……. ধনীর কাঙ্গালপনায় ধনের ক্ষমতা হ্রাস পায়৷

…… সুর মেলাতে গিয়ে বিশ্রী রকমের বেসুরো হয়ে গেছেন৷

……. আমার কথার সুরটা ধরুন, কথাটা নয়৷ আমার মাকে নিয়ে কেউ ‘fun’ করলে আমার অস্তিত্বই তো হাস্যকর হয়ে পড়ে৷ কীভাবে সেটা মেনে নিই?

…….. এবং আত্মশ্লাঘ্য৷

…… স্যার, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তো অনেকটাই স্বধর্মচ্যুত হয়ে পড়ে৷

……. এখানে একটু কিন্তু আছে৷ সেসকল বিদগ্ধ ব্যক্তিত্বের প্রায় সকলেই ছিলেন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট৷ এবং তাঁরা তাঁদের জ্ঞানের যথার্থ উত্তরাধিকারী গড়তে পারেন নি বলেই মনে হয়৷ গুণীর গুণহীন পুত্র গুণীর মহিমা ম্লান করে দেয়৷

……. পুরোপুরি সহমত, অক্সফোর্ডের লার্নিং হেরিটেজটাই প্রথমেই মাথায় আসে যদিও৷ ওদিকটায় তাকালে একধরনের অসহায়ত্ব গ্রাস করে৷

……. প্রতিধ্বনি যখন শব্দকে ছেড়ে যায়, এবং ছাড়িয়ে যায়, তখন নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে অসহায় সন্তরণ ছাড়া আর কি-ই বা করার থাকে!

7 July 2012

One of most interesting things that doctors can, others can’t, is, they can read their own handwriting. Not necessarily it means you’ve to think I’m a doctor.

Never judge the beauty of a lady doctor by her handwriting.

My personal experience says, the more you serve, the more you’ll be talked about. People hardly appreciate as blaming is easier than appreciating. Doctors, lawyers, police & customs officers are always vulnerable to such public condemnation. Just imagine of our country keeping them aside. Can people really survive even an hour? No one throws stones to a tree that bears no fruits. Cheers bondhu! We’re born to work and live with tasty public resentment. The golden rule is, listen to all public remarks, consider only few. If you want to consider everything you listen, you better stop listening. And, last but not the least, my status contains no such an issue to incite any kind of negative impression about doctors. It’s all about innocent handwriting, man!

যে ২টা রোগী বেশি দেখার কথা আমি বলছি, সে ২ জনের একজন যদি আমার মা হয়, তাহলে কিন্তু আমার আর আপত্তি থাকে না। কোথায় যাবো, বল! কচু খেলে গলা চুলকায়, এটা ঠিক। তবু ব্যাপার হচ্ছে, কচু খেতে হয়, এবং গলা চুলকাতে হয়। হাহাহাহা…..

বন্ধু, এরকম একটা harmless status-এর এমন ইঙ্গিতপূর্ণ কমেন্ট আমি নিজেও আশা করি না। কিন্তু যদি কেউ ওরকম কোনো কমেন্ট করেই ফেলে, তাকে নিবৃত্ত করাটাও তো কঠিন। আমরা প্রায় সময়ই ভুলে যাই, অন্যদের কাজ ওদের জন্য যতটা ইম্পরট্যান্ট, প্রয়োজনের সময় ওই কাজের ইম্পরট্যান্স কিন্তু আমার কাছে তাদের চাইতেও অনেক বেশি। একটা কথা আমি আমার লাইফ থেকে শিখেছি, তুই যখন চকোলেট খাবি, তখন কোনোভাবেই মুখ খোলা রেখে চকোলেট খেতে পারবি না। ব্যাটা, চকোলেট খাচ্ছিস যখন, চুপচাপ খেয়ে যা, মুখ খুলিস না।

আমার ভাবনা, ভাই, যখন Govt official হবেন, তখন বুঝতে পারবেন, stereotypical comment দেখতে কেমন জানি লাগে! আপনার ভাল কাজ নিয়ে কেউ একটু কথা না বললে ভাল কাজ করার ইচ্ছেটাই চলে যায়। ভাই, সবারই তো একটু স্বীকৃতি পেতে ইচ্ছে করে। আমরা তো কেউই একেবারে ফেরেশতা না।

7 July 2012

When someone judges you by what your grandfather was rather than what you are, be sure that he is still living in the age your grandfather lived. Now, it’s your choice whether you want to leave him to live in the time alive or to stay with him to live in the time dead.

Must you die to judge how death is?

16 July 2012 ·

O God! Either make me comfortable with remembering people’s names or make them comfortable with my forgetting their names. Why am I gifted with an unpleasantly wonderful memory for forgetting things?

That’s why I feel comfortable to chat with friends on Facebook. It radically improves my memory of remembering names.

20 July 2012 ·

It’s funny. Don’t ever tell anybody anything. If you do, you start missing everybody.

J.D. Salinger, ‘The Catcher in the Rye’

21 July 2012

I can pass this whole life just enjoying only a sunset because such a sunset comes only once in our life.

Because when the sun awakes, I still sleep.

Hardly there is crowd when the time of departure comes. If there is, by chance, solitude still reigns. Loneliness amidst crowd spreads, touches, and destroys itself. Moonrise just bears the sweet memory and legacy of sunset. The greater submits itself to the great.

21 July 2012

বয়স বাড়ছে–বাড়ুক!

কিন্তু, বাড়ছে কেন হতাশা? কেউ বলতে পারো?

সাথে আছে কষ্টেরা–নানা রঙের, নানা ঢঙের৷ রঙ-বেরঙের কষ্ট৷ কষ্টেরা বেশ আছে!

যত্তোসব!!

তবু, স্বাগত হে কষ্ট!

কমবে না, হাতবদল হবে৷ Out of the frying pan, into the fire!! হা হা হা…….

মনে থাকে না কিছু, পড়ার ধৈর্য্য কমে গেছে অদ্ভুতভাবে, চিন্তায় ভাটা পড়ছে প্রতিনিয়ত—-বড় হচ্ছি? নাকি, বুড়ো?

ভাবনা: পাঁচশো ছাপান্ন

……………………………………………………

26 July 2012

Keep smiling because you look good when you smile.

26 July 2012

I dare not ask a kiss,

I dare not beg a smile,

Lest having that, or this,

I might grow proud the while.

No, no, the utmost share

Of my desire shall be

Only to kiss that air

That lately kissed thee.

~Robert Herrick

27 July 2012

I’ve shared it as I measure my life with the things worth keeping with. Leave or live. Not always GAINING is NOT LOSING.

28 July 2012

Isn’t life stranger than fiction? Just feel it!!

3 August 2012

১০০ জনের ইফতার পার্টি আয়োজনের জন্য চট্টগ্রামের একটা ভালো রেস্টুরেন্টের নাম kindly suggest করুন৷ বাজেট: জনপ্রতি ২৫০ টাকা করে৷ ধন্যবাদ৷

3 August 2012

You smiled, you spoke, and I believed,

By every word and smile deceived.

Another man would hope no more;

Nor hope I what I hoped before:

But let not this last wish be vain;

Deceive, deceive me once again!

Walter Savage Landor

3 August 2012 ·

The ladies with brain & beauty are of 3 types:

~Some are married.

~Some are engaged.

~The others are single but you cannot discover their beauty.

So, you end up marrying someone else’s girlfriend or ex-girlfriend.

……… Not all beautiful ladies are dumb, some are married too.

……….Such thoughts will only help you remain unmarried…………

………… I think, therefore I am single.

……….. Never! Some men are married to beautiful ladies too.

………. They are married to their husbands.

5 August 2012

স্বপ্ন দ্যাখো স্বপ্নবাজের মতো,

ভুলে যাও পুরোনো ব্যথা যতো৷

চলতে পথে যদি কেউ হাতটা এসে ধরে,

ভালোবেসো তাকে তোমার মতো করে৷

শুভ বন্ধুত্ব দিবস — তাদেরকে যারা আমার মধুর ও তিক্ত ভুলগুলো সহ্য করেও রয়ে গেছেন আমার পাশে৷ তাদেরকেও যারা সরে গেছেন, অথবা সরে আছেন৷ আজ খুব মনে পড়ছে আমার প্রিয় মানুষদের একজন Ritu দিদিকে, যে আমার কষ্টের দিনগুলোতে সবসময় পাশে ছিলো; যে আমায় শিখিয়েছে, বেঁচে আছি—এটাই তো আনন্দের৷ দিদি, তুমি সেরে ওঠো আমাদের ভালোবাসায়৷ সবাই ভালো থাকুন, অনেক ভালো৷

…….

Dream like a — dreamer,

Rue old griefs — never!

If a friend promises to be with you — closer,

Let the candle of love burn now and — forever!

I wish a Happy Friendship Day — to you who have stayed beside me tolerating my sweet and sour mistakes. And also, to you who have left or staying away keeping me aside. Today I remember very dearly Ritu didi, one of my most favourite persons, who always stayed beside me during my old days of trials & tribulations; who taught me, I’m alive—it’s the greatest joy I can be blessed with! Didi, stay well with the touch of my unconditional love.

Keep fine, superfine.

…… Even in the darkest night there burns a candle to show you the path. I’d never believed a candle really burns till I met you on Facebook. Yes, I truly mean it. You can’t imagine to how many people I’ve told your name. If anyone asks me to tell only 5 names who contribued the most in my life to be what I’m now (I hope you’ve not forgotten that I stood 1st in Bangladesh Civil Service exam), your name comes in the 4th place following the names of my parents and younger brother. Had there been a word ‘BESTEST’, it would have used ONLY FOR YOU. God be with you and bless you always.

Oh sush I’m so honored and so humbled yes the universe works in the strangest way… I’m really glad to have known you too little brother

Ritu didi….. At least one secret of this strange universe I did learn from you….. Like attracts like. Remember? Rhonda Byrne. Hats off!…. And, by this way, you changed the whole way of my thought. There are too many other lessons you taught me. Can you start sharing your life philosophy again? I miss those good old days. I really don’t know how to express my gratitude. Since I read your last message, I always pray and request others to pray for you. God bless.

Yes, we attract what we are and our thoughts make us what we are… I have life most of recent life in this ” secret” this has helped me through my stage 3 cancer… Yes, the doctors do call me a medical miracle… And I think it’s not miracle it’s just thought process… I see the big picture… And as they say ” if it is not happy… It’s not the end yet “

Yes, I believe in happy endings darn romanticist

7 August 2012

ইদানীং পরিচিত জনের সংখ্যা যতই বাড়ছে, বন্ধুর সংখ্যা ততই কমছে৷ ব্যাপারটা ব্যস্ততা, স্বার্থ-সচেতনতা, নাকি স্রেফ স্বার্থপরতা, সেটা ঠিক বুঝছি না৷ সাথে বেড়েছে মেকি আন্তরিকতার যন্ত্রণা, যন্ত্রণা দিচ্ছি, যন্ত্রণা নিচ্ছি৷ অদ্ভুত সব মিথষ্ক্রিয়ার মধ্য দিয়ে দিন কাটছে৷ বন্ধুরা পরিচিত হয়ে যাচ্ছে, পরিচিতরা বন্ধু হচ্ছে না৷ ভিড়ের মধ্যে নিঃসঙ্গ থাকা একই সাথে সুখের এবং কষ্টের৷

……. এবং, বন্ধুরা ‘বস’ ডাকতে শুরু করেছে, কিন্ত বসরা ‘বন্ধু’ ডাকছেন না৷…..

……. ভালোবাসা তীব্র হলে অভিমান হয় তীব্রতর৷ কঠিন সত্য!

মহামান্য Khan সাহেব……. গত পাঁচ বছরে আপনি আমার নাম্বারে কোন টেক্সট পাঠিয়েছেন? মনে পড়ে সাহেব? না, পাঠান নি৷ শুধুই রিপ্লাই করেছেন৷ আহ্, কী যন্ত্রণা!

10 August 2012 ·

It takes courage to answer a call,

It takes courage to give your all.

It takes courage to risk your name,

It takes courage to be true.

It takes courage to dare what no other would share,

To be standing alone, one whom no one will own,

To be ready to stake, to be loyal not fake,

It takes courage to be true.

It takes courage to say what you know will not pay,

To give each one a share though there’ll be less to spare,

To be seeking no more than the neighbour next door,

It takes courage to be true.

It takes courage to leave what good fortune can give,

And to go to a land where the poor need a hand

To be spending one’s days in less leisurely ways,

It takes courage to be true. (Collected)

ভাবনা: পাঁচশো সাতান্ন

……………………………………………………

11 August 2012

A person is good to you just as long as you don’t know his/her bad sides.

Hide & Win.

11 August 2012

অত্যন্ত নিম্নমানের স্মৃতিশক্তি নিয়ে বেঁচে আছি৷ মনে রাখার নানা পদ্ধতি ও তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে বেশ কয়েকটি বইও কিনেছিলাম৷ পরে সেগুলোও পড়তে ভুলে গেছি৷ বিশ্রী টাইপের একটা সমস্যা৷

….. partners part so often these days.

….. কিছুই ভুলবো না? তাহলে থাক৷ কষ্টগুলো ভুলতে চাই৷

…… ভুলে যাই৷ সবাই মনে করিয়ে দেয়৷

25 August 2012

To love is to suffer. To avoid suffering one must not love. But then one suffers from not loving. Therefore to love is to suffer, not to love is to suffer. To suffer is to suffer. To be happy is to love. To be happy then is to suffer. But suffering makes one unhappy. Therefore, to be unhappy one must love, or love to suffer, or suffer from too much happiness. I hope you’re getting this down. – Woody Allen, Love and Death

” Delhi ka Laddu Jo khaya Wo pasthya, Jo nehi khaya Wo bhi pasthaya “…… So, better, khaya & pasthaya…..

Not always love is lost after it’s found. Rather, often it remains undiscovered.

7 September 2012

Far better it is to dare mighty things, to win glorious triumphs even though checkered by failure, than to rank with those poor spirits who neither enjoy nor suffer much because they live in the gray twilight that knows neither victory nor defeat. ~ Theodore Roosevelt

8 September 2012

Happiness in intelligent people is the rarest thing I know. ~ Ernest Hemingway

8 September 2012 ·

My first official tour as a Customs Officer starts tomorrow. We will visit most of the Commissionerates and Custom Houses. We’ll spend our first day at Custom House, Chittagong. I’m the group coordinator of 27 Assistant Commissioners…… feeling excited. We’ll have joy, we’ll have fun.

9 September 2012

……. enjoying a river cruise in the Western Cruise arranged by Chittagong Custom House…….. magic show, music concert, party….. and what not!! The mysterious evening, mystic river, rhythmic waves dance with us! Yes, literally!! It’s gorgeous!!….. Life is so beautiful!

……. Where comes Bangladesh Customs, there come any facilities we want. More or less, it’s just as we want. Just what we want, matters. Yes, it’s what we’re.

Thank you for your kind & cordial approach.

……. The service provided by your group is excellent! We’re so satisfied. You really belong to a prestigious group. Thank you so much.

19 September 2012

খুলনায় আছি, কালকে কমিশনারেটে প্রোগ্রাম…….কলিগদের সাথে রিকশায় ঘোরাঘুরি, মার্কেটে ধুমসে আড্ডা, সাথে ঝালমুড়ি, ফুচকা, মালায় চা…..কী আছে আর জীবনে?

20 September 2012

……. now on a journey through—the soul of night, the soft melody of instrumentals, rhythmic kissing of wheels, the scent of soft breeze, the sweet sleep of Nature, the sound of silence, the joy of being close to madness, the essence of the world I create……. And, I slowly go insane. Hello Life!!

21 September 2012

সপ্তাহ শেষের সন্ধ্যাটি কাটাচ্ছি রবীন্দ্রনাথের সাথে, ছায়ানটের অডিটোরিয়ামে। আজকের শারদ সন্ধ্যাটি শুধুই গানের সন্ধ্যা।……চমৎকার পরিবেশনা, সাদী মোহাম্মদ এবং তাঁর রবিরাগ’কে ধন্যবাদ।

21 September 2012

The number of basic needs of the Bengali people is 6, not 5 — Food, Clothing, Shelter, Education, Health care…… &…… Rabindranath……. My sweetheart must have another secret lover — Rabindranath.

…… passed a wonderful evening……. now at non-stop aadda @ IBA hostel. It’s fun time!!

Mean not what you mean. Mean what it means. Words having parallel meaning deserve parallel flow of thought out of the indoctrinated way of thinking you feel comfortable. I mean not what you understand. I mean just what it means. Thank you.

26 September 2012

Never think that the world you’re living in is the only world you’ll live in forever. Life is a joke, yes, the greatest one.

Please see the things as they’re, not as you’re. Mean not what you mean, rather mean what it means.

28 September 2012

‘পুষ্পক’ দেখছি৷ কমল হাসানের৷ দারুণ!

29 September 2012

চন্দ্রস্নানে চন্দ্রাহত৷ আহ!

1 October 2012

Rather than love, than money, than faith, than fame, than fairness give me truth. -quoted from Into The Wild

6 October 2012

Life is Elsewhere……. But…… Where?

7 October 2012

বসের পারমিশন ছাড়া মাঝে মাঝে স্বপ্ন দেখতেও ভয় লাগে৷ হায়! বিশুদ্ধ চাকরি নেই ভুবনে৷

অদ্ভুত সব ভাবনা! সরকারি চাকরিও তো চাকরিই৷ যার যেটা ভালো লাগে৷ আমি এখানে আছি, আমার ভালো লাগে, তাই৷ এবং থাকবো৷ চাকরি ব্যাপারটাই তো এমন৷

19 October 2012

Nothing in life is as important as you think it is when you are thinking about it.(the essence of the focusing illusion)

19 October 2012

ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেরাও জানেনা…

মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেরাও জানেনা।- – – সমরেশ মজুমদার।।

…… just omit “তারা তা নিজেরাও জানেনা” —- this part as only this part relates to your ‘beyond control’ interpretation.

20 October 2012

The value of a great many things in my life so far is not what they’ve paid me, rather what I’ve paid for doing them….. what they’ve cost me.

25 October 2012

Dear Facebook ladies,

Please stop adding ‘Angel’, ‘Fairy’, ‘Divine’ etc before or after your Facebook names. Our ideas about those words is getting changed in a wrong way.

Thanks & Regards

………Really HOPELESS!

….. They’re honest enough!

A new Fool’s Dictionary needs to be written.

Beautiful girls are found only on Facebook.

It’s a beautiful world. And, it’s virtual.

Not only for time-pass. Time passes, somehow. Virtual worlds are always beautiful. I’ve some of my own. Facebook is just one of them.

27 October 2012

“বল কী হে, ইয়ংম্যান, বিলেতে ছিলে, প্রেমে পড়নি, একথা বিশ্বাস করবে কে?”

“আসল কথা কী জানেন? প্রেমে পড়লে চেহারাটা বড্ড বোকাবোকা দেখায়, সিনেমায় দেখেছি। সে ভয়ে এগোতে সাহস করিনি।”(হ্যাটস্ অফ্ যাযাবর!)

কী যে বলেন! ৩০ বছর এজ হল, আর একটা প্রেম করতে পারলেন না? আপনার জীবনের তো কোনো সার্থকতাই নেই।

প্রেম না করলেই কি বয়স দু’বছর বেড়ে যায়?

29 October 2012

চুপচাপ অভিমানী শহর।

গরুর রক্তের স্মৃতিতে ম্লান!

দাদা, দিলেন তো ভাবের বারটা বাজিয়ে!

30 October 2012

কাশীর পাণ্ডা, বিয়ের ঘটক এবং বীমার দালালের চাইতেও নাছোড়বান্দা আছে জগতে। তার নাম রিপোর্টার।– যাযাবর

যাযাবর ডেসটিনি-সৈনিকদের পরহিতব্রতের যন্ত্রণা থেকে বেঁচে গেছেন। তাই এই সদাপরিপাটি ‘pathetic ভদ্রমহোদয়শ্রেণী’ আসেনি তাঁর লেখায়।

আমার একটা গার্লফ্রেন্ড থাকলে সেও বুঝি এত মেসেজ পাঠাতো না। জিপি-র ভালোবাসা এত্ত বেশি!

ভেবে নেবেন, কাস্টমার কেয়ারের কোন অপরূপা তন্বী পাঠিয়েছে কেয়ারিং মেসেজটা। তাহলেই তো হলো!

ভাবনা: পাঁচশো আটান্ন

……………………………………………………

30 October 2012

বন্ধুরা, বান্দরবানে কেউ আছেন? থাকলে, কিছুটা সময় হলে, একটু আড্ডা আর আধটু কফি হয়ে যেতে পারে। কালকে ওখানে বেড়াতে আসছি। ৩-৪ দিন থাকবো ভাবছি।

1 December 2012

“Please remember that success is never deserved. Success is always earned.”

A blend of all those factors in a proportionate way.

It’s rather smart work.

If intelligence……. then why Dhirubhai Ambani and many more piled up huge empire……and hiring IIT/ IIM guys.

It’s rather intuition.

So both hardwork and brainwork may not succeed in achieving success. So stay relaxed….. avoid stress & fatigue…. chase away high BP & hypertension. Success may come without knocking……. to any undeserving. Hence proved…. the post.

1 December 2012 ·

বিয়ের জন্যে পাত্রী খোঁজা? নাকি, নিজের বিয়ের জন্যে অন্যের গার্লফ্রেন্ড/ এক্স-গার্লফ্রেন্ড খোঁজা? খড়ের গাদায় সুই খোঁজা কি এর চেয়েও কঠিন?

……. দোস্ত, এই ‘সেকেন্ড হ্যান্ড ক্রাইসিস’ থেকে মুক্তির উপায় কি?

……. কী যে বলেন! আপনারই তো বয়ফ্রেন্ড ছিলাম৷ এরই মধ্যে বেমালুম ভুলে গেলেন!! বড়ই নির্মম!!

……. দাদা, যদি অন্যের প্রেমিকাকেই বিয়ে করতে হয়, তবে অন্ততঃ দু’টো বিয়ে করাই তো ভালো৷ কেউ-ই ঠকলো না৷ কী বলেন?;)

……. অভিজ্ঞতাসম্পন্ন? তাহলে বিয়ে কেন? অন্য ব্যবস্থাও তো আছে৷ ….. lol …..

……. শুধু বয়ফ্রেন্ডের বদদোয়া পাইলে তো আর মেজর প্রবলেম ছিলো না, ইয়ে মানে, সাথে ‘আরো কিছু’ পাওয়ারও সম্ভাবনা থাকে৷;)

……. হায়রে জামানা! এক ইভ বুদ্ধি দেয় আর ইভরে টিজ করতে! ধরা খাইলে আমি কিন্তু আপনের রেফারেন্স দিমু!

……. জীবনে আগে আর কখনো বিয়ের জন্যে মেয়ে খুঁজিনি৷ এক্সপেরিয়েন্স নাই৷

….. আমার তো মনে হয়, যারা প্রেমিকাবিহীন নয়, তাদের জন্যেও এটা খাটে৷ ওই শালারা প্রেম করে, আর আমরা বিয়ে করি৷

…… সৌম্য, জন্মের আগে বিয়ে ঠিক করে রাখলে একটা ‘টেকনিক্যাল’ প্রবলেম আছে৷ তুমি ছোট ভাই, ক্যামনে বুঝাই… ইয়ে মানে…….

…… ওই গাধারা তো সবসময় জিতেও না৷…… তবুও ভালো, অনেক ভালো৷……… তবে, ডায়লগটা চরম! হ্যাটস্ অফ্ সত্যজিৎ!

……. আইবিএ-তে আমার হ্যান্ডসাম (!) অ্যাপিয়ারেন্স নিয়ে ফাইন্যান্সের স্যার মার্কেটিং বোঝান, মহিউদ্দিন স্যার irrelevant cost consideration বোঝান……. আমি কোথায় যাই?……… হে ধরণী! দ্বিধা হও৷ আমি গাছে উঠি!!

…… ভাইয়া, সত্যি কথাটা বলেই ফেলি৷ আপনাকে দেখে আর ‘বিবাহ্’ ফিল্মটা সেটেলড্ ম্যারেজের প্রতি আমার একটা আস্থা তৈরী হয়েছে৷ (আপনার কথা তো আমি অনেককেই বলেছি৷)

3 December 2012

What really knocks me out is a book that, when you’re all done reading it, you wish the author that wrote it was a terrific friend of yours and you could call him up on the phone whenever you felt like it. That doesn’t happen much, though.

– Holden Caulfield, ‘The Catcher in the Rye’ by J.D Salinger

How lucky we’re to meet the friends whose statuses we like after reading them!

3 December 2012

চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,

চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। -রুদ্র মুহান্মদ শহীদুল্লাহ

4 December 2012

“One of the very worst uses of time is to do something very well that need not be done at all.”

10 December 2012

Life is not a “I came, I saw, I conquered” game. It never goes as exactly as we like it to go. Just face, learn & improve.

13 December 2012

লোকে নাকি কবিতা লেখে প্রেমে পড়লে৷ আর আমি লিখতাম প্রেমে পড়ার জন্যে৷ তাই বোধ হয় আমার আর কবি হ’য়ে ওঠা হয়নি৷

কবির মৃত্যু? নাকি, প্রেমিকের?

আপনার ব্যপারটা প্রেমের জন্য কবিতা না হয়ে, কবিতার জন্য প্রেম হওয়া উচিত!!!!!

…….. দু’টোই তো ভয়ঙ্কর মারণাস্ত্র!!

…….. ইচ্ছে করে বোকামি করা তো আর বোকামি না!;)

……. কেন এলাম? না ফিরে তো ভালোই ছিলাম! মুক্তি নেই জেনেও মুক্ত হওয়ার আকুতি, যতটা অনর্থক ততটাই তীব্র৷ তবু এই আকুতিই তো বাঁচিয়ে রেখেছিলো আমাকে! আহ্! কেন এলাম?

……. “it is true that student life e জিনিয়াসদের প্রেম-ভালোবাসা খুব কমই হয়….কারণ ওদের হাতে স্পয়ল করার মতো টাইম থাকে না….”

—— এর মানে কি? জিনিয়াস আর প্রেম — এদের মধ্যে কি শত্রুতা আছে নাকি? প্রেম করা মানে কি সময় নষ্ট করা? কী যে বলেন ভাই!

….. প্রেম যতই বাড়ছে, ভালোবাসা ততই কমছে৷

…… a meaningless transformation leaving behind a body of bone & flesh only! Ah! The IRONY!!

……. হায়! মৃত্যু কবির৷ জন্ম প্রেমের৷ অপমৃত্যু ভালোবাসার!

16 December 2012 ·

ছেলেরা লক্ষীছাড়া থাকে বিয়ের আগ পর্যন্ত; আর মেয়েরা লক্ষী থাকে বিয়ের আগ পর্যন্ত৷ এই বৈপরীত্যই তাদের কাছে টেনে আনে৷ হঠাৎ করেই মনে হলো কথাটা৷ কথাটাটা কি সত্য? আচ্ছা, বিয়ের পরের গল্পটা কীরকম?

……. মা লক্ষীর মোবাইল নাম্বারটা দিন কাইন্ডলি……. প্রতীক্ষার পালা ফুরোলেই আশাভঙ্গের যাত্রা শুরু —– এ-ই তো? হমমম্…..

…….. মন কী যে চায় বলো…. যারে দেখি লাগে ভালো…..

সমস্যাটা ওখানেই!!

………. আমি বেকার মানুষ, যা-ই করি, তা-ই ফেসবুকে লিখে দিই৷ বিয়ে করলে নিশ্চয়ই জানতে পারবেন৷ তবে সে অ-নে-ক দেরি৷

বিবাহিতদের মনের অবস্থা: ছেড়ে দে মা, কেঁদে বাঁচি৷ অবিবাহিতদের মনের অবস্থা: ধর্ মা, হেসে মরি৷

……. আপনি মা লক্ষীর নাম্বার নিয়ে কী করবেন? তার চেয়ে কার্তিকের নাম্বার যোগাড় করেন৷ মাঝে মাঝে মিসড্ কল দিলেও সুখ! আহ্!

…….. আরে ভাই, ফাইনালি বিষপান করার আগে একটু গিনিপিগ টেস্ট করি৷ এ-ই আর কী!

…….. আহারে দুঃখ! বাউণ্ডুলে পোলাগুলা বাউণ্ডুলে বউয়ের লগে ঘর করবো ক্যামনে?

…… ক্যান, ট্রায়ালে বিবাহ তো কমন ব্যাপার হইয়া গ্যাসে৷

………. হাত ধরে ঝগড়া করতে করতে জীবন কাটিয়ে দেয়া……. কথাটা ভালো লাগলো, দাদা৷

…… আপনি ‘অবলা ছেলে’? গড ব্লেস!

(এই সততা পাব্লিক ফোরামে না দেখালে আপনার ভবিষ্যৎ আরো ফকফকা উজ্জ্বল হইতো! )

……. প্রয়োজনে গল্প বলার জন্য হলেও বিয়ে করেন৷

…… ভাই, এ জীবন বড়ই কঠিন মাইনকাচিপা; কোনো Ctrl+Z দেয়ার অপশন নাই!

………. আমি আপাততঃ লক্ষীছাড়া স্টেজে আছি৷ তাই আমার চোখ হলো লক্ষীছাড়ার চোখ৷ ভুল দেখতেই পারে!

……. কেউ কেউ বিয়ে করে, কারো কারো বিয়ে হয়, আর কেউ কেউ বিয়ে খায়৷ সব-ই কপাল রে ভাই৷

………. মরণের কী সুখ, সেটা বুঝতে কি মরতেই হবে?

………… স্যার, পস্তাতে যখন হবেই, তখন দুগ্গা দুগ্গা বলে ঝুলেই পড়ি! পরের মুখে ঝাল? সে যে অমৃত! হা হা হা……

……….. আহা, সিংহ যদি লিখতেই পারতো, তবে তো আমরা সিংহেরও বীরত্বগাথা কিছু জানতে পারতাম!

……… তাহার অর্থ দাঁড়াইলো এই: সুখের সংসার যাপন করিতে হইলে, দম্পতিদিগের মধ্যে ভদ্রমহোদয়ের উপস্থিতি আবশ্যক হইলেও ভদ্রমহোদয়াগণের উপস্থিতি আবশ্যক নহে৷

………… মানুষ বেঁচে থাকলে বিয়ে করে৷ বিয়ে করলে মরে যায়৷ মরে গেলে বোঝে বেঁচে ছিলাম, ভালো ছিলাম৷ বাঁচাটাই তো আনন্দের৷ মরে যাওয়াতেও আনন্দ আছে৷ তাহলে যাবো কোনদিকে? বড়ই চিন্তার বিষয়!

……….সবাই শুধু তাকিয়েই থাকে৷ সাথী কেউ হয় না৷

ভাবনা: পাঁচশো উনষাট

……………………………………………………

17 December 2012

ভালোবাসি৷ শুনেই ধাক্কা খেলাম৷ বলে কী মেয়ে! ভাবলাম৷ ফেসবুকে ওর ছবি দেখলাম৷ এরপর আবার ভাবলাম৷ নাহ্! ওকে ভালোবাসাই যায়, তবে শুধুই আপন বোন হিসেবে৷ ছোট বোন৷ বড়ই মধুর সম্পর্ক৷ কিছুই করার নাই! কিন্তু আমার নতুন বোনটি আমাকে ভাই হিসেবে মানতে নারাজ৷ প্রয়োজনে আমাকে খুন করে ফেলবে৷ কী যন্ত্রণা! পাগলী বোন আমার! তোর কাছে মাফ চাই৷ সাথে দোয়াও চাই৷

হে ধরণী! দ্বিধা হও৷ আমি গাছে উঠি!!

…… যাহা চাই তাহা ভুল ক’রে চাই৷ যাহা পাই তাহা চাই না৷

……. বিসিএস ক্যাডার হইলে ভালো করতি, সব বিবাহিত ফিমেল কলিগ পাইতি৷ তখন বুঝতি কত ধানে কত খই!

……. বড় ভাইজান, আর উপভোগ্য মনে হয় না রে ভাই৷ বেবাক বেকামের ভদ্র মহোদয়াগণ প্রপোজ কইরা বসে৷ ব্যাপক দুঃখে আছি!

…… ঠিকই কইসেন ম্যাডাম, ওই দুরন্ত বালিকা দেখিতে আমাগো ভিলেন জাম্বোর মতো৷

…… এই ভালোবাসায় কোনো হিসাব নাই রে ভাই, এটা হইলো বেহিসেবি ভালোবাসা! বড়ই যন্ত্রণাদায়ক!

…… বড় ভাই, আপনে মুরুব্বি মানুষ, আপনের আদেশ শিরোধার্য! বলেন, কখন আমার বিয়া ঠিক করসেন?

…. Brother, I feel honoured at your interest in my writing. You can install Avro Keyboard on your device. Then use Vrinda font to make the Unicode texts readable.

The current status is a sarcastic one. This contains nothing though-provoking. You can derive only a tickling humour from it. Thank you once again for reading me.

….. তুমি থাকো মহাসুখে ওয়ান ব্যাঙ্কের ভেতরে, আর আমি কতো কষ্ট পাই সিভিল সেক্টরে৷

….. আহারে ভাই, গাছে চইড়া, মাটির মানুষগুলানরে ভ্যাঙাইতেসেন! বড়ই পরিতাপের বিষয়!

………. ম্যাডাম, মানসীর সাক্ষাৎ তো হরহামেশাই মেলে; তবে সেটা নৌকায় নয়, রবিতে৷ মার্গারিটা, শবনম —- হায়! কী মোহ, কী মায়া, কী ভ্রম!! ইচ্ছে হয় মুণ্ডু চিবিয়ে খাই সুনীলের, মুজতবার! হায়!

…….. ঊর্বশী? মেনকা? ওদের শুধু ঘরেই ঠাঁই দেয়া যায়, হৃদয়ে নয়৷

……. ক্ষতি নাই রে ভাই, বরং কিঞ্চিৎ নগদ লাভ আছে৷ এই হিসাব না বুঝেই তো এতগুলো বেহিসেবি বছর পার করলাম এতোদিন৷

………. বন্ধন গড়তে হলে তো আগে মুক্তি ভাঙতে হবে৷ সেটা তো আরো কঠিন!

ভাই, আস্তে কথা বলেন, কানে কানে ফিসফিস করে বলেন৷ আপনাকেও কিন্তু আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গ্রেফতার করা হতে পারে৷ ওরা আশে-পাশেই আছে! বুদ্ধিটা কিন্তু আপনার মাথা থেকেই এসেছে৷

19 December 2012

Sometimes it seems really difficult to understand whether developing confidence is essential for success or success is essential for developing confidence. It’s something that makes or unmakes the total scenario. And, we all must pass through this transition period. So, don’t worry. What you’re is what we were. Best of luck!

22 December 2012

Unfortunately, most of the lovely girls you have to like are the girls you don’t/can’t like to have. But why? Because, ironically beauty stays where you think it shouldn’t. Any other reason?

Beauty lies somewhere else.

Hardly beauty & merit match together.

…… Irony of life!

…….. After all, I’m from the fairy-tale, you know!

…… Never paint all the pictures with the same brush.

It’s good to have that much confidence.

Again, fairytale people can’t be trusted, who knows when they would wish to return to fairyland!

………and it’s better to have a friend like you who has every trust on my confidence.

Wow!! You sound to believe what I claimed!! So sweet of you dear.

24 December 2012

…… anchoring the cultural evening arranged on the occasion of Farewell & Reception Program of some of our senior officials at Custom House Auditorium, Chittagong.

…… নারে ভাই, আমি তো অনুষ্ঠানে নোংরামি করছিলাম, গাইছিলাম না তো!

ফুটনোট: Anchor (নোঙর)+-ing == নোঙরামি>নোংরামি৷

25 December 2012

A very touching prayer from a 5-year little kid…..

Dear God, please send some clothes this cold Christmas for all the ladies in my Dad’s laptop. Thank you……

Hello friends! Merry Christmas!! Happy Holiday!! Cheers!!

moral of the story:

_naughty fathers should b more careful…….

Such an innocent cute kid!! বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর!

27 December 2012

সপ্তাহশেষের ছুটি কাটাতে সিলেট যাচ্ছি আজকে রাতে৷ থাকবো কাল এবং পরশু৷ কালকে Fakrul ভাইয়ের স্বাধীনতা স্বেচ্ছা-সমর্পণ দিবস৷ ভাইয়ার চোখ দিয়ে দেখবো, পরাধীন হওয়ার আনন্দটুকু৷ (আহা কী আনন্দ আকাশে-বাতাসে!) সাথে নিজেকে হারাবো সেই নৈসর্গে যেখানে স্তব্ধতা আর নৈঃশব্দের শতাব্দীপ্রাচীন যুগলবন্দী ভোলায়, ভাবায়৷ যাযাবরত্ব মানুষের সবচেয়ে আদিম অকৃত্রিম নেশা৷ সত্যিই তা-ই!

যাযাবরত্ব – আমার চিরকালীন ভালবাসা!! যেন পৃথিবীটাই আমার দেশ।

…… আর পৃথিবীর সব রমণীই আমার প্রিয়তমা৷

ভাই…… আমার সাথে মা, চাচী, ছোট ভাই যাচ্ছে৷ ব্যাপার না৷ শাল-চাদর-সোয়েটার —- এসব তো আছেই৷

ওরে শয়তান!! এতো বড় স্বপ্ন দেখিস না!! লাভলাইফটা বাংলালায়নের আনলিমিটেড ইন্টারনেট কানেকসন নারে!!!

……. দোস্ত, তোর নামের মধ্যে একটা erotic erotic গন্ধ আছে৷ তাই তো আমি তোকে স্বপ্নটা দেখালাম৷;)

28 December 2012

……. just explored the beauty of Lalakhal & Ratargul Swamp Forest at Sylhet cruising by boat through the river Sari with some of my senior colleagues…… Ancient serenity talks the loudest while close to the lap of Nature! Mystery unveils here!! Such a heavenly feeling!!

2 January 2013 ·

Remember that sometimes not getting what you want is a wonderful stroke of luck. ~Dalai Lama

Que sera, sera—Whatever will be, will be. Things are that they’re, things will be that they’ll be.

4 January 2013 ·

Not always you should think others are wasting time if they enjoy their lives in a way unlike yours. Not necessarily they’ve to be as you’re. There’s nothing called ‘everybody’s cup of tea’. Maybe they also think you’re not living your life. Who knows? Who judges? Who cares? Respect, be respected.

18 January 2013 ·

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে৷ হচ্ছে দীর্ঘতর৷ ক্রমশঃ৷ কে পারে মৃত্যুকে আটকে দিতে? ভালোবাসা? কিংবা অঘৃণা? সে আসেই বা কার অবিরত ইশারায়? ঘৃণার? নাকি অভালোবাসার? শুধু মৃত্যুটাই সত্য৷ অথচ তাকেই ভুলে যাই৷ বাকী সব অলীক৷ তবুও তাদের নিয়েই ভুলে থাকি৷ সবসময়৷ সেই মিছিলে আমি নেই৷ কেন নেই? নাকি, থেকেও নেই? চুম্বন করছি প্রগাঢ় আলিঙ্গনে, অথচ ছুঁয়ে দেখছি না৷ এ-ই কি? স্পর্শের স্বাদ নিইনি, নিয়েছি শুধুই ভালোবাসা কিংবা ঘৃণা, যাদের কাউকে মৃত্যু তোয়াক্কাই করে না৷ মৃত ভাবনাগুলোর মন্তাজে জীবিত আমি মৃতদের করুণায় বেঁচেবর্তে আছি৷ সেই মিছিলে? নাহ্! এখনো আড়ালে৷ কী সুখ! আহ্!

20 January 2013

This is what I did not to be what I did not want to be after completing B Sc in CSE from CUET. Now the question is, how am I? Well, I’ve little time to judge as I’m busy enjoying my life. It’s really tough to live someone else’s life.

ভাবনা: পাঁচশো ষাট

……………………………………………………

4 February 2013 ·

……. I wish you could find it out.

……. No sighs! Just explore yourself and find it out!

……. I don’t hate females; I love them all.

…….. Does it need expertise?

……. I’m dating with books, movies, music.

……… আমার কল্পনাগুলো বেশ সুখেই আছে! থাকবে না-ই বা কেন? ওরা তো বাস্তবতার চেয়েও অনেক বেশি বাস্তব!

……. খালি উৎস-ঠিকানাবিহীন-কপি-পেস্ট কইরো না৷ আর যা মুঞ্চায় করতে পারো৷

…….. এই স্ট্যাটাস দিতে মাথা লাগেনা রে পাগলা, একখান ভাঙাচোরা হৃদয় থাকলেই চলে৷ সাথে এক চিমটি মেজাজ-খারাপ-টাইপের মুড৷

…….. গুরুরা অধর্মের কথাও বলেন৷ ব্যাপার হলো, পছন্দ হলে আমরা সেটাকেও দিব্বি ধর্ম বলে চালিয়ে দিই৷

……….. এক্সেপশনগুলো একটু বেশিই এক্সেপশনাল!

…….. গবেষণার বিষয়ের আকাল পড়সে নাকি দোস্ত যে ওই মাথা-নষ্ট টপিক লইয়া মাথা ঘামামু?

…….. অতঃপর অরিন্দম ভাবিলো নীরবে………

……….. নারে ভাই, আমি জীবনের গল্প বেচে খাই৷ গল্পের শেষ নাই, তাই তো জীবনের মানে খুঁজি এখনো৷

………… সবাই তো আর মশা (মাশফি) না, কেউ কেউ বেচারা (বাপ্পি)৷ মশারা রাজত্ব করে বেচারাদের রাজ্যে৷

……….. Not all beautiful young ladies are dumb and stupid, some are married too…… Grrrrrrrr….

Stop it Sushanta! Peace! Or is it time for us women to write this type of status about men!! Actually I am wondering if handsome men have brains at all!

………… Please stop wondering, masima! I never hide my profile picture!!

5 February 2013 ·

পড়বো পড়বো করেও পড়া হ’য়ে ওঠে না, এমন অনেক বইয়ের ভিড়ে পড়ে ছিলো ‘গাদ্দার’৷ কৃষণ চন্দরের৷ মজ্জাগত দীর্ঘসূত্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজকের সন্ধ্যাটি বিষিয়ে তুললাম ‘গাদ্দার’-এর সাথে৷ পড়ার সময়টাতে মাথা ঠিক রাখা দায়, হিংস্রতার কাছে ভালোবাসার করুণ পরাজয় অস্তিত্বের সমস্ত দম্ভকে পুড়িয়ে ছাই ক’রে দেয়৷”মৃত্যুপথযাত্রীর মুখ থেকে শেষ যে নাম উচ্চারিত হয়েছিলো, সে নাম ঈশ্বরের৷ হত্যাকারীদের মুখেও ছিলো তাঁরই নাম৷ এদের সবার ওপরে ঊর্ধ্বলোকে যদি সত্যিই কোনো বিধাতা থাকেন, তবে তিনি এই নিষ্ঠুরতা নিয়ে পরিহাস করছেন, সে বিষয়ে আমার সন্দেহ নেই৷” —– কথাটা সময়ের অসাড় অস্থিরতার ওপর সুতীব্র আঘাত যার প্রাসঙ্গিকতা আজো সমানভাবে আমাদের অসহায় ক’রে দেয়৷এখন শুরু করবো ‘শিল্পীর ট্র্যাজেডি’৷ (আধ-খাওয়া আপেলের মতো অদ্বৈত মল্লবর্মণ অনূদিত ‘লাস্ট ফর লাইফ’ চোখ বড়ো বড়ো ক’রে শাসিয়ে যাচ্ছে গত দু’দিন ধ’রেই৷ সদিচ্ছা পর্যাপ্ত৷ আলস্য অপরিমিত! দেখা যাক্!)

…………. মোবাশ্বের আলীর লেখা৷

পরামর্শের জন্য ধন্যবাদ৷

16 February 2013 ·

‘ফুলকে দিয়ে মানুষ বড়ো বেশি মিথ্যে বলায়।’ বলায়, ভালোবাসি, পাশে আছি। এবং, এরকম আরো অনেক কিছুই। মিথ্যের এস্টাব্লিশমেন্ট মাত্রই লোভনীয়। ভারি নিষ্পাপ দেখতে কিংবা ভাবতে কোনো কিছু কিংবা কাউকে দিয়ে সেই বলিয়ে নেয়া কিংবা করিয়ে নেয়া হ’য়ে গেলে তো কথাই নেই! ভালোবাসার নির্লজ্জ কসমোপলিটান চেহারায় আমরা কী বিশ্রীভাবেই অভ্যস্ত হ’য়ে উঠেছি! ফুলের সাবলীল প্রতিশ্রুতির ভাষা হৃদয়ের উষ্ণতা কিংবা শীতলতার খোঁজ কতটুকুই বা দেয়?

18 February 2013 ·

What any job demands (from my observation):

Change to change, or Agree to agree.

What is, is the rule, not what should be.

Friends, any other observations of yours? Please share…….

……… Sir, it happens. In that case, I consider it my failure if I fail to manage those conflicting bosses. I think, it’s all about personal charisma, Sir. There are no hard and fast rules. Situation makes and remakes the rules.

21 February 2013 ·

ঢাকায় যাচ্ছি। শুধু বইমেলার জন্যেই যাওয়া। সংগ্রহে রাখার মতো, পড়ার মতো কিছু বইয়ের নাম রিকমেন্ড করুন প্লিজ। কিনবো।

….. সংগ্রহে রেখেছি ওটা। ধন্যবাদ।

….. আচ্ছা কিনবো। ধন্যবাদ।

….. কবিতীর্থ থেকে কাফকার গল্প আর চিঠিপত্রের অনুবাদ বেরিয়েছিলো। সমিদুল হক অনূদিত। সেগুলো আছে আমার সংগ্রহে। Vintage থেকে বের হওয়া ইংরেজি অনুবাদগুলোও আছে।

দামের কথা বলছেন? পাঠক সমাবেশ বলে কথা। ডাকাত ওরা!

ধন্যবাদ।

….. বাদশাহ্ নামদার পড়েছি। বাকি সবক’টাই কিনবো। ধন্যবাদ।

…. পাগলী বোন আমার!

…… পুতুলনাচের ইতিকথা পড়েছি। উনার জননী পড়তে পারেন। সাহেব বিবি গোলাম পড়া হয়নি এখনো। পড়বো।

ভাই, ঢাকায় গেলে আমি তো আইবিএ হোস্টেলেই থাকি, আপনার পাশেই। দেখা হওয়া তো খুব সহজ। ভালো কথা, আমি আগের নাম্বারেই আছি। সময় করে কল দিয়েন একদিন।

…… বাড়ি ও বণিতা’র কথা সেদিনও কে যেনো বললো। দেখি, কিনবো। ধন্যবাদ।

….. আমার স্বামী ওয়ালী, কীভাবে সিম রান্না করতে হয়- বই দুইটা পড়েছি। ভালোই। ধন্যবাদ।

A good Muslim by tahmima anam

….. উনার রচনাবলী সংগ্রহে আছে। চিলেকোঠার সেপাই পড়া হয়ে ওঠেনি এখনো। পড়বো। ধন্যবাদ।

…… হায়াত্‍ মামুদের বইটা ভালো। দেয়াল কিনবো। ধন্যবাদ।

…… মোহনা সংগ্রহে আছে। পড়বো। ধন্যবাদ।

…… হু, ফার্মগেট থেকে শাহবাগ হ’য়েই তো মেলায় যাবো।

…… তাহনিমার স্টাইল আমাকে খুব একটা টানেনা। তবে খারাপ না, চলে।

আপনার ফ্রেন্ডলিস্টে রুমানা বৈশাখী আছে দেখি। “অবমানব”টা দেখতে পারেন…

….. দেখি, দেখবো।

….. মোহিত কামাল (পয়সা দিয়ে কিনতে) ভালো লাগেনা।

….. পড়া যত কম, ভাববার সুযোগ তত বেশি। মন খারাপ কোরো না।

…… ওটা পড়েছি। ভালো বই। তবে, পরার্থপরতার অর্থনীতি-ই বেটার। ধন্যবাদ।

….. ঘি দিয়ে পান্তাভাত। সাধু। সাধু।

ঘি দিয়ে পান্তাভাত খাওয়ার ফলাফল।

জেল থেকে জেলে

Trilogy of Chinua Achebe (Things Fall Apart, The Arrow of God and No Longer at Ease) You will be blown away, I bet.

Dhaka Comics…………

unfinisobel prize winner noble. thanks

24 February 2013 ·

গতকালকে সাড়ে তিন ঘণ্টার ঝড়ো-অভিযানে একুশে বইমেলায় কেনা বই ৪১টা। বই কিনি বেছে, পড়ি আরো বেছে৷ উৎসাহ পর্যাপ্ত, আলস্য অপরিমিত৷ কোনো এক সময়ে পুরোটা পড়বো, এই ঠুনকো শপথে বই ছুঁয়ে, একটু-আধটু উল্টে, গন্ধ শুঁকে আমার দিন কাটে৷ (মোটা মোটা বই দেখলে ক্লান্ত লাগে৷ খুব ইচ্ছে করে, মাঝখানের একশো পাতা ছিঁড়ে একটু হাল্কা ক’রে নিই৷)

(বইমেলায় বেছে বেছে বই কেনার জন্যে সাড়ে তিন ঘণ্টা খুব কম সময়৷)

……… শেষ করি নাতো! রেখে দেই৷ আর নিজেকে পণ্ডিত ভবি৷ একদম সত্যি কথা!

…….. ভালো করেছেন৷ বই না পড়ার চেয়ে বই না কেনা উত্তম৷

……… আমি তো সেই কবে থেকেই দেউলিয়া!

…….. বস্, সময় পেলে বই ধার দিবো৷

……….. উপহার দেবো না, এটা বলেছি নাকি?

………. ওই পর্যন্তই আমার দৌড়!

……….. শাস্ত্রে আছে, বৌ আর বই অন্য কাউরে বর্গা দিলে তাহারা অক্ষত / নিরাপদে থাকে না৷

……… Does it need 5 minutes to buy a book?

…….. হুমমম্….. আমি ঈর্ষা জাগাতেই চেয়েছিলাম!