ভালো যদি না-ই বাসবে

ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের মুহূর্তের আবেগে ভাসছ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের আমায় আগলে রাখছ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের প্রেমময় হয়ে পড়ছ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের আমার নেশায় ডুবে যাচ্ছ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের নিয়তিতে গভীর বিশ্বাসী হচ্ছ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের তাসের ঘরকে খুব আপন করছ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের স্বপ্নে তোমার অবাধ অনুপ্রবেশ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের রংতুলির প্রতি-সারমর্মেই আমায় বসাচ্ছ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে এত বাড়াবাড়ি রকমের আমায় ছুঁয়ে দেখবার ভীষণ অসুখ, তার কী হবে?


ভালো যদি না-ই বাসবে, তবে এই যে তোমার এত বাড়াবাড়ি রকমের আমায় ‘আমার তুমি’ বলবার শখ, তার কী হবে?